নান্দনিক ফার্নিচার হিসেবে বাসাবাড়িতে শেলফের গুরুত্ব সব সময়ই ছিল, এখনও সেই চাহিদা কমেনি। জামাকাপড় রাখার জন্য আলমারি আর ওয়্যারড্রোব, বইপত্র আর ডকুমেন্টের জন্য ক্যাবিনেট, আর কাটলারির জন্য শোকেস থাকা স্বত্বেও শেলফ, বিশেষ করে ওপেন শেলফের এত জনপ্রিয়তা কেন? এলাকার দোকান থেকে কোনোমতে বানিয়ে নেয়া শেলফের চাইতে হাতিল শেলফে এমন কীই বা ব্যতিক্রম আছে? এই প্রশ্নগুলোর উত্তর পাবেন আজকের ব্লগে।
ফর্মাল আর ক্যাজুয়াল স্টাইলের কম্বিনেশন
ওপেন শেলফের সবচেয়ে বড় সুবিধা হলো এর ডিজাইন সব সময়ই ভার্সাটাইল। কাপড়, বেডশিট, কুশন, শোপিস, বই ইত্যাদি রাখার জন্য বড়সড় স্পেস প্রয়োজন হলে আপনি যেমন Carmel-101 কিনতে পারবেন, তেমনই অল্প জায়গায় টুকটাক অনেক জিনিস রাখার জন্য Schumann-134’ও ব্যবহার করতে পারবেন। শেলফ একই সাথে গোছানো এবং অর্গানাইজড হওয়ার পাশাপাশি ট্র্যাডিশনাল ফার্নিচারের মতো ভারিক্কি ডিজাইনের হয় না বলেই যেকোনো ওপেন শেলফকে অফিস বা ব্যক্তিগত চেম্বারে ফর্মাল কাজে যেমন ব্যবহার করা যায়, তেমনই বাসার ক্যাজুয়াল সেটআপেও সহজেই সেট করে ফেলা যায়। ওপেন হওয়ার কারণে আপনার রুম ছোটো হলেও বড় আলমারি কিংবা শোকেসের মতো স্পেস ছোটো দেখায় না। ফলে আপনাআপনি রুমটা আরও খোলামেলা আর ছিমছাম দেখায়। ইন্টেরিয়র সাজানোর ক্ষেত্রে এই স্মার্ট হ্যাকটা ব্যবহার করেন অধিকাংশ কাস্টমার।
যেমন প্রয়োজন, তেমন ব্যবহার
ডাইনিংয়ে এক্সট্রা স্পেস দরকার? Hamlet-102 নিয়ে ফেলুন। ছোটো সাইজের এই লকড শেলফ আর ওপেন শেলফের কম্বিনেশন আপনার ডাইনিং রুমের প্রয়োজনীয় টুকিটাকি জিনিসগুলো হাতের কাছেই রাখতে হেল্প করবে। আবার ধুলাও পড়বে না। একই কাজের জন্য আরেকটু বড় স্পেস প্রয়োজন হলে নিয়ে ফেলতে পারেন Robinson-132।
লিভিং রুমে নিজের বিভিন্ন সুভ্যেনিয়ার, টয় কালেকশন, এওয়ার্ড কিংবা শখের বইগুলো সাজিয়ে রাখতে চাইলে Verse-135 একটা পারফেক্ট অপশন হবে। বোল্ড ডিজাইন আর মজবুত স্ট্রাকচারের কারণে এই শেলফ আপনার ইন্টেরিয়রে মডার্ন এলিগ্যান্স আনে। । লিভিং রুমে ঢুকেই গেস্টরা বুঝতে পারবেন আপনার লাইফস্টাইল এবং পার্সোনালিটি কেমন! একই কাজ করতে পারবেন Iliad-107’এর বেলাতেও। এই শেলফের একটা এক্সট্রা বেনিফিট হলো এতে একটি লকড ক্যাবিনেটও আছে। লিভিং রুমের পাশাপাশি ডাইনিং এবং বেডরুমেও মানানসই এই শেলফগুলো। তেমনই Sybil-133’এর ভার্টিকাল ডিজাইনের কারণে ডাইনিংয়ের জগ, কাপ, কাটলারি, ফ্লাওয়ার ভাস এসব যেমন সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন, তেমনি লিভিং রুম কিংবা বেডরুমে বই, চশমা, ওয়াইফাই রাউটার, টেবিল ক্লক, শোপিস, ফটো ফ্রেম ইত্যাদি নানা প্রয়োজনীয় এবং শখের জিনিস রাখতে পারবেন। হাতের কাছে নিজের মতো করে সবকিছু থাকে বলেই তো নিজের বাসার মতো শান্তি আর কোথাও নেই!
হাতিল ফার্নিচারের এই তো সুবিধা! প্রতিটি ফার্নিচারকেই নিজের পছন্দ আর প্রয়োজন অনুযায়ী সাজিয়ে, মানিয়ে এবং গুছিয়ে নেয়া যায়।
মডার্ন ফ্ল্যাটের ইনোভেশন নাকি পুরনো বাড়িতে ট্র্যাডিশন?
স্টুডিও এপার্টমেন্ট কিংবা ছোটো বাসার জন্য ইউনিক একটা সলিউশন হলো Partridge-107। এই শেলফের অনেকগুলো বিশেষত্বের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একে রোটেট করা যায়। ফলে জিনিসপত্র রাখার স্পেস অনেক বেশি। এবং এই শেলফ ঘরের কর্নারে রাখলেও পেছনের দিকে তাকে থাকা বই কিংবা অন্য যেকোনো জিনিস বের করতে কোনো সমস্যাই হবে না! আর ভার্টিকাল ডিজাইনের কারণে স্বল্প স্পেসেও এই শেলফ রাখতে তেমন কোনো জায়গাই লাগে না। যে বইগুলো এখন পড়ছেন অথবা যে জিনিসগুলো প্রায়ই ব্যবহার করা লাগে, সেগুলো ওপরের দিকের শেলফে আর অন্য জিনিসগুলো নিচের দিকের শেলফে রাখলে কোনো কষ্টই করা লাগবে না। ডিজাইনের ইউনিকনেসের জন্য মডার্ন বাসায় মানিয়ে যাওয়ার মতো আরেকটি শেলফ হলো Gulliver-110। এর ডিজাইন এতটাই ইউনিক যে, গেস্টরা একটু পর পর সেদিকে না তাকিয়ে থাকতেই পারবে না!
পুরনো বাসায় চাইলে মডার্ন ইন্টেরিয়র তৈরি করাই যায়। তবে আপনার যদি ভিন্টেজ আর সিম্পল ডিজাইনের প্রতি নস্টালজিয়া থাকে, তবে Rossini-128 আপনার এক নজরেই ভালো লেগে যাবে। বইপত্র, শোপিস এসব তো সাজিয়ে রাখতে পারবেনই, আবার ডাইনিং রুমে প্রয়োজনীয় জিনিসপত্র রাখলে কিংবা বেডরুমে কুশন, বেডশিট, জামাকাপড় ইত্যাদি রাখলেও একই রকম সুন্দর দেখাবে। একইভাবে কাজে লাগবে Claudio-126, যাকে বলে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস!
শেষে
যুগের সাথে তাল মিলিয়ে বদলে যাচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের ভাষা। ভার ফার্নিচারের বদলে আসছে হালকা, ওপেন, স্পেস-ফ্রেন্ডলি ডিজাইন। হাতিল-এর মিনিমাল ওপেন শেলফগুলো শুধু ঘর নয়, বদলে দিতে পারে আপনার ঘর করার গল্পটাকেও।