sofa sofa

যেভাবে সোফা পরিষ্কার করবেন

লিভিং রুমে সবচেয়ে বেশী ব্যবহার হওয়া ফার্নিচারের নাম হচ্ছে সোফা। আত্মীয়-স্বজনের সাথে আলাপচারিতা অথবা বন্ধু-বান্ধবের সাথে বসে নেটফ্লিক্সে সিরিজ বা প্রিয় দলের খেলা দেখা, সবই কিন্তু হয় এই সোফাতে বসেই! যেহেতু লিভিং রুমে এই সোফার ব্যবহার সবচেয়ে বেশী, তাই সোফাতে দাগ লাগা বা ময়লা হয়ে যাওয়ার বিষয়টা খুবই স্বাভাবিক। সোফা ময়লা দেখালে সোফা যেমন দেখতে ভালো লাগে না, তেমনি লিভিং রুমের সৌন্দর্যও নষ্ট হয় এই কারণে। আজকের এই ব্লগে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার রুমে থাকা সোফাটিকে খুব সহজেই পরিষ্কার করতে পারবেন। তাহলে আর দেরী নয়, চলুন জেনে নেওয়া যাক- 

সোফা পরিষ্কার করার উপায়ঃ 

  • ব্রাশ

সোফার ফেব্রিকের ধুলা-ময়লা পরিষ্কার করতে শলার ঝাড়ুর ব্যবহার খুবই কমন। ধুলা-ময়লা পরিষ্কারে শলার ঝারুর পরিবর্তে সফট ব্রিসলের ব্রাশ ব্যবহার করুন। যদি সফট ব্রিসলের ব্রাশ ব্যবস্থা না করা যায় তবে শলার ঝারু সফটলি ব্যবহার করুন।

  • কটন কাপড় 

সোফাতে বসে যেহেতু চা-কফি পান করা হয় তাই সোফাতে চা- কফি পড়ে যাওয়া খুবই স্বাভাবিক। তাই চা-কফি পড়ে গেলে সাথে সাথেই তা সাদা সফট কটন কাপড় দিয়ে ঐ জায়গাটি দ্রুত মুছে নিন। প্রয়োজনে কাপড়টি অল্প পানিতে ভিজিয়ে ঐ জায়গাটি মুছে ফেলুন। তাছাড়া সোফার কাঠের অংশের ধুলা-ময়লা পরিষ্কারে কটন কাপড় ব্যবহার করুন। 

How to Clean Sofa

Check Details

  • ভ্যাকুয়াম ক্লিনার

সোফা পরিষ্কার করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সোফা পরিষ্কার করা। এতে সোফাতে থাকা ধুলা ময়লা ডিপ ক্লিন হয় যা হয়ত ঝাড়ু বা ব্রাশ দিয়ে করা যায় না। সোফা লিকুইড জাতীয় কিছু দিয়ে পরিষ্কার করা হলে অবশ্যই ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা উচিৎ। ভ্যাকুয়াম ক্লিনার সোফাতে থাকা মইশ্চার খুব ভালোভাবে শুষে নেয় এবং ডিপ ক্লিনে সাহায্য করে। 

  • বেকিং সোডা

বেকিং সোডা সাধারণত বেকিং এর জন্য ব্যবহার হলেও সোফার ফেব্রিক পরিস্কারেও এটি বেশ কার্যকরী। এক টেবিল চামচ ডিসওয়াশিং লিকুইড, এক টেবিল চামচ ভিনেগার, এক কাপ কুসুম গরম পানি একটি স্প্রে বোতলে ভালভাবে মিশিয়ে নিন। তারপর ঐ মিশ্রণে ১ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। সোফার ফেব্রিকে যে জায়গায় দাগ আছে মিশ্রণটি অল্প করে স্প্রে করুন এবং ১৫-২০ মিনিট পর সফট কটন কাপড় দিয়ে মুছে নিন। দুই থেকে তিন বার এই প্রক্রিয়ার মাধ্যমে সোফাতে ঝোল জাতীয় কিছু বা চা-কফির দাগ রিমুভ করা সম্ভব। 

how to clean sofa

Check Details

  • অ্যালকোহল

দাগ রিমুভ করার ক্ষেত্রে অ্যালকোহল খুব কার্যকরী। সোফায় কোন দাগ লাগলে যত দ্রুত সম্ভব তুলা অ্যালকোহলে ভিজিয়ে নিয়ে যে জায়গায় দাগ লেগেছে সে জায়গায় আলতো করে ঘষে দাগ রিমুভ করার চেষ্টা করুন। তবে অ্যালকোহল দিয়ে বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না। 

 

