ড্রয়িং রুমে গল্প-আড্ডা মানেই আরামদায়ক সোফা সেট। তাই নতুন Sofa Collection 2026-এ HATIL এনেছে এমন সব ডিজাইন, যেখানে সৌন্দর্য, কমফোর্ট আর ব্যবহারিকতা একসাথে মেলে। কোজি সোফায় বসে টিভি দেখা, গল্প করা, গেমস খেলা, অতিথিদের জন্য বিশেষ আয়োজন- এসবই যেন ড্রয়িং রুমের আড্ডার অংশ হয়ে ওঠে। আর এ কারণেই বাড়ি সাজানোর প্ল্যানে ড্রয়িং রুমের জন্য বরাবরই রাখা হয় বিশেষ কোন আয়োজন। আর তাই, থিম অনুযায়ী ঘর সাজানোর জন্য আগেই ইন্টেরিয়রের প্ল্যানিং করে পছন্দমতো ডিজাইনের সোফা সেট সিলেক্ট করে নিতে হাতিল এর এক্সক্লুসিভ সব সোফা কালেকশন সম্পর্কে চলুন কিছু আইডিয়া নেয়া যাক।
ধরুন আপনি ভাবছেন, ড্রয়িং রুমে সোফা কাম ডিভানের একটি অপশন রাখবেন, Tangerine সোফাটি সেক্ষেত্রে হতে পারে আপনার লিভিং স্পেসের জন্য পারফেক্ট একটি ডিজাইন। বিশেষ করে গল্প-আড্ডার জন্য বড় স্পেসের রুমে এটি বেশ এলিগ্যান্ট দেখাবে। সে সাথে আপনি চাইলে এল শেপের সোফার ডিভানটি আলাদাভাবে রেখেও ইন্টেরিয়র সাজাতে পারবেন। বাড়তি সুবিধা হিসেবে এখানে বই, ম্যাগাজিন বা প্রয়োজনীয় যেকোনো কিছু রাখার জন্য কাঠের ডিজাইনে একটি বাড়তি অংশও রয়েছে। যা এর প্যাটার্নকে বেশ ইউনিক করে তুলেছে।
তবে বেশ কোজি এবং কমফোর্টেবল ম্যাটারিয়ালে ঘর সাজাতে Flare সোফা সেটটি হতে পারে আপনার জন্য বেশ আরামদায়ক একটি অপশন। তিন সিটের এই সোফাটি বেশ ভাইব্রেন্ট ফেব্রিকে বানানো, যা মডার্ন ড্রয়িং ইন্টেরিয়রকে বেশ আকর্ষণীয় করে তুলবে। চাইলে সিঙ্গেল কিংবা ডাবল সোফা হিসেবেও আপনি যেকোনো থিমের ইন্টেরিয়রে এটি রাখতে পারছেন।
অনেকটা একই প্যাটার্নে ডিজাইন করা হাতিল এর আরেকটি নান্দনিক সোফা ডিজাইন হলো Newcastle। কোজি গোলাকার শেপে ডিজাইন করা সোফাটির ব্যাকসাইডে কুশন ব্যবহার করা হয়েছে। চাইলে এটি আপনি সিঙ্গেল কিংবা ডাবল সোফা হিসেবেও ব্যবহার করতে পারেন। যারা ভিনটেজ স্টাইলে ইন্টেরিয়র সাজাতে পছন্দ করেন, তারা মডিউলার শেপের Newcastle সোফাটি রাখতে পারেন পছন্দের তালিকায়।

এবার চলুন লিভিং স্পেসের জন্য সিঙ্গেল সিটার এর বেশ ইউনিক এবং মডার্ন ডিজাইনের হাতিল এর একটি সোফা সম্পর্কে জেনে নেই। অন্য যেকোনো সিঙ্গেল সিটার থেকে Agapanthus বেশ ভিন্ন। কাঠের চমৎকার ফ্রেমিং, সাথে রিলেক্সিং ফেব্রিকে ডিজাইন করা এই সোফাটি বেশ স্পেশাস। সাথে গতানুগতিক ডিজাইন থেকে এর প্যাটার্ন বেশ ভিন্ন রাখা হয়েছে। এখানে কাঠের হাতল এর পরিবর্তে কুশন সিস্টেম রাখা হয়েছে। প্রয়োজনে আপনি হাতিল এর কন্ট্রাস্ট কালারের সুন্দর মোটিফের এক্সট্রা কুশনও এখানে রাখতে পারেন।
তবে এর পরের ডিজাইনটিকে আপনি সোফা কাম সেমি-ডিভানও বলতে পারেন। বেশ রিলেক্সিং কিছু মুহূর্তের কথা ভেবেই Austin এর ডিজাইন করা হয়েছে। শুয়ে-বসে আরামে টিভি দেখা কিংবা বড় স্ক্রিনে গেমস খেলার জন্য এ ধরনের ফার্নিচার আয়োজন ইন্টেরিয়রে ফরমাল নয়, বরং ঘরোয়া অনুভূতি নিয়ে আসে। চাইলে ডাবল কিংবা সিঙ্গেল সোফা যেকোনো ভাবেই আপনি রুমের ডেকোরেশন করতে পারছেন।

