modern sofa modern sofa

কমফোর্টের সাথে সৌন্দর্যের মিশেলে আধুনিক সোফা  

সময়ের বিবর্তনে ফ্যাশানে যেমন পরিবর্তন আসে, তেমনি পরিবর্তন আসে আমাদের রুচিবোধ এবং পছন্দে। একসময় যখন কাঠের নিখুঁত ডিজাইন করা ফার্নিচারই ছিল ট্রেন্ড, তখন ফার্নিচার কেনা কিংবা কাস্টমাইজডভাবে ডিজাইন করার ক্ষেত্রেও প্রাধান্য পেতো কাঠের শৈল্পিক এই আসবাব। কারুকাজ করা সোফার ডিজাইন এবং বেডের পাশাপাশি, সেগুন কাঠে বানানো ঘরের অন্যান্য আসবাবগুলো যেন শৈল্পিকতার দারুণ এক উদাহরণ হয়ে থাকতো। তবে এক্ষেত্রে সময়ের পালাবদলে এখন আসবাবের দুনিয়ায় এসেছে নানান ধরনের পরিবর্তন। সিমপ্লিস্টিক ডিজাইন সাথে ভাইব্রেন্ট থিম, বর্তমান সময়ে হয়ে উঠেছে চমৎকার এক ট্রেন্ড। অন্যদিকে লাক্সারিয়াস প্যাটার্ন সাথে কমফোর্টেবল ফেব্রিকও কিন্তু থাকছে পছন্দের তালিকায়। আর তাই, মডার্ন সময়ে একক কোন স্টাইল নয়, বরং কমফোর্টের সাথে সৌন্দর্যের মিশেলে ফিউশন হয়ে উঠেছে অন্যতম পছন্দ। 

modern sofa

লিভিং কিংবা ড্রয়িংরুমের ডেকোরেশনের প্রধান আকর্ষণ হয়ে ওঠে সোফা সেট। ইন্টেরিয়রের সৌন্দর্যের পাশাপাশি, অবসরের মুহূর্তগুলো আরও আরামদায়ক করতে সোফা সেট বাছাইয়ে প্রায়োরিটির তালিকায় থাকে কোজি এবং কমফোর্টেবল ফিচার। অন্যদিকে, সোফা সেটের সাথে মিল রেখে আনুষঙ্গিক অন্যান্য ফার্নিচার এবং ডেকোরেশন আইটেমই মূলত লিভিং রুমের ইন্টেরিয়রকে আরও নান্দনিক করে তোলে। আর তাই, কমফোর্ট এবং স্টাইলকে প্রাধান্য দিয়ে হাতিল নিয়ে এসেছে দুই এবং তিন সিটের সোফা সেট থেকে শুরু করে, মডিউলার, এল-শেপড এবং মাল্টিপারপাস সোফা সেট কালেকশন। চলুন চমৎকার এই সোফা সেটগুলো সম্পর্কে কিছুটা ধারণা নেয়া যাক। 

modern sofa

সোফা সেটের ডিজাইন বা ফেব্রিক পছন্দ করার ক্ষেত্রে আধুনিক সময়ে দারুণ কিছু পরিবর্তন এসেছে। বিশেষ করে কালারফুল ফেব্রিক অনেকেই বেছে নিচ্ছেন লিভিং রুমের ইন্টেরিয়র স্টাইলে। এর মধ্যে অন্যতম হচ্ছে হাতিল-এর Kuiseb এবং Bonny এই দুই ডিজাইনের সোফা সেট। স্পেশাস লিভিং রুমের ক্ষেত্রে মাল্টিপারপাস সোফা ডিজাইন খুব সহজেই মানিয়ে যায়। বিশেষ করে যারা ইন্টেরিয়রের থিম সাদা বা অফ-হোয়াইট রাখতে পছন্দ করেন, তারা ইউনিক ডিজাইনের এই সোফা সেট দিয়ে লিভিং রুম সাজাতে পারেন। 

