lobby chair lobby chair

লবি চেয়ারের কমফোর্টের রেশ থাকবে সারাদিন

এখনকার যুগটাই ব্যস্ততার। কাজের ফাঁকে ফাঁকে এবং সারাদিনের সমস্ত ব্যস্ততা শেষে একটুখানি স্বস্তির ঠিকানা খুঁজি আমরা সবাই। বাসা আর অফিস দু’জায়গাতেই সেই স্বস্তির একটি নির্ভরযোগ্য স্থান হতে পারে একটি উন্নতমানের আরামদায়ক লবি চেয়ার। কিন্তু আধুনিক যুগ মানে তো শুধু কমফোর্ট না, নিজের ব্যক্তিত্বের সাথে মানানসই স্টাইলটাও থাকা চাই! আপনার এই সব ধরনের চাহিদাকে একসাথে মিলিয়েই ডিজাইন করা হয়েছে Rokel-120 লবি চেয়ারটিকে। 

কেন Rokel-120 মানেই Love at First Sight? 

দীর্ঘদিনের গবেষণা আর কাস্টমার ফিডব্যাকের ভিত্তিতে তৈরি Rokel-120 আপনার শরীরকে যেমন আরাম দেয়, তেমনই এর ইউনিক ডিজাইন আপনার মন ভালো করে দেয়। সে কারণেই প্রথম দেখাতে এই লবি চেয়ারের প্রেমে পড়ে যাওয়া স্বাভাবিক! চলুন জেনে নেই এই লবি চেয়ারের গুণাগুণ – 

প্রিমিয়াম অ্যাস্থেটিকস 

রাউন্ড শেপের চেয়ার নিয়ে অনেকেই কনফিউশনে থাকেন। অফিস কিংবা বাসার ইন্টেরিয়রের সাথে মানাবে কিনা, রুমের বাদবাকি ফার্নিচারের সাথে ডিজাইন মিলবে কিনা, বসতে কমফোর্টেবল কিনা এরকম আরও নানা চিন্তা! মজার ব্যাপার হলো, রাউন্ড শেপ যে একটি ইউনিভার্সাল ডিজাইন ল্যাঙ্গুয়েজ – সেটা অনেকেই জানেন না। গোলগাল সিঙ্গেল সিটার যেকোনো সাইজ এবং শেপের রুমেই মানিয়ে যায়। অর্থাৎ, আপনার রুম চারকোণা হোক কিংবা পাঁচ বা ছয় দেয়াল বিশিষ্ট – রাউন্ড চেয়ার সব জায়গায় ফিট করে। 

lobby chair

আরও একটা খেয়াল করার মতো বিষয় হলো, Rokel-120’এর স্ট্রাকচারটা কিন্তু ভিন্টেজ নয় বরং পুরোপুরি মডার্ন ধাঁচের। ভিন্টেজ অ্যাস্থেটিকসের জমকালো নকশা, কাঠের ফ্রেমের ওপর কারুকাজ, একটু লো-ব্যাক আর পাতলা কুশনিংয়ের কম্বিনেশন সব সময় নিজের অস্তিত্বটাই খুব বেশি করে জানান দেয়। ফলে রুমের অন্যান্য ফার্নিচার আর ইন্টেরিয়র ডিজাইনের সাথে ব্লেন্ড করা মুশকিল। কিন্তু Rokel-120 একদমই মিনিমাল, হাই-ব্যাক, ভাইব্রেন্ট অথচ নিউট্রাল কালার, এবং নকশার বাহুল্যবর্জিত। যতটুকু কাজ, ঠিক ততটুকুই ধাঁচ! মিনিমাল এবং ইউনিভার্সাল হওয়ার সুবিধাটা এখানেই। সব জায়গাতেই মানিয়ে যায় কিন্তু নিজের প্রিমিয়াম পার্সোনালিটি বজায় রাখে। 

 

কমফোর্টের আরেক নাম Rokel-120 

হাতিল শোরুমে এসে টেস্টিংয়ের জন্য এই লবি চেয়ারে বসলে আর উঠতেই মন চায় না কাস্টমারদের! রাউন্ড শেপের মাঝে ডাবল লেয়ারের পুরু কুশনিং এবং বিশ্বমানের ম্যাটেরিয়েল দিয়ে নিজেদের ফ্যাক্টরিতে বানানো আপহোলস্টারির কারণে Rokel-120 হলো চূড়ান্ত পর্যায়ের আরামদায়ক একটি চেয়ার। এর নরম কুশনিং আপনাকে চারপাশ থেকে আগলে ধরবে আর উন্নতমানের আপহোলস্টারি ফ্যাব্রিক দিবে পরম স্বস্তির অনুভূতি। ভেবে দেখুন তো, অফিসের লবিতে গুরুত্বপূর্ণ কোনো ক্লায়েন্ট অপেক্ষা করছেন অথচ তার মাঝে কোনো অস্থিরতা কিংবা ক্লান্তি নেই, অথবা সারাদিনের ব্যস্ততা শেষে ঘরে ফিরে নিজেকে এলিয়ে দিলেন পরম আরামদায়ক এই চেয়ারে – এমন রিল্যাক্সিং ফিলিংস পাওয়ার জন্যই তো আমরা খুঁজে খুঁজে দাম দিয়ে টেকসই একেকটা ফার্নিচার কিনি! 

lobby chair

এরগোনমিক ডিজাইনে শরীরের স্বস্তি 

হাতিল ফার্নিচার মানেই এরগোনমিক ডিজাইন আর মজবুত কাঠের ফ্রেম। Rokel-120’এর সিম্পল কিন্তু স্ট্রেইট ডিজাইন, ব্যাক সাপোর্ট আর ফ্লোরে পা রাখার জন্য পারফেক্ট হাইট আপনার শরীরে অতিরিক্ত প্রেশার পড়তে দেয় না। বরং পুরো শরীরে সাপোর্ট দেয় সমানভাবে। তাই দীর্ঘ সময় বসে থাকলেও পিঠ বা কোমরে ব্যথা হওয়ার ঝুঁকি নেই, হিপ প্রেশারের কষ্ট নেই এবং সবচেয়ে জরুরি বিষয় – শরীরে ব্লাড সার্কুলেশনে কোনো বাধা পড়ে না। আর্মরেস্টের হাইটও ব্যাক সাপোর্টের সাথে মানানসই। তাই আর দশটা সাধারণ চেয়ারের মতো রিল্যাক্সড হওয়ার জন্য বসতে গিয়ে পিঠ ব্যথা নিয়ে উঠতে হয় না! 

 

মোট কথা

ভার্সাটাইল কিন্তু সিম্পল ডিজাইনের চেয়ার কেনার সবচেয়ে বড় সুবিধা হলো স্টাডি রুম থেকে অফিস কেবিন, বাসার লবি থেকে অফিসের লাউঞ্জ – সব জায়গায় একই রকম বিউটি বজায় থাকে। Rokel-120’এর বোল্ড কালার আর সফট ডিজাইনের কম্বিনেশন যেন আপনার ব্যক্তিত্ব আর অভিরুচির বহিঃপ্রকাশ! বছরের পর বছর নতুন এবং স্টাইলিশ থাকার মতো এই লবি চেয়ার কিনতে হাতিল শোরুমে আসছেন তো? 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।