সারাদিনের ক্লান্তিময় দিন শেষে বাসায় ফ্রেশ হয়ে ঘরের বারান্দা কিংবা বেডরুমে একটি রকিং বা ইজি চেয়ারে বসে পছন্দের বই পড়তে বা প্রিয়জনের সাথে কথা বলতে কার না ভালো লাগে! একটি সুন্দর কাঠের ইজি চেয়ার ঘরের শোভা বাড়ানোর পাশাপাশি আপনাকে পরবর্তী দিনের জন্য রিচার্জ করে নতুন উদ্যমে কাজ করতে।
তাই রকিং চেয়ার কেনার আগে অনেকেই চিন্তা করে কি ধরণের রকিং চেয়ার তার প্রয়োজন, রকিং চেয়ারের সাথে ম্যাচ করে ফুট টুলস থাকবে কি না, বাজেট ফ্রেন্ডলি রকিং চেয়ার কোথায় পাওয়া যাবে ইত্যাদি। তাই যারা রকিং চেয়ার ও কাঠের ইজি চেয়ারের খুঁটিনাটি এই বিষয়গুলো জানতে চান তাদের জন্য আজকের এই ব্লগটি।
রকিং চেয়ার বা কাঠের ইজ চেয়ার কেন প্রয়োজন হয়?
বিভিন্ন কারণে রকিং চেয়ার বা কাঠের ইজি চেয়ার প্রয়োজন হতে পারে। যেমন—
- বয়স্ক মানুষদের বিকেলে অবসর সময় কাটানো বা ঘুমানোর জন্য রকিং চেয়ার ব্যবহার করা হয়।
- অসুস্থ রোগীর ব্যান্ডেজ প্লাস্টারসহ বসে সময় কাটাতে রকিং চেয়ার ব্যবহার করা হয়।
- অনেক্ষণ বসে বই পড়ার জন্য কাঠের ইজি চেয়ার ব্যবহার করা হয়।
- বাচ্চাদের খেলার জন্য রকিং চেয়ার ব্যবহার করা হয়।
সেরা কয়েকটি কাঠের ইজি চেয়ার ও রকিং চেয়ার
বিভিন্ন রকম রকিং চেয়ার ও কাঠের ইজি চেয়ার আছে। কিছু চেয়ারে খেতে খেতে ঘুমানো যায়, আবার কিছু চেয়ারে নরম ফোমের মধ্যে বসে বই পড়া যায়। কিছু চেয়ার হয় বড়, আবার কিছু চেয়ার ব্যলকনিতে রাখার জন্য ছোট করে বানানো হয়। চলুন এবারে এরকম ৫টি বেরিয়েশনের রকিং চেয়ার ও কাঠের ইজি চেয়ার দেখে নেওয়া যাক—
১. মডার্ণ বাসার রকিং চেয়ার
সবাই চায় তার বাসার বেডরুম, লিভিং রুম ও বারান্দাকে সুন্দরভাবে মডার্ণ ফার্নিচার দিয়ে সাজাতে চায়। বেডরুম আর বারান্দা সাজাতে গতানুগতিক ফার্নিচারের সাথে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন একটি মডার্ণ রকিং চেয়ার যা আপনার অন্যান্য ফার্নিচারের সাথে খুব ভালোভাবেই মানিয়ে যাবে। Hickory-108 চেয়ারটি যেমন আপনার চাহিদা পূরণ করবে ঠিক তেমনই এই চেয়ারটি আপনি ঘরের যেখানেই রাখুন না কেন আপনার ঘরের শোভা বাড়াবে।
এই চেয়ারের স্ট্রাকচারটি সম্পূর্ণ বেন্টউডের যা অত্যাধুনিক মেশিনারিজ ব্যবহারের মাধ্যমে তৈরী করা হয়েছে এবং এর দীর্ঘস্থায়িত্ব ও লোড নেওয়ার ক্যাপাসিটিও খুবই ভালো। তাছাড়া এভেইলএবেল ফেব্রিক আর লেদার অপশন থেকে আপনার পছন্দের ফেব্রিক অথবা লেদারের সিলেক্ট করার সুযোগ তো থাকছেই।
`
২. বারান্দার জন্য বেস্ট রকিং চেয়ার
অফিস শেষে বা ছুটির দিনে বিকেলে খোলা বারান্দায় বসে পুরানো দিনের স্মৃতিচারণ বা সূর্যাস্ত দেখার অনুভূতিটাই অন্যরকম। এই সময়টা খুব ভালোভাবে উপভোগ করতে খুব বেশি কিছুর প্রয়োজন পড়ে না। একটি পারফেক্ট রকিং চেয়ারই যথেষ্ট। বারান্দার জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে রকিং চেয়ার স্টিল স্ট্রাকচারের। গ্রীষ্ম, বর্ষা বা শীত সব ঋতুর জন্যই পারফেক্ট Twinkle-101 রকিং চেয়ারটি কারণ রোদে কালার নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই, ঘুণ ধরার ভয় এবং পানি লাগলে কাঠ নষ্ট হয়ে যাওয়ার ভয়। তাছাড়া বারান্দা ছাড়া বেডরুমেও খুব সুন্দরভাবে মানিয়ে যাবে এই রকিং চেয়ারটি।