যারা ক্ল্যাসিক স্টাইলের কোন ডিজাইন খুঁজছেন, তাদের জন্য Juniper বেশ সময়োপযোগী একটি অপশন। ডেকোরেশনে আভিজাত্য, স্পেশাস লিভিং স্পেস, সে সাথে নান্দনিকতার কম্বিনেশনে ডিজাইন করা ইন্টেরিয়র সেটআপে এই ডিজাইনটি যেন এক কথায় অসাধারণ। বিশেষ করে ভিন্ন রঙ করা কোন দেয়াল, বা ওয়ালপেপারে ডিজাইন করা কর্ণারে এটি বেশ মানানসই দেখাবে।
সোফা সেটের কালেকশনে বেশ ইউনিক ডিজাইন এর মধ্যে Melon এবং Camden বেশ জনপ্রিয়। এটি অনেকটা একেক মধ্যে দুই থিমে ডিজাইন করা। ফলে আপনি চাইলে বাড়তি কোন সেন্টার টেবিল না কিনেও খুব সুন্দরভাবে লিভিং স্পেসের ডিজাইন করতে পারবেন। বলছি Melon এর কথা, যেখানে তিন সিটের সোফার মাঝের অংশটির থেকে টেবিলের ফ্রেমটি আলাদা করলেই একটি টেবিল সে সাথে বাড়তি দুইটি সিটিং অপশনও পেয়ে যাচ্ছেন। যা টেবিলের ফ্রেমিং প্যাটার্নকে বেশ ইউনিক করে তুলেছে।

অন্যদিকে Camden এর মজার দিক হচ্ছে, এটি আপনি রেগুলার দুই সিটের সোফা হিসেবে যেমন ব্যবহার করতে পারছেন, তেমনি ড্রয়ার সহ প্যাটার্নটি যদি সিলেক্ট করেন, সেক্ষেত্রে ড্রয়ারের পজিশন পরিবর্তন করে যেকোনো ভাবেই সোফাটি সেটআপ করে নিতে পারছেন।
অতিথির আনাগোনা কিংবা গল্প-আড্ডার আয়োজনে ঘরের লিভিং বা ড্রয়িং রুম যেন সবসময়ই বেশ মুখরিত থাকে। আর তাই, এই জায়গাটিকে আরও প্রাণবন্ত করতে প্রয়োজন সঠিক ফার্নিচার সিলেকশন। গল্প-আড্ডার মুহূর্তগুলো তাই আরও রিলেক্সিং করতে, হাতিল -এর ইউনিক এবং ভাইব্রেন্ট ডিজাইনের এই সোফা কালেকশনে সাজের আয়োজনে স্বস্তি থাকুক আপনার প্রতিদিনের লাইফস্টাইলে।
লিভিং রুমের জন্য কোন ধরনের সোফা সেট ভালো?
লিভিং রুমের জন্য এমন সোফা সেট ভালো যা আরামদায়ক, স্পেশাস এবং ঘরের থিমের সাথে মানানসই। গল্প-আড্ডার জন্য সফট কুশন ও সঠিক সিটিং ডেপথ গুরুত্বপূর্ণ।
সোফা কাম ডিভান কেন জনপ্রিয়?
সোফা কাম ডিভান বসা ও শোয়া—দুই সুবিধাই দেয়। এটি জায়গা বাঁচায় এবং লিভিং রুমকে আরও ফাংশনাল করে তোলে।
ছোট ড্রয়িং রুমে কোন সোফা সেট উপযুক্ত?
ছোট ড্রয়িং রুমে সিঙ্গেল বা কম্প্যাক্ট সোফা সেট, অথবা L-shape ডিজাইন ভালো কাজ করে, কারণ এগুলো জায়গা কম নেয় এবং ঘর খোলামেলা রাখে।
নতুন সোফা কালেকশন কোথায় পাওয়া যাবে?
HATIL-এর নতুন Sofa Collection 2026-এ আধুনিক, ক্ল্যাসিক ও কোজি—সব ধরনের ডিজাইনের সোফা পাওয়া যায়।