wardrobe wardrobe

মডার্ন সাজে পোশাক থাকবে সযত্নে 

ঘরের সৌন্দর্য এর পরিপাটি স্টাইলে। ঘর সাজানো সাথে ফার্নিচার সিলেকশনে আমরা যতটা গুরুত্ব দিয়ে থাকি, তার সাথে ঘরের প্রতিটি কর্নার সাজানো-গোছানো রাখাও যে বেশ প্রয়োজন। কেননা, এলোমেলো জিনিসে প্রতিদিনের মুহূর্তগুলো যেন হয়ে ওঠে ক্লান্তিময়। বিশেষ করে ঘরের যেখানে সেখানে যদি কাপড় থাকে, কিংবা পোশাক রাখার জায়গাটি যদি ফাংশানাল না হয়, সেক্ষেত্রে ইন্টেরিয়রের অ্যাস্থেটিক ঠিক রাখাও বেশ কঠিন হয়ে যায়। 

আর তাই, বেডরুম সেটে অন্যান্য ফার্নিচার রাখার পাশাপাশি প্রয়োজনীয় সাইজের ওয়্যারড্রোব রাখার জন্য আপনিও যদি স্পেশাস ওয়্যারড্রোব ডিজাইনের খোঁজে থাকেন, তবে চলুন হাতিল এর এক্সক্লুসিভ ডিজাইনের ওয়্যারড্রোব কালেকশন সম্পর্কে ধারণা নেয়া যাক। 

wardrobe

যেকোনো ফার্নিচার কেনার ক্ষেত্রেই রুমের স্পেস, ফ্যামিলি মেম্বারদের সংখ্যা এবং সে সাথে অ্যাপার্টমেন্টের সাইজের উপর অনেক ক্ষেত্রেই সিদ্ধান্ত নির্ভর করে। আর তাই, আপনি যদি দুই-দরজার ওয়্যারড্রোব এর খোঁজে থাকেন সেক্ষেত্রে প্রথমেই চলে আসছে হাতিল এর Burt ডিজাইনের কথা।  

ছোট স্পেসের রুমে রাখার জন্য এটি এক কথায় পারফেক্ট। কেননা, এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে ড্রয়ার থেকে শুরু করে, শেলফ, হ্যাঙ্গিং অপশন সবই রয়েছে।  

product image

তবে পরিবারে সদস্য সংখ্যা যদি বেশি হয়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই স্পেশাস এবং ফাংশানাল অপশনের জন্য Lomami রয়েছে হাতিল এর কালেকশনে। কাঠের মাঝে লেদারের আদলে ডিজাইন করা এই ওয়্যারড্রোবটি বেশ আর্টিস্টিক প্যাটার্নে ডিজাইন করা। এর কর্ণারগুলো ডিজাইন করা হয়েছে কার্ভ স্টাইলে। এছাড়া তিন-দরজার হওয়ার কারণে এতে বেশ স্পেসও রয়েছে, যেখানে প্রয়োজন অনুযায়ী পোশাক গুছিয়ে রাখতে পারবেন অর্গানাইজডভাবে। 

হাতিল এর ডিজাইন করা চার-দরজার অন্যতম চমৎকার একটি ওয়্যারড্রোব Carlson। মিনিমাল স্টাইলে ডিজাইন করা এই ওয়্যারড্রোবটিতে বেশ কয়েকটি শেলফ রয়েছে, যা পোশাক অর্গানাইজড করে রাখার ক্ষেত্রে বেশ জরুরি। বিশেষ করে পরিবারের একেক সদস্যের পোশাক একেক সেকশনে, এছাড়া বাচ্চাদের জন্য ভিন্ন সেকশন, এমনকি প্রয়োজনীয় ডকুমেন্টস রাখার জন্যও বেশ কয়েকটি লক করা ড্রয়ারের ব্যবস্থা রয়েছে। এছাড়া আয়রন করে কাপড় সুন্দরভাবে ঝুলিয়ে রাখার জন্যও হ্যাঙ্গিং অপশন রয়েছে। আর তাই বলতেই হয়, অল-ইন-ওয়ান অপশন হিসেবে হাতিল এর এই ওয়্যারড্রোবটি বেশ ফাংশানাল একটি অপশন। 

