ফার্নিচার আমাদের প্রতিদিনের প্রয়োজনের একটি অংশ। সারাদিনের ক্লান্তি দূর করতে বেডে কিছুক্ষণ বিশ্রাম করা, পড়ালেখা কিংবা অফিসের কাজে ডেস্ক-চেয়ার, অন্যদিকে পরিবারের সবাই মিলে মুহূর্ত কাটানোর জন্য ডাইনিং সেট কিংবা লিভিং রুমের কোজি সোফা; আমাদের প্রতিদিনের গল্পে ফার্নিচার যেন বিশেষ জায়গা করে নিয়েছে সুখ-দুঃখের সকল মুহূর্ত জুড়ে। আর সেই জার্নিতে স্মৃতিময় এক নাম হয়ে আছে হাতিল ফার্নিচার।
প্রয়োজনের জিনিসের পাশাপাশি, শৌখিনতাও কিন্তু জায়গা করে নিয়েছে আমাদের লাইফস্টাইল থেকে শুরু করে ঘরের ইন্টেরিয়রে। প্রতিটি জিনিসকে কীভাবে এবং কত সুন্দর করে উপস্থাপন করা যায়, তা আমরা ফুটিয়ে তুলি শৌখিনতার দারুণ এক আবেশে। এরকমই শখের একটি ফার্নিচার হলো বুক শেলফ বা ওপেন শেলফ। গল্প-কবিতায় যারা মুহূর্ত কাটাতে পছন্দ করেন, তাদের জন্য ঘরের একটা কর্ণার সাজানো থাকে প্রিয় বইয়ের কালেকশনে। আর এই কর্ণার সাজানোর জন্য হাতিল-এর কালেকশনে রেখেছে চমৎকার ডিজাইনের বেশ কিছু শেলফ। রুমের আকৃতি এবং ডিজাইন ভেদে আপনি কোন শেলফটিকে বেছে নিবেন? চলুন শেলফের ডিজাইনগুলো সম্পর্কে বিস্তারিত কিছু ধারণা নেয়া যাক।
মুভেবল শেলফে অ্যাস্থেটিক কর্ণার
যারা বই পড়তে পছন্দ করেন, তাদের জন্য ঘরের নির্দিষ্ট একটি কর্ণার বই, ম্যগাজিন দিয়ে সাজিয়ে নিতে হাতিল-এ রয়েছে অ্যাস্থেটিক কর্ণার শেলফ। যার মধ্যে অন্যতম একটি ডিজাইন হলো Partridge। বিভিন্ন লেয়ারে ডিজাইন করা এই শেলফটির সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে এটি সার্কুলার ভাবে ঘুরানো সম্ভব। যা অন্যান্য ডিজাইন থেকে বেশ ইউনিক এবং স্টাইলিশ। যেকোনো বই বের করতে আপনি চাইলেই প্রয়োজন মতো এঙ্গেলে এটি ঘুরিয়ে নিতে পারবেন। এছাড়া বই রাখার জন্য ভেতরে ফ্রেমের সাপোর্টও দেয়া আছে, ফলে আপনি পছন্দমতো স্টাইলে বিভিন্ন ক্যাটাগরিতে বেশ অনেকগুলো বই সাজিয়ে রাখতে পারবেন। কাঠের প্যাটার্নে মুভেবল স্টাইলে ডিজাইন করা Partridge, মডার্ন ইন্টেরিয়রকে বেশ অ্যাস্থেটিক করে তুলবে।
মিনিমাল ডিজাইনে ট্রেন্ডি স্টাইল
