একসাথে হাসিমুখে পুরো জীবনটা পার করে দিতে খুব বেশি কিছু লাগে না। মূল বিষয় হলো দু’জনের বোঝাপড়া। জীবনের সবচেয়ে বড় বড় সিদ্ধান্তগুলোর পাশাপাশি ছোটখাট বিষয়গুলোতেও বোঝাপড়া থাকলেই হাসি ফোটে দু’জনের মুখে। ছোটো হলেও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাসার ডেকোরেশন আর অ্যাস্থেটিকস। বিশেষ করে, যে রুমটায় সবচেয়ে বেশি স্মৃতি জমা পড়ে, সেই বেডরুমে সাহেব-বিবি দু’জনেরই রুচির প্রকাশ পাওয়া খুব জরুরি।
হাতিল-এর বেডরুম কালেকশন এমনভাবে তৈরি যাতে কাপলদের মাঝে কোনটা ছেড়ে কোনটা নিবো – এই নিয়ে দ্বন্দ্ব হয়; কিন্তু দু’জনের পছন্দেরই মিল ঘটবে না – এমনটা হওয়ার সুযোগই নেই! চলুন দেখি কীভাবে সব ধরনের বাসাকে আর্টিস্টিক বানায় হাতিল ফার্নিচার –
দু’জনের স্বাচ্ছন্দ্যই সমান গুরুত্বপূর্ণ
বেডরুম তো নেহায়েত একটা রুম নয়, এটা হলো যেকোনো কাপলের যৌথ ক্যানভাস। এই রুমের বেড, ওয়ারড্রব, সাইড টেবিল, ক্লোথ হ্যাঙ্গার থেকে শুরু করে সবকিছুই তাদের স্মৃতি জমিয়ে রাখে, তাদেরই গল্প বলে। অনেক সময় দেখা যায় হাজব্যান্ড ইন্ট্রোভার্ট কিন্তু ওয়াইফ ভীষণ এক্সট্রোভার্ট। দিনভর গা এলিয়ে সিরিজ দেখা কিংবা গেমস খেলে পার করাই হাজব্যান্ডের আইডিয়াল উইকেন্ড। আর ওদিকে মেমসাহেব হয়তো পছন্দ করেন সারা সপ্তাহের দায়িত্বশীল ভাবটা ছেড়ে একদম নিজের মতো করে সেজেগুজে উইকেন্ডের বিকেলটা মুক্ত পাখির মতো ঘুরেফিরে বেড়ানো। হাতিল-এর Bedroom Set-15 এক্ষেত্রে একদম মডার্ন আর ইউনিক সিলেকশন হবে।
দু’পাশে সাইড টেবিলসহ বড় হেডরেস্টের Fiorentina-208 লম্বা সময় একটানা শুয়ে-বসে থাকার জন্য পারফেক্ট। এই চাহিদাটা অবশ্য Wimbledon-206 অথবা Getafe-207 দিয়েও মেটাতে পারবেন। সাথে ড্রেসিং টেবিল হিসেবে Turino-158, Paris-148 অথবা Heron-160। যারা বেশি আউটগোয়িং, তাদের জন্য নানাধরনে মেকআপ আইটেম, স্কিন কেয়ার প্রোডাক্টস আর অন্যান্য জিনিস রাখার জন্য প্রচুর স্পেস এবং সাথে বিশাল মিরর থাকলে ব্যাপারটা একদম জমে যায়!
কিংবা ধরুন পুরো বিষয়টাই বিপরীত। অর্থাৎ, মিসেস ভালোবাসেন নিজের বাসার কমফোর্টের মাঝে ‘মি-টাইম’ কাটাতে আর সাহেব সুযোগ পেলেই ছুটে যান বন্ধুদের আসরে। ব্যাপার একই। তবে এক্ষেত্রে বাইরে যাওয়া উপলক্ষে জামাই-বউ দু’জনেরই যেহেতু ড্রেস কালেকশন বড়, তাই হাতিল-এর Bedroom Set-10, Bedroom Set-11 অথবা Bedroom Set-16 দারুণ চয়েস হবে! স্ট্যান্ডার্ড ক্লসেটের চাইতে বড় ক্লসেটের প্রয়োজন থাকলে Bradshaw-141, Bruce-154 কিংবা Carlson-164 হতে পারে আপনার পছন্দের ফার্নিচার।
দু’জনেরই ব্যক্তিত্বের সাথে মিলছে তো?
মুভি নাইট, ব্যালকনিতে বসে চা খাওয়া কিংবা আকাশের মতো নীল কার্টেইন – এমন খুঁটিনাটি পছন্দগুলো দু’জনের না-ই মিলতে পারে। কিন্তু একসাথে থাকতে থাকতে ভালোলাগার কিছু কমন গ্রাউন্ড তৈরি হয়ে যায়। ফার্নিচারে সেই কমন পছন্দগুলোর মিশেল ঘটলেই পুরো বাড়ি থেকে ঠিকরে পড়ে সেই দু’জনের ব্যক্তিত্বের আভা! যেমনঃ ভিন্টেজ ধাঁচের বেডরুম সাজাতে চাইলে ওয়্যারড্রোব হতে পারে Lomami-186 । এমনকি Carnelian-101’ও হতে পারে পারফেক্ট ম্যাচ! সাথে Tiara-190 অথবা Desire-154 পুরো ইন্টেরিয়রের থিমকে এক্ষেত্রে কমপ্লিমেন্ট করবে।
আবার দু’জনেই মডার্ন মিনিমাল ডিজাইনের ফ্যান হলে Vega-128 ’কে রুমের ফোকাল পয়েন্ট বানাতে পারেন। ম্যাচিং হিসেবে Crosby-101 অথবা Cutie-115 তুলনাহীন। যদি দু’জনের একজন মিনিমাল কিন্তু অন্যজন একটু গর্জিয়াস ডিজাইন পছন্দ করেন, তাহলে Utopia-170’এর কম্বিনেশন করতে পারেন Manilla-131 কিংবা Crown-152’কে।
তবে যদি ইউনিক ডিজাইন নিয়ে খেলার আগ্রহ থাকে দু’জনেরই, তাহলে Juvenile-198, Flamingo-161 আর Lazio-185 দিয়ে সাজিয়ে ফেলুন আপনার সাধের বেডরুম! অফিসের কাজ আর পড়াশোনার জন্য আপনাদের সঙ্গী করে নিন Cactus-205’কে। একদম কমপ্লিট সেটআপ!
মোদ্দা কথা
একসাথে বেডরুম সাজানোর কাজটা ঠিক তাড়াহুড়োর কাজ নয়। বরং এটা একটা খুনসুটি মেশানো সুন্দর জার্নি। একসঙ্গে স্বপ্ন দেখার, গড়ে তোলার, এবং জীবনকে উদযাপনের এক চমৎকার সুযোগ এটি। সে কারণেই হাতিল-এ আমরা শুধু ফার্নিচার বানাই না, আপনার জীবনের সবচেয়ে সুন্দর চ্যাপ্টারের গল্পগুলো তৈরি করতে পাশে থাকি। আমরা চাই পৃথিবীর প্রতিটি বেডরুম হোক ভালোবাসা, নান্দনিকতা আর পরিবারের যৌথ প্রচেষ্টাগুলোর প্রতিচ্ছবি।