dessing table dessing table

স্টাইলিং হোক একই আয়নায় পাশাপাশি দু’জনার

রাইমা এবং রাফির ভালোবাসার গল্পটা একটু ভিন্ন রকম। একজন সাহিত্যিক টাইপ, চুপচাপ, বইয়ের সাথেই যেন অনেকটা সময় কাটিয়ে দিতে পারবে। অন্যজন বেশ ভ্রমণপ্রেমী, একটুখানি ছুটি পাওয়া মানেই যেন নতুন নতুন জায়গা ঘুরে দেখার ব্যাপারে ভীষণ উৎসাহী। তো প্রতিদিনের ব্যস্ততাময় জীবনে, অবসরের গল্পে, দুজনের শখ যখন দুরকম, ঘর গোছানোর ক্ষেত্রে কিন্তু দুজনই বেশ শৌখিন। বিশেষ করে, পরিপাটি স্টাইলে নিজেকে উপস্থাপন করার বিষয়ে দুজনের মনের মিল দারুণ। তাই হয়তো, হাজারো খুনসুটি আর মান-অভিমানের গল্পে তাদের ভালোবাসাও যেন একই সুতোয় বাঁধা, ঠিক দুজনের পছন্দের মতো। আর তাই তো, ঘর থেকে বের হবার প্রস্তুতিতে স্টাইলিংও হয় একই আয়নায় পাশাপাশি মনের মতো করে। 

ঘরের ফার্নিচার কেনার প্ল্যানে রাইমার প্রথম কথাই ছিল রুমের জন্য স্পেশাস একটা ড্রেসিং টেবিল লাগবে। সকালে অফিসে যাওয়ার সময় কোন ধরনের হুড়োহুড়ি বা মান-অভিমান সে একদমই চায় না। আর তাই, দুজনই সময় বের করে চলে গেলো হাতিল এর শোরুমে ড্রেসিং টেবিল এর খোঁজে। হাতিল এর কালেকশনে ড্রেসিং টেবিলের এত সব অপশন দেখে দুজন তো রীতিমতো কনফিউসজড যে কোনটা রেখে কোনটা নেবে। তবে চলুন সেসব ডিজাইন সম্পর্কে আপনাদেরও কিছুটা ধারণা দেয়া যাক। 

শুরুটা হয়েছিল Turino ড্রেসিং টেবিল দিয়ে। এর হোয়াইট কালার থিম সাথে স্মুথ ফিনিশিং-এ রাইমা বেশ খুশি হয়েছিল। এই ড্রেসিং টেবিলের ডিজাইন বেশ মডার্ন। এতে টপ-টু-বোটম আয়না যেমন আছে, তেমনি হিডেন শেলফও আছে, যেখানে শখের যেকোনো প্রসাধনী একটু আড়ালে সাজিয়ে-গুছিয়ে রাখা সম্ভব। এছাড়া বেশ কয়েকটি ওপেন শেলফও রয়েছে। এমনকি দুজনের জন্য আলাদা দুইটি ড্রয়ারও আছে এই ড্রেসিং টেবিলে। চমৎকার দেখতে এই ড্রেসিং টেবিলটি রাফির পছন্দ হলেও, আয়নাটা আরেকটু স্পেশাস হলে ভালো হবে এমনটাই সে বলছিল। 

আর তাই, তাদের পরবর্তী পছন্দ হলো Manila। এর আয়না অনেক বড় না হলেও রুমের ফ্লোর ল্যাম্পের সাথে এটি বেশ ক্ল্যাসিক দেখাবে। এই ড্রেসিং টেবিলে টপ-টু-বোটম আয়নাটি আলাদাভাবে ডিজাইন করার কারণে পাশাপাশি দুইজন খুব সহজেই এতে রেডি হওয়া সম্ভব। যদিও এতে হিডেন কোন শেলফ নেই, তাই প্রয়োজনীয় সকল প্রসাধনী ওপেন শেলফ এবং ড্রয়ারেই রাখতে হবে। রাইমার কাছে এর ক্ল্যাসিক প্যাটার্ন বেশ দারুণ লাগলেও, সে ভাবলো অন্য আরেকটি অপশন দেখলে কেমন হয়।       

dessing table

যেই ভাবা সেই কাজ, এবার Paris ড্রেসিং টেবিলটা ঘুরে দেখার পালা। অন্য ডিজাইনের সাথে এর বেশ মিল থাকলেও, এতে উপর থেকে নিচ পর্যন্ত ওপেন শেলফে ডিজাইন করা হয়েছে, যা দেখতে বেশ ট্রেন্ডি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আয়নার পেছনে কয়েকটি সেকশনও করা আছে যেখানে প্রসাধনী এবং জুয়েলারি রাখা যাবে এবং সেফটি হিসেবে আয়নার দরজাটি লক করে রাখা যাবে। ফলে ভেতরের জিনিস হারানোর ভয় নেই, তেমনি সেফটির সাথে যেকোনো জুয়েলারিও এখানে রাখা সম্ভব। 

আর এর নিচের অংশে বেশ কয়েকটি ড্রয়ার থাকায় Charm অথবা Grace সিটারটি রেডি হওয়ার মুহূর্তকে আরও সহজ করে তুলবে। এছাড়া যেকোনো কিছু ড্রয়ারে রাখা বা বের করতেও বেশ সুবিধা হবে। 

dressing table

পাশাপাশি রাখা Villareal ড্রেসিং টেবিল প্রথম দেখায় সিঙ্গেল পারসন এর জন্য ডিজাইন করা হয়েছে মনে হলেও, এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর এক্সটেন্ডেড আয়না। যা ড্রেসিং টেবিলের পেছনের অংশে বেশ স্মার্টলি ডিজাইন করা হয়েছে। রাইমা এবং রাফি দুজনেই এর প্যাটার্ন দেখে এতটাই ইম্প্রেসড যে, তাদের কাছে এই ডিজাইনটি অল-ইন-ওয়ান বলেই মনে হয়েছে। কেননা, বাড়তি আয়নাটা বের করে নিলেই পাশাপাশি দুইজন বেশ সহজেই একই ড্রেসিং টেবিলে রেডি হওয়া সম্ভব। আর বিভিন্ন ধরনের প্রসাধনীর জন্য আলাদা আলাদা বক্সও এর মধ্যে করা রয়েছে।   

তবে এ সকল ডিজাইনের মধ্যে যেটায় দুজনের চোখই আটকে গিয়েছিল, তা হলো Heronঘরের বাইরে যাওয়ার প্রস্তুতিও নেয়া, সাথে পাশাপাশি একই আয়নায় তাকিয়ে কথোপকথন; এ দুইয়ের জন্য স্টাইলিশ এই ড্রেসিং টেবিলটি যেন এক কথায় পারফেক্ট। এর সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে স্পেশাস আয়নাটি একপাশ থেকে অন্যপাশে সরিয়ে নেয়া যায়। আর তাই, একপাশে যখন চলছে প্রস্তুতি, অন্যপাশে আরেকজন আয়নায় রেডি হয়ে নিতে পারছেন কোন ঝামেলা ছাড়াই। ইউনিক এবং স্টাইলিশ এই প্যাটার্নটি যেন Heron ড্রেসিং টেবিলকে বেশ নান্দনিক করে তুলেছে। 

dressing table

রাইমা এবং রাফির মতো প্রিয়জনের সাথে মুহূর্তগুলো আরও প্রাণবন্ত করে তুলতে, হাতিল এর সাথে ফার্নিচার কেনাকাটা হয়ে উঠুক আরও স্পেশাল এবং স্মৃতিময়। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।