console table console table

লিভিং রুমের স্টাইলিং স্টোরেজে এলিগ্যান্ট কনসোল টেবিল 

ঘরে ঢুকতেই প্রথম নজরে যেটা আমাদের চোখে পড়ে, সেটা হলো এন্ট্রিওয়ে বা লিভিং রুমের পরিবেশ। এখানেই তৈরি হয় প্রথম ইমপ্রেশন। তাই অনেকেই চান এই জায়গাটা হোক এলিগ্যান্ট, অ্যাস্থেটিক এবং ট্রেন্ডি। এক্ষেত্রে কনসোল টেবিল এখনকার ইন্টেরিয়র ডিজাইনের এক স্মার্ট অ্যাডিশন। ।

কনসোল টেবিল এক ধরনের স্লিক, লম্বাটে টেবিল, যা সাধারণত ওয়ালের পাশে সেট করা হয়। এই ফার্নিচারের একটা বড় বেনিফিট হলো, এগুলো একইসাথে হোম ডেকোর আর স্টোরেজ হিসেবে কাজ করে। স্কিন কেয়ার আইটেম রাখার পাশাপাশি এখানে বই, শোপিস, ফাইল, টুকটাক জুয়েলারি সহ আরও অনেক ধরনের ডেইলি লাইফের প্রয়োজনীয় জিনিসও রাখা যায়। ফলে ছোট্ট একটা কর্নারও হয়ে ওঠে ফাংশনাল আর স্টাইলিশ।

 

বাসার কোথায় কোথায় রাখা যায় কনসোল টেবিল

এন্ট্রিওয়ে: মেইন ডোর দিয়ে ঢুকেই লবিতে স্টাইলিশ মিরর, ছোট্ট ল্যাম্প বা ইনডোর প্লান্ট দিয়ে গেস্টকে ওয়েলকাম জানাতে পারে কনসোল টেবিল। সাথে চাবি, ওয়ালেট বা হ্যান্ড স্যানিটাইজার রাখারও সুবিধা থাকে।

লিভিং রুম: সোফার পিছনে রাখা কনসোল টেবিল শুধু সাপোর্ট সিস্টেম হিসেবেই কাজ করে না, সাথে শো-পিস, বই বা টেবিল ল্যাম্প রাখার পারফেক্ট স্পেস ক্রিয়েট করে।

ডাইনিং স্পেস: অতিথি আপ্যায়নে কনসোল টেবিল হতে পারে পারফেক্ট বুফে টেবিল। এছাড়া টেবিলক্লথ বা সার্ভিং বোল রাখতে চাইলে এক্সট্রা স্পেসও দেয়।

বেডরুম: মডার্ন আর্বান বেডরুমে মিরর বসানো কনসোল টেবিল এক অন্য রকম  ভ্যানিটি ক্রিয়েট করে। আবার বেডের ফুট-এন্ডে রাখলে রুমের একটা ফোকাল পয়েন্টও তৈরি হয়।

console table

HATIL-এর Tugela-104 and Ribbon-101

কনসোল টেবিলের এই ভার্সাটাইল নেচারকে আরও মডার্ন ও ট্রেন্ডি রূপ দিয়েছে HATIL। Tugela-104 and Ribbon-101’এর কম্বিনেশন আপনার বাসার ইন্টেরিয়রে সবচেয়ে এক্সেপশনাল আর এলিগ্যান্ট সেটে পরিণত হতে পারে। এর ওয়াল-মাউন্টেড মিরর আর নিচে স্টাইলিশ স্টোরেজ মিলে ইউরোপিয়ান ভিন্টেজ অ্যাস্থেকিস আর কনটেম্পোরারি স্টাইলের মিশেলে সবার মধ্যে আলাদা করে নজর কাড়ে। 

এলিগ্যান্ট ডিজাইনের বৈশিষ্ট্যই এমন – মিনিমাল কিন্তু রুচিশীল আর মাল্টি ফাংশনাল। ফলে বাসার ইন্টেরিয়র এবং সাইজ যেমনই হোক না কেন, সহজেই মানিয়ে যায়। হাতিল টিম ওয়ার্ল্ডের ফাইনেস্ট উড ম্যাটেরিয়াল আর আল্ট্রা মডার্ন ফিনিশিং দিয়ে প্রতিটি ফার্নিচারকে সবচেয়ে সুন্দর আর সবচেয়ে টেকসই বানানোর চেষ্টা করে। 

 

কেন এই কনসোল টেবিল মার্কেটে ইউনিক? 

