মডার্ন কাঠের দোলনা ডিজাইন দেখে সঠিক দোলনা দিয়ে ঘর সাজান

কাঠের দোলনাকে শুধু বসার বা বাচ্চাদের খেলার জিনিস মনে করলে ভুল হবে। কারণ সবরকমের মানুষ দোলনায় বসে দোল খেতে পছন্দ করে। বিশেষ করে মডার্ন ডিজাইনের দোলনাগুলি নিত্যনতুন ডিজাইনের সোফার মতই ঘরের সৌন্দর্য বাড়াতে বড়সড় ভূমিকা রাখে। তার উপর হাতিল-এর মত প্রতিষ্ঠান আধুনিক বাসা বাড়ির সাথে মানানসই হবে এমনভাবে কাঠের দোলনা ডিজাইন করে থাকে। সব মিলিয়ে কাঠের দোলনা কেনা থেকে পরিষ্কারের উপায় সবকিছু সহজে বুঝতে এই ব্লগে আমরা দোলনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। 

বাসায় কাঠের দোলনা কেন কিনবেন?

প্রাচীন সময়কাল থেকে বাংলাদেশে কাঠের দোলনা বেশ জনপ্রিয়। ঐতিহাসিকভাবে উচ্চবিত্ত পরিবারে কাঠের দোলনা থাকলেও কালের পরিক্রমায় মধ্যবিত্ত সমাজেও এর প্রচলন তৈরি হয়। পূর্বে শুধুমাত্র বাচ্চাদের জন্য ছোট দোলনা তৈরি হলেও বর্তমানে বেশ কিছু সুবিধার কারণে বড় আকারের কাঠের দোলনা তৈরি হচ্ছে। বাসায় কাঠের দোলনা রাখার উপকারিতাসমূহ হলোঃ

  • বড় রুমওয়ালা ঘরের ফাঁকা জায়গা পূরণে কাঠের দোলনা বেশ কার্যকর ভূমিকা রাখে।
  • আশেপাশে খেলার মাঠ না থাকলে বাচ্চাদের সময় কাটানোর জন্য দোলনা বেশ উপকারী মাধ্যম হয়।
  • দোলনাতে সোজাভাবে বসে বিরক্তি কাটানোর পাশাপাশি স্বাস্থ্যগত উপকারিতা পাওয়া যায়।

কোন কোন ধরণের কাঠের দোলনা ডিজাইন হয়ে থাকে?

বাজারে সাধারণত চার প্রকার দোলনা দেখা যায়। এগুলো হচ্ছে— সিলিং দোলনা, স্ট্যান্ড দোলনা, হ্যামক স্টাইল দোলনা ও শিশুদের দোলনা।

১. সিলিং দোলনা: সিলিং দোলনা বলতে ছাদে ঝুলানো দোলনাকে বুঝানো হয়ে থাকে। সিলিংয়ে সেট করার কারণে এতে কিছু জায়গা বেঁচে যায়। তবে এধরণের দোলনা বেশ শক্তপোক্তভাবে সেট করা লাগে।

২. স্ট্যান্ড দোলনা: এগুলো নিজস্ব স্ট্যান্ডের উপর দাঁড়িয়ে থাকতে পারে। স্ট্যান্ডসহ টেনে ঘরের এক জায়গা থেকে অন্য জায়গাতে সহজে সরানো যায়। এধরণের দোলনাই সবচেয়ে বেশি জনপ্রিয়। এগুলো কাঠের বা স্টিলের ফ্রেমের উপর হয়ে থাকে।

৩. হ্যামক স্টাইল দোলনা: আরামদায়ক এবং বিশ্রামের জন্য উপযুক্ত দোলনা পেতে হলে হ্যামক দোলনার উপর আর কোনোকিছুর তুলনা হবেনা। এধরণের দোলনা প্রয়োজন মত ঝুলিয়ে রাখা যায়। হাইকার ও ট্রাভেলাররা দোলনাগুলি বেশি পছন্দ করে থাকে।

৪. শিশুর দোলনা: শিশুদের জন্য বিশেষভাবে ডিজাইন করা দোলনা পাওয়া যায়। এগুলো সাধারণত বক্সের মত হয়ে থাকে। একেবারে ছোট বাচ্চাদের কান্না বন্ধ করতে এই দোলনাগুলি সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।

ছবি

আরো দেখুনঃ বেলগ্রেড ১০১ কাঠের দোলনা ডিজাইন

কিভাবে আপনার ফ্ল্যাটের জন্য সঠিক কাঠের দোলনা কিনবেন?

