ঘরের সৌন্দর্য এর সাজানো গোছানো এবং পরিপাটি লুকে। ড্রয়িংরুমের জন্য অ্যাস্থেটিক সোফাসেট, মডার্ন ডাইনিং ডেকোর কিংবা বেডরুমের জন্য কোন আর্টিস্টিক থিম; ফার্নিচার কেনার প্ল্যান যেমনই হোক না কেন, এলোমেলো ঘরে সবকিছুই যেন বেশ বেমানান দেখায়। আর তাই, প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় যেকোনো কিছুই যেন গুছিয়ে রাখা যায়, তার জন্য দরকার স্পেশাস কোন ফার্নিচার, যেখানে বিভিন্ন সেকশানে প্রয়োজনের সব থাকবে একদম টিপটপ স্টাইলে।
হাতিল এর ফার্নিচার কালেকশনে এমনই একটি দারুণ ফার্নিচার হলো মিনিমাল ডিজাইনের চেস্ট-অফ-ড্রয়ার।
দরকারি ফাইল থেকে শুরু করে পোশাক, দৈনন্দিন এর প্রয়োজনীয় যেকোনো কিছুই পছন্দমতো স্টাইলে রাখতে পারবেন ড্রয়ারের বিভিন্ন সেকশনে। ছোট-বড় বিভিন্ন ডিজাইনের মধ্য থেকে আপনার ঘরের জন্য কোনটি হবে পারফেক্ট জানতে, চলুন হাতিল এর কালেকশনে থাকা চেস্ট-অফ-ড্রয়ারের ডিজাইনগুলো সম্পর্কে কিছুটা আইডিয়া নেয়া যাক।
শুরু করা যাক Boteti এর কোজি স্টাইল ড্রয়ার দিয়ে। এর ডিজাইন দেখতে যেমন ইউনিক, তেমনি এটি অল্প জায়গার মধ্যেও বেশ ভালোমতো জায়গা করে নিবে। সাধারণত স্কয়ার আকৃতির ড্রয়ার ডিজাইন খুব বেশি দেখা গেলেও, এর কর্ণারের ডিজাইন অংশটি কার্ভ স্টাইলে রাখা হয়েছে, সাথে কাপড় ঝুলিয়ে রাখার জন্যও ৪টি ড্রয়ারের পাশাপাশি একটি স্ট্যান্ডিং সেকশন রয়েছে। সাথে এর উপরের অংশেও আপনি ডেকোরেশনের জন্য শোপিস রাখতে পারছেন। তাই, বেডরুম কিংবা অতিথি রুমের জন্য Boteti হতে পারে চমৎকার একটি অপশন।
তবে আপনি যদি আরও সিম্পল এবং মিনিমাল ড্রয়ার পছন্দ করে থাকেন সেক্ষেত্রে হাতিল এর Limpopo ড্রয়ারটি দেখতে পারেন। এটি মূলত Boteti এর একটি মিনিমাল ডিজাইন, যেখানে পোশাক ঝুলিয়ে রাখার জন্য এক্সটা কোন অপশন থাকছে না, তবে স্টিচিং প্যাটার্নে ডিজাইন করা এই চেস্ট-অফ-ড্রয়ারটি নিঃসন্দেহে ঘরের ইন্টেরিয়রকে আকর্ষণীয় করে তুলবে।
যাদের বাসায় ছোট বাচ্চা আছে, তাদের জন্য বাচ্চাদের জিনিস, পোশাক অর্গানাইজডভাবে রাখতে ফাংশানাল এই Madeleine ড্রয়ারটি বেশ দারুণ এক সল্যুশন হতে পারে। এতে ছয়টি ড্রয়ারের অপশন রয়েছে। যেখানে ক্যাটাগরি অনুযায়ী খুব সহজেই দৈনন্দিন প্রয়োজনের যেকোনো কিছু রাখা সম্ভব। বেডরুমের কর্ণারে এ ধরনের স্পেশাস একটি অর্গানাইজার যেন না হলেই নয়। আর তাই, আপনি যদি ছয়টি ড্রয়ারের নয়, বরং একটু ছোট সাইজের কোন অপশন খুঁজে থাকেন সেক্ষেত্রে Ashford হতে পারে দারুণ একটি অপশন। ছোট সাইজের যেকোনো রুমেও এইটি বেশ ভালোভাবে মানিয়ে যাবে। তবে Madeleine থেকে এর পার্থক্যটা হচ্ছে Ashford কিছুটা স্পেশাস, যা দেখতে লম্বা না হয়ে বরং কিছুটা আয়তক্ষেত্র আকৃতির।
অন্যদিকে ইন্টেরিয়রের প্যাটার্ন অনুযায়ী আপনি যদি লো-হাইটের কোন ডিজাইন খুঁজে থাকেন, নিঃসন্দেহে Lona ড্রয়ারটি রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়। কিছুটা অ্যান্টিক ফিচারে ডিজাইন করা এই ড্রয়ারটি বেশ স্পেশাস এবং এতে পাশাপাশি দুইটি করে ড্রয়ার সহ মোট ছয়টি ড্রয়ারের অপশন রয়েছে। আর তাই আপনি চাইলে এইটি লিভিং স্পেস, করিডোরে ও রাখতে পারবেন।
তবে এ সকল মডার্ন ডিজাইনের পাশাপাশি যদি ক্ল্যাসিক কোন অপশনের খোঁজে থাকেন, সেক্ষেত্রে Alger, Ashby, অথবা Archie এর মতো ডিজাইনগুলো রাখতে পারেন পছন্দের তালিকায়। অনেকটা একই ধরনের প্যাটার্নে ডিজাইন করা হলেও Alger এর ড্রয়ারের অপশন দুইটি এবং যেকোনো ছোট স্পেসের যা এক কথায় পারফেক্ট।
অন্যদিকে Ashby এবং Archie দুইটিতেই লক করার অপশন রয়েছে। ফলে আপনার প্রয়োজনীয় যেকোনো কিছু আপনি সেফটির সাথে এখানে লক করে রাখতে পারছেন। মোট পাঁচটি করে ড্রয়ারের অপশনের সাথে Ashby -তে আপনি স্ট্যান্ডিং অর্গানাইজার হিসেবেও একটি ডোরের অপশন পাচ্ছেন, যেখানে শাড়ি, স্যুট সহ যেকোনো কিছুই বেশ গুছিয়ে রাখতে পারবেন।
অর্গানাইজার সিলেকশনের ক্ষেত্রে গতানুগতিক ডিজাইন আমরা অনেকেই পছন্দ করি না। বরং, কিছুটা স্টাইলিশ, কিছুটা ফাংশানাল এর ব্যালেন্সই যেন ফার্নিচারকে আরও নান্দনিক করে তোলে। এক্ষেত্রে হাতিল এর ড্রয়ার কালেকশনগুলো বেশ মিনিমাল ডিজাইনের এবং একই সাথে স্মার্ট।
আর তাই সাজানো-গোছানো ঘরে স্বস্তিতে সময় কাটাতে পারফেক্ট ফার্নিচার সিলেকশন যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলে এদিক-সেদিক এলোমেলোভাবে যেমন জিনিস পড়ে থাকবে না, তেমনি কাজের সময় প্রতিটি জিনিস পাবেন একবারে হাতের নাগালেই। আর তাই, রুমের সৌন্দর্য সাথে ইন্টেরিয়র ডিজাইনকে আরও ফাংশানাল করতে হাতিল এর প্রিমিয়াম ডিজাইনের চেস্ট অফ ড্রয়ারে প্রয়োজনের সব কিছুই থাকবে এখন হাতের কাছে।



