modern sofa modern sofa

আস্থার বাঁধনে ভালোবাসার গল্পগুলো প্রিয় থাকুক আজীবন 

ভালোবাসার গল্পগুলো একেক জনের কাছে একেক কারণে প্রিয়। কখনো দারুণ কোন স্মৃতি, কখনো বা সাধারণ এক মুহূর্ত, তবে ভালোবাসার মানুষটির সাথে পছন্দ-অপছন্দের বিষয়গুলোও যখন মনের অজান্তেই মিলে যায়, তখন যেন প্রতিদিনের সাধারণ মুহূর্তগুলোই অসাধারণ এক গল্পে পরিণত হয়। আর সেসকল গল্প হয়ে ওঠে আস্থার বাঁধনে মোড়ানো প্রিয় এক উপহার, ঠিক যেন প্রিয় মানুষটির মতো।  

নিশাত আর নিগারের সম্পর্কটা অনেকটা সেরকমই এক গল্প। নিশাত বরাবরই গান পাগল বলা যায়। গিটার বাজানোর অভ্যাস তার সেই ছোটবেলার। মাঝে একটা সময় কিছুটা বিরতি থাকলে, বিশ্ববিদ্যালয় জীবন থেকে বিভিন্ন প্রোগ্রামে নিশাতের গান করা ছিল দারুণ এক শখ। আর ঠিক সেখান থেকেই পরিচয় নিগারের সাথে। নিগার যদিও গানের মানুষ না, তবে গান শোনা হলেও, কবিতা তার ভীষণ পছন্দের। তো এমনই গান শোনা, কবিতা আবৃত্তি করার মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয়ে পরিচয়, আর সেখান থেকেই ভালোবাসার গল্পের পথচলা শুরু। 

sofa

গল্প-কবিতার সুরে যাদের পরিচয়, তাদের ঘরের কোণ জুড়েও শৌখিনতা যে বজায় থাকবে তা তো নিশ্চিত। তবে দুজনের ছোট্ট নীড় কেমন সাজে সাজবে তা নিয়ে মাঝেসাঝেই অল্পসল্প খুনসুটি চললেও, শেষমেশ পছন্দটা যেন মিলেই যেত ভালোবাসার দারুণ সমীকরণে। 

সারাদিনের ব্যস্ততা শেষে দুজনের এক কাপ চা হাতে কখনো আড্ডা দেয়া, কখনো বা নিশাতের গান শোনার আয়োজনটা হতো ঘরের লিভিং রুমে। আর তাই, লিভিং রুমের ডেকোরেশনে কোজি একটা সোফা থাকবে দুজনে এমনটাই ভাবছিল। যেই ভাবা সেই কাজ, হাতিল এর ওয়েবসাইটে চললো পছন্দের সোফার ডিজাইন খোঁজা। কিছুটা কালারফুল ধাঁচে রুম সাজাবে ভেবে নিশাত শুরুতে হাতিল এর ভাইব্রেন্ট ফেব্রিকের Aquarius সোফাসেটটি পছন্দ করে। খুবই সিম্পল এবং ক্ল্যাসিক স্টাইলের এই সোফাসেটটি বেশ আরামদায়ক ফেব্রিকে ডিজাইন করা। কাঠের ফ্রেমে স্টাইল করা এই সোফাটি সিঙ্গেল সিটার বা সেট হিসেবেও বেশ ভালোই মানাবে। 

sofa

কিন্তু এর মধ্যে, নিগারে পছন্দ হয়ে যায় Cloudberry সোফাটি। মডার্ন প্যাটার্ন সাথে আর্টিস্টিক স্টাইলে ডিজাইন করা সোফাটি সিঙ্গেল হিসেবে নয়, বরং ফুল সেট হিসেবেই বেশ দারুণ দেখাবে। বিশেষ করে, স্পেশাস লিভিং রুমের মাঝে সেন্টার টেবিল সহ সাজিয়ে নিলে লিভিং রুমের ইন্টেরিয়র বেশ চমৎকার হয়ে উঠবে। তবে নিশাত-নিগারের সংসার যেহেতু মাত্র শুরু, তাই তাদের ছোট্ট অ্যাপার্টমেন্ট এর জন্য এখন মিনিমালিস্টিক ডিজাইন বেছে নিতেই দুজনে একমত হলো। 

modern sofa

কাঠের রাউন্ড ফ্রেমে ডিজাইন করা হাতিল এর Jubba সোফার ডিজাইনে এবার দুজনের চোখই আটকে গেলো। কমফোর্টেবল হ্যান্ডেল সাথে চমৎকার ব্যাকসাপোর্টে ডিজাইন করে বানানো এই সোফাটি বেশ কোজি। বিশেষ করে, লিভিং রুমের আড্ডার জন্য যেন এক কথায় বেশ নান্দনিক একটি ডিজাইন। সিঙ্গেল এবং দুই সিট, দুইটি অপশন থাকলেও, রুমের এক পাশে রাখার জন্য ডাবল সিটার অপশনটাই দুজনের বেশ পছন্দ হয়ে গেল। আর সে সাথে, হাতিল এর অ্যাস্থেটিক মোটিফের কুশন যেন রুমের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তুলবে। এছাড়া সোফায় কিংবা ফ্লোরে রাখার জন্য স্টাইলিশ পিলো এর ইউনিক অনেক ডিজাইনও হাতিল এর ওয়েবসাইটে রয়েছে।

side table

তবে শুধু সোফা রাখলেই তো হবে না, এর সাথে মানানসই একটি সেন্টার বা কর্ণার টেবিলও লাগবে। হাতিল এর Roosevelt এবং Rudolph টেবিল দুইটি নিগারের ভীষণ পছন্দ হয়েছে। বেশ ইউনিক ডিজাইনের দুইটি টেবিলের উপরের অংশ গ্লাস দিয়ে এবং টেবিলের ফ্রেম কাঠের অ্যাস্থেটিক প্যাটার্নে রাখা হয়েছে। যেহেতু নিশাত-নিগার দুজনেরই চা বেশ পছন্দ, তাই আয়েশ করে গল্প করার সাথে চা এর আয়োজনে এই টেবিল থাকা তো লাগবেই। পছন্দ যেহেতু হয়ে গিয়েছে, এবার সরাসরি হাতিল এর স্টোরে গিয়ে কিনে নেয়ার পালা।  

 

ঘরের অন্যান্য রুমের মতো লিভিং রুমটা তাদের দুজনের বেশ পছন্দের। নিজেদের মতো করে সময় কাটানো, ছোট ছোট মুহূর্তগুলো রঙিন করে তুলতে ঘর সাজানোর আয়োজনটা হওয়া উচিত প্ল্যান করে, দুজনের মনের মতো করে। আর প্রিয় মানুষের সাথে আস্থা এবং ভালোবাসার এ বাঁধনে গল্পগুলো সাজিয়ে তুলতে হাতিল যেন প্রতি মুহূর্তেই থাকে শৈল্পিক সাজে। এ কারণে, ঘর সাজানোর প্ল্যানে নিশাত এবং নিগার দুজনই বেছে নিয়েছে হাতিল-কে ভালোলাগার সাজে সাজিয়ে নিতে ঘরের প্রতিটি কর্ণারকে।      

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।