আপনার ঘরের ফার্নিচার চয়েজ কিন্তু আপনার পারসোনালিটিকে রিপ্রেজেন্ট করে। একটি বাড়ির ইন্টেরিওরকে ইন্ট্রেস্টিং করতে ফার্নিচার এর ভূমিকা অনেক। কিন্তু প্রত্যেকটা ঘরের কিছু ফার্নিচার আইটেম থাকে যেগুলো ছাড়া একটি ঘর অসম্পূর্ণ মনে হয়। তাই বেড রুম হোক, ডাইনিং, ড্রইং রুম বা কিচেন, সাজিয়ে তুলুন এমন সব ফার্নিচার দিয়ে যা শুধু আপনার ব্যক্তিত্বেরই বহিপ্রকাশ নয়, বরং আপনার ঘরকে গড়ে তুলে আরও সুন্দর ও প্রাণবন্ত। চলুন সেগুলো দেখে নেওয়া যাক এরকম প্রাণবন্ত ঘর তৈরিতে প্রতিটি রুম এর জন্য যে ফার্নিচারগুলো থাকা উচিৎ।
যে ১০টি ঘরের ফার্নিচার আপনার সকল রুমে সম্পূর্ণতা নিয়ে আসবে
একটা ঘরের প্রধান তিনটি রুম হলো লিভিং রুম, বেড রুম আর ডাইনিং রুম। আর এসব রুমেই আমাদের বাছাই করা দশটি ফার্নিচার রাখলে আপনার ছোট ফ্লাটকেও সম্পূর্ণ মনে হবে। আসুন একে একে দেখে নিই ফার্নিচারগুলো কি হতে পারে—
১। বেডরুম
সবারই ব্যাক্তিগত রুম, অর্থাৎ বেডরুম হল কম্ফোরট জোন কেন না নিজের ঘর কে সবাই নিজের মনের মত করে সাজিয়ে নিতে পছন্দ করে। বেড রুমের যে ফার্নিচারগুলি অবশ্যই রাখা উচিৎ সেগুলো হলঃ
বেড
বলার অপেক্ষা রাখে না যে বিছানা হলো বেডরুমের মূল আসবাব। সারাদিন অক্লান্ত পরিশ্রম এর পর আমরা যখন বাসায় গিয়ে সবার আগে বিছানা তে একটু ঠাই নেই, মনে হয় যেন এটাই আমাদের বেস্ট ফ্রেন্ড। তাই বিছানা হতে হবে আরামদায়ক। কেউ একটু জাঁকজমক বিছানা পছন্দ করে, কেউ পছন্দ করে একদমই মিনিমাল ডিজাইন। তবে যেমন ই পছন্দ হোক, হাতিল এর বেড কালেকশান থেকে বেঁছে নিতে পারেন যে কোন স্টাইল এর বিছানা।
বিছানার জন্য একটি ভালো ম্যাট্রেসও খুবই গুরুত্বপূর্ণ। তাই একটি ভাল মানের ম্যাট্রেস বেঁছে নিতে ভুলবেন না।
আলমারি
জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্র রাখার জন্য একটি ভালো আলমারি থাকা অত্যন্ত জরুরী। এটি আপনার ঘরকে পরিপাটি রাখতে সাহায্য করবে। তবে সেটা যদি হয় দেখতেও আকর্ষণীয় হয়, তাহলে আপনার ঘরের সৌন্দর্য হয়ে উঠে দ্বিগুণ। হাতিল এ রয়েছে বিভিন্ন ডিজাইন এর ওয়ারড্রব এবং আলমারি, যা থেকে আপনি আপনার চাহিদা ও রুচি অনুযায়ী বেঁছে নিতে পারবেন।
ড্রেসিং টেবিল
মেয়েদের সবচে পছন্দ ও গুরুত্বপূর্ণ আসবাব হল একটি ড্রেসিং টেবিল। সাজগোজ এর জিনিস থেকে শুরু করে পারফিউম, হেয়ার ড্রেসার, এবং যাবতীয় প্রসাধনী রাখার জন্য অন্যতম ফার্নিচার পিস যা ছাড়া একটি মেয়ের ঘর একদম ই অসম্পূর্ণ। কমবেশি সব মেয়েরাই চায় তাদের ঘরে সুন্দর একটা ড্রেসিং টেবিল থাকুক। যদি আপনিও আপনার ঘরের জন্য একটি সুন্দর ড্রেসিং টেবিল চান বা পুরানো পিসটি আপগ্রেড করতে চান, হাতিল এর ড্রেসিং টেবিল কালেকশান থেকে নিজের প্রেফারেন্স অনুযায়ী বাছাই করে নিতে পারেন।
