ঘর সাজাতে আমরা সবাই কম-বেশি ভালোবাসি। ছোট-বড় যে ধরনের বাড়ি হোক না কেন, ছিমছাম পরিপাটি সাজ ঘরে কাটানো প্রতিটি মুহূর্তকে অনেক প্রশান্তিময় করে তোলে। ঘরের দেয়ালে পছন্দমতো রঙ, ম্যাচিং পর্দা, আর সে সাথে আরামদায়ক এবং অ্যাস্থেটিক ফার্নিচার; ঘরের সৌন্দর্যে এর চেয়ে বেশি কিছুর আর যেন প্রয়োজনই নেই। পুরো বাড়ি সাজানোর পাশাপাশি যে রুমটি আমাদের সবচেয়ে প্রিয় হয়ে থাকে, যেখানে ক্লান্তিময় দিনশেষে মেলে একটু স্বস্তি, আর অনেকখানি আরাম, তা হলো বেডরুম। নান্দনিক ডিজাইনের ম্যাচিং বেডসেটের সাথে স্টাইলিশ একটি ড্রেসিং টেবিল যেন পুরো সাজটাকেই পরিপূর্ণ করে তোলে। কেননা, ঘর সাজানোর পাশাপাশি নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করাও যে একটি আর্ট। আর, তাই সাজের মুখরতায় নান্দনিক এক আর্টিস্ট হয়ে উঠতে, কেমন ডিজাইনের ড্রেসিং টেবিল শোভা পাবে আপনার ঘরে, চলুন হাতিল এর চমৎকার সব কালেকশন থেকেই দেখে নেওয়া যাক।
প্রিয় মানুষের সাথে পথচলার জন্য প্রতিটি মুহূর্তকে স্পেশাল করে তুলতে চলে কতশত আয়োজন। আর ঠিক একইভাবে ঘর সাজানোর এই জার্নিতে দুজনের পছন্দও যদি মিলে একইভাবে তবে তো সম্পর্কের বাঁধনও হয় মজবুত, ঠিক হাতিল এর Vesper ড্রেসিং টেবিলের মতো। কাঠের উপর খুব যত্নে বানানো রাউন্ড কর্ণার সাথে হিডেন স্টোরেজের মডার্ন আয়নার সাজে এই ড্রেসিং টেবিলটি যেকোনো ইন্টেরিয়র সাজে মানিয়ে যাবে দারুণভাবে। সাথে রয়েছে স্পেশাস তিনটি ড্রয়ারের অপশন।
Crosby ড্রেসিং টেবিলটা অনেকটা দোলনার আদলে ডিজাইন করা। ড্রেসিং টেবিলের ডিজাইনে রয়েছে ওভাল শেপের একটি বেশ বড় আয়না, যা রেডি হওয়ার জন্য ছাড়াও বেডরুমের ইন্টেরিয়রে বেশ স্পেশাস লুক এনে দেবে। তবে স্টোরেজ হিসেবে এই ড্রেসিং টেবিলে শুধুমাত্র একটি ড্রয়ারের ব্যবস্থা রয়েছে। আর এর ডিজাইন এতটাই ইউনিক যে দেখলে মনে হবে যেন দুপাশের দুইটি কাঠের ফ্রেম যেন আয়নাটাকে ব্যালেন্স করে ধরে রেখেছে।
অন্যদিকে আপনার পছন্দ যদি হয় ট্র্যাডিশনাল স্টাইলের কোন ডিজাইন, তবে আপনিও নির্দ্বিধায় Craze এর ফ্যান হয়ে যাবেন। টপ-টু-বোটম আয়না সাথে স্টোরেজ এর দারুণ সব সেকশন নিয়ে ডিজাইন করা এই ড্রেসিং টেবিলটি যে কারো কাছেই বেশ পছন্দের হয়ে উঠবে। যেহেতু সাজের প্রয়োজনে কসমেটিক্স, জুয়েলারি সহ অনেক কিছুই ড্রেসিং টেবিলের আশেপাশে রাখতে হয়, তাই লকড শেলফ, ড্রয়ার সহ স্টোরেজের অপশন থাকা ড্রেসিং টেবিল সাধারণত অনেকেই পছন্দ করেন। তাই শুধু কাজের উদ্দেশ্যেই নয়, ডেকোরেশন এর জন্য এখানে বেশ জায়গা রয়েছে, এছাড়া কাঠের দারুণ কাজও করা আছে ড্রেসিং টেবিলের উপরের প্যানেলে।
