Swivel Chair Swivel Chair

ব্যস্ততার ভিড়ে মুভেবল সুইভেল চেয়ারে সময় হয়ে উঠুক রিলেক্সিং

চেয়ার নিয়ে আমরা খুব বেশি ভাবি না। যখন প্রয়োজন হয় ফাকা চেয়ার দেখে বসে পরি , অপেক্ষা শেষ হলে উঠে চলে যাই। তবে চেয়ারেও  কিন্তু রয়েছে ভিন্নতা। এতসব রেগুলার চেয়ার এর মাঝে নতুন এক অভিজ্ঞতা দেয় HATIL-এর Swivel Chair Azalea-173

স্বস্তি বিলাসিতা নয়, বরং প্রতিদিনের প্রয়োজন। এই চেয়ারটি রেগুলার চেয়ার এর মত নয়, এবং এটি প্রতিদিনের ব্যবহারকে করে তোলে একটু সহজ, একটু স্বস্তির। রুমে যতক্ষণ থাকবেন, মনে হবে এটি আপনার ব্যক্তিগত কমফোর্ট জোন।

আপনি কাজ করছেন, বা কিছুক্ষণ চুপচাপ বসে থাকতে চাইছেন বা কারো সঙ্গে কথা বলছেন, এই চেয়ারটির রিল্যাক্সিং ডিজাইন এবং ফিচার সেই মুহূর্তগুলোকে করে তোলে আরও বেশি উপভোগ্য। যখন আপনি সারাদিনের ব্যস্ততার মাঝে কিছুক্ষণ বসে স্বস্তি খুঁজে পান, তখন বোঝা যায়, এই ছোট বিষয়গুলোর গুরুত্ব কতটা।

একটুখানি মুভমেন্ট, অনেকখানি স্বস্তি

আমরা যেসব সাধারণ চেয়ারে বসি, সেগুলো একটি স্পেসিফিক জায়গায় আটকে থাকে। একটু নড়াচড়া করলেই অস্বস্তি হয়। আর যদি পাশের কিছু নিতে চাই বা ঘুরে কথা বলতে হয়, তাহলে উঠে যাওয়া বা চেয়ার নাড়ানোই একমাত্র উপায়। কিন্তু আমাদের মোমেন্টগুলো কি এই চেয়ার গুলোর মত স্থির? মোটেও না। Azalea-173 ঠিক সেই জায়গাতেই পার্থক্য গড়ে দেয়। এটি আপনার চলাফেরার সঙ্গে তাল মিলিয়ে চলে। স্মুথ সুইভেল ফিচারের কারণে, আপনি ঘুরে যেতে পারবেন খুব সহজে, চেয়ার না সরিয়েই। ফলে ডেস্কে কাজ হোক বা কাউকে ফেস করে আড্ডা, সবকিছু হয় স্বাভাবিক আর আরামদায়ক।

স্টাইলিশ এবং ইউস্ফুল

Azalea-173 এমন এক ধরনের ডিজাইন নিয়ে এসেছে, যা জোর করে নজর কাড়ে না, বরং নিজস্ব ছন্দে জায়গা করে নেয়। এর নরম ফ্যাব্রিক, প্রপার কার্ভ আর আরামদায়ক কুশন—সবকিছুই দেয় সেরা কমফোর্ট। এটা এমন একটা চেয়ার, যা ঘরের যেকোনো কোণে মানিয়ে যায়, হোক সেটা আপনার ওয়ার্ক স্পেস, রিডিং কর্নার বা লিভিং রুম। অথবা হতে পারে আপনার বেডরুম এর একটি কর্নার। এই চেয়ারটিতে বসলে আপনি একটু বেশি সময় কাটাতে চাইবেন। 

স্টাইলটা আসে আত্মবিশ্বাস থেকে, আর আরামটা আসে চিন্তাশীল ডিজাইন থেকে। আর স্মার্ট মানে শুধু দৃষ্টি কাড়ার বিষয় না, কাজেও সেরা হতে হয়। যেখানে জটিলতা নেই, সেখানেই থাকে আসল স্বাচ্ছন্দ্য। আর জীবনের ব্যস্ততা পেরিয়ে, ঠিক এমন একটু জায়গাই তো আমরা খুঁজি।

কমফোর্ট এর ক্ষেত্রে নো কম্প্রোমাইজ

আমরা প্রায়ই ভাবি, আরাম মানেই গা ছাড়া ভাব। আর স্টাইল মানেই হয়তো কাঠখোট্টা কিছু একটা। Azalea-173 সেই ধারণা ভুল প্রমাণ করে। এটা আপনাকে দেয় ফ্রিডম অব মুভমেন্ট, কিন্তু সঙ্গে কমফোর্টও। এটা স্টাইলিশ, কিন্তু স্টাবার্ন না। 

চেয়ারের ছোট ছোট ডিটেইল যেমন কীভাবে ঘোরে, পিঠে কতটা সাপোর্ট দেয়, কীভাবে কমফোর্ট এনশিওর করে —এই সব কিছুই একসাথে মিলে প্রতিদিনের ব্যবহারে এক বিশাল পার্থক্য রয়েছে।

এটি তৈরিতে কোনো কঠিন প্রযুক্তি নেই। নেই বাহুল্য। আছে কেবল চিন্তাভাবনায় গড়া একটি স্মার্ট ডিজাইন যেটা সত্যিই কাজ করে। আর প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোকে করে তোলে আরও বেটার। 

Swivel Chair

নতুন অভিজ্ঞতা

HATIL Swivel Chair Azalea-173 ব্যাবহারে বুঝতে পারবেন কিভাবে বসার ক্ষেত্রেও হতে পারে একটা স্মার্ট অভিজ্ঞতা, কারণ এটি আরামদায়ক, মুভ করা সহজ, এবং দেখতেও দারুণ।  ফ্ল্যাশি কিছুনা , তবে যে কমফোর্টটা অনুভব করবেন, সেটাই আসল লাক্সারি। কারণ দিনের শেষে, একটু আরাম করে বসতে পারাটাই তো সবচেয়ে বড় শান্তি।

এই চলমান জীবন যাত্রায় আপনার চেয়ারটাও তো আপনার সঙ্গে চলা উচিত, তাই না?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।