bedroom set bedroom set

নান্দনিকতায় প্রতি মুহূর্ত কাটুক কমফোর্টে 

বেডরুমে ঢুকে প্রতিবার নিজের চয়েস দেখে নিজেরিও “বাহ!” বলতে মন চাইলে তবেই না সেটা একটা আদর্শ বেডরুম! বেডরুমে তো আমরা শুধু ঘুমাতে কিংবা রেস্ট নিতে আসি না। এই রুমটা হলো ব্যস্ত পৃথিবী থেকে আমাদের একটুখানি ছুটি নেবার আশ্রয়। এখানে বসে মনটা রিফ্রেশড হবে, শরীরের ক্লান্তি দূর হবে, আর নতুন করে লাইফের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার উদ্যম ফিরে আসবে – এই তো হলো বেডরুমের কাজ! 

পারফেক্ট ফার্নিচার শুধু বেডরুমকে ডেকোরেটই করে না, আমাদের শান্তির জায়গায় পরিণত করে। এ কারণেই আমাদের নিজ নিজ পছন্দ আর ডিমান্ড অনুযায়ী বেডরুম ফার্নিচার পাওয়া খুব জরুরি। হাতিল আপনার সেই প্রয়োজনটা বোঝে। সে কারণেই আলাদা এবং সেট হিসেবে আপনার প্রয়োজন আর শখের দারুণ কম্বিনেশন রেডি আছে আমাদের শোরুম আর ওয়েবসাইটে। ঠিক কী কী কারণে নির্দ্বিধায় হাতিল বেছে নেওয়া উচিত চলুন দেখি – 

 

চয়েস অশেষ, অপশনও অসীম 

HATIL-এর বেডরুম কালেকশন থেকে চাইলে আলাদা আলাদা করে বেড, ওয়ারড্রোব, চেস্ট অফ ড্রয়ার, ড্রেসিং টেবিল, বেড সাইড টেবিল, আলমিরা, রিডিং টেবিল এবং ম্যাট্রেস বেছে নিতে পারেন। এতে আপনার নিজস্ব পার্সোনালিটির একটা ট্রু রিফ্লেকশন পাওয়া যাবে বেডরুম থেকে। নিজে থেকে বুঝে শুনে ফার্নিচার কেনার একটা অন্য রকম থ্রিল আছে। কোয়ালিটি নিয়ে চিন্তার কিছু নেই কারণ হাতিল-এর যুগ যুগ ধরে অর্জন করা রেপুটেশনই হাতিল-এর সবচেয়ে বড় গ্যারান্টি হয়ে থেকে যায় প্রতিটি বাড়িতে। বিশ্বমানের র-ম্যাটেরিয়েল, রোবোটিক্স এবং বহু বছরের এক্সপেরিয়েন্স থেকে অর্জন করা সূক্ষ্ম আর্টিস্টিক স্কিলের কারণে আমাদের প্রতিটি ফার্নিচার হলো কোয়ালিটি আর এলিগ্যান্সের পারফেক্ট কম্বিনেশন। 

আপনার চয়েস মিনিমাল হোক কিংবা গর্জিয়াস, সব স্টাইল রেডি আছে হাতিল-এ। 

bedroom set

সেট কিনলেই লাইফ সেট 

অনেকেই ঘুরে ফিরে ফার্নিচার কেনাটা ঝামেলার বলে মনে করেন। বিশেষ করে যারা বেশি ব্যস্ত থাকেন, তাদের ক্ষেত্রে চট করে পুরো বেডরুমটা সাজিয়ে ফেলতে পারা একটা প্রেফারেন্স।  তাদের জন্যই হাতিল-এর বেডরুম সেট আছে। ডিজাইন, কালার, ম্যাটেরিয়েল ইত্যাদি কম্বিনেশন করে বিভিন্ন বাড়ির ইন্টেরিয়র অনুযায়ী মানানসই ফার্নিচার সেট কিনতে পারবেন কোনো ঝুট ঝামেলা ছাড়াই। একই থিমের ফার্নিচার দিয়ে সেট করার কারণে পুরো রুমে হার্মোনি বজায় থাকবে। নতুন জুটি কিংবা প্রফেশনালদের জন্য এ এক দারুণ সলিউশন। 

bed room set

যুগ যুগ ধরে হাই স্ট্যান্ডার্ড লাইফস্টাইলের জন্য  

অত্যাধুনিক রোবোটিক্স আর বিশ্বসেরা টেকনোলজির কারণে হাতিল-এর প্রতিটি ফার্নিচার একই রকম থাকে দশকের পর দশক ধরে। ফলে এই ফার্নিচারগুলো শুধু ইন্টেরিয়কে এলিগ্যান্টই করে না বরং আপনার জীবনের সাথে জড়িয়ে থাকে বহু বছর। 

বিশ্বের বিভিন্ন থিম আর ডিজাইন কনসেপ্ট থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয় এই ফার্নিচারগুলো। ফলে ক্লাসিক বিউটির পাশাপাশি মডার্ন স্টাইলও মেইনটেইন করা যায় সহজেই।  

bedroom set

বেডরুম হোক সবচেয়ে রিল্যাক্সিং জায়গা 

বেডরুম ডেকোরেট করা মানে শুধু ফার্নিচার বেছে নেওয়া নয়; নিজের জন্য সবচেয়ে শান্তির জায়গা বেছে নেওয়া। আর শান্তি আসে যখন রুমে ঢুকলেই মনে হয় এখানে সবকিছু আপনার রুচি আর পছন্দের পরিচয় বহন করে। বেডরুমে আমরা রিল্যাক্সড আর সেইফ ফিল করতে চাই। প্রিয়জনদের সাথে আড্ডা হোক কিংবা একান্তে রেস্ট নেওয়া, এক সেট পারফেক্ট ফার্নিচারই পারে মনকে শান্ত করতে। আর তার সাথে চাই একটুখানি আভিজাত্যের ছোঁয়া আর টেকসই ফার্নিচারের গ্যারান্টি। 

শেষ কথা 

আজকের ব্যস্ত পৃথিবীতে বেডরুম হলো মনের আশ্রয়স্থল যেখানে দিনশেষে আমরা ফিরে পাই নিজেকে। একটা একটা করে বেছে নেওয়া হোক কিংবা একবারে সেট ধরে কিনে ফেলা, হাতিল চেষ্টা করে আপনার প্রতিটি সকালকে প্রাণবন্ত আর প্রতিটি রাতকে প্রশান্তিময় করতে। চোখ ধাঁধানো গ্ল্যামার নয়, বরং মিনিমাল অ্যাস্থেটিক্স আর আর্গোনমিক ডিজাইনের কমফোর্টই বলে দেয় কত যত্ন আর রিসার্চ করে বানানো হয় হাতিল-এর একেকটি ফার্নিচার! 

আপনার শোবার ঘর হোক আপনার লাইফস্টাইল আর পার্সোনালিটির প্রতিফলন। আমরা সবাই এমন একটা রুমে দিন শুরু করতে চাই যেখানে ফার্নিচারই বলে দেয় আমাদের লাইফের রিদমের গল্প। তো এর পরের বার বেডরুম ফার্নিচার কেনার আগে নানা চিন্তায় অস্থির না হয়ে বরং চট করে ঘুরে আসুন আপনার আশেপাশের হাতিল শোরুমে 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।