আমাদের ড্রেস আর গেটআপের স্টাইল দেখলেই বোঝা যায় নিজের জন্য আমরা কতটুকু টাইম ইনভেস্ট করি। বাসায় প্রয়োজনীয় সবকিছু হাতের কাছে গোছানো থাকলে প্রতিদিন অফিস কিংবা দাওয়াতের জন্য রেডি হওয়া সহজ হয়ে যায়। ফলে সময় বাঁচে, নিজেকে গোছাতে আরেকটু মোনোযোগ দেওয়া যায়, এবং আমরা নিজের ব্যাপারে আরও বেশি কনফিডেন্ট ফিল করি। এই মানসিক শান্তিটাই একটা গোছানো বাসার সবচেয়ে বড় সুবিধা।
প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে সবচেয়ে সেন্সিটিভ হলো আমাদের প্রসাধনী। স্কিন কেয়ার প্রোডাক্টস, পারফিউম, অর্নামেন্টস – এগুলো সাইজে ছোটো এবং সামান্য অযত্নেই নষ্ট হতে পারে। কিন্তু তাই বলে এগুলো বাক্স বন্দি করে আড়ালে রেখে দিলে তো প্রতিদিন রেডি হওয়াই মুশকিল! তাই ঘরে এমন ফার্নিচার দরকার যা আমাদের রোজকার প্রয়োজনীয় এই জিনিসগুলোকে যত্নে কিন্তু হাতের কাছেই পরিপাটি করে রাখবে। Wells-101 ঠিক এখানেই বাজিমাত করে দেয়।
ডিজাইন যেন আপনাকে বোঝে
Wells-101 বেডরুমের এক কর্নারে পড়ে থাকার মতো কোনো অর্ডিনারি আলমিরা কিংবা ড্রেসিং টেবিল নয়। একে ফোর-ইন-ওয়ান সলিউশন বলাই যায়! স্লিক এবং ভার্টিকাল ডিজাইনের এই ফার্নিচারের লম্বা মিরর আপনার পার্সোনালিটিকে ফুটিয়ে তুলবে টপ টু বটম। আর ডোর খুললেই পাবেন মাল্টিপল শেলফওয়ালা আলমিরা। পরিপাটি করে গোছানো থাকবে আপনার ড্রেস, বেড শিটসহ অন্যান্য কাপড়। মিররের একদিকে আছে ওপেন হ্যাঙ্গার স্পেস। এখানে স্কার্ফ, ব্লেজার, ব্যাগ ইত্যাদি কাপড়ে ভাঁজ না ফেলেই এক জায়গায় রাখতে পারবেন।
আরেকপাশে পাবেন মাল্টিপল শেলফসহ ওপেন স্পেস। এখানে আপনার মেকআপ আইটেম, জুয়েলারি, পারফিউম, স্কিন কেয়ার প্রোডাক্টের পাশাপাশি শোপিস, বই এবং স্যুভেনিয়ারও সাজিয়ে রাখতে পারবেন। চাইলে আপনার একাডেমিক এবং প্রফেশনাল এওয়ার্ডগুলোও সাজিয়ে রাখতে পারেন। প্রতিদিন রেডি হওয়ার সময় এই জিনিসগুলোই আপনার সেলফ কনফিডেন্স বাড়িয়ে দিবে বহুগুণ! আর হাতের কাছে জরুরি জিনিসগুলো পাওয়ার কারণে আপনার সময় বাঁচবে এবং সারাদিনের প্ল্যানিংটাও করতে পারবেন ঠান্ডা মাথায়।
সফল মানুষের রুম, স্মার্টলি সাজানো রুম
মডার্ন আর্বান ফ্ল্যাট মানেই চিন্তা ভাবনা করে ঠিক যতটুকু প্রয়োজন, ততটুকু দিয়েই সব ধরনের কাজ করার মতো করে গোছানো একটা পরিবেশ। Wells-101 এক সাথে অনেকগুলো ফিচার দেয় বলেই আলাদা আলমিরা বা ওয়্যার্ড্রোব, হ্যাঙ্গার এবং ড্রেসিং টেবিল কেনার দরকার হয় না। ফলে রুমে অনেকখানি স্পেস বেঁচে যায়। রুমটা খোলামেলা দেখায়, আলো বাতাস চলাচল করে সহজে এবং সবচেয়ে জরুরি হলো, অনেকগুলো ফার্নিচারের ভিড় আপনার জন্য মেন্টাল ব্লক তৈরি করে না। এ ধরনের রুমে বসে স্টাডি, হোম অফিস কিংবা আলাপচারিতা করে আরাম; রিল্যাক্সড পরিবেশের জন্য ঘুমটাও হয় নির্বিঘ্নে। যেখানে ইনভেস্ট করলে হেলদি লাইফস্টাইল পাওয়া যায়, সেখানেই তো টাইম অ্যান্ড মানি ইনভেস্ট করা উচিত!
কমপ্যাক্ট অ্যাপার্টমেন্ট হোক কিংবা বড়সড় বাড়ি, এই ইউনিক ডিজাইন আপনার মডার্ন এবং স্মার্ট লাইফস্টাইল এবং টেস্টের সাথে খাপ খাইয়ে নেয়। রুমের কর্নার, ওয়ালের মাঝ বরাবর কিংবা বেডের পাশে – সবখানেই ছোট্ট একটু স্পেসে সদর্পে দাঁড়িয়ে থাকে এই ইনোভেটিভ ফার্নিচার।
ফার্নিচারের স্ট্যান্ডার্ডই বলে দেয় লিভিং স্ট্যান্ডার্ডের সিক্রেট
হাতিল-এর একেকটা ফার্নিচার মানে যুগের পর যুগ সাথে থাকার সঙ্গী। বারবার ফার্নিচার পালটানো কিংবা সার্ভিসিংয়ের ঝক্কি নেই, নেই ট্রেন্ড থেকে পুরনো হওয়ার সুযোগ। দেখলেই বোঝা যায় কতটা সময় নিয়ে প্ল্যানিং করে টাইমলেস একটি ফার্নিচার বেছে নিয়েছেন। এই ডিসিশনগুলোই বলে দেয় আমরা লাইফ নিয়ে কতটা সিরিয়াস এবং কেয়ারফুল। ফার্নিচারের ওপর ইনভেস্ট করা মানে একদম নিজের ওপরই ইনভেস্ট করা। Wells-101’এর এফোর্টলেস বিউটি আর ফাংশনাল বেনিফিটস আপনার লাইফের জার্নি এবং ফিউচার অ্যাম্বিশনের গল্প বলে। সিম্পল এলিগ্যান্স যদি আপনার ঘরানা হয়, তাহলে এই ফার্নিচার হবে আপনার পার্সোনালিটির সিগনেচার এক্সপ্রেশন।
মোট কথা
হাতিল-এর উদ্দেশ্য হলো আপনার ইনভেস্টমেন্টের বেস্ট রিটার্ন এনশিওর করা। কোথাও যাওয়ার আগে রেডি হওয়ার ব্যাপারটা একটা ডেইলি রুটিনের চাইতেও বেশি কিছু। পছন্দসই রেডি হতে পারলে মনে হয় আজকের দিনটা বুঝি ভালোই যাবে। আবার অ্যাস্থেটিক একটা ফার্নিচার থাকলে নিজের রুমটাকে যেমন সুন্দর লাগে, তেমনি নিজের চয়েস আর ডিসিশনের ওপরও ভরসা বাড়ে। রোজকার এই ছোটো ছোটো বিষয়গুলোই আমাদের কনফিডেন্স বিল্ড করে। আপনার সেই চাহিদাটা আমরা বুঝি বলেই দীর্ঘদিন রিসার্চ করে বাছাইকৃত গ্লোবাল কোয়ালিটির র-ম্যাটেরিয়াল আর ইউনিক ডিজাইনে তৈরি করা হয় হাতিল ফার্নিচার।
আপনার বেডরুম হোক রিল্যাক্সিং এবং আপনার মতোই ক্লাসি।