dining set dining set

স্টাইলিশ ডাইনিং সেটআপে জমে উঠুক প্রতিটি মুহূর্ত

ডাইনিং রুমকে আমরা অনেক সময় অবহেলা করি। মনে করি এটা শুধু খাবারের টেবিল, যেখানে তাড়াহুড়া করে খাওয়া শেষ করে উঠে যাওয়া হয়। কিন্তু আসলে এই জায়গাটিই হতে পারে ঘরের প্রাণকেন্দ্র।
এখানেই দিনের শেষে একসঙ্গে বসে পরিবার ভাগ করে নেয় গল্প, বন্ধুরা ডেজার্ট শেষ হওয়ার পরও থেকে যায় আড্ডায়, আর হাসি-আনন্দ ভরে ওঠে পুরো পরিবেশ। খাবার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পরিবেশও তৈরি করে সেই বিশেষ মুহূর্তগুলো। সঠিক আসবাব আর ডেকর থাকলে এই সাধারণ রুমও হয়ে উঠতে পারে অসাধারণ।

সেখানেই হাজির হাতিল-এর ডাইনিং কালেকশন

স্মৃতির কেন্দ্র তৈরি করুন

ডাইনিং টেবিল শুধু খাওয়ার জায়গা নয়, এটি হয়ে ওঠে স্মৃতির ভাণ্ডার। প্রতিদিনের খুনসুটি থেকে শুরু করে উৎসবের বড় আয়োজন, সবকিছুরই সাক্ষী এই জায়গা। তাই পরিবেশকেই সাজাতে হবে উষ্ণ আর আমন্ত্রণমূলক করে। 

হাতিল-এর নিখুঁতভাবে তৈরি শোকেসে সাজিয়ে রাখুন পুরনো পরিবারের থালা, প্রিয় কাচের গ্লাস কিংবা ভ্রমণ থেকে আনা কোনো কালেকশন। এতে ডাইনিং স্পেস হয়ে উঠবে শুধু সুন্দর নয়, বরং গল্প বলার মতোও।

showcase

রান্নাঘর থেকে টেবিল পর্যন্ত

ভালো ডাইনিং অভিজ্ঞতা মানে শুধু টেবিলে বসা নয়, বরং রান্নাঘর থেকে পরিবেশন পর্যন্ত পুরোটা যেন সহজ হয়। কেউ চাইবে না বারবার যাওয়া-আসার ঝামেলা। হাতিল-এর টি ট্রলি আর ডিনার ওয়াগন এখানে সাহায্য করে দেয় চুপচাপ। 

এতে সবকিছু হাতের নাগালে থাকে, পরিবেশন হয় স্বচ্ছন্দে, আর মনোযোগ থাকে মানুষ আর কথোপকথনের ওপর। ব্যবহার না থাকলে এগুলো নিঃশব্দে মিশে যায় সাজসজ্জার সঙ্গে, হয়ে ওঠে একেকটা আকর্ষণীয় ডেকর আইটেম।

tea trolley

সৌন্দর্য ও ব্যবহারিকতার খুনসুটি

ডাইনিং স্পেসকে যেমন প্রতিদিন ব্যবহার করতে হয়, তেমনি সাজাতেও হয় স্টাইলিশভাবে। তাই দরকার এমন আসবাব, যেগুলো দেখতে সুন্দর আবার ব্যবহারেও কার্যকর। ছোট ছোট ক্যাবিনেট এখানে হয়ে উঠতে পারে বড় সমাধান, কাটলারি, ন্যাপকিন কিংবা বিশেষ উপলক্ষের বাসনপত্র রাখতে। মিনি ক্যাবিনেট গুলো প্রতিদিনের জীবনকে করে তোলে সহজতর। হাতিল জানে কিভাবে নান্দনিকতা আর ব্যবহারিকতাকে একই ছাদের নিচে আনতে হয়।

mini cabinet

ছোট ছোট ছোঁয়াতেই বদলে যায় পুরো পরিবেশ

কখনও কখনও ছোট্ট একটা ছোঁয়াই বদলে দিতে পারে পুরো পরিবেশ। টেবিলের কোণে রাখা ফুলের সাজ, শোকেসে ঝকঝকে থালা, কিংবা কাঠের সার্ভিং ট্রে, এসব ছোট ছোট ডিটেইলস পুরো রুমে এনে দেয় নতুন মাত্রা। এগুলো অতটা চোখে পড়ে না, বরং নিঃশব্দে বলে দেয় যে এই জায়গাটি ভেবেচিন্তে সাজানো।

ছোট থেকে বড়, সব উপলক্ষের সঙ্গী

ডাইনিং স্পেস প্রতিদিনের দ্রুত ব্রেকফাস্টের জন্য যেমন দরকার, তেমনি উৎসবের পারিবারিক ভোজের জন্যও অপরিহার্য। হাতিল-এর কালেকশনের সৌন্দর্য এখানেই, এটা সব পরিস্থিতিতেই মানিয়ে যায়। প্রতিদিনের নাশতায় ব্যবহৃত চা ট্রলিই হঠাৎ অতিথি এলে হতে পারে ডেজার্ট পরিবেশনের সঙ্গী। আবার ব্যস্ত দিনের ডিনার ওয়াগনই উৎসবের দিনে হয়ে উঠবে পরিবেশনের সেরা হাতিয়ার।

dining set

ঘরের পরিবেশে কাঠের উষ্ণতা

ডাইনিং রুমে কাঠের উপস্থিতি যেন অন্য রকম এক উষ্ণতা যোগ করে। হাতিল-এর কাঠের ফার্নিচারগুলো শুধু স্টাইলিশই নয়, ঘরে আনে আপনত্বের অনুভূতিও। নরম আলো আর প্রাকৃতিক সাজসজ্জার সঙ্গে মিলিয়ে নিলে পুরো পরিবেশ হয়ে ওঠে আরও ঘরোয়া, আরও আমন্ত্রণমূলক।

ডাইনিং সাজ মানে শুধু আসবাব জড়ো করা নয়, বরং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে প্রতিদিনের খাবার হয়ে ওঠে স্মরণীয়।
হাতিল-এর ডাইনিং কালেকশন সেই কাজটিই করে, প্রয়োজনীয় আসবাবকে দেয় স্টাইলিশ রূপ, আর আড্ডা ও খাবারের মুহূর্তগুলোকে বানায় আরও উপভোগ্য।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।