wardrobe

যারা আয়না সহ ওয়্যারড্রোব ডিজাইন পছন্দ করেন, তাদের জন্য হাতিল-এ বেশ কয়েকটি অপশন রয়েছে। যার মধ্যে মিনিমাল ডিজাইনের Bradshaw এবং ট্রেন্ডি Chapman ডিজাইন অন্যতম। স্পেশাস স্টোরেজ অপশন, সাথে টপ-টু-বোটম আয়নার কম্বিনেশনে ডিজাইন করা এই ওয়্যারড্রোবে তিন-দরজার অপশন রাখা হয়েছে। ওয়্যারড্রোব দুইটির ভেতরের অংশের ডিজাইন একই ধরনের রাখা হয়েছে, যার মধ্যে আয়নার অংশটিতে সারিবদ্ধভাবে পোশাক রাখার জন্য হ্যাঙ্গিং অপশন রাখা আছে। বাকি অংশগুলোতে বেশ কয়েকটি শেলফ রয়েছে, সে সাথে ড্রয়ার তো থাকছেই। আপনার পছন্দ যদি হয় আর্টিস্টিক কিছু, সেক্ষেত্রে Chapman ওয়্যারড্রোবটি হতে পারে পারফেক্ট চয়েস।  

wardrobe

ছোট পরিসরে ঘর সাজাতে হাতিল এর দুই-দরজার বেশ কয়েকটি ডিজাইন রয়েছে, যার মধ্যে অন্যতম Oscar, Bradford এবং Kimono এর মধ্যে Oscar এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে, এখানে আয়না সাথে স্টোরেজ দুইটি অপশনই আপনি একই সাথে পাচ্ছেন। এতে করে রেডি হওয়ার মুহূর্তগুলো যেমন সহজ হয়ে যায়, তেমনি ঘরে ড্রেসিং টেবিল না থাকলে, আপনি এক ফার্নিচারেই দুইটি কাজ করতে পারছেন। অন্যদিকে Kimono মূলত Chapman ওয়্যারড্রোবের ছোট ভার্সন। যারা কিছুটা কম বাজেটে দুই-দরজার ওয়্যারড্রোব খুঁজছেন, তারা এই ডিজাইনটি সিলেক্ট করতে পারবেন। 

Bradford-134

তবে যারা কাঠের মধ্যে কিছুটা কারুকাজ করা ক্ল্যাসিক ডিজাইন পছন্দ করেন, বিশেষ করে অ্যাস্থেটিক ডিজাইনে বেডরুমের ইন্টেরিয়র সাজাতে দুই-দরজার Bradford ডিজাইনটি রাখতে পারেন পছন্দের তালিকায়। অতিথি রুমে কিংবা বাচ্চাদের রুমে রাখার জন্য মিনিমাল প্যাটার্নে বানানো এই ডিজাইনটিতে ড্রয়ার থেকে শুরু করে, শেলফ, হ্যাঙ্গিং অপশন সবই রয়েছে। 

অন্দরের সৌন্দর্যের প্রতিটি জিনিস পরিপাটি স্টাইলে রাখার মধ্য দিয়েই প্রকাশ পায়। পরিবারে সদস্য সংখ্যা যত বেশি, ঘরের প্রয়োজনীয় জিনিসও থাকে তত বেশি। বিশেষ করে, যেসব বাসায় ছোট শিশু থাকে, সেখানে ঘর গুছিয়ে রাখাই যেন বিশাল এক চ্যালেঞ্জ হয়ে ওঠে। আর এমন সব পরিস্থিতিতে ফাংশানাল সাথে স্টাইলিশ ফার্নিচার হিসেবে ওয়্যারড্রোব হবে আপনার বাসার জন্য স্মার্ট স্টোরেজ সল্যুশন। আর তাই, পছন্দের ডিজাইনটি বেছে নিতে ঘুরে আসুন হাতিল এর এক্সক্লুসিভ ওয়্যারড্রোব কালেকশন এর পেজ থেকে।  

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।