২। লিভিং রুম
লিভিং রুমে সাধারণত আমরা পরিবারের সদস্য দের নিয়ে সময় কাটাই এবং ড্রইয়িং রুমে অতিথিদের আপ্যায়ন করি। তাই এই দুটি স্পেস এর আসবাবে কিছুটা ভিন্নটা থাকে।
সোফা
লিভিং রুমে সাধারণত আমরা পরিবারের সদস্য দের নিয়ে সময় কাটাই এবং ড্রইয়িংরুমে অতিথিদের আপ্যায়ন করি। তাই এই দুটি স্পেস এর আসবাবপত্রে কিছুটা ভিন্নটা থাকে। ড্রয়িং রুমের কেন্দ্রবিন্দু হলো সোফা। যদিও বা লিভিং রুমে আমরাই এখন অনেকেই বিন ব্যাগ ব্যবহার করে থাকি, ড্রয়িং রুম এ কিন্তু সোফা সেট না হলেই নয়। সোফা হতে হবে আরামদায়ক।
তাছাড়া ইন্টেরিওরের সাথে মানিয়ে যায় এমন কিছুই আমরা সাধারণত বেঁছে নেই। হাতিল এর রয়েছে দারুণ সোফা কালেকশান যেখানে ভিন্টেজ স্টাইল থেকে শুরু করে মডার্ন, বিভিন্ন ডিজাইন ও কালার এর সোফা সেট খুব সহজেই হাতের নাগালে পেয়ে যাবেন অনলাইন কিংবা স্টোর থেকে।
সেন্টার টেবিল
ড্রয়িং রুমে সেন্টার টেবিল একটি এসেনশিয়াল ফার্নিচার পিস। সোফায় গেস্ট বসলে নাস্তা দেওয়ার জন্য বা কফি খাওয়ার জন্যই শুধু নয়, ড্রয়িং রুম এর সেটিং কে আরও সুন্দর করে তুলে একটি সেন্টার টেবিল।
৩। ডাইনিং রুম
একসাথে বসে ডাইনিং টেবিল এ খেতে খেতে কত আলাপ আলোচনা হয়ে যায় পরিবারের সবার সাথে। এসব মুহূর্ত ধরে রাখতে কিন্তু ডাইনিং টেবিল এর জুড়ি নেই। এখন বিভিন্ন ডিজাইন এর ডাইনিং অনেক সুন্দর সব ডাইনিং টেবিল আছে হাতের কাছেই। ডাইনিং স্পেস যেহেতু বাড়ির একটি মুখ্য স্পেস, ডাইনিং টেবিলটিও তাই হওয়া চাই আকর্ষণীয় এবং চেয়ারগুলো হওয়া চাই আরামদায়ক।
আপনার বাড়ির প্রতিটি ঘর সাজান নিজের পছন্দের সব ফার্নিচার দিয়ে। হোক মিনিমাল কিংবা বোল্ড, সব ধরনের ডিজাইনই রয়েছে হাতিল ফার্নিচার স্টোরে। তাই ভিজিট করুন আপনার কাছের হাতিল শোরুম টি অথবা হাতিল ওয়েরবসাইট, যেখানে ছবি এবং প্রাইস সহ দেখে নিতে পারবেন প্রত্যেকটি প্রডাক্ট।
৭. শেলফ
লিভিং রুমের বা বেডরুমের একটা অন্যতম আকর্ষণ হতে পারে শেলফ। এখানে প্রিয় জিনিসগুলি রাখার সাথে সাথে নিজের সার্টিফিকেট, এচিভমেন্ট, এওয়ার্ডেস এসব শো করা যায়। কেউ বাসায় এসে বসলে এগুলো দেখে সময় কাটাতে পারে, আবার রুমকেও ফাকা মনে হয়না। এমনকি দেয়ালের কোণায় রাখার জন্য কর্নার শেলফ ও পাওয়া যায়।
৮. ওয়ারড্রোব
