Leather Sofa Leather Sofa

গল্পেরা জমে উঠুক কমফোর্টেবল আড্ডায় 

পারিবারিক আয়োজন, ছুটির দিনে বন্ধুদের সাথে আড্ডা কিংবা বিশেষ কোন উৎসবে ঘর জুড়ে মেহমানের আনাগোনা সে তো নিত্যদিনের ঘটনা। যদিও আজকাল শহুরে জীবনে প্রতিদিনের ব্যস্ততা, হাজারো কোলাহল আর ঘণ্টার পর ঘণ্টা জ্যাম যেন আমাদের জীবন থেকে অনেক সময় না বলেই কেড়ে নিচ্ছে। তবে যতটুকু সময়ই আমাদের ঝুড়িতে থাকুক না কেন, গল্প-আড্ডার জন্য তা যেন আগে থেকেই বুকিং দেয়া থাকে। বিশেষ করে ছুটির দিনগুলোতে থাকে কতশত প্ল্যান। আর তাই, গল্প-আড্ডার আসর জমানো প্রিয় ঘরটাও যে সাজানো চাই মনের মতো করে, বিশেষ করে ড্রয়িং রুমের ইন্টেরিয়রে ফার্নিচার সিলেকশন কেমন হবে, চলুন কিছুটা আইডিয়া নেয়া যাক। 

 

ট্র্যাডিশনাল উডেন স্টাইল

ফার্নিচার কেনার ক্ষেত্রে অনেকেই ট্র্যাডিশনাল স্টাইলের কাঠের ফার্নিচার পছন্দ করেন। কেননা, সময় যতই আধুনিক হোক না কেন, ট্র্যাডিশনাল স্টাইল কখনো পুরনো হয় না, বরং এর চাহিদা সবসময়ই থাকে। ড্রয়িং রুম যদি খুব স্পেশাস না হয়, সেক্ষেত্রে Aquarius, Granada কিংবা Cruiser, Surrey ডিজাইনের সিঙ্গেল এবং ডাবল সিটের সোফা সিলেক্ট করতে পারেন। ডিজাইন কিছুটা সিম্পল হলেও এর সৌন্দর্য ড্রয়িং রুমে স্নিগ্ধতা এনে দেবে। কেননা, রুম যদি বড় না হয়, সেক্ষেত্রে উঁচু গদির সোফা কিছুটা বেমানান দেখাতে পারে। 

sofa

মডিউলার ডেকোরে ভেরিয়েশন  

গল্প-আড্ডার জায়গাটি আরামদায়ক না হলে কি চলে? একদমই না! সেজন্যই রুমের আকৃতি বুঝে ড্রয়িং রুমে আড্ডার জায়গাটি হতে হবে স্পেশাস এবং কমফোর্টেবল মডিউলার সোফা স্টাইলে। এই ডিজাইনের সোফার সবচেয়ে সুবিধার দিকই হল এর সিট সংখ্যাও যেমন বেশি থাকে, তেমনি এটি শুধু সোফা না বরং বেড স্টাইলেও ব্যবহার করা সম্ভব। মডিউলার স্টাইল ডেকোরেশনে Citron, Guppy, Cardiff বেশ জনপ্রিয়। এটি দেখতে বেশ ভাইব্রেন্ট, তেমনি এর ডিজাইনও গতানুগতিক স্টাইল থেকে বেশ ইউনিক। 

L shaped Sofa

লেদারে ফিউশন 

ধরুন আপনি ড্রয়িং রুম সাজানোর থিম কিছুটা ভিনটেজ স্টাইলে করবেন ভাবছেন। সেক্ষেত্রে লেদারের সোফা সেট ডিজাইনের সাথে রুমের অন্যপাশে মডার্ন ধাঁচের ভাইব্রেন্ট ২-৩ সিটের সোফার ডিজাইন সিলেক্ট করতে পারেন। এতে করে রুমের ডিজাইনে ফিউশন ভাব ফুটিয়ে তোলা সম্ভব হবে। হাতিল এর কালেকশনে থাকা Veteran এবং Hyperbole লেদারের ডিজাইনের মধ্যে বেশ ট্রেন্ডি দুইটি ডিজাইন। ড্রয়িং রুমের ডেকোরেশনকে এই ডিজাইন দুইটি বেশ এলিগ্যান্ট করে তুলবে। অন্যদিকে, আপনার পছন্দ যদি হয় একেবারে সিম্পল কিছু, সেক্ষেত্রে নির্দ্বিধায় Latica ডিজাইনটি সিলেক্ট করতে পারেন। আধুনিক সময়ের ফিউশনের সাথে যা মানিয়ে যাবে চমৎকারভাবে। 

