ম্যাট্রেস এর দাম ম্যাট্রেস এর দাম

ম্যাট্রেস: HATIL-এর সেরা ম্যাট্রেস এর দাম

ভাল ম্যাট্রেস না থাকলে একটা সাধারণ মানের বেড আর উচ্চমানের আধুনিক বেডের মধ্যে কোনো তফাত নেই। তাই হাতিল তাদের গ্রাহকদের স্বস্তি দিতে কিছু গেম চেঞ্জার ম্যাট্রেস নিয়ে এসেছে। অত্যন্ত সাবধানতার সাথে কাঁচামাল বাছাই করে টেকসই এই ম্যাট্রেসগুলো বানানো হয়। হাতিলের ম্যাট্রেস-এর দামও সবার সাধ্যের মধ্যে রয়েছে। চলুন এই পোস্টে জেনে নিই কোন ৩টি ম্যাট্রেস গ্রাহকদের পছন্দের তালিকায় সবচেয়ে উপরে আছে।

HATIL এর সেরা ৩টি ম্যাট্রেসসমূহ

বর্তমানে হাতিলের ওয়েবসাইটে থাকা সেরা ৩টি ম্যাট্রেস হলো Arsenal-104, Everton-106 আর Zambezi-101। ভিন্ন ভিন্ন বাজেটের এই ম্যাট্রেসগুলি সবরকম বাজেটের ক্রেতাদের জন্য মানানসই। চলুন বিস্তারিত জানি কোন ম্যাট্রেসের কি কি বৈশিষ্ট্য আছে—

১. HATIL ম্যাট্রেস Wheaton-104 (HFM-208-104-7-30RE-GR)

HATIL Mattress Wheaton-104

 

যুক্তিসঙ্গত মূল্যে ম্যাট্রেস পেতে হলে Arsenal-104 এর কোনো জুড়ি নেই। মাল্টি-পারপাজ ডিজাইনের এই ম্যাট্রেসটি আপনার শোবার ঘরে দারুণ দেখাবে। বেডের পাশাপাশি এটা চাইলে সোফাতেও সেট করতে পারবেন। আবার জরুরি প্রয়োজনে বেড ও সোফা ছাড়া শুধু ফ্লোরেও উপরও ব্যবহার করা যায়। 

নির্মাণশৈলীর কথা বলতে গেলে ম্যাট্রেসটি উচ্চ-মানের রিবাউন্ডিং ফোম দিয়ে তৈরি যা অনেকটা মেমোরি ফোমের মত আচরণ করে। রিবাউন্ডিং ফোম সুপার কিং সাইজ, কিং সাইজ, কুইন সাইজ, সেমি-ডাবল সাইজ এবং সিঙ্গেল সাইজ সহ সবধরণের বেডে চেপে ফিট করে দেওয়া যায়। ফ্যাব্রিক হিসেবে এতে খুব নরম ও কোমল ফ্যাব্রিক দেয়া হয়েছে। মোলায়েম হবার পরও টেকসই বৈশিষ্ট্যের কারণে ম্যাট্রেসটি গ্রাহকদের পছন্দের হয়ে উঠেছে।

রঙের দিক থেকে ম্যাট্রেসটি উডেন ফিনিস ও ধূসর রঙের। এটি সফট রিবাউন্ডেড ফোম এবং ফ্যাব্রিক দিয়ে তৈরি। তবে এটি শুধুমাত্র বাসার ভিতরে ব্যবহারের জন্য উপযুক্ত। সবশেষে, এই দীর্ঘস্থায়ী ম্যাট্রেস আপনার অতিথিরাও অনেক পছন্দ করবে। অনেক ক্লান্তিকর দিন কাটানোর পর দীর্ঘসময় ঘুমানোর জন্য ম্যাট্রেসটি সেরা বলা যায়।

Arsenal-104 এর বৈশিষ্ট্য:

  • একাধিক বেডের আকারে পাবেন
  • রিবাউন্ডেড ফোম এবং ফ্যাব্রিক দিয়ে তৈরি
  • ধূসর রঙের উপাদান এবং উডেন ফিনিস

Check Price

২. HATIL ম্যাট্রেস Aesop-106 (HFM-208-106-7-72RE-GR)

HATIL Mattress Aesop-106

যাদের খুব সহজে ঘুম আসেনা তাদের জন্য Aesop-106 সুসংবাদ নিয়ে এসেছে। নিঁখুত এই ম্যাট্রেসটিকে আপনি এটিকে কোনো বেড ছাড়াও ব্যবহার করতে পারেন আবার বেডের উপর রেখেও ব্যবহার করতে পারেন। কোনো বেড ছাড়া ব্যবহার করলেও এটি এর শৈল্পিক নকশার মাধ্যমে ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে। 

