lobby chair lobby chair

ড্রয়িং রুম এর স্টাইলটা হোক কমফোর্টেবল ও এলিগেন্ট

একটা ঘর যতই বড় বা ছোট হোক, আসল সৌন্দর্যটা উপলব্ধি করা যায় এর অ্যাম্বিয়েন্স থেকে। কিছু ড্রয়িং রুম আছে যেখানে ঢুকলে মনে হয় আপনি যেন কোনো অফিস মিটিংয়ে বসতে যাচ্ছেন, নিখুঁতভাবে সাজানো, কিন্তু একটু অচেনা। আর কিছু ড্রয়িং রুম আছে যেখানে পা রাখতেই একদম শান্তি ছেয়ে যায়। জুতো খুলে ফেলে ইচ্ছে করে কুশন টা দখল করে বসে পড়তে, যেন ঘরটা আপনাকে চিনে ফেলে।

এই দ্বিতীয় ঘরটাই আসলে আমাদের বাস্তব জীবন। এখানে আড্ডা জমে, এখানে হাসি গড়িয়ে পড়ে, আর এখানেই আমরা দিনের ক্লান্তি নামিয়ে রাখি। সেই উষ্ণ, প্রাণবন্ত, কিন্তু স্টাইলিশ ড্রয়িং রুমের গল্পই বলে হাতিল লিভিং রুম কালেকশন, যেখানে আরাম আর সৌন্দর্য একসাথে থাকে।

আরাম, সৌন্দর্য আর স্মার্ট ডিজাইনের সংমিশ্রণ

ড্রয়িং রুম এমন এক জায়গা যেখানে জীবনের প্রতিটি ছোট মুহূর্ত ঘুরে ফিরে আসে। সকালে চা হাতে খবরের কাগজ, দুপুরে পরিবারের গল্প, রাতে প্রিয় সিরিজ দেখা বা অতিথির হাসি, সবকিছু এখানেই ঘটে। তাই এই ঘরের আসবাব হতে হবে শুধু সুন্দর নয়, আরামদায়কও।

হাতিল এর প্রতিটি সোফা সেই ভারসাম্যটাই আনে। নরম, টেকসই, আর দেখতে এতই আধুনিক যে এক নজরেই মন ভরে যায়। সোফা আসলে একটা ঘরের কেন্দ্রবিন্দু, যেখানে ক্লান্তি মিলিয়ে যায় আর গল্প জমে ওঠে।

এর সঙ্গে যদি যোগ হয় একটি ডিভান, তাহলে যেন ঘরটা যেন হয়ে উঠে পরিপূর্ণ। দুপুরের রোদে এখানে একটু আরাম করে নেওয়া যায়, আবার সন্ধ্যায় অতিথিরাও একটু বিশ্রাম করে নেয়।

হাতিল সেন্টার টেবিল গুলিও চমৎকার সব ডিজাইনে এভেইলেবল। এটি শুধুমাত্র শো-পিস নয়, এটা কাজের জিনিসও বটে। কফির কাপ থেকে প্রিয় বই, ফুলদানী থেকে টিভি রিমোট, সবকিছুরই জায়গা পায় এতে। ফর্ম আর ফাংশন দুটোই এখানে পাশাপাশি তাল মিলিয়ে চলে।

গোছানো মানেই শান্তি

অগোছালো ঘর মানেই অগোছালো মন। তাই হাতিল নিয়ে এসেছে স্মার্ট স্টোরেজ সলিউশান টিভি ক্যাবিনেট, ওপেন শেলফ, ফাইল র‍্যাক, যেগুলো ঘরে এনে দেয় এক নিখুঁত ব্যালেন্স। এসব কেবল জিনিসপত্র রাখার জায়গা হিসেবে নয়, বরং ঘরটাকে দেয় এক পরিপাটি সৌন্দর্য।

ওপেন শেলফে সাজানো বই বা ছোট্ট গাছ ঘরটিকে করে তোলে আরও প্রাণবন্ত। টিভি ক্যাবিনেট রাখে সবকিছু টিপটপ, আবার ফাইল র‍্যাক নিশ্চিত করে আপনার প্রয়োজনীয় জিনিস মুহূর্তেই যাতে হাতে পাওয়া যায়। 

আর যখন হঠাৎ অতিথি আসে, তখন লবি সেট যোগ করে এক্সট্রা সিটিং অপশান আর দারুণ সৌন্দর্য। এটি শুধু ইউস্ফুলই নয়, বরং ঘরের মুডও বদলে দেয়। চাইলে এক পাশে একটি ক্র্যাডল রাখুন, বাচ্চা থেকে বড় সবার কাছে আকর্ষণীয় এবং পছন্দের জায়গা হয়ে উঠে, অনন্য একটি ডেকর হিসেবেও ঘরের সৌন্দর্য করে দেয় দ্বিগুণ।

lobby chair

আপনার ঘর, আপনার গল্প

অনেকে ভাবে ড্রয়িং রুম সাজানো মানেই দামি জিনিসপত্র জড়ো করা। কিন্তু এই ব্যাপারটা একেবারেই ভুল। আপনার রুচিশীলতাই আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। এক্সপেন্সিভ জিনিস ছাড়াও রুচিশীল পছন্দের মাধ্যমে যে কোন জায়গার পরিবেশ সুন্দর করে তোলা সম্ভব। হাতিল এর আসবাবপত্র আপনাকে দেয় সেই নিখুঁত ক্যানভাস, যেখানে আপনি আঁকবেন নিজের গল্প একদম নিজের মত করে।  

মেঝেতে একটি সুন্দর কার্পেট, জানালার পাশে গাছের টব, সোফায় একটি রঙিন কুশন, ওপেন শেলফে কিছু প্রিয় বই, আর এক কোণে লাইটের ব্যবস্থা, এই ছোট ছোট উপকরণই ড্রয়িং রুমকে করে তোলে আরও সুন্দর ও রিপ্রেসেন্টেবল। 

হাতিল এর আসবাবপত্রে আছে নিখুঁত ডিজাইন, মিনিমাল ভাইব ও স্মুথ ফিনিশিং। এগুলো ঘরে ন্যাচরালি এক সৌন্দর্য অ্যাড করে, যা চোখে পড়ে, কিন্তু কখনও চোখে লাগে না। কারণ ডিজাইন গুলো অতিরঞ্জিত নয়। 

Swivel Chair

প্রতিদিনের জীবনকে করে তুলুন একটু সুন্দর

একটা ড্রয়িং রুম আসলে অনেক কিছুর সংমিশ্রণ। হাতিল চায় সেই প্রতিটি মুহূর্ত আরও আরামদায়ক ও সুন্দর হোক। কারণ দীন শেষে ঘর মানেই তো অনুভূতির ঠিকানা। আর যদি ঘরটা সুন্দর হয়, আরামদায়ক হয়, তবে প্রতিদিনই সুন্দর হয়ে উঠে।  

হাতিল এর লিভিং রুম কালেকশন তাই আপনার জীবনের একটি শৌখিন অংশ। এখানেই বিশ্রাম, এখানেই গল্প, এখানেই গড়ে ওঠে স্মৃতি। আর তাই এই গুরুত্বপূর্ণ জায়গাটি সাজিয়ে তুলুন নিজের পছন্দ মত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।