আবারও ফিরে এলাম বেডরুমের ফার্নিচারে! ওয়ারড্রোব এমন একটি ফার্নিচার যা ছাড়া বেডরুম কল্পনা করাই মুশকিল। ওয়ারড্রোবের সৌন্দর্য ও প্রয়োজনীয়তা সবই যেন সমান সমান। ছোট রুমের জন্য ওয়ারড্রোবের পরিবর্তে একইরকম দেখতে চেস্ট অব ড্রয়ারও পাওয়া যায় যা কিছুটা ছোট হয় এবং বড় কম্পার্টমেন্টগুলো থাকেনা।
৯. মিনি কেবিনেট
এবারে আসুন ডাইনিং রুমের প্রসঙ্গে। চেয়ার টেবিল তো হলো, কিন্তু সেখানে যে খাবার এনে রাখতে হবে সেগুলো কোথা থেকে আসবে? এর উত্তর হলো মিনি কেবিনেট। বাইরের ধুলো ময়লা ও বিড়ালের হাত থেকে ও খাবার বাঁচাতে এই কেবিনেট বড় ভূমিকা রাখে। আবার এর মধ্যে সঠিক আর্দ্রতা থাকার কারণে কাবারও বেশিক্ষণ ধরে ভাল থাকে।
১০. টিভি কেবিনেট
টিভি কেবিনেট বেশ আকর্ষণ নেওয়া একটা ফার্নিচার। সোফায় বসে যে কেউ এসে টিভি দেখে সময় কাটাবে, তাই না? এজন্য একটা ভাল টিভি কেবিনেট রাখা চাই। হাতিলের টিভি কেবিনেটগুলো এক্ষেত্রে অনেকরকম অপশন দেবে, যেখান থেকে ছোট বড় মাঝারি সবরকম টিভি কেবিনেট পেতে পারেন।
পরিশেষ
আপনার ঘরের ফার্নিচার সাজান নিজের পছন্দের সব ফার্নিচার দিয়ে। হোক মিনিমাল কিংবা বোল্ড, সব ধরনের ডিজাইনই রয়েছে হাতিল ফার্নিচার স্টোরে। তাই ভিজিট করুন আপনার কাছের হাতিল শোরুমটি অথবা হাতিল ওয়েরবসাইট, যেখানে ছবি এবং প্রাইসসহ দেখে নিতে পারবেন প্রত্যেকটি প্রোডাক্ট।
কিছু বহুল আলোচিত প্রশ্নোত্তরঃ
ঘরের কিচেন রুমে কি কোনো বিশেষ ফার্নিচার রাখা লাগে?
বর্তমানের আধুনিক কিচেনগুলিতে সাধারণত কেবিনেট রাখা থাকে এবং দাড়িয়ে কাজ করতে হয়। তাই এখানে লাইট সহ অন্যান্য সাজসজ্জা ছাড়া তেমন কোনো ফার্নিচার রাখার দরকার হয়না। তবে আপনি চাইলে অতিরিক্তি রেক, কেবিনেট, ট্রলি এসব রাখতে পারেন।
রিডিং টেবিল কিনলে কোন রুমে সেট করা উচিৎ?
রিডিং টেবিলে পড়াশোনা করা হবে, তাই এমন স্থানে রাখতে হবে যা নিরিবিলি থাকবে। এক্ষেত্রে লিভিং রুম কোনোভাবেই রিডিং টেবিল রাখার উপযুক্ত নয়। রিডিং টেবিলের ডিজাইন লিভিং রুমের উপযোগীও না। কিন্তু আপনি আরামে এতে বেডরুমে সেট করতে পারবেন। আবার অনেকের বাসায় রিডিং এর জন্য আলাদা একটা রুমই থাকে।
ঘরকে পরিপূর্ণ ভাবে সাজানোর জন্য কি কি ফার্নিচার না কিনলেও সমস্যা হবেনা?
আপনার সেন্টার টেবিল থাকলে আর টি টেভিল কেনার দরকার হয় না। তারপর ডিনার ওয়াগন তাকলে অনেক ক্ষেত্রে খাবারের জন্য কেবিনেট কেনা লাগেনা। আবার বড় ড্রেসিং টেবিল ও ওয়ারড্রোব থাকলে আলমারি না কিনলেও চলে। তবে দেখতে হবে আপনার ঘরের সাইজ কেমন, কারণ বড় ঘর হলে সব রকমের ফার্নিচারই লাগবে।