নতুন বাড়িতে প্রথম ঈদ? জানুন ঘর সাজাতে কী আগে দরকার

শুরুতেই জানাই অভিনন্দন! ভাবছেন কেন? কারণ হয়তো কারও নতুন বাড়িতে কিংবা কারও নতুন সংসার জীবনের প্রথম ঈদ এটি। এছাড়াও, ঈদ উল ফিতর উপলক্ষে ঘর সাজানোর একটা ট্র্যাডিশন অনেক যুগ ধরেই চলে আসছে, তাই সেক্ষেত্রেও আজকের এই লেখাটি আপনাকে দিতে পারে ইউনিক ও নতুন কোন হোম ডেকর ইন্সপায়ারেশন।

আবহাওয়ার কারণেই হোক কিংবা বছরের শেষ দিক বলে হোক, ওয়েডিং সিজন কিন্তু মূলত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। আর অনেকেই নতুন সংসার শুরু করেছেন, সেক্ষেত্রে ঈদ ও নতুন সংসার সাজানো মিলিয়ে দুইটি উপলক্ষ, পাশাপাশি নতুন বাসায় অতিথিদের ঈদের দাওয়াত দিতে হবে, তাই ঘর সাজানোর ক্ষেত্রে আপনার প্রধান প্রয়োজনগুলোকে প্রাধান্য দিতে হবে। সাধারণত বেডরুমটা গুছিয়েই সংসার শুরু হয়। তবুও যদি বেডরুমে কিছু প্রয়োজন হয় তাহলে বেডরুমের ফার্নিচারকে রাখতে হবে লিস্টের এক নাম্বারে। এরপর নজর দিন কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন, ডাইনিং নাকি লিভিং রুম? যদি আপনি ড্রয়িং রুম আগে সাজাতে চান তাহলে ছোট ছোট ফিলার ফার্নিচারের আগে মূল ফার্নিচারগুলো কিনুন। যেমন