Folding Iron Table Folding Iron Table

ফোল্ডিং আয়রন টেবিলে সহজ হয়ে উঠুক প্রতিদিনের জীবন   

বর্তমান সময়ে এসে প্রতিদিনের জীবনকে কীভাবে আরেকটু সহজ করে তোলা যায় এমনটাই থাকে আমাদের ভাবনায়। ব্যস্ততাময় জীবনে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজে চলে ছোটাছুটি। কখনো ঘুম থেকে উঠে, কখনো বা আবার আগের দিন রাত থেকেই চলে প্রস্তুতি। স্কুল-কলেজ বা অফিস, কাজের জন্য যেখানেই যাই না কেন, পরিপাটি স্টাইলে মার্জিতভাবে যাওয়াটাই আমরা প্রাধান্য দিয়ে থাকি। আর তাই তো ঘর থেকে বের হবার আগেই পোশাকের ভাঁজ ঠিকঠাক মতো সরিয়ে পরিপাটি স্টাইলে আয়রন করে পোশাক পরতেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। 

তবে এই আয়রন করার সময়ই ঘটে আরেক বিপত্তি। কখনো বেডে, কখনো টেবিলের উপর রেখে চলে আয়রন করা। কিন্তু প্রতিদিনের নিয়মে করা এই কাজটার জন্য যদি নির্দিষ্ট কোন জায়গা বা সেটআপ থাকে, তবে বিরক্তিকর এই কাজটা বেশ সহজভাবেই করা সম্ভব। আর তার সাথে স্মার্ট একটা সেটআপ যদি থাকে, তবে তো ইন্টেরিয়রে চমৎকার এক পরিবর্তন আনার পাশপাশি, এর লুকটাও হয়ে ওঠে বেশ ট্রেন্ডি এবং মডার্ন। 

বলছি হাতিল এর এক্সক্লুসিভ ডিজাইনের ফোল্ডিং আয়রন স্ট্যান্ড-এর কথা। যা একদিকে দেখতে যেমন স্মার্ট, তেমনি এর ফিচারগুলোও বেশ ফাংশানাল। তবে চলুন হাতিল-এর কালেকশনে থাকা আয়রন স্ট্যান্ডগুলো সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।

হাতিল এর নিজস্ব ডিজাইনে করা দুই ধরনের আয়রন স্ট্যান্ড এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং মডার্ন স্টাইলের আয়রন টেবিলটি হচ্ছে Persimmon। যা প্রথম দেখায় আপনি কোনভাবে বুঝতেই পারবেন না যে এটি আদৌ একটি আয়রন টেবিল। কেননা, এই টেবিলটি ফ্লোরে নয়, বরং দেয়ালে সেট করা থাকবে। ফলে আপনি যখন আয়রন করবেন শুধুমাত্র তখনই আপনি এটিকে নামিয়ে ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার শেষে আগের অবস্থায় আবার রেখে দিতে পারবেন, যা দেয়ালেই সেট করা থাকবে। 

Folding Iron Table

অনেক সময়ই দেখা যায়, রুমে অন্যান্য ফার্নিচার থাকার ফলে বাড়তি করে একটি আয়রন স্ট্যান্ড রাখার জায়গা করাই বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। যদিও আয়রন টেবিল সেট করার বিশেষ জায়গা থাকলে সেখানে আপনি আয়রন করার পাশাপাশি কাপড় গুছিয়ে রাখা, বা সে সাথে এর পাশে লন্ড্রি বাস্কেট রেখেও আলাদা একটি কর্ণার সাজিয়ে নিতে পারছেন। তবে যারা একেবারে মিনিমাল স্পেসে ফাংশানাল এবং মডার্ন থিমে ঘর সাজাবেন ভাবছেন, আপনাদের জন্য হাতিল-এর Persimmon হবে বেশ চমৎকার এক এডিশন।     

এর সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে, প্রথম দেখায় আপনার মনে হবে এটি তো দেয়ালে সাজানো একটি আয়না মাত্র। তবে ডান পাশ থেকে বাম পাশে আয়নাটি স্লাইড করার পরেই দেখা মিলবে সিক্রেটিভ একটি সেকশন, যেখানেই রয়েছে আয়রন টেবিলটি। এবার আয়রন টেবিলটি ধরে নামিয়ে ফ্লোরে রাখলেই আয়রন করার জন্য সেটআপটি পুরোপরিভাবে প্রস্তুত। তবে এক্ষেত্রে শুধু একটি বিষয় খেয়াল রাখতে হবে, যে দেয়ালের পাশে ইলেক্ট্রিক্যাল কানেকশন আছে সেখানেই এই আয়নাটি সেট করতে হবে, যেন টেবিলটি সেট করে আয়রন করতে পারেন খুব সহজেই। আর আয়রন শেষে টেবিলটা স্লাইডিং মিররের ভেতরের অংশে ঢুকিয়ে দিলেই আপনি একের ভেতর দুই অপশনটি পাচ্ছেন। আয়রন শেষে ঝটপট রেডি হওয়ার জন্য এই আয়নাটিও কিন্তু দারুণ। 

iron table

অন্যদিকে স্মার্ট ফিচার ছাড়া আপনি যদি আয়রন টেবিল হিসেবে ক্ল্যাসিক স্টাইলকেই বেছে নিতে পছন্দ করেন, সেক্ষেত্রে Lear বেশ নান্দনিক একটি অপশন। কাঠের উপর ডিজাইন করে করা সুন্দর এই আয়রন টেবিলের উপরের অংশে যথারীতি ফেব্রিকের লেয়ার দেয়া আছে। তবে এর সবচেয়ে চমৎকার দিক হচ্ছে এখানে আপনি ছোট-বড় বেশ কয়েকটি শেলফ পাচ্ছেন। যার মধ্যে আয়রন রাখার জন্য বিশেষ একটি বক্সও রয়েছে। যেখানে আপনি কাজ শেষে আয়রনটি সাবধানতার সাথে রাখতে পাচ্ছেন। এছাড়া আয়রন শেষে দুই পাশের বাড়তি অংশটাও ফোল্ড করার সুযোগ রয়েছে, ফলে ছোট জায়গার মধ্যেও সহজেই Lear টেবিলটি সেট করে নিতে পারছেন। 

এমনকি কাপড় আয়রন করা শেষে সেগুলো গুছিয়ে রাখতে পারছেন নিচের শেলফগুলোতে। এক কথায়, আপনি এই টেবিলটিকে মিনি ওপেন শেলফও বলতে পারেন। যেখানে আয়রন করার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় বা লন্ড্রি শেষে আয়রন করা লাগবে এমন পোশাকও এদিক-সেদিক না রেখে, বাস্কেটে করে শেলফের মধ্যে  রাখতে পারছেন। ফলে অযথাই ঘর এলোমেলো হবে না। বরং, একটি নির্দিষ্ট আয়রন টেবিলকেই মাল্টিফাংশানাল কাজে ব্যবহার করতে পারছেন।            

 

প্রতিদিনের কাজগুলোকে আরেকটু সহজ করে তুলতে প্রায়শই আমরা নিত্যনতুন জিনিসের সন্ধানে থাকি। সেক্ষেত্রে স্মার্ট ফিচার এবং মাল্টিফাংশানাল ফার্নিচারগুলো মিনিমাল যেকোন স্পেসেও সুন্দর মানিয়ে যায়।   

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।