পারিবারিক আড্ডা কিংবা অতিথি আপ্যায়নের বিশেষ আয়োজনে লিভিং রুম জুড়েই যেন চলে সকল হৈ-হুল্লোড়। কখনো সবাই মিলে দারুণ কোন মুভি নাইট, কখনো পছন্দের কোন গেমসে হাড্ডাহাড্ডি লড়াই; লিভিং রুমেই শুরু হয়ে যায় যেকোনো আয়োজন। আর এমনটা হবেই বা না কেন? ঘরের সবচেয়ে বড় এবং খোলামেলা জায়গাই যে এই লিভিং স্পেস। আর তাই তো, বন্ধুবান্ধব এবং পরিবারের সবাই মিলে দারুণ কিছু মুহূর্ত কাটাতে স্পেশাস লিভিং রুমের ডেকোরেশনও হওয়া চাই টপ নচ স্টাইলে।
চমৎকার সব অপশন এবং স্টাইলে ও প্যাটার্নে ভিন্নতা আনতে হাতিল -এ বরাবরই থাকে নিত্যনতুন সব আয়োজন। আর তারই ধারাবাহিকতায়, হাতিল এর কালেকশনে এবার যুক্ত হলো লিভিং রুমের ডেকোরেশনে নতুন ‘এল শেপড’ সোফা। নতুন এই ডিজাইন সম্পর্কে জানার পাশাপাশি, এল শেপ সোফার অন্যান্য ডিজাইন সম্পর্কেও চলুন কিছুটা আইডিয়া নেয়া যাক।
অন্দর সজ্জায় ভাইব্রেন্ট স্টাইল যাদের পছন্দ, তাদের জন্য হাতিল নিয়ে এসেছে কালারফুল ফেব্রিকের Komati এল শেপড প্যাটার্নের এই সোফাটি। ডিভান এবং ৪ সিটের অপশন থাকা কমফোর্টেবল ফেব্রিকের এই সোফা সেটটি আপনি পজিশন বদলেও ব্যবহার করতে পারবেন। চাইলে আপনি ডিভানটা আলাদাভাবে রেখেও ব্যবহার করতে পারবেন। অথবা বসার স্পেসটা বাড়াতে চাইলে প্রত্যেকটি সিটার পাশাপাশিও রাখতে পারবেন।
‘এল শেপের’ সোফার সবচেয়ে সুবিধার দিক হলো প্রয়োজনে আপনি এটি বেড হিসেবেও ব্যবহার করতে পারবেন। কোন উৎসব বা বিশেষ আয়োজনে বাসায় অনেক অতিথি থাকলে সেক্ষেত্রে বেড হিসেবে খুব সহজেই এই সোফা সেটটি ব্যবহার করা যাবে। লিভিং স্পেসের দেয়ালের থিম হালকা শেডের হলে কনট্রাস্ট হিসেবে কালারফুল থিমের এই সোফা সেটটি বেছে নিতে পারেন। এছাড়া এক্সট্রা পিলো হিসেবে ফ্লোরাল মোটিফের কুশনও সোফায় রাখতে পারেন।
অন্যদিকে হালকা রঙের ফেব্রিক যাদের পছন্দ, তাদের জন্য রয়েছে Salmon এবং Nottingham এই দুইটি সোফা সেট। Salmon এর ডিজাইন বেশ আধুনিক এবং স্মার্ট। অতিরঞ্জিত ডিজাইন যাদের পছন্দ না তারা ছিমছাম লুকের এই সোফা সেটটি দেখতে পারেন। চাইলে এর ২ সিটার এবং ডিভান আলাদা পজিশনে রাখতে পারেন। এছাড়া লিভিং স্পেসে যুক্ত করতে পারেন একসেন্ট ল্যাম্প আর সে সাথে সোফার জন্য কালারফুল কিছু কুশন। অন্যদিকে যারা সোফায় উঁচু হাতল থাকা পছন্দ করেন, তারা Nottingham এর সোফা সেটটি অনায়াশে বেছে নিতে পারেন, যা স্পেশাস লিভিং রুমের জন্য হবে এক কথায় পারফেক্ট।
তবে এসবের মধ্যে Norfolk এবং Nebraska ডিজাইন দুইটি বেশ প্রচলিত। বিশেষ করে আরাম আয়েশ করে টিভি দেখা কিংবা অবসরের মুহূর্তে বই পড়া বা ল্যাপটপে কাজ করার জন্য যারা লিভিং রুমে আরামদায়ক একটা সেটআপের চিন্তা করছেন, তাদের কাছে বেশ জনপ্রিয়। ৩ সিটার আর তার সাথে ডিভান যুক্ত করা সোফা সেটটি যেকোনো পজিশনেই সেট করতে পারবেন। এমনকি চাইলে সিঙ্গেল সোফা হিসেবে বেড রুমেও এর একটি রাখতে পারবেন। আর এর শোভা বাড়াতে ফ্লোরে ব্যবহার করতে পারেন রাউন্ড শেপের ফ্লোর ম্যাট বা কার্পেট, যেখানে রাখতে পারেন হাতিল এর অ্যাস্থেটিক আর্টের যেকোনো কুশন।
এছাড়া ‘এল শেপড’ সোফার আরও কিছু অপশন হিসেবে আছে Detroit এবং Tangerine। এই দুইটি অপশনের মধ্যে Detroit এর ফিচার বেশ ইন্টারেস্টিং। এতে সিটার দুইটি পাশাপাশি রাখলেই, তা দেখতে একদম বেড এর মতো দেখাবে। আর তাই প্রয়োজনে খুব সহজেই আপনি সেটআপ পরিবর্তন করতে পারবেন। এমনকি ছোট অ্যাপার্টমেন্ট এর ক্ষেত্রে আপনি সোফা কাম বেড হিসেবেও এটি ব্যবহার করতে পারবেন।
ঘরের অন্যান্য রুমের তুলনায় লিভিং রুমেই অনেকের সবচেয়ে বেশি সংখ্যক সময় কাটে। আর তাই লিভিং রুম পরিপাটি এবং আয়েশি স্টাইলে সাজাতে প্রয়োজন কোজি এবং কমফোর্টেবল সোফা সেট। এক্ষেত্রে হাতিল-এর এল শেপড কিংবা মাল্টিপারপাস ফিচারের দারুণ সোফা সেটগুলো আপনার ইন্টেরিয়র ডিজাইনকে ইউনিকও করবে, তেমনি গতানুগতিক স্টাইল থেকে করে তুলবে ভিন্ন এবং নান্দনিক। আর তাই, পছন্দের ডিজাইন বেছে নিতে দেখে নিন হাতিল এর এক্সক্লুসিভ সোফা সেট কালেকশন।