Leather Sofa

কালারফুল মোটিফে কুশন 

এতক্ষণ তো গেলো সোফার ডিজাইন এর কথা। সোফার সৌন্দর্য আরও দ্বিগুণ করে তুলতে কন্ট্রাস্ট কালারের এবং দারুণ সব মোটিফে করা কুশন এর চমৎকার কালেকশন রয়েছে হাতিলে। মিউজিক্যাল থিম থেকে শুরু করে ফুল-লতাপাতা, জ্যামিতিক ডিজাইন কী নেই! Harmony 119,134 ইত্যাদি কুশনের ডিজাইন এর চমৎকার কিছু উদাহরণ। এছাড়া একপাশে সোফা সেট অন্যপাশের ফ্লোর কুশন দিয়ে সাজাতে Harmony 150, 177 ইত্যাদি পিলো কুশনের ডিজাইনগুলো থেকে বেছে নিতে পারেন পছন্দমতো যেকোনোটি।  

Cushion

স্টাইলিশ সিঙ্গেল সোফা

রুমের পছন্দের কোন কর্নারে একটা স্টাইলিশ সিঙ্গেল সোফা আর সে সাথে থাকবে কিছু ইনডোর প্ল্যান্টস, আর্টিস্টিক ফ্লোর ল্যাম্প এবং দেয়ালে ক্যানভাস; বর্তমান সময়ে এটি বেশ ট্রেন্ডি একটি লুক। বিশেষ করে ড্রয়িং এবং লিভিং রুমের ক্ষেত্রে। রুম জুড়ে বাকি সোফাগুলো সেট হিসেবে থাকলেও, সিঙ্গেল সোফাটি হতে হবে ইউনিক স্টাইল সাথে ভাইব্রেন্ট কালারের কম্বিনেশনে। হাতিল এর Kounilou, Camden এমনই কিছু স্টাইলিশ সিঙ্গেল সোফা, যা ড্রয়িং রুমের সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে। 

Single Sofa

ডিভানে কমফোর্ট

যারা ড্রয়িং রুমের ইন্টেরিয়রে ডিভান এর অপশন রাখতে পছন্দ করেন, তাদের জন্য Salmon, Nottingham এবং Tangerine হতে পারে পারফেক্ট তিনটি অপশন। কেননা, সোফার এই সেট তিনটিতে আপনি ডিভান অপশন এর সাথে ২ এবং ৩ সিটের সোফাও পাচ্ছেন, যা সোফা কাম ডিভান দুইভাবেই ব্যবহার করা যাবে।

L shaped sofa

আর্টিস্টিক সেন্টার এবং কর্নার টেবিল 

ড্রয়িং রুমের ডেকোরেশনে কমপ্লিট লুক আনতে ফাইনালি প্রয়োজন আর্টিস্টিক সেন্টার এবং কর্নার টেবিল, যা কাঁচ, কাঠ, মডিউলার সহ মানানসই যেকোনো ডিজাইনেই হতে পারে। উডেন ফ্রেম ওয়ার্কে গ্লাস টপার ডিজাইনের মধ্যে Dove, Roosevelt, Kiwi চমৎকার কয়েকটি ডিজাইন। এছাড়া সম্পূর্ণ কাঠ এবং স্টিল এর কম্বিনেশনে করা ডিজাইনের মধ্যে Pigeon, Leganes, Mississippi অন্যতম। 

আর তাই, পারিবারিক আড্ডা কিংবা বিশেষ কোন আয়োজনে ড্রয়িং রুমের ডেকোরেশন হোক কমফোর্টেবল এবং অ্যাস্থেটিক হাতিল এর সাথে!    

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।