Horace-118 Horace-118

গল্প-কবিতার মাঝে মুহূর্ত কাটুক স্বস্তিতে  

আমরা যারা বই পড়তে, গান শুনতে, কিংবা শৈল্পিক অন্যান্য যেকোনো কাজ করতে পছন্দ করি, তাদের জন্য ঘরের ভেতর ইতিবাচক একটি আবহ তৈরি করা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন, আপনি যদি পেইন্টিং পছন্দ করেন, সেক্ষেত্রে যেকোনো রুমেই কিন্তু আপনি পেইন্টিং করার সামগ্রী, রং-তুলি, ক্যানভাস ইত্যাদি রাখতে পারবেন না। এতে করে একে তো ঘর বেশ এলোমেলো দেখাবে, অন্যদিকে মনোযোগ দিয়ে কাজ করাটাও অনেকক্ষেত্রে সম্ভব হয়ে উঠবে না। কেননা, শখের বসেই হোক কিংবা পেশাগত কারণে, যদি কোন কাজ পূর্ণ মনোযোগ দিয়ে করা সম্ভব হয়, তবে সে কাজটি শতভাগ পরিপূর্ণতা পায়। 

ঠিক সেভাবেই শত ব্যস্ততার মাঝে আপনি যখন খানিকটা সময় বের করেছেন, নিজেকে কিছুটা সময় দেবেন, হয়তো পছন্দের কবিতার বইটা হাতে নিয়ে বসেছেন অনেকদিন পড়া হয়নি বলে, হয়তো বিশ্রামের মাঝে পুরনো দিনের গানগুলো শুনবেন কিছুটা সময়, কিংবা প্রিয় বন্ধুদের সাথে কিছুটা সময় কাটাবেন গল্প-আড্ডায়। তো রুমের ডেকোরেশনটাও তো হওয়া চাই মনের মতো, তাই না? একান্তে নিজের মতো করে দারুণ কিছু মুহূর্ত উপভোগ করতে হাতিল-এ আছে দারুণ সব এক্সেন্ট চেয়ার। স্টাইলিশ এই এক্সেন্ট চেয়ারগুলো সম্পর্কে তবে চলুন কিছুটা ধারণা নেওয়া যাক। 

 

একটা সময় দোলনা কিংবা রকিং চেয়ার যেমন খুব জনপ্রিয় ছিল, তেমনি আধুনিক সময়ে এক্সেন্ট চেয়ার কেনার বিষয়ে অনেকেই বেশ আগ্রহী হয়ে উঠেছেন। কেননা, স্টাইল এবং আভিজাত্যের দারুণ এক প্রতিচ্ছবি হয়ে ওঠা এই এক্সেন্ট চেয়ার যে শুধু ঘরের চেহারাই বদলে দিচ্ছে, তা কিন্তু নয়। বরং, আপনি খুব আরাম করে অবসরের সময় কাটাতে অনায়াসেই এই চেয়ার ব্যবহার করতে পারছেন। এই চেয়ারের ব্যাকসাইড বেশ উঁচু হয়ে থাকে এবং এর গদি বা কুশন রঙিন ফেব্রিকের হওয়ার কারণে, তা দেখতেও বেশ প্রাণবন্ত দেখায়। হাতিল-এর Prospero স্টাইল এমনই একটি এক্সেন্ট চেয়ার, যা আপনার ঘরের লিভিং রুম কিংবা বেডরুমের চেহারাই পুরোপুরি বদলে দেবে। 

এই স্টাইলিশ এক্সেন্ট চেয়ারের সাথে আপনি মানানসই ফুট স্টুল বা পা রাখার টুল বিশেষ ও রাখতে পারেন। চেয়ারে বসার পাশাপাশি হাতিল এর Kingsport ফুট স্টুলে আপনি আরাম করে পা রেখে গান শোনা, বই পড়ার ফাঁকে কিছুটা সময় বিশ্রামও নিতে পারবেন খুব সহজে।