ম্যাট্রেসটি উচ্চ মানের বাউন্সড ফোম এবং ফ্যাব্রিক দ্বারা তৈরি। টেকসই কাপড় সহজে নষ্ট হবেনা। উডেন ফিনিশের ম্যাট্রেসটি বর্তমানে ধূসর রঙে পাওয়া যাচ্ছে। রিবাউন্ডেড হবার কারণে ম্যাট্রেসটি সুপার কিং সাইজ, কিং সাইজ, কুইন সাইজ, সেমি-ডাবল সাইজ এবং সিঙ্গেল সাইজ সহ একাধিক সাইজে ব্যবহার করতে পারবেন।

Everton-106 এর বৈশিষ্ট্য:

  • একাধিক আকারে পাবেন বা ব্যবহার করতে পারবেন
  • রিবাউন্ডেড ফোম এবং ফ্যাব্রিক দিয়ে তৈরি
  • ধূসর রঙের ম্যট্রেসটি উডেন ফিনিশে তৈরি

Check Price

৩. HATIL ম্যাট্রেস zambezi-101 (HFM-208-101-7-72TO-GR)

HATIL Mattress Zambezi-101

যারা লিমিটেড বাজেটের মধ্যে ছোটখাট তোষক টাইপের ম্যাট্রেস খুঁজছেন তাদের জন্য Zambezi-101 সেরা চয়েস। এমনিতে এটি উডেন ফিনিশের ও ধূসর রঙের। প্রিমিয়াম মানের ফাইবার, ফোম আর ফেব্রিক দিয়ে এটি বানানো হয়েছে। খুব সহজেই অল্প সময়ে ম্যাট্রেসটিকে ড্রাই ওয়াশ করতে পারবেন।

এটি কোনো বেড ছাড়াও ব্যবহার করা যায় আবার বেডের সাথেও ব্যবহার করা যায়। সবচেয়ে বড় সুবিধা হলো ব্যবহার না করলে আলমিরা বা ওয়ারড্রবে ভাজ করে রেখে দিতে পারবেন। রিবাউন্ডেড ফোম থাকার কারণে সুপার কিং সাইজ, কিং সাইজ, কুইন সাইজ, সেমি-ডাবল সাইজ এবং সিঙ্গেল সাইজ সহ একাধিক আকারে এটি পেয়ে যাবেন।

Zambezi-101 এর বৈশিষ্ট্য:

  • একাধিক আকারে উপলব্ধ
  • রিবাউন্ডেড ফোম, অনুভূত এবং ফ্যাব্রিক দিয়ে তৈরি
  • ধূসর রঙের উপাদান এবং কাঠের ফিনিস

Check Price

HATIL ম্যাট্রেস এর দাম

একই সাথে আরামদায়ক এবং সাশ্রয়ী মূল্যের ম্যাট্রেস খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু হাতিলের ওয়েবসাইট ভিজিট করলে একই সাথে লো রেঞ্জ, মিড রেঞ্জ ও হাই রেঞ্জ এর ম্যাট্রেস পাবেন। বর্তমানে আপনি ২৪২২ টাকা থেকে ৬৫৫৫ টাকার মধ্যে তিন থেকে চারটি ম্যাট্রেস এভেইলেবল পাবেন। কমদামি ম্যাট্রেসগুলি তোষকের মত হবে, আর বেশিদামি ম্যাট্রেসগুলি চারকোণা বেডের মত হবে।

কেন হাতিল থেকে ম্যাট্রেস কিনবেন?

আপনার বেড রুম বা ড্রইং রুম ডেকোরেশন করতে হলে স্টাইলিশ ফার্নিচার প্রয়োজন। বিশেষ করে ছোট রুমকে ঠিকভাবে সাজাতে আধুনিক ডিজাইনের ম্যাট্রেস লাগে। HATIL ফার্নিচার এসবকিছু বিবেচনা করে সবচেয়ে ইকো ফ্রেন্ডলি উপাদান দিয়ে আরামদায়ক ম্যাট্রেস তৈরি করে। নিচের পয়েন্টগুলো দেখলে বুঝবেন কেন হাতিল থেকেই ম্যাট্রেস কিনবেন—

 