সব ধরণের কাঠের দোলনার ডিজাইন আপনার ঘরের সাথে মানাবে না। আবার ঘরের থিমের সাথে দোলনার থিম না মিললে দেখতে কিছুটা অদ্ভূদ মনে হতে পারে। অনেক ক্ষেত্রে মডার্ন বাসায় রাজকীয় দোলনা সেট করে অতিথিদের হাসির কারণ হতে হয়। তাই ঝামেলা থেকে মুক্তি পেতে এবারে আমরা জেনে নিবো কি কি বিষয় বিবেচনা করে দোলনা কিনতে হবে—

স্টে ১ঃ দোলনায় ব্যবহুত কাঠের ধরন দেখুন

কাঠ নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই টেকসই এবং আবহাওয়া প্রতিরোধী কাঠ খুঁজে পেতে হবে। এমনিতেই দোলনাতে খুব কম কাঠ ব্যবহার করা হয়। তাই টেকসই কাঠ না হলে অতিরিক্ত চাপে বা আবহাওয়ার কারণে অল্প সময়ে ভেঙে যেতে পারে। হাতিল-এর মত উন্নতমানের ব্লীচ উড দিয়ে বানানো দোলনা অনেকদিন টেকসই হয়।

স্টেপ ২ঃ  রুমের আকারের সাথে তুলনা করুন

আপনার বাড়ির ব্যবহারযোগ্য স্থান এবং রুম সাইজের ভিত্তি করে দোলনা কিনতে হবে। সিলিংয়ের হাইট খুব কম হলে স্ট্যান্ড দোলনার চেয়ে সিলিং দোলনা কেনা ভালো হয়। আবার রুম বেশি বড় হলে দুজন বা তিনজন একসাথে বসা যাবে এরকম চওড়া দোলনা কিনতে হবে। মোটকথা, আপনার বাড়ির সামগ্রিক সাজসজ্জার সাথে মানানসই হবে এরকম সাইজের দোলনা নিতে হবে।

স্টেপ ৩ঃ বাজেট অনুযায়ী ডিজাইন দেখুন

আপনার বাজেটের মধ্যে উপযুক্ত দোলনা খুজতে হবে। খুব বেশি ফ্যাসিলিটি আছে এরকম দোলনার দাম অবশ্যই বেশি হবে। আবার অল্প সাইজে শক্তপোক্ত ইঞ্জিনিয়ারিং করা দোলনার দামও বেশি হবে। তাই বাজেট অনুযায়ী ডিজাইন কমপ্রোমাইজ করুন অথবা কিছুদিন অপেক্ষা করে বাজার থেকে সেরা দোলনাটি নিন।

কিভাবে কাঠের দোলনা সাজাবেন?

কাঠের শেলফ বা টিভি কেবিনেট যেভাবে সাজাবেন ঠিক সেভাবেই কিছু জিনিস রেখে আপনার দোলনাকে সাজাতে পারবেন। এজন্য কিছু আইডিয়া বা উপকরণ লাগতে পারে, যেমন—কুশন, লাইট ও সঠিক রঙের কম্বিনেশন।

নরম কুশন কিনে দোলনার উপর ঠিকভাবে বসতে পারবেন, এতে মেরুদন্ড বা ঘাড়ে কোনোরকম ব্যথা হবেনা। অনেকে দোলনা সাজাতে আরো এক ধাপ উপরে উঠে গালিচা বিছিয়ে থাকে। এতে দোলনা দেখতে বেশ প্রিমিয়াম ও স্বস্তিকর মনে হয়। আর সাথে দোলনার কাঠ কিংবা কুশনের রঙ সঠিক হলে আশেপাশের পরিবেশের সাথে মিলে একটি সুন্দর থিম তৈরি করবে।

কিভাবে কাঠের দোলনা পরিষ্কার করবেন?