একই প্যাটার্নে ডিজাইন করা আরেকটি অপশন হচ্ছে Pansy। যেখানে স্টোরেজ হিসেবে বেশ কয়েকটি ড্রয়ার রয়েছে, যা ড্রেসিং টেবিলের পাশে এবং সামনে দুই জায়গাতেই রয়েছে। তবে আপনি যদি গ্লাসের ডিজাইন বেশ পছন্দ করেন, সেক্ষেত্রে Angelic হবে নান্দনিক এক ডিজাইন। কেননা এর স্টোরেজ সংখ্যা বেশি হওয়ার সাথে এতে স্বচ্ছ গ্লাস দিয়ে ডিজাইন করা হয়েছে, যা বাহির থেকে এর সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়ে দেবে। এর সাথে ড্রেসিং টেবিল সিটার হিসেবে Charm এবং Grace এর যেকোনোটি পছন্দ করে নিতে পারছেন।
কমপ্যাক্ট ডিজাইন, মাল্টিফাংশানাল স্পেস, সাথে ট্রেন্ডের চমৎকার কম্বিনেশনে ডিজাইন করা Flamingo ড্রেসিং টেবিলটি এক কথায় অসাধারণ। ছোট স্পেস কিংবা বড়, রুমের যেকোনো কর্ণারেই এটি দারুণভাবে মানিয়ে যাবে। আর ফাংশানালিটির দিক থেকে এটি অল-ইন-ওয়ান। এখানে জুয়েলারি রাখার জন্য আলাদা সেকশন যেমন রয়েছে, তেমনি কসমেটিকস এর ধরণ অনুযায়ী ভিন্ন ধরনের শেলফের ব্যবস্থাও এখানে করা হয়েছে। আর এই পুরো স্টোরেজের ডিজাইন এমনভাবে করা হয়েছে যা বাহির থেকে দেখে বোঝাই যাবে না। ফলে বাড়তি স্পেস যেমন নেবে না, তেমনি ছোট স্পেসকেও বেশ অ্যাস্থেটিক করে তুলবে। আছে ব্যাগ সহ অন্যান্য জিনিস রাখার জন্য হ্যাঙ্গিং হুক। আর এর সবচেয়ে ইউনিক ফিচার এর মুভেবল প্ল্যাটফর্ম। আপনি চাইলে এটি সহজেই ঘুরিয়ে একপাশ থেকে অন্যপাশে নিতে পারছেন।
তবে এসব কিছুর মধ্যে Villareal ড্রেসিং টেবিলের ডাবল আয়নার অপশনটি বেশ স্মার্টলি ডিজাইন করা হয়েছে। কেননা, বাড়তি আয়নাটা বের করে নিলেই বেশ সহজেই রেডি হওয়া সম্ভব, সাথে ড্রয়ার এবং মাল্টিফাংশানাল শেলফ তো রয়েছেই।
বেডরুমের ইন্টেরিয়রে স্টাইলিশ একটি ড্রেসিং টেবিল রুমের আবহকেই পুরোপুরি পাল্টে দেয়। প্রতিদিনের সুন্দর মুহূর্তগুলোকে তাই আরও প্রাণবন্ত করতে হাতিল এর আর্টিস্টিক ডিজাইনের ড্রেসিং টেবিলে ঘর সাজবে পছন্দের স্টাইলে।