স্টাইল + ফাংশনালিটি:  Tugela-104 and Ribbon-101 কোনো রেগুলার ফার্নিচার নয়। অবশ্য বাংলাদেশি ইন্টেরিয়রের কনটেক্সটে কনসোল টেবিল এমনিতেও কিছুটা আনইউজুয়াল। কিন্তু এই কনসোল টেবিল আপনার বাসা এবং অফিস দু’জায়গাতেই শুধু একপাশে পড়ে থাকা ফার্নিচারের মতো কাজ করবে না। বরং, যে জিনিসগুলো সব সময় হাতের কাছে রাখা জরুরি এবং গুছিয়ে না রাখলে ইন্টেরিয়রের অ্যাস্থেটিক ভ্যালু নষ্ট হয়, সেসব দরকারি জিনিসকে একসাথে রাখার জন্যও রুচিশীল একটা স্পেস দেয়।

স্পেস সেভার: Tugela-104 and Ribbon-101 অনেকভাবেই স্পেস বাঁচায়। প্রথমত, এর স্ট্রাকচার একদম স্লিম। ফলে বাসার কিংবা অফিসের যেকোনো জায়গায় রাখা যায়। দ্বিতীয়ত, এতে একটা লকড ড্রয়ার আর একটা ওপেন শেলফ আছে। ফলে সিকিউরিটিও পাবেন আবার ওপেন স্পেসের অ্যাস্থেটিক্সও পাবেন। অনেক বাসায় কিংবা অফিসে লবি সরু হয়। সেসব জায়গাতেও ক্লাটার ক্রিয়েট করবে না। 

এলিগ্যান্স: এই কনসোল টেবিলের দুই পার্টকে যদি আলাদা আলাদাভাবে দেখি, তাহলে Ribbon-101 ওয়াল-মাউন্টেড মিররটি ঘরে ওপেননেস আর ভিজুয়াল ব্রাইটনেস অ্যাড করে। ফলে ছোটো স্পেসও বড় দেখায়। আর আলোর খেলায় মন ভালো হয়ে যায়। একটি প্রাণবন্ত বাসার জন্যই তো আমাদের এত ভেবেচিন্তে সবকিছু গোছানো! আর একসাথে মিরর এবং টেবিলের কম্বিনেশন ঘরে এনে দেয় বাড়তি স্টাইল স্টেটমেন্ট।

ভার্সাটাইল ফার্নিচার: লিভিং রুম, বেডরুম, এন্ট্রিওয়ে, লবি, রিসেপশন – সব জায়গায় মানিয়ে যায় এই কনসোল টেবিলের ক্লাসিক ডিজাইন। চাইলে রুমের ডেকোর চেইঞ্জ করার সময় এই টেবিল নিয়ে অন্য রুমেও রাখতে পারেন। তাতে বছর বছর একই ফার্নিচার দিয়ে ইন্টেরিয়রের লুক পালটে যাবে! 

 

ফাইনাল টাচ

যারা ঘরের লুককে আপডেটেড ও এলিগ্যান্ট রাখতে চান, তাদের জন্য Tugela-104 and Ribbon-101 হতে পারে একটি স্মার্ট লং টার্ম ইনভেস্টমেন্ট। HATIL-এর যেকোনো ফার্নিচার যুগ যুগ ধরে আপনার স্টাইল স্টেটমেন্টকে ক্যারি করার জন্যই তৈরি করা হয়। তবে নেহায়েত শোপিস না করে এতে সুপ্রিম ফাংশনালিটি অ্যাড করতে পারাতেই আমাদের আনন্দ। যে ঘরে বারবার ফিরে আসতে মন চায়, তেমন ঘরই হোক আপনার। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।