বাবার অভ্যাস প্রতিদিন ঘুম থেকে উঠেই এক কাপ চা আর পত্রিকার পাতা নিয়ে মগ্ন হয়ে বারান্দায় বসে থাকা। আর মেয়ের অভ্যাস ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করেই অন্তত তিরিশ মিনিটের জন্য হাঁটতে বেরিয়ে পড়া। ভোরের এই শুরুটা আমরা যে যার মতো করে করলেও, বাবা-মেয়ের একজনের আরেকজনের প্রতি খেয়াল কিন্তু শুরু হয়ে যায় নীরবেই। এই যে যেমন, ঘর থেকে বের হওয়ার আগেই পত্রিকাটি এনে লবির টেবিলে রেখে চেয়ারটা সুন্দরভাবে গুছিয়ে আমি বেরিয়ে পড়ি। অন্যদিকে, আমি ঘরের ফেরার সাথে সাথেই বাবা আমার জন্য এক কাপ চা সাথে বিস্কুট এর বক্স নিয়ে রেখে দেয় ডাইনিং টেবিলে।
প্রতিদিনের এ অভ্যাসে আমরা দুজনেই জানি কার কখন কোনটা প্রয়োজন। আমার আর আমার বাবার গল্পটা অনেকটা এরকমই। কখনো বন্ধুত্ব, কখনো খুনসুটি, আবার মান-অভিমান আর শাসনে-ভালোবাসার দারুণ সমীকরণ। সকালের শুরুটা দুজনের দুভাবে হলেও, নাস্তার টেবিলে আড্ডাটা চলে একসাথে। Ubangi এবং Glass এর মতো সিম্পল কিন্তু স্টাইলিশ টেবিল আমাদের দুজনেরই বেশ পছন্দ। তাই তো নতুন বাসায় এসেই সবার প্রথম বাবাকে নিয়ে বসে যাই হাতিল এর ওয়েবসাইট ঘুরে ফার্নিচার এর সব কালেকশন দেখতে। ডাইনিং টেবিল কেনার কাজটা সহজ হলেও, ড্রয়িং রুমের জন্য পছন্দটা যেন একটু অমিলই হয়ে যাচ্ছিলো।
বাবার তো এক কথা, সোফা হতে হবে কমফোর্টেবল, ডিজাইন যেমনই হোক। তবে আমার পছন্দ ট্রেন্ডি কোন ডিজাইন, সাথে স্টাইলিশ প্যাটার্ন। Aquarius, Luvua বাবার যেমন পছন্দ হলো, Camden এবং Guppy হলো আমার পছন্দ। স্টাইল এবং কমফোর্টের ব্যালেন্সে প্রতিটি ডিজাইনই যেন একটার চেয়ে একটা স্পেশাল। আর তাই তো, বাবা-মেয়ে কিছুটা কনফিউজড হয়ে গেলাম যে কোনটা ছেড়ে কোন ডিজাইনটাকে সিলেক্ট করা যায়। তবে শুয়ে-বসে খবর বা খেলা দেখতে লিভিং রুমের জন্য দুজনেই পছন্দ করে নিলাম Avon ডিভানটি। সে সাথে টিভি কেবিনেট হিসেবে রুমে জায়গা করে নিলো হাতিল এর Winnie।
তবে বাবার জন্য আমার বিশেষ এক পছন্দ এবং সেরা গিফট ছিল হাতিল এর Bitsy ইজি চেয়ার। ভাইব্রেন্ট স্টাইলের Pedro এবং Hickory ডিজাইনও লবি স্পেসে বেশ ভালোভাবেই মানিয়ে যাবে। বাবার যেহেতু বই পড়া পছন্দ, তার জন্য আরামদায়ক একটি ইজি চেয়ারই যেন সময়টাকে আরও প্রাণবন্ত করে তুলবে।
বাবার সাথে চায়ের কাপে আড্ডা, সময়ে-অসময়ে হাজারো গল্প জুড়ে দেয়া যেন জীবনের প্রিয় মুহূর্তগুলোর অন্যতম। আদুরে ভালোবাসায় কিংবা শাসনে, বাবার সাথে কাটানো প্রিয় সব মুহূর্তই যেন হয়ে ওঠে একেকটি কবিতার খাতা, যেখানে অনুভূতিগুলো থাকে মায়ায় জড়ানো। আর তাই, আমাদের দুজনের পছন্দের লেখকের সব বই, সাথে নানান ধরনের ক্র্যাফটস, ছবি সাজিয়ে রাখতে স্টাডি রুম কিংবা লিভিং রুমের কর্ণারে Schumann এবং Rossini ওপেন শেলফ রাখলে দারুণ হবে, এমনটাই আমরা ভাবছিলাম।
নিজের জন্য পড়ার টেবিল পছন্দ করার সময়ই মনে হল বাবার জন্য জন্যও তো একটি প্রেয়ার চেয়ার প্রয়োজন। শারীরিক সমস্যার কারণে প্রার্থনায় যেন ব্যাঘাত না ঘটে, সময়টুকু যেন নিশ্চিন্তে কাটানো যায়, এমনটা ভেবেই হাতিল নিয়ে এসেছে আরামদায়ক প্রেয়ার চেয়ার।
ছোটবেলায় বাবা যেমন তার বাচ্চাদের ছোট থেকে বড় প্রতিটি বিষয় খেয়াল রাখেন। ঠিক তেমনি, বড় হওয়ার সাথে সাথে এ দায়িত্ববোধ যেন বাচ্চাদের মধ্যে চলে আসে মনের অজান্তেই। আর তাই তো, জীবনের গল্পগুলো বাবার ভালোবাসার ছায়ায় ঘেরা রাখতে বাবার জন্য যত্ন, সাথে ঘরে কমফোর্টেবল ইন্টেরিয়র সাজাতে হাতিল এর প্রতিটি ফার্নিচারই যেন যত্নে সাজানো একেকটি অনুভূতি। ঘরের সৌন্দর্যের পাশাপাশি প্রতিদিনের প্রয়োজনের প্রতি খেয়াল রেখে বাবা-মেয়ের পছন্দসই ফার্নিচার সিলেকশনের জার্নিতে আপনার পছন্দের ফার্নিচার কোনটি? স্টাইল, কমফোর্ট এবং ট্রেন্ডের দারুণ কম্বিনেশনে হাতিল এর সাথে কেনাকাটার মুহূর্তগুলো হয়ে উঠুক সম্পর্কগুলোর মতো যত্নে সাজানো, প্রাণবন্ত এবং কেয়ারিং-এ ভরপুর।

.jpg)