  •  রিকোমেন্ডেড স্প্রে

এখন অনেক ফার্নিচার প্রস্তুতকারক সোফার সাথে সোফার ফেব্রিকের দাগ রিমুভ করার জন্য স্প্রে সরবারহ করে থাকে। তাই ফেব্রিকে লাগা যেকোন দাগ রিমুভ করতে সেই স্প্রে ব্যবহার করুন। 

how to clean sofa

Check Details

  • এক্সপার্ট

যদি সোফাতে অনেক ময়লা থাকে তবে তা নিজে পরিষ্কার না করে এক্সপার্টের সাহায্য নেওয়া উচিৎ। তাছাড়া ফেব্রিকের বুনন যদি কিছুটা পেঁচানো থাকে সেক্ষেত্রেও এক্সপার্টের সাহায্য নিয়ে সোফা পরিষ্কার করবেন। অন্যথায়, নিজ চেষ্টায় সোফার ফেব্রিক একেবারে নষ্ট হয়ে যাওয়ারও সম্ভবনা থাকে। 

যদি সোফাতে অনেক ময়লা থাকে তবে তা নিজে পরিষ্কার না করে এক্সপার্টের সাহায্য নেওয়া উচিৎ। তাছাড়া ফেব্রিকের বুনন যদি কিছুটা পেঁচানো থাকে সেক্ষেত্রেও এক্সপার্টের সাহায্য নিয়ে সোফা পরিষ্কার করবেন। অন্যথায়, নিজ চেষ্টায় সোফার ফেব্রিক একেবারে নষ্ট হয়ে যাওয়ারও সম্ভবনা থাকে। 

কিভাবে স্টিমার ব্যবহার করে ফ্যাব্রিক সোফা পরিষ্কার করবেন?

স্টিমার ব্যবহার করে ঘরে বসেই আপনি আপনার সোফাটি কোন প্রকার ক্ষতি না করেই পরিষ্কার করতে পারবেন সহজেই। তবে স্টিমার ব্যবহার করার আগে সেটির ব্যবহারপ্রণালি আপনাকে ভালো ভাবে জানতে হবে। স্টিমার ক্রয় করার সময় তার প্যাকেটের মধ্যে থাকা নির্দেশাবলী থেকে আপনি সেটি ব্যবহারের আদ্যোপান্ত জেনে নিতে পারেন। 

ধাপে ধাপে স্টিমার দিয়ে সোফা পরিষ্কারের পদ্ধতি:

প্রস্তুতি নিন:

সোফার উপরে থাকা সবকিছু—যেমন কুশন, কম্বল বা অন্যান্য উপাদান সরিয়ে নিন। এরপর একটি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সোফার উপরের ধুলাবালি, চুল, খাবারের টুকরা ইত্যাদি পরিষ্কার করে নিন।

স্টিমার প্রস্তুত করুন:

স্টিমারে নির্দিষ্ট পরিমাণ পানি দিন এবং সেটিকে গরম হতে দিন যতক্ষণ না এটি পর্যাপ্ত পরিমাণে বাষ্প তৈরি করে। অধিকাংশ স্টিমারেই একটি নির্দেশক লাইট বা শব্দ থাকে যা আপনাকে জানাবে যে এটি ব্যবহারযোগ্য অবস্থায় আছে।

সোফায় স্টিম দিন:

স্টিমারটি সোফার কাপড়ের উপর থেকে ধীরে ধীরে চালান। একটি জায়গায় বেশি সময় না দাঁড়িয়ে থেকে সমানভাবে পুরো সোফার উপর বাষ্প দিন। এতে কাপড় নরম হয়ে যাবে এবং গভীরের ময়লা সহজে আলাদা হবে।

ময়লা আলতোভাবে মোছা:

স্টিমিং করার পর একটি পরিষ্কার, সাদা কাপড় বা তোয়ালে দিয়ে সোফার উপর আলতো করে ময়লা মুছে নিন। চাইলে নরম ব্রাশও ব্যবহার করতে পারেন।

শুকাতে দিন:

পরিষ্কার করার পর সোফাটিকে ভালোভাবে শুকিয়ে নিতে দিন। প্রয়োজনে পাখা বা প্রাকৃতিক আলো ব্যবহার করতে পারেন, তবে সরাসরি রোদে বেশি সময় না রাখাই ভালো।

বাড়িতে চামড়ার সোফা পরিষ্কারের পদ্ধতি

চামড়ার সোফার গঠন, উপাদান এবং বৈশিষ্ট্য সাধারণ ফ্যাব্রিক সোফা থেকে আলাদা। তাই 

ধুলাবালি ঝেড়ে ফেলুনঃ প্রথমেই একটি নরম ও শুকনো কাপড় অথবা ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করে সোফার উপর থেকে ধুলাবালি, চুল বা ছোট ছোট ময়লা পরিষ্কার করে নিন। কোণের অংশগুলো ভালোভাবে পরিস্কার করুন।

