ব্যস্ততা আমাদের প্রতিদিনের সঙ্গী। ঘুম ভেঙ্গে ভোর হতেই শুরু হয়ে যায় আমাদের ছোটাছুটি। নিজের জন্য, পরিবারের জন্য প্রয়োজনীয় সকল কাজ গুছিয়ে শুরু হয় অফিসের পথে যাত্রা। আর এ যাত্রা পথের সকল ক্লান্তি শেষে অফিসের ঢোকা মাত্রই দিনের দ্বিতীয় ভাগের প্রস্তুতি শুরু। আর এভাবেই দিন গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা শেষে রাত, ব্যস্ততার যেন নেই কোন ছুটি। তবে এসবের মাঝে নিজের জন্য সময় কোথায়? হয়তো ভেবেছিলেন পছন্দের মুভিটি দেখবেন, অথবা শখের গাছগুলোর যত্নআত্তি করবেন, নয়তো অর্ধেক পড়ে রাখা বইটির বাকি পাতাগুলো পড়ে শেষ করবেন, কিন্তু ঐ যে নিজের জন্য সময় কোথায়?
শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার প্রতি আরও বিশেষ খেয়াল রাখতে ইদানিং অনেক বিশেষজ্ঞই পরামর্শ দিচ্ছেন। আর তাই প্রতিদিনের ব্যস্ততাকে পাশে রেখে নিজের জন্য কিছুটা সময় বের করে মুহূর্তগুলোকে আরও প্রাণবন্ত করতে ঘরের মধ্যে একটি কমফোর্টেবল কর্ণার ডিজাইন করে নিতে পারেন। যেখানে থাকবে হাতিল এর স্টাইলিশ এবং কোজি ডিজাইনের ইজি চেয়ার। চলুন তাহলে এক্সক্লুসিভ ডিজাইনের এই ইজি চেয়ারগুলো সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
ইজি চেয়ার পছন্দ করার ক্ষেত্রে আপনি যদি মুভেবল হবে না এমন কোন ডিজাইনের সন্ধানে থাকেন, সেক্ষেত্রে Bitsy হতে পারে আপনার জন্য দারুণ একটি অপশন। ক্ল্যাসিক স্টাইলের এই চেয়ারটি অনেকটা সেমি-চেয়ার, সেমি-বেড স্টাইলে বানানো। যার উচ্চতা ও কম হবে। ফলে আপনি অবসরের সময় কাটানোর পাশাপাশি ঘুমিয়েও নিতে পারবেন কিছু সময়। যেকোনো বয়সের মানুষের জন্য বেশ আরামদায়ক হলেও, ঘরের বয়স্ক সদস্যদের কাছে এই ডিজাইনের ইজি চেয়ার বরাবরের মতোই বেশ স্বাচ্ছন্দ্যের। আর ইজি চেয়ারে বিশ্রামের জায়গাটি আরও আরামদায়ক করতে রাখতে পারেন কালারফুল মোটিফের যেকোনো কুশন।
যারা স্ট্রেইট ব্যাক ডিজাইনের ইজি চেয়ার পছন্দ করেন, তাদের জন্য Pedro হতে পারে চমৎকার একটি অপশন। বই পড়া, টিভি দেখা কিংবা চা পান করতে করতে গল্প-আড্ডায় সময় কাটাতে এই ইজি চেয়ারটি বেশ মানানসই হবে। এছাড়া এর দুই পাশের হাতল এবং ফেব্রিক এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন পুরোপুরিভাবেই কমফোর্ট নিশ্চিত করা যায়। এছাড়া আপনি চাইলে রিলাক্সিং কর্নারকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে সাথে Portico এই লবি টেবিলও রাখতে পারেন। যেখানে ম্যাগাজিন, বই কিংবা চায়ের কাপটি গুছিয়ে রাখতে পারবেন খুব সহজে।
তবে হাতিল এর ইজি চেয়ার কালেকশনের মধ্যে বেশ ট্র্যাডিশনাল একটি ডিজাইন হলো Ruki। যারা কিছুটা ভিনটেজ বা ক্ল্যাসিক স্টাইল পছন্দ করেন, তারা এই অ্যাস্থেটিক ডিজাইনটি বেছে নিতে পারেন। এর ডিজাইন করা হয়েছে বিচ চেয়ার স্টাইলে, যা আপনার বিশ্রামের সময়কে আরও প্রশান্তিময় করে তুলবে। এই চেয়ারটিতে কোন হাতল না থাকলেও, এর কোজি ডিজাইন অবসর বা নিদ্রার সময়ের জন্য বেশ আরামদায়ক হবে। এছাড়া এর মধ্যে আপনি পছন্দমতো ডিজাইনের যেকোনো কুশন ও ব্যবহার করতে পারছেন।
ইজি চেয়ারের মধ্যে যারা মুভমেন্ট পছন্দ করেন, তাদের জন্য হাতিল এর বেশ ট্রেন্ডি একটি ডিজাইন Kwando। এটিকে রকিং চেয়ারও বলতে পারেন। হাই-কোয়ালিটি ফেব্রিকে ডিজাইন করা আর্টিস্টিক ডিজাইনের এই চেয়ারে বিশ্রামের পাশাপাশি, টিভি দেখা, বই পড়া কিংবা অবসরের মুহূর্ত কাটানোর জন্য এক কথায় পারফেক্ট। বেডরুম কিংবা লিভিং রুমের কর্নারে এই চেয়ারটি বেশ দারুণ ভাবে মানিয়ে যাবে। এছাড়া কর্ণারটিকে আরও নান্দনিক করে তুলতে এর পাশে রাখতে পারেন ইনডোর প্ল্যান্টস এবং Claudio এর মতো ওপেন শেলফ, যেখানে ম্যাগাজিন, বই, ল্যাম্প, শোপিস ইত্যাদি দিয়ে সাজিয়ে নিতে পারবেন। এছাড়া Scorplus এর মতো একটি টেবিলও পাশে রাখতে পারেন। যেন অবসরের মুহূর্তে হাতের কাছেই চায়ের কাপ, বই, চশমা ইত্যাদি রাখা যায়।
কোলাহল আর ব্যস্ততা পূর্ণ সময়ের মাঝে আমরা অনেক সময়ই নিজের জন্য কোয়ালিটি টাইম বের করতে পারি না। আর সেখানে নিজেকে কিছু সময় দেয়া, নিজের পছন্দ অনুযায়ী ঘরের একটি কর্ণার সাজানো বেশ বিলাসিতা মনে হতে পারে। কেননা, একেক জায়গা ঘুরে ফার্নিচার পছন্দ করা, এর কোয়ালিটি বিবেচনা করা সহ রয়েছে আরও নানা বিষয়, যা সহজ বিষয়কেও অনেক সময় কঠিন করে তোলে। এক্ষেত্রে হাতিল আপনার জন্য ফার্নিচার কেনাকাটাকে বেশ সহজ করে দিয়েছে। কেননা, হাতিল এর কালেকশনে রয়েছে অসংখ্য নান্দনিক সব ফার্নিচার। আর তাই, ইজি চেয়ারের পাশাপাশি অন্য যেকোনো ফার্নিচার ক্রয়ে কেনাকাটা চলুক হাতিল এর সাথে!