কুয়াশামাখা শীতের সকাল কিংবা একটু বেলা করে ওঠা উষ্ণ রোদ যেন দিনের শুরুতে মনটা ভালো করে দেয়। আর এ মুহূর্তটাকে প্রাণবন্ত করতে প্রয়োজন চমৎকার একটি ইন্টেরিয়র সেটআপ। ড্রয়িং রুমের সোফা কিংবা বেডরুমে যতটা না সময় কাটানো হয়, তার চেয়ে বেশি সময় কাটে লিভিং রুমের জানালার পাশ ঘেরা ছোট্ট সেই কর্ণারে যেখানে রয়েছে একপাশে মৃদু আলোর ফ্লোর ল্যাম্প, একটি লবি টেবিল, কিছু ইনডোর প্ল্যান্টস, আর সবচেয়ে স্পেশাল একটি অ্যাক্সেন্ট চেয়ার।
যারা একান্তে নিজের মতো করে বই পড়ে বা নিদ্রায় কিছুটা সময় কাটিয়ে দ্বিগুণ এনার্জি নিয়ে আবার কাজে ফিরতে চান, তাদের জন্য হাতিল এর স্টাইলিশ অ্যাক্সেন্ট চেয়ার কালেকশন যেন বরাবরের মতোই বেশ স্পেশাল। এর ডিজাইন আর প্যাটার্ন এতটাই ইউনিক এবং কমফোর্টেবল যে এক দেখাতে তা পছন্দ হবে যে কারো কাছে। আর তাই প্রতিদিনের মুহূূর্তগুলোকে আরও রিলেক্সিং করতে হাতিল-এর এই এলিগ্যান্ট অ্যাক্সেন্ট চেয়ার ঘরের ইন্টেরিয়রে আনবে আভিজাত্য, সে সাথে আপনার অবসরের মুহূর্তকে করবে প্রশান্তিময়।
মডার্ন ইন্টেরিয়রে অ্যাক্সেন্ট চেয়ার নান্দনিকতার এক অনন্য উদাহরণ। লিভিং রুম কিংবা বেডরুমে রাখা এই চেয়ারটি যে শুধু একান্তে সময় কাটাতেই রাখা হয়, তা কিন্তু নয়। বরং, কিছুটা ভিন্নতা সাথে আভিজাত্যের অনন্য এক উদাহরণ হিসেবে অ্যাক্সেন্ট চেয়ার বর্তমান সময়ে বেশ জনপ্রিয়। স্টাইল এবং কমফোর্টের দারুণ এক প্রতিচ্ছবি হয়ে ওঠা এই অ্যাক্সেন্ট চেয়ারের ব্যাকসাইড বেশ উঁচু হয়ে থাকে এবং এর কুশনের ফেব্রিকটা ডিজাইন করা হয় অ্যাস্থেটিক ডিজাইন এবং কালারে। হাতিল-এর Plumeria এমনই একটি অ্যাক্সেন্ট চেয়ার, যা ঘরের লিভিং রুম আবহকেই পুরোপুরি পাল্টে দিবে।
লেদার এবং কুশনের কম্বিনেশনে বানানো এই চেয়ার যেমন স্পেশাস তেমনি স্টাইলিশ। পছন্দমতো ভাবে সামনে-পেছনে মুভ করার জন্য এর মধ্যে বেশ মজবুত ফ্রেমিংও ব্যবহার করা হয়েছে। ইচ্ছা করলে আপনি এ চেয়ারের নিচের দিকে একটি কার্পেট রাখতে পারেন, এতে করে তা দেখতেও বেশ আকর্ষণীয় লাগবে।

অন্যদিকে Prospero আরেকটি স্টাইলিশ অ্যাক্সেন্ট চেয়ার, যা যেকোনো থিমেটিক ইন্টেরিয়র ডেকোরেশনে, বিশেষ করে বেডরুমে দারুণ এক স্টেটমেন্ট যোগ করবে। এই স্টাইলিশ অ্যাক্সেন্ট চেয়ারের সাথে আপনি মানানসই পা রাখার টুল বিশেষ ও রাখতে পারেন। চেয়ারে বসার পাশাপাশি হাতিল এর Kingsport ফুট স্টুলে আপনি আরাম করে পা রেখে গান শোনা, বই পড়ার ফাঁকে কিছুটা সময় বিশ্রামও নিতে পারবেন খুব সহজে।
তবে আপনার পছন্দ যদি ফিক্সড চেয়ার না হয়ে হয় মুভেবল চেয়ার, সেক্ষেত্রে হাতিল-এর Pindar এমনই একটি এক্সক্লুসিভ চেয়ার, যা একই সাথে রকিং চেয়ারও বলা যেতে পারে। এর বসার জায়গাটি চাইলেই উঁচু-নিচু করা সম্ভব। এছাড়া যেকোনো ফ্লেক্সিবল অবস্থায়ও রাখা সম্ভব। তবে এটি বেশ প্রশস্ত এবং কোজি হওয়ায় এতে বসে কাজ করা বা কিছুক্ষণের জন্য বিশ্রামের জন্য এটি বেশ ফ্লেক্সিবলও বটে। তাই, বেডরুম ছাড়াও স্টাডি রুমের জন্য নিঃসন্দেহে বেছে নিতে পারেন এক্সক্লুসিভ এই চেয়ারটি।

লেদারের ফার্নিচার যারা পছন্দ করেন, তাদের জন্য Horace চমৎকার একটি অপশন। এর ফিচার যেমন এলিগ্যান্ট তেমনি ইউনিক। অবসরের সময়টুকু পছন্দের কোন বই পড়া, খবর দেখা, কিংবা আর্ট করার মতো কাজ করতেও যা বেশ দরকারি। এছাড়া রুমে পছন্দের কর্নারটি সাজাতে অ্যাক্সেন্ট চেয়ারের পাশে স্ট্যান্ড ল্যাম্প এবং ইনডোর প্ল্যান্টসও রাখতে পারেন।
তবে এসবের সাথে বেশ কোজি আরেকটি অ্যাক্সেন্ট চেয়ার Lopez। এটি আকৃতি এবং ডিজাইনে কিছুটা গোলাকৃতির। এই অ্যাক্সেন্ট চেয়ারে আপনি অনায়াসে ঘুমিয়েও পড়তে পারবেন। এর কুশন এর ডিজাইন অনেকটা Pindar এর মতোই রাখা হয়েছে, যা ঘরের সৌন্দর্যে অ্যাস্থেটিক ভাব ফুটিয়ে তুলবে।

আর তাই, মনের মতো করে পছন্দের কর্ণার সাজাতে অ্যাক্সেন্ট চেয়ার নিঃসন্দেহে দারুণ এক চয়েস। কেননা, অবসর মুহূর্তে কিংবা বিশ্রামের সময়ে আপনার সঙ্গী হতে পারে দারুণ এই অ্যাক্সেন্ট চেয়ার।