 

তবে অনেকেই আছেন যারা ফিক্সড চেয়ারের চেয়ে মুভেবল বা নড়াচড়া করানো সম্ভব, এমন ধরনের চেয়ার বেশি পছন্দ করেন। ভাবছেন, এক্সেন্ট চেয়ারে কি এ ধরনের সুযোগ পাওয়া সম্ভব? হাতিল-এর Pindar এমনই একটি দুর্দান্ত চেয়ার, যা আপনাকে একই সাথে রকিং চেয়ারের সুবিধাও দেবে। কেননা, এতে চেয়ারের পজিশন উঁচু-নিচু করার সাথে আপনার প্রয়োজন মতো আপনি তা যেকোনো ফ্লেক্সিবল অবস্থায় রাখতে পারবেন। তবে Pindar এর সবচেয়ে দারুণ দিক হচ্ছে এটি বেশ প্রশস্ত এবং কমফোর্টেবল একটি চেয়ার। আর এ চেয়ারের কুশনে ব্যবহৃত ফেব্রিকও বেশ উন্নত। তাই স্টাডি রুমের জন্য নিঃসন্দেহে বেছে নিতে পারেন এক্সক্লুসিভ এই চেয়ারটি। 

product image

 

লেদারের ফার্নিচার যারা পছন্দ করেন, তাদের জন্য Horace চমৎকার একটি অপশন। এর এলিগ্যান্ট ফিচার এবং লেদারের টেক্সচারই আপনাকে জানান দিবে কেন এই এক্সেন্ট চেয়ারটি এত বিশেষ। অনেকেই তাদের বেডরুমে বা লিভিং রুমে একটি পার্সোনাল কর্ণার বানাতে চান, যেখানে অবসরের সময়টুকু, কিংবা সকালের চা পান করার সময়ে পছন্দের কোন বই পড়া, খবর দেখা, কিংবা জার্নাল লেখার মতো কাজ করতে সাচ্ছন্দ্যবোধ করেন। তাদের জন্য হাতিল এর লেদারের বিশেষ এই চেয়ারটি হবে এক কথায় সেরা। এছাড়া রুমে পছন্দের কর্ণারটি সাজাতে এক্সেন্ট চেয়ারের পাশে ক্ল্যাসিক স্ট্যান্ড ল্যাম্প  এবং মনস্টেরা বা এরিকা পাম এর মতো ইনডোর প্ল্যান্টসও রাখতে পারেন। যা আপনার ঘরের আবহকে আরও এলিগ্যান্ট করে তুলবে।  

তবে এসবের সাথে যার নাম না বললেই নয়, তা হচ্ছে Lopez এক্সেন্ট চেয়ার। অন্যান্য ডিজাইন এর থেকে এই চেয়ারের পার্থক্যই হল এর আকৃতি এবং ডিজাইনে। কিছুটা গোলাকৃতির এই এক্সেন্ট চেয়ারে আপনি অনায়াসে গুটিসুটি ভাবে ঘুমিয়েও পড়তে পারবেন। এর কুশন অনেকটা Pindar এর মতোই রাখা হয়েছে, তবে ডিজাইনের পার্থক্য থাকায় এটি ঘরের সৌন্দর্যে অ্যাস্থেটিক ভাব ফুটিয়ে তুলবে। আপনি চাইলে এই এক্সেট চেয়ারের সাথে মিল রেখে হাতিল-এর চমৎকার সব কুশন কালেকশন থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দেরটি।  

product image

 

আর তাই, আকর্ষণীয় ডিজাইনের স্টাইলিশ সব এক্সেন্ট চেয়ার দিয়ে মনের মতো করে পছন্দের কর্ণার সাজাতে, অবসরে গল্প-কবিতা পড়ার মুহূর্তে, আপনার সঙ্গী হতে পারে যেকোনোটি! 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।