একটা ভালো বই হাতে নিয়ে নিরিবিলি বসে পড়ার মুহূর্তটাই যেন অনেকের কাছে দিনের সবচেয়ে শান্তির সময়। চারপাশের কোলাহল থেকে নিজেকে কিছুক্ষণ দূরে সরিয়ে নেওয়া, নিজের মতো করে সময় কাটানো, এই স্বল্প সময়টাই আমাদের মানসিক প্রশান্তি এনে দিতে পারে।
আর সেই অভিজ্ঞতা আরও পরিপূর্ণ হয়, যখন আপনি বসেন একটা আরামদায়ক চেয়ারে।
এই অনুভূতির কথাই মাথায় রেখে হাতিল তৈরি করেছে Plumeria-121। এটি শুধুমাত্র একটি সাধারণ বসার চেয়ার নয়, বরং একটি নতুন অভিজ্ঞতা যা একটি মুভেবল ও আরামদায়ক সঙ্গী, যেটা আপনার প্রতিদিনের ক্লান্তিকে হালকা করে দিতে পারে।
আরামদায়ক ও মুভেবল
Plumeria-121 এর ডিজাইন প্রথম দেখাতেই নজর কাড়ে, জাম্বো একটা ফ্লাফি লুক, কালারফুল, আর মার্জিত ফিনিশ। তবে এই চেয়ারের আসল গল্পটা শুরু হয় যখন আপনি এতে বসেন। মোলায়েম কুশন আর পিঠে আরামদায়ক সাপোর্ট একে বানিয়েছে এমন একটি চেয়ার, যেটা শরীরের সঙ্গে মানিয়ে যায় খুব সহজেই ।
আর সবচেয়ে বড় কথা, এটি একটি সুইভেল চেয়ার, মানে আপনি এক জায়গায় বসেই চেয়ারটি ঘুরিয়ে নিতে পারবেন। আড্ডার মাঝে কারও সাথে ইন্টেরাক্ট করতে হলে চেয়ার থেকে উঠে দেখতে হবেনা। জানালার আলোয় বই পড়া, পাশের টেবিল থেকে কিছু নিতে হলে না উঠেই নিয়ে নেওয়া, সবকিছুই সহজ করে তোলে এই ফিচারটি।
Plumeria-121 একটু হেভি, তবে বড় কোনও স্থির চেয়ারের মতো নয়, আবার সাধারণ অফিস চেয়ারের মতো চাকা লাগানোও নয়। এটি নিজের জায়গাতেই স্থির থেকে আপনাকে দেয় হালকা মুভমেন্টের ফ্রিডাম। রিডিং কর্নার, বেডরুম বা লিভিং রুম, যেখানেই রাখুন না কেন, একে ঘরে মানিয়ে নিতে খুব একটা বেগ পেতে হয় না।
দিনশেষে একটু আরাম, নিজের মতো করে
আমরা প্রতিদিন কত কিছু সামলাই, কাজের চাপ, রাস্তায় ভোগান্তি, ঘরের দায়িত্ব। তাই দিনশেষে দরকার হয় একটু নিজের মতো সময়। Plumeria-121 এই সময়টাকেই আরামদায়ক করে তোলে। এই চেয়ারটা হতে পারে একান্ত আপনার নিজের একটা স্পেস, যেটা কারো সাথে শেয়ার না করেই আপনি চাইলে চুপচাপ বসে থাকতে পারেন, ফোন ঘাঁটতে পারেন, বা কিছু না করেও সময় কাটাতে পারেন।
একদম নিজের মতো করে একটুখানি বিরতি।
Plumeria-121 শুধুমাত্র বসার জন্য নয়, আপনি যদি বইয়ের পাতা উল্টান, ফোনে সিনেমা দেখেন কিংবা ঘণ্টার পর ঘণ্টা কাজ করেন, এই চেয়ারটি আপনার শরীরের সাপোর্টের পাশাপাশি মনকেও প্রশান্তিতে রাখে।
এর আরামদায়ক ব্যাকরেস্ট এমনভাবে ডিজাইন করা, যেন আপনি হেলান দিয়ে ক্লান্তি ঝেড়ে ফেলতে পারেন, আর নরম সিটটি যেন বলে, সিরিয়াস কাজ হোক বা অলস দুপুর, আমি দুটোরই জন্য প্রস্তুত।
মানসিক প্রশান্তির জন্য পারফেক্ট স্পট
ঘরের সব আসবাবই দরকারি, কিন্তু এমন একটা চেয়ার থাকা আসলেই জরুরি, যেটা শুধু আপনার জন্য। সারাদিন যত কাজই থাকুক, এক সময় তো দরকার হয় একটু থামা, একটু নিঃশ্বাস নেওয়া। Plumeria-121 সেই ছোট্ট বিরতিটার জন্য একদম পারফেক্ট।
মানসিক প্রশান্তি বলে কিছু আছে, সেটা বোঝা যায় যখন আপনি একা একটু চুপ করে বসে থাকেন, নিজের চিন্তাগুলো গুছিয়ে নেন। এমন একটা স্পেস আপনাকে দিনের শেষে শান্ত থাকতে সাহায্য করে।
সবসময় ঘরের সবচেয়ে ব্যস্ত জায়গা নয়, Plumeria-121 হতে পারে আপনার ব্যক্তিগত রিসেট বাটন, যেখানে বসে এক কাপ চা, একটা বই বা কিছু না করেই মনের ওপর জমে থাকা ধুলোগুলো একটু ঝেড়ে ফেলা যায়।