লিভিং রুম—এই একটি জায়গা, যেটি পুরো বাড়ির আবেগ, সম্পর্ক আর গল্পগুলোকে একসাথে বেঁধে রাখে। প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত, অতিথি আপ্যায়ন, অবসর কাটানো কিংবা পরিবারের সঙ্গে সময় ভাগ করে নেওয়ার স্থান এটি। এই ঘরটিকে যদি সুন্দরভাবে সাজানো যায়, তাহলে তা শুধু চোখের শান্তিই এনে দেয় না, মনকেও প্রশান্ত করে।
হাতিল বুঝে এই অনুভূতিগুলোকে। তাই তৈরি করেছে লিভিং রুম-এর জন্য এক অসাধারণ ফার্নিচার কালেকশান, যা একদিকে যেমন স্টাইলিশ, তেমনই আরামদায়ক, আর রঙ ও ডিজাইনের ভিন্নতায় ফুটিয়ে তোলে ব্যক্তিত্বের ছাপ।
সোফা সেট ও কুশন : স্টাইল, আরাম ও আত্মপ্রকাশ
একটি লিভিং রুম-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফার্নিচার হচ্ছে সোফা। কারণ সেখানেই শুরু হয় আড্ডা, গড়ে ওঠে গল্প। হাতিল-এর সোফা সেটগুলো পাওয়া যায় নানা ডিজাইন আর রঙে। কেউ চায় মডার্ন লুক, কেউ চায় একটু ট্র্যাডিশনাল ভাইব—দুটোই আছে এখানে।
সাথে থাকে কুশন, যা সিটিং এক্সপেরিয়েন্স -কে করে আরো আরামদায়ক। এগুলো শুধু ডেকোর নয়, বরং পুরো সেটআপের সাথে মিশে গিয়ে সেটিকে করে তোলে সম্পূর্ণ। কখনো সফট প্যাস্টেল, কখনো ভাইব্রেন্ট প্যাটার্ন —সব কিছুই রয়েছে ভিন্ন ভিন্ন পারসোলানিটিকে ফুটিয়ে তুলতে।
সেন্টার টেবিল: ছোট জিনিস, তবে গুরুত্ব বড়
সেন্টার টেবিল কেবল জিনিস রাখার জায়গা নয়। এটি হলো লিভিং রুমের সেন্টারপিস। বই, রিমোট, কফি মগ—সব কিছু এখানে এসে ভিরে । হাতিল-এর সেন্টার টেবিল গুলো পাওয়া যায় চমৎকার সব ডিজাইন ও ম্যাটেরিয়াল এ—গ্লাস টপ, মেটাল ফ্রেম, উডেন বডি ইত্যাদি।
যে ঘরের যেই থিম হোক না কেন, একটা উপযুক্ত সেন্টার টেবিল পুরো ঘরটাকেই সাজিয়ে তোলে।
ডিভান : আধুনিক ঘরেও ঐতিহ্যের ছোঁয়া
ডিভান পিস টি এখনো বাংলার ঘরে জায়গা করে রেখেছে। এটি শুধুই বসার জন্য নয়, কখনো একটু ঘুম, কখনো অতিথির বিশ্রাম—সবকিছুর জন্য উপযোগী। হাতিল-এর ডিভান গুলো দেখতে যেমন সুন্দর, তেমনই ফাংশনাল।
ছোট ফ্ল্যাট হোক কিংবা বড় ড্রয়িং রুম, যেকোনো স্পেসেই মানিয়ে যায় খুব সহজেই এবং সুন্দর ভাবে।
শু র্যাক ও ফাইল র্যাক : পরিপাটি ও গোছানো রাখার আইটেমস
এন্ট্রিওয়ে বা বসার ঘরের কোণায় শু র্যাক রাখা এখন শুধু দরকারি নয়, স্টাইলের অংশও হয়ে গেছে। হাতিল-এর শু র্যাক গুলো ডিজাইন করা হয়েছে এমনভাবে, যা স্পেস বাঁচায়, কিন্তু ডেকোরেও মানিয়ে যায়। স্লিক ডিজাইন, মাল্টিপাল শেল্ভস —সবই রয়েছে হাতের নাগালে।
আর যারা ঘরে বসে কাজ করেন বা কাগজপত্র গুছিয়ে রাখতে চান, তাদের জন্য ফাইল র্যাক হলো বেস্ট ফ্রেন্ড। ছোট জায়গায় ফিট হয়, দেখতে ভালো, আর কাজেও লাগে। অফিস-পেপার, ম্যাগাজিন, নোটবুক, সব কিছু সহজেই রাখা যায়।
দোলনা : ঘরের ইন্ট্রেস্টিং পিস
হাতিল-এর লিভিং রুম কালেকশানে এমনকি দোলনা -ও রয়েছে। যারা নতুন বাবা-মা, তাদের জন্য এটি একটি বিশেষ সংযোজন। এগুলো শুধু শিশুর আরামের কথা ভেবেই বানানো হয়নি, বরং দেখতে দারুণ সুন্দর এবং ওভারঅল ডেকোর এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
জেন্টাল রকিং সিস্টেম, পলিশড কাঠ আর সুন্দর ডিটেইলিং—সব কিছুতেই আছে মমতা আর যত্নের ছাপ। গেস্ট দের জন্য একটি দারুন আকর্ষণের এবং খুব পছন্দের কর্ণার, বাচ্চাদের তো বটেই।
টিভি ক্যাবিনেট ও ওপেন শেল্ভ: স্মার্ট স্টোরেজ আর সুন্দর প্রদর্শনী
একটা সুন্দর টিভি ক্যাবিনেট মানেই লিভিং রুম-এর ফোকাল পয়েন্ট। হাতিল-এর ক্যাবিনেট গুলো ডিজাইন করা হয়েছে স্টোরেজ, কেবল ম্যানেজমেন্ট এবং লুক—এই তিনটি দিক মাথায় রেখে। কেউ চায় স্লিক ওয়াল মাউন্টেড স্টাইল, কেউ চায় বড় স্ট্যান্ড।
ওপেন শেল্ভ গুলোও একইভাবে কাজের। বই, ডেকর আইটেম , ইনডোর প্ল্যান্ট বা ছবি—সব কিছু সাজিয়ে রাখা যায় স্টাইলের সঙ্গে।
চেয়ার এবং লবি চেয়ার: যে কোনো কোণায় বাড়তি আরাম
একটা বাড়তি চেয়ার থাকা মানে যখন বসে পরতে ইচ্ছা হয় সঙ্গে সঙ্গে বসে পরা যায়। হাতিল-এর চেয়ার ও লবি চেয়ার গুলো নানান ডিজাইন ও কালার- এ পাওয়া যায়। কেউ চায় ছোট রিডিং নুক বানাতে, কেউ চায় গেস্ট সিটিং বাড়াতে—যে যেভাবে ব্যবহার করুক, এই চেয়ারগুলো সবসময় কাজের।
হাতিল-এর লিভিং রুম ফার্নিচার কালেকশান কোনো নির্দিষ্ট ধাঁচে বাঁধা নয়। বরং এখানে আছে স্বাধীনতা—নিজের রুচি, চাহিদা আর স্পেস অনুযায়ী বেছে নেওয়ার। প্রতিটি আইটেম-ই থটফুলি ক্র্যাফট করা, যাতে প্রতিদিনের ঘরোয়া মুহূর্তগুলো হয়ে ওঠে আরামদায়ক, সুন্দর আর নিজের মনের মত।