কাঠের দোলনা পরিষ্কার রাখা উচিৎ। কারণ যে কেউ বাসায় এলে প্রথমেই এই দোলনার দিকে চোখ যাবে। যেহেতু দোলনায় বিভিন্ন কাঠ ও মেটালের অংশ জোড়া লাগানো থাকে, তাই ফাকা স্থানে ময়লা বা মাকড়শার জাল বাসা বাঁধতে পারে। তাই নিয়মিত নরম ঝাড়ু ও মোলায়েম কাপড় দিয়ে দোলনা মুছতে হবে। 

এছাড়া দোলনা বাইরে রাখলে নিয়মিত শিশির ও বৃষ্টির পানি মুছে শুকনো রাখতে হবে। নয়তো একসময় মেটালে মরিচা পড়ার পাশাপাশি দোলনার কাঠও নষ্ট হয়ে যাবে। দোলনা পরিষ্কার রাখলে ব্যবহারকারীদেরও কোনো কিছুতে খোঁচা খেয়ে আহত হবার সম্ভাবনা কমে যাবে।

হাতিল-এর কাঠের দোলনার সুবিধাসমূহ

হাতিল-এর কাঠের দোলনা ডিজাইন অটোমেটেড ফ্যাক্টরিতে সফটওয়ারের সাহায্যে করা হয়ে থাকে। তাই দোলনাগুলি দেখতেও যেমন সুন্দর হয়, বসতেও ততটা স্বস্তিদায়ক হয়। দোলনার উপকরণ হিসেবে ভিনিয়ার্ড ইঞ্জিনিয়ার্ড কাঠ ও সেগুন কাঠ ব্যবহার করা হয়। তার উপর লিকুইর এন্টিক ফিনিশ থাকার কারণে দোলনার উপরের সারফেসও বাইরের আবহাওয়া থেকে সুরক্ষিত থাকে।

আর সেফটির কথা বলতে গেলে হাতিল সবাইকে হার মানাবে। কারণ হাতিলের দোলনায় ব্যবহৃত মেটাল সিএনসি মেশিন দিয়ে স্মুথভাবে কাটা হয়। এর ইকো ফ্রেন্ডলি পোলিশিং মানুষ ও গৃহপালিত পশুপাখির জন্য একেবারে নিরাপদ। এসবকিছুর সাথে দোলনার সাথে ১ বছরের ওয়ারেন্টি সুবিধা থাকবে।

দোলনা সম্পর্কিত কিছু বহুল আলোচিত প্রশ্নোত্তরঃ

কাঠের দোলনা বাইরে রাখা যাবে কি?

হ্যাঁ, অনেক কাঠের দোলনাকে বাইরে রাখার জন্য ডিজাইন করা হয়। তবে, দোলনাকে আবহাওয়া থেকে রক্ষা করার জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ করা জরুরি। প্রতিদিন শিশির ও বৃষ্টির পানি থেকে মুছে রাখলে দোলনার কিছু হবেনা। কিন্তু ইঞ্জিনিয়ার্ড কাঠের দোলনা এমনিতে বাইরে ফেলে রাখলে এর কাঠ জলদি নষ্ট হয়ে যাবে।

কাঠের দোলনার দাম কেমন হয়?

কাঠের দোলনার দাম কাঠের ধরন, আকার, ডিজাইন এবং ব্র্যান্ডের উপর নির্ভর করে। সাধারণত, একটি কাঠের দোলনার দাম কয়েক হাজার টাকা থেকে শুরু হতে পারে। সাধারন ডিজাইনের ছোটখাট দোলনা ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে হয়। কিন্তু একটু টেকসই ও বড় দোলনার দাম ৩০ হাজার থেকে ৮০ হাজার পর্যন্ত হতে পারে। 

নিজে কাঠের দোলনা তৈরি করা যাবে কি?

কাঠের দোলনা নিজে তৈরি করা গেলেও তাতে ডিজাইন ও ফিনিশিং দেওয়া বেশ কঠিন কাজ। পর্যাপ্ত কার্পেন্টারিং জ্ঞান ও মেশিনারিজ ছাড়া প্রিমিয়াম কাঠের দোলনা ডিজাইন করাও সম্ভব না। আবার বানাতে গিয়ে কাঠ নষ্ট হয়ে এর খরচ অনেক বেড়ে যেতে পারে। তাই নিজে কাঠের দোলনা বানানো গেলেও কিনে নেওয়া বুদ্ধিমত্তার কাজ হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।