open shelf open shelf

সুনিপুণ স্টাইলের ওপেন শেলফে ট্রেন্ডি সাজে পছন্দের কর্নার 

প্রতিটি ঘরই একটি গল্প বলে। দেয়ালের রঙ, পর্দার ছায়া বা আসবাবের নকশায় সেই গল্প ধরা পড়ে। কিন্তু আমাদের জীবনের আসল গল্পটা লুকিয়ে থাকে ছোট ছোট জিনিসে, যেমন একগুচ্ছ বই, প্রিয় ছবির ফ্রেমে ভ্রমণের ছবি, বা কোনো ঐতিহ্যবাহী অলংকারে। 

দুঃখের বিষয় হলো, এই স্মৃতিগুলো বেশিরভাগ সময় ভারী শোকেসের ভেতর বন্দী থেকে যায়। অথচ সেগুলো যদি ঘরের উন্মুক্ত জায়গায় আলোকিত হয়ে ওঠে, তবে ঘরও বদলে যায়, ঘরের পরিবেশ টাও বদলে যায়। সেই পরিবর্তনের সেরা উপায় হচ্ছে হাতিল-ওপেন শেলফ কালেকশান। 

এই ওপেন শেলফ কিভাবে গতানুগতিক শেলফ থেকে ভিন্ন? তবে সেটাই দেখে নেওয়া যাক। 

গল্প বলার এক মঞ্চ

শোকেস মানেই কাঁচে ঢাকা ভারী ফার্নিচার, এমন ধারণা অনেক পুরনো। ওপেন শেলফ তার সম্পূর্ণ উল্টো। এটি কেবল আসবাব নয়, এটা হতে পারে আপনার গল্প গুলো ফুটিয়ে তোলার এক মঞ্চ, আপনার ইন্ট্রেস্টিং সব কালেকশান গুলো তুলে ধরার মাধ্যমে। 

যেমন ধরুন আপনার লিভিং রুমে একটি হাতিল ওপেন শেলফ আছে। তাতে এক পাশে আপনার প্রিয় বইয়ের স্তূপ, পাশে সবুজ গাছের টব, আরেক পাশে কক্সবাজার থেকে আনা শঙ্খ। এই ছোট ছোট স্মৃতিগুলো মিলেই তো আপনার ঘরকে করে তুলছে আলাদা ও আরও বেশি ইন্ট্রেস্টিং। ঠিক আপনার দৈনন্দিন জীবনের গল্প গুলো তুলে ধরে। 

open shelf

কেন ওপেন শেলফ?

প্রচলিত শোকেস আসলে আপনার সংগ্রহকে আড়াল করে রাখে। কাঁচের দরজার ওপাশে বস্তুগুলো যেন দূরত্ব তৈরি করে। কিন্তু ওপেন শেলফ উল্টোভাবে জিনিসগুলোকে উন্মুক্ত করে তোলে। ঘরকে করে তোলে সিম্পল তবে প্রশস্ত, কারণ এর হালকা আয়তন এবং ডিজাইন। বিশেষ করে হাতিল-এর ওপেন শেলফ গুলো ডিজাইন এ যেমন আধুনিক, তেমনি টেকসই, যা সৌন্দর্য ও স্থায়িত্বের এক অনন্য মিশ্রণ।

আরেকটি দিক হলো এর ফ্লেক্সিবিলিটি। ওপেন শেলফের ব্যবহার সীমাবদ্ধ নয়। আজ বই ও গাছ দিয়ে সাজালেন, কাল হয়তো শিল্পকর্ম বা মোমবাতি। আবার উৎসবের সময়ে সাজিয়ে তুললেন উৎসবের আবহে। এই স্বাধীনতা একটি শোকেসে পাওয়া যায় না। ওপেন শেলফ আপনাকে সুযোগ দেয় প্রতিটি জিনিসকে আলাদা করে ফুটিয়ে তোলার, আপনার রুচি, পছন্দ এবং প্রেফ্রেন্স অনুযায়ী।

open shelf

স্টাইল আর ব্যবহারিক দিক একসাথে

সৌন্দর্যের পাশাপাশি ওপেন শেলফ খুবই ইউস্ফুল। কোনো কাঁচ মুছতে হয় না, কোনো ড্রয়ার টানাটানি নেই। সামান্য ঝাড়ামুছা করলেই নতুনের মতো ঝকঝকে। আর যেহেতু সবকিছু খোলা চোখে দেখা যায়, তাই আপনি স্বাভাবিকভাবেই অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে রাখবেন। ফলে জায়গাটা হবে সুশৃঙ্খল ও পরিপাটি।

হাতিল-এর ডিজাইন এই দিক থেকেও আলাদা। প্রতিটি শেলফ উচ্চমানের কাঠ ও দক্ষ কারিগরিতে তৈরি। তাই শুধু সাজানোর আসবাব নয়, বরং ঘরের স্থায়ী সৌন্দর্য হিসেবেই জায়গা করে নেয়। মিনিমাল, রাস্টিক, বা সমসাময়িক, যে ধরণের সাজসজ্জাই হোক না কেন, একটি হাতিল ওপেন শেলফ স্বাভাবিকভাবেই মিশে যায় ঘরের পরিবেশে।

product image

ঘরের ভেতর আপনার পরিচয়

পরিশেষে বলা যায়, ওপেন শেলফ কেবল জিনিসপত্র রাখার জায়গা নয়, বরং এটি আপনার পরিচয়ের প্রকাশ। আপনি কী ভালোবাসেন, কী গুরুত্ব দেন, সবকিছু ধরা পড়ে সেখানে। ভ্রমণপিপাসু কেউ হয়তো ভরিয়ে তুলবে মানচিত্র আর স্মারকে, শিল্পপ্রেমী রাখবে ক্যানভাস আর ভাস্কর্য, আবার বইপোকা সাজাবে উপন্যাসের সারি। এই সবকিছুই হয়ে ওঠে আপনার ঘরের আলাদা ভাষা। আর যখন শেলফটি হয় হাতিল-এর, তখন সেই ভাষা পায় আরও পরিশীলিত ও মার্জিত রূপ।

open shelf

তাই যদি আপনার মনে হয় ঘরে একটু নতুনত্ব দরকার, যদি চান উন্মুক্ত, উষ্ণ আর প্রাণবন্ত পরিবেশ, তাহলে আপনার প্রিয় সংগ্রহগুলোকে লুকিয়ে রাখবেন না। তুলে ধরুন ওপেন শেলফে। বেছে নিন একটি হাতিল ওপেন শেলফ, আর দিন আপনার ঘরকে এমন এক পরিচয়, যা একেবারেই আপনার নিজের।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।