L shaped Sofa

মাল্টিপারপাস থিমে ডিজাইন করা Kuiseb এর সবচেয়ে চমৎকার দিকটি হচ্ছে আপনি চাইলেই সোফার পজিশন এবং সেটআপ পরিবর্তন করতে পারছেন। চাইলে, সিঙ্গেল সোফা হিসেবেও সাইড টেবিলের পাশে রাখতে পারবেন, আবার চাইলে পাশাপাশি স্টাইলে রেখে ডিভান এর মতো করেও ব্যবহার করতে পারবেন। দীর্ঘদিন একই সেটআপে রুম দেখতে অনেক সময়ই ভালো লাগে না। সেক্ষেত্রে সোফার সিটারের পজিশন পরিবর্তন করে রুমের ইন্টেরিয়রেও কিন্তু পরিবর্তন আনা সম্ভব। 

অন্যদিকে যাদের ড্রয়িংরুম অনেকটা এল বা স্কয়ার আকৃতির, তারা Bonny সোফা সেটের সিমপ্লিস্টিক লুকেও কিন্তু ড্রয়িংরুমকে বেশ এলিগ্যান্ট ডিজাইনে প্রেজেন্ট করতে পারবেন। বিশেষ করে গতানুগতিক ডিজাইন থেকে বেরিয়ে এসে কমফোর্ট এবং ট্রেন্ডের দারুণ এক কম্বিনেশন দারুণ এই সোফা সেটটি। ওয়ালপেপারে ডিজাইন করা দেয়াল কিংবা ক্যানভাসে সাজানো ড্রয়িংরুমের সাথে বেশ মানিয়ে যাবে Bonny মাল্টিপারপাস সোফা সেটটি। 

কাছাকছি ডিজাইনের মধ্যে আরেকটি লাক্সারিয়াস সোফা সেটের অপশন হিসেবে আছে Citron। এর প্যাটার্ন এবং ফেব্রিকই বলে দিচ্ছে কতটা কমফোর্টেবল হবে কালারফুল এই সোফা সেটটি। আধুনিক সময়ে এসে লিভিং রুমকে শুধুমাত্র সাজিয়ে না রেখে, বরং এর ফাংশানালিটি বাড়ানো এবং বিশ্রামের মুহূর্তকে আরও আরামদায়ক করতেই আমরা ভিন্ন কিছুর খোঁজে থাকি, যার দারুণ এক উদাহরণ এই সোফার ডিজাইন। একান্নবর্তী পরিবার এবং বড় সাইজের অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে লিভিং রুমের ছিমছাম ডিজাইনের সিম্পল এই সোফা নিঃসন্দেহে বেশ আকর্ষণীয় করে তুলবে। 

যারা ইন্টেরিয়র ডিজাইনে কমফোর্ট এবং সৌন্দর্য এ দুই এর মিশেলে ফিউশন করতে চান, তাদের জন্য কোজি এবং ভাইব্রেন্ট আরেকটি অপশন হচ্ছে Tangerine । এর সবচেয়ে মজার দিক হচ্ছে, এর সিঙ্গেল একটি সোফাকেই আপনি কখনো ডিভান, আবার কখনো বেড হিসেবেও ব্যবহার করতে পারবেন। এর সাইডের অংশটি আপনি ফোল্ড করেও রাখতে পারবেন, এমনকি বেডের বাড়তি অংশ পেপার, ম্যাগাজিন রাখার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।     

modern sofa

তবে মাল্টিপারপাস সোফার ডিজাইন ছাড়াও তিন সিটের সোফার সিম্পল এবং আর্টিস্টিক কালেকশন হিসেবে Kenneth, Leeds বা Flare এর ভাইব্রেন্ট ফেব্রিক এবং প্যাটার্ন যেকোনো ড্রয়িংরুমের ইন্টেরিয়রেই মানিয়ে যাবে। আপনি চাইলে সিঙ্গেল সিটার হিসেবে রেখে, সাথে ল্যাম্প এবং ইনডোর প্ল্যান্ট দিয়ে ড্রয়িং রুম কিংবা বেডরুমের কর্নার সাজিয়ে নিতে পারেন। আর তাই, লিভিং রুমের ইন্টেরিয়রে আরামদায়ক সোফা সেটের সাথে ট্রেন্ডের দারুণ এক কম্বিনেশন হতে পারে হাতিল এর নান্দনিক প্যাটার্নের এই আধুনিক সোফা সেট কালেকশন। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।