dining set dining set

ডাইনিং-এর মুহূর্তগুলো সাজুক অ্যাস্থেটিক ডেকোরে 

পরিবারের সবার সাথে গল্প-আড্ডার স্পেশাল এক জায়গা ডাইনিং টেবিল। সারাদিনের জমানো কথাগুলো ডাইনিং টেবিল জুড়েই যেন দারুণ এক মুহূর্ত তৈরি করে, যেখানে হাসি-আনন্দ যেমন থাকে, তেমনি থাকে মান-অভিমান আর খুনসুটি। আর তাই হয়তো, ঘরের অন্য সব জায়গার থেকে ডাইনিং সাজানোর বিষয়টা বেশ আবেগের হয়ে ওঠে সবার কাছে। 

নতুন বাড়িতে ওঠা হোক কিংবা পুরনো ঘরেই নতুন করে সাজানো, অন্যান্য যেকোনো ফার্নিচার কেনার তালিকায় সবার আগে বিশেষ জায়গা করে নেয় এই ডাইনিং টেবিল। আর ঘরের সদস্য কয়জন, তার উপর নির্ভর করে ডাইনিং টেবিলের চেয়ার সংখ্যাটাই বা হবে কত সিটের, চার-ছয় নাকি আট সিটের। তো এসব কিছুর মাঝে আরামদায়ক ডাইনিং সেট সাথে স্টাইলের আয়োজনে হাতিল বরাবরই থাকে সবার পছন্দের তালিকার শীর্ষে। হাতিল এর ডাইনিং টেবিল সেটের চমৎকার কিছু কালেকশন সম্পর্কে চলুন কিছুটা ধারণা নেয়া যাক। 

ছয় সিটার এর বেশ ভাইব্রেন্ট একটি ডাইনিং টেবিল ডিজাইন Hornbill দিয়েই গল্পটা শুরু করা যাক। সাধারণত খাবারের সময়টাতেই পরিবারের সবাই একত্রিত হতে পারে। অন্যথায় সারাদিনের ব্যস্ত জীবনে এতটা সময়ই বা কোথায়! আর তাই, কমফোর্টেবল সিটিং সাথে কালারফুল ফেব্রিকে ডিজাইন করা এই ডাইনিং সেটটি ইন্টেরিয়রে মডার্ন টেক্সচার যোগ করবে নিঃসন্দেহে। কেননা, এর প্যাটার্নে রয়েছে আধুনিকতার ছোঁয়া। 

অন্যদিকে Norwich ডাইনিং সেটের চেয়ারের কার্ভড ব্যাক ডিজাইন আর এর স্পেশাস ডাইনিং টেবিল পরিবারের জন্য এক কথায় পারফেক্ট একটি সেটিং। বিশেষ করে যারা যৌথ পরিবারে থাকেন, ছোট-বড় অনুষ্ঠান এর আয়োজন যেখানে হরহামেশাই হয়ে থাকে, সেখানে স্পেশাস ডাইনিং-এ খাবারের আয়োজন করা যায় মনের মতো করে।  

 

ড্রয়িং সেটআপের মতো যারা ডাইনিং টেবিলের জন্য অ্যাস্থেটিক ডিজাইন পছন্দ করেন তাদের জন্য Marmot স্পেশাল অপশন। সাইড হ্যান্ডল না থাকলেও, এর চেয়ারের কার্ভড ডিজাইন সাথে ব্যাক এবং সিটিং-এ আরামদায়ক ফেব্রিক থাকায়, আহার শেষে গল্পের মুহূর্তগুলোও বেশ রিলেক্সিং হয়ে উঠবে। বিশেষ করে ডাইনিং-এর ইন্টেরিয়রে লাক্সারিয়াস ডেকোরে ছয় সিটের এই ডাইনিং টেবিলটি হয়ে উঠবে মানানসই।   

Dinning Table Cumin 179 & Marmot 179

স্মার্ট ফার্নিচার সল্যুশন বর্তমান সময়ে বেশ ট্রেন্ডি একটি কনসেপ্ট। যার মধ্যে অন্যান্য ফার্নিচার থাকলেও ডাইনিং টেবিলের স্মার্ট ফিচার সম্পর্কে তেমন একটা দেখা যায় না। তবে হাতিল এর কালেকশনে রয়েছে তেমনই একটি ডিজাইন Wafflesএর চেয়ারের ডিজাইনটি দেখতে ওয়াফেলস এর মতোই খাঁজ-কাটা, আর ডিজাইনে রয়েছে ক্ল্যাসিক প্যাটার্ন। 

তবে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর আট সিটের ডাইনিং টেবিলটি, যা আপনি চাইলেই এক্সটেন্ড বা স্পেশাস করে নিতে পারবেন। অর্থাৎ Cobia টেবিলের দুই পাশের অংশটি দুই দিকে সরিয়ে মাঝের ফোল্ড করা অংশটি খুলে নিলেই টেবিলটি আরও চওড়া হয়ে যাবে। ফলে ঘরে অনেক অতিথি আসলে খাবার সার্ভ করার জন্য আপনি বেশ ভালো একটি স্পেস পেয়ে যাচ্ছেন, সে সাথে অন্যান্য সময়ে ছোট জায়গার মধ্যেও এই ডাইনিং টেবিলটি সেট করে নিতে পারছেন খুব সহজে। 

dining set

যারা গ্রানাইট টপ ডাইনিং টেবিল পছন্দ করেন, তাদের জন্য ও হাতিলে রয়েছে Pretentious এবং Ubangi এর মত এক্সক্লুসিভ সব ডিজাইন কালেকশন। গতানুগতিক ডিজাইন থেকে ভিন্ন সাথে মডার্ন অ্যাস্থেটিক স্টাইলে ডিজাইন করা এই ডাইনিং টেবিলের লুক বেশ এলিগ্যান্ট, যার একটির চেয়ারের মধ্যে রয়েছে লেদারের ফেব্রিক, অন্যটিতে স্টিলের ফ্রেমে ডিজাইন করা হয়েছে। 

যারা গ্লাস টপ ডিজাইনের ডাইনিং টেবিল পছন্দ করেন, তাদের জন্য Hibiscus এবং Marmot চমৎকার দুইটি অপশন। সিমপ্লিসিটি সাথে কমফোর্টের দারুণ এক ব্যালেন্সে ডিজাইন করা আরেকটি গ্লাস টপ টেবিল Broadway, যার চেয়ারের ডিজাইন বেশ কোজি এবং ইউনিক। 

চার সিটের সেটের মধ্যে Danville এবং Carp মিনিমালিস্টিক ফিচারে ডিজাইন করা হলেও, দুইটির রয়েছে গ্লাস টপ ফিচার। ফলে ছোট পরিবার সাথে যারা মিনিমাল স্পেসে ডাইনিং টেবিল রাখার প্ল্যান করছেন, তাদের জন্য এই ডাইনিং টেবিলগুলো বেশ কার্যকরী হবে। এছাড়া চার সিটের ডাইনিং টেবিল কালেকশনে কোজি Oyesters এবং ট্রেন্ডি ডিজাইনের Hummus  এবং Macaroni এর মতো আরও বেশ কিছু এক্সক্লুসিভ ডিজাইনও রয়েছে। যেখানে আপনি চাইলে চেয়ার এর পাশাপাশি উডেন বেঞ্চ ও যুক্ত করতে পারেন। যা ডাইনিং এর ইন্টেরিয়রে এক্সট্রা স্পেসের সাথে যোগ করবে নতুনত্ব।    

আর তাই, ডাইনিং এর ইন্টেরিয়রে নতুনত্ব এবং স্টাইলের দারুণ আবেশে সাজাতে, হাতিল এর আর্টিস্টিক ডাইনিং ডেকোর পারিবারের সাথে কাটানো প্রতিটি মুহূর্তকে করে তুলবে আরও প্রাণবন্ত এবং আনন্দময়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।