  • নিত্য নতুন ডিজাইনের পণ্য: হাতিল সবসময় শিল্পের ধারা অব্যবহত রাখতে সময়োপযোগী ডিজাইনের ফার্নিচার তৈরি করে থাকে। তাই এখানে বিশাল ওয়ারহাউজে পুরনো থেকে নতুন সবরকমের ডিজাইসের ম্যাট্রেস পেয়ে যাবেন।
  • অটোমেটেড ম্যানুফ্যাকচারিং: হাতিলের নির্মাণ প্রক্রিয়া অনেক আধুনিক। ফ্যাক্টরিতে রোবোট, সফটওয়ার, মেশিন এসব মিলিয়ে একেবারে নিখুত ফার্নিচার তৈরি করা হয়। উচ্চ-মানের CNC মেশিনের জন্য ফিনিশিং একেবারে স্মুথ হয়।
  • পরিবেশ বান্ধব ম্যাটেরিয়েল: HATIL ২০০৯ সাল থেকে ওক এবং বিচ ওক কাঠ থেকে আসবাবপত্র তৈরি করছে। ফরেস্ট স্টুয়ার্ডশিপ কাউন্সিল (FSC) সার্টিফিকেট দেওয়া এই কাঠ পরিবেশের কোনোরকম ক্ষতি করেনা।
  • গুণমান নিশ্চিত করা: হাতিল ২০০৭ সাল থেকে ভোক্তাদের জন্য সর্বশ্রেষ্ঠ মানের নিশ্চিত করার জন্য জাপানি গুণমান ব্যবস্থাপনা দর্শন কাইজেন ব্যবহার করে আসছে। 
  • ভার্চুয়াল শোরুম: HATIL ওয়েবসাইটে গেলে দেখবেন বিভিন্ন ফার্নিচারের ছবি, ভিডিও, থ্রিডি ইলাস্ট্রেশন ও ভার্চুয়াল প্রেজেন্টেশন দেওয়া আছে। এতে করে কেনার আগে প্রোডাক্ট তেমন হবে সে সম্পর্কে আইডিয়া পাওয়া যায়।
  • স্মার্ট-ফিট ফার্নিচার: হাতিল আমাদের দেশের ফার্নিচার ব্যবসায় নতুনত্বের নাম। আমাদের নতুন সংযোজন হল স্মার্ট-ফিট ফার্নিচার, যা আপনার ঘরে খুব সহজে ও কম জায়গায় ফিট হয় এবং আরো বেশি ব্যবহারিক।
  • দুর্দান্ত গ্রাহক পরিষেবা: কয়েক দশক ধরে হাতিল প্রত্যেকটি প্রোডাক্টে ওয়ারেন্টি সেবা ও রিপ্লেসমেন্ট ফ্যাসিলিটি দিয়ে আসছে হাতিলের ম্যাট্রেসও তার ব্যতিক্রম নয়। 

 

এসবকিছুর পাশাপাশি হাতিল থেকে সেরা দামে সেরা মানের পণ্য পাবেন। নিয়মিত হাতিল ওয়েবসাইটে অসংখ্য বৈচিত্রর্পূর্ণ ডিজাইন ও রঙের ম্যাট্রেস দেখতে পাবেন।  

পরিশেষ

হাতিল তার ভোক্তাদের জাতীয় ও আন্তর্জাতিক শোরুম, ইকমার্স প্ল্যাটফর্ম, একটি ভার্চুয়াল শপ এবং দেশব্যাপী শিপিং পরিষেবার সাহায্যে সর্বদা প্রস্তুত। তাই আপনি যদি ম্যাট্রেসের পাশাপাশি প্রিমিয়াম মানের ম্যাট্রেসসহ সোফার ডিজাইন, চেয়ার ডিজাইন, ওয়ারড্রব ডিজাইন ও কাঠের আলমারি ডিজাইন দেখতে চান, তাহলে দ্বিতীয় চিন্তা ছাড়াই HATIL বেছে নিন।

কিছু বহুল আলোচিত প্রশ্নোত্তরঃ

বড় ম্যাট্রেস ও তোষকের মধ্যে কোনটা নেওয়া ভাল হবে?

বড় ম্যাট্রেসগুলি সুন্দর বেডের জন্য বেশি মানানসই। এছাড়া বেড ছাড়া একটু উঁচু জায়গাতে ঘুমাতে হলে এগুলো ভাল হবে। অপরদিকে নরম তোষকের মত ম্যাট্রেসগুলি শুধুমাত্র খাটের উপর ঘুমানেরা জন্য ভালো হবে। অনেকে ব্যাচেলর বাসায় থাকার জন্য এ ধরনের তোষক ম্যাট্রেস নিয়ে থাকে। 

বেশি দামী ম্যাট্রেস নেওয়ার সুবিধা কি?

হাতিলের সবরকম ম্যাট্রেসে প্রিমিয়াম মানের ম্যাটেরিয়েল থাকলেও বেশি দামী ম্যাট্রেসে বেশি স্প্রিং ও মোটা ফাইবার ব্যবহার করা হয়। তাই বেশি আরামে ঘুমানো যায়। আবার বেশি দামী ম্যাট্রেস খোলা স্থানে রেখে ব্যবহার করলেও সহজে ময়লা ধুলোবালির আক্রমণে নষ্ট হবেনা।

কিভাবে নিজের বাসার জন্য উপযোগী ম্যাট্রেস বাছাই করতে পারবো?

হাতিলের নিযুক্ত অভিজ্ঞ সেলস এক্সিকিউটিভদের ফোন করে সঠিক ম্যাট্রেস বাছাইয়ে সহায়তা পেতে পারেন। ম্যাট্রেস সহ যেকোনো প্রোডাক্টে সহায়তা পেতে +88 01713441000 নম্বরে কল বা info@hatil.com এড্রেসে মেইল করুন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।