লিভিং স্পেসে খুব বেশি জায়গা যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি মিনিমাল ডিজাইনের Schumann কর্ণার শেলফটি রাখতে পারেন। এর প্যাটার্নটি এমনভাবে করা হয়েছে যা ছোট স্পেসের মধ্যেও রাখা যাবে। এখানে বই রাখার পাশাপাশি শোপিস বা ডেকোরোটিভ যেকোনো কিছুই রাখা সম্ভব। এটি দেখতে এতটাই সুন্দর যে আপনি চাইলে এটিকে স্টাডি রুম বা বেডরুমেও কর্ণার শেলফ হিসেবে রাখতে পারেন। ছিমছাম ডিজাইনের এই ওপেন শেলফটি একদিকে বাজেট ফ্রেন্ডলি হবে, অন্যদিকে ইন্টেরিয়রকে বেশ স্টাইলিশ দেখাবে।
অন্যদিকে ওপেন শেলফের তালিকায় থাকা Sybil বেশ মডার্ন একটি ডিজাইন। বুক শেলফ হিসেবে পারফেক্ট না হলেও এটিতে ফটোফ্রেম, ক্যান্ডেলস, ইনডোর প্ল্যান্টস রাখার জন্য বেশ চমৎকার। স্পেশাস লিভিং রুমের জন্য বেশ এক্সক্লুসিভ একটি ফার্নিচার হতে পারে আর্টিস্টিক প্যাটার্নে ডিজাইন করা এই ওপেন শেলফটি।
এছাড়া পারফেক্ট কর্ণার শেলফ হিসেবে Claudio বেশ এক্সক্লুসিভ একটি ডিজাইন। এর প্যাটার্ন এমনভাবে রাখা হয়েছে যা খুব সহজেই রুমের কর্নারে রাখা যাবে। এমনকি আপনি চাইলে অফিস রুম ডেকোরেশনের জন্যও এটি ব্যবহার করতে পারেন।
থিম যখন এলিগ্যান্ট
ফার্নিচার সিলেকশনের ক্ষেত্রে কমফোর্টেবল স্টাইলই মূলত প্রাধান্য পায়। বিশেষ করে সেটি যদি হয় বেড, সোফা কিংবা চেয়ার কেনার ক্ষেত্রে। তবে ঘর সাজানোর জন্য মূলত ইউনিক ডিজাইন, এলিগ্যান্ট ফিচারই অনেকে পছন্দ করে থাকেন। আর সেরকমই একটি এলিগ্যান্ট ডিজাইনের শেলফ Gulliver। দুই পাশে দুইটি ওভাল প্যাটার্নের ফ্রেমের মাঝে বেশ কয়েক লেয়ারের শেলফ। এটি গতানুগতিক ডিজাইনের কোন শেলফ নয়, বরং মডার্ন ইন্টেরিয়রে ইউনিক একটি এডিশন। এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যেখানে শুধু বই বা শোপিস নয়, বরং প্ল্যান্টস, পেইন্টিং, পুরষ্কার ইত্যাদি যেকোনো কিছুই রাখতে পারবেন।
এছাড়া আরও ইউনিক করে তুলতে এটিকে আপনি ফটো শেলফও বানাতে পারেন। যেখানে আপনার সুন্দর মুহূর্তগুলোর ছবি ফ্রেম করে রেখে, সাথে শেলফে ডেকোরেটিভ লাইটস বা ল্যাম্পও রাখতে পারবেন। অন্যদিকে, অনেকটা সিঁড়ির প্যাটার্নে ডিজাইন করা শেলফ Rossini, যা ঘরের চওড়া দেয়ালে সেট করে নিতে পারবেন। এটি স্টাডি রুমের জন্য বিশেষভাবে রাখা যেতে পারে। কেননা, এতে বেশ অনেকগুলো সেকশন থাকায়, ছোট একটি লাইব্রেরীর মতো বিভিন্ন শেলফে ক্যাটাগরি অনুযায়ী বই সাজিয়ে রাখা পারবেন।
অবসরে গল্প-কবিতার মাঝে সময় কাটাতে তাই ঘরের কোণ জুড়ে রাখতে পারেন হাতিল এর স্টাইলিশ ওপেন শেলফ। যা ঘরের ইন্টেরিয়রকে আকর্ষণীয় করার পাশাপাশি, আপনার বই পড়ার আনন্দে আরও দ্বিগুণ করে তুলবে।