হালকা স্যাঁতসেঁতে কাপড় ব্যাবহারঃ কুসুম গরম পানিতে সামান্য মাইল্ড লিকুইড সাবান অথবা ডিশওয়াশ মিশিয়ে একটি কাপড় ডুবিয়ে নিংড়ে নিন এবং সোফার উপর আলতোভাবে মুছুন। বেশি পানি যেন না থাকে।

শুকনো কাপড় দিয়ে আবার মুছুনঃ ভেজা কাপড় দিয়ে মোছার পর একটি শুকনো, নরম মাইক্রোফাইবার কাপড় দিয়ে ভালোভাবে শুকিয়ে নিন। এতে চামড়ার উপর কোন আর্দ্রতা জমে থাকবে না।

লেদার কন্ডিশনার ব্যবহারঃ মাসে অন্ততঃ একবার লেদার কন্ডিশনার ব্যবহারে আপনার চামড়ার সোফাটি নমনীয় ও চকচকে হয়ে ওঠে। এটি চামড়াকে ফেটে যাওয়া বা শুকিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে।

লেদার কন্ডিশনার না থাকলে সামান্য নারকেল তেল বা অলিভ অয়েল তুলোয় নিয়ে হালকা ঘষে মুছেও চামড়াকে হাইড্রেটেড রাখা যায়, তবে খুব বেশি না।

চামড়ার সোফা পরিষ্কারের সময় যা কিছু করা থেকে বিরত থাকবেন

চামড়ার সোফা ফ্যাব্রিকের সোফা থেকে বেশী সংবেদনশীল। তাই আপনার চামড়ার সোফার যত্নে আপনাকে আরো বেশী সতর্ক হতে হবে। সর্বোচ্চ ফলাফল পেতে, নিম্নোক্ত উপদেশগুলো মেনে চলুনঃ

  • অতিরিক্ত পানি ব্যবহার করবেন না

  • শক্তিশালী কেমিক্যাল বা ব্লিচ ব্যবহার করা যাবে না

  • রুক্ষ এবং শক্ত ব্রাশ ব্যবহার করবেন না

  • চামড়ার সোফা সরাসরি রোদে বা তাপে শুকাতে দেবেন না

সোফা ভাল রাখতে কিছু করণীয়- 

  • সরাসরি রোদের আলো পড়ে এমন জায়গায় সোফা রাখবেন না। এতে সোফার উজ্জ্বলতা খুব দ্রুত নষ্ট হয়। 
  • প্রয়োজনে সোফাতে সোফা কভার ব্যবহার করতে পারেন। এতে সোফার ফেব্রিক অনাকাঙ্ক্ষিত দাগ বা ময়লা হয়ে যাওয়া থেকে রক্ষা পাবে। 
  • সোফার কুশনগুলো প্রতি সপ্তাহে কমপক্ষে একবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিন এতে কুশনগুলো সবসময় ফ্লাফি থাকবে। 

How to clean sofa

Check Details

  • কুকিং এরিয়ার আশে পাশে সোফা রাখবেন না। কুকিং এর সময় যে স্মেল বা ধোঁয়া তৈরী তা আটকে যেতে পারে সোফায় এবং পরে যা থেকে বাজে স্মেল তৈরী হতে পারে। 
  • পোষা প্রাণী যেমন বিড়াল বা কুকুরের নখের আঁচড়ে সোফার ফেব্রিক ও রঙ নষ্ট হয়ে থাকে। বাসায় পোষা প্রাণী থাকলে সেগুলোর নখ ছোট রাখুন। 
  • প্রতি এক বা দুই মাস পর পর ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সোফা পরিষ্কার করুন। এটি নিশ্চিত করা গেলে সোফার ফেব্রিক সবসময় নতুনের মতই দেখাবে।

সারকথা

সোফা শুধুমাত্র একটি ঘরের আবশ্যকীয় আসবাবই নয়, এটি ঘরের সামগ্রিক নান্দনিকতার একটি গুরুত্বপূর্ণ উপাদান। যত্নশীল ব্যবহারে আপনার ঘরের সোফাটি বছরের পর বছর ধরে আপনার ঘরের শোভা হয়ে থাকবে। আর সাথে আপনাকে দিবে একটি আরামদায়ক বসবার স্থান। ব্রাশ, বেকিং সোডা, বা কটন কাপড় থেকে শুরু করে স্টিমার, ভ্যাকুয়াম ক্লিনার, কিংবা লেদার কন্ডিশনার, বাড়িতে বসেই সোফা পরিষ্কার করার অসংখ্য পদ্ধতি আছে। সোফার উপাদানভেদে আপনাকে সঠিক পরিষ্কারক এবং প্রণালিটি বেছে নিতে হবে।

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।