৩. ফুট টুল সহ রকিং চেয়ার
অনেকেই এখন রকিং চেয়ারের সাথে ফুট টুলও খোঁজ করে। আপনিও যদি একটি রকিং চেয়ারের সাথে ম্যাচিং ফুট টুল খোঁজ করে থাকেন, তাহলে আপনি নিতে পারেন Diddle-105 আর John-105। এই রকিং চেয়ার আর ফুট টুলের ম্যাকানিজম আপনার চাহিদা তো পূরণ করবেই সাথে যে কাউকে করবে অভিভূত। এর কুশনিং এতটাই কমফোর্টেবল যে এখানে বসে নিশ্চিন্তে অনেকটা সুন্দর মুহুর্ত কেটে যাবে আপনার। এভেইলএবেল ফেব্রিক অপশন থেকে বেছে নিন আপনার পছন্দের ফেব্রিকটি।
৪. আরামদায়ক কাঠের ইজি চেয়ার
যারা রকিং চেয়ারে বসতে আনকমফোর্টেবল ফিল করে তাদের জন্য রয়েছে কাঠের ইজি চেয়ার Pedro-109 এবং Bitsy-106। এই দুটি চেয়ার প্লেস করার সবচেয়ে পারফেক্ট জায়গা হচ্ছে বাসার বারান্দা এবং এগুলো এতটাই কমফোর্টেবল যে অনায়াসে পুরো বিকেলটা কাটিয়ে দেওয়া যাবে এগুলোতে বসে। ইম্পোর্টেড বিচ কাঠ আর সফট কুশনিং এর জন্য যে কেউই রাখতে চাইবে এই ইজি চেয়ারগুলো তার বাসার বারান্দা, অফিসের রেস্ট রুম বা হোটেলের লবির জন্য।
৫. কাঠের রকিং চেয়ার
রকিং চেয়ারের নাম শুনলে সবার প্রথমে কাঠের রকিং চেয়ারের নামই মাথায় আসে। আপনার বেডরুমের ফার্নিচারগুলো যদি হয় একটু পুরনো ধাঁচের বা আপনি ভিনটেজ ফার্নিচার পছন্দ করেন, তাহলে কাঠের তৈরি Bell-102 হবে আপনার জন্য বেস্ট একটি রকিং চেয়ার। সম্পূর্ণ বিচ উডের তৈরী এই চেয়ারটি যথেষ্ট মজবুত, টেকসই ও আরামদায়ক। অফিস শেষে আয়েশ করে এক কাপ কফি বা রিলেক্সে প্রিয় লেখকের বই পড়া- সবই করা যাবে এই রকিং চেয়ারে বসে।
রকিং চেয়ার নিয়ে কিছু বহুল আলোচিত প্রশ্নোত্তরঃ
রকিং চেয়ার মূলত কারা বেশি ব্যবহার করে?
সাদারণভাবে মনে হবে বাসার মুরুব্বি ও বয়স্করা রকিং চেয়ারে বসে। কিন্তু রকিং চেয়ার বা কাঠের ইজি চেয়ার ব্যবহার করতে কোনো বয়সসীমা হয়না। যে কেউই এই চেয়ারে বসে অবসর সময় কাটাতে পারে। আবার অনেকসময় কেউ দুর্ঘটনার শিকার হয়ে হাত বা পা ভেঙে গেলে রকিং চেয়ারে বসে সময় পার করে। আবার বাচ্চারাও এই চেয়ারে দোল খেয়ে খেলাধুলা করতে পারে।
ছোট বাসায় কোন ধরনের চেয়ার বেশি মানানসই?
ছোট বাসাতে ফুট টুল ছাড়া সাধারণ কাঠের ইজি চেয়ার বেশি মানানসই হবে। কারণ ছোট বাসাতে চলাফেরার জায়গা করতে কিছুটা কষ্ট হয়। তাই রকিং চেয়ার ও ইজি চেয়ার থেকে যত বেশি এক্সেসরিজ বাদ দেওয়া যাবে তত ভাল হবে। এছাড়া রকিং চেয়ারে যদি অন্য আসবাবের জন্য দোল খেতে সমস্যা হয় তাহলে ইজি চেয়ার নেওয়াই সঠিক ডিসিশন হবে।
রকিং চেয়ার নেওয়া কি শরীরের জন্য নিরাপদ?
রকিং চেয়ার নেওয়া সম্পূর্ণ নিরাপদ। হাতিল – এর মত ফার্নিচার নির্মাতা কোম্পানিগুলো খুব ক্লিনিকালভাবে রকিং চেয়ারের ডিজাইন করে থাকে। তাই মেরুদন্ড সোজা রেখেই পিছে দোল খাওয়া যায়। একারণে শরীরে কোনোরকম ব্যথা হবে না। আবার ভাল কোম্পানির ভাল রকিং চেয়ারগুলি উল্টে পড়ে যাবার কোনো সম্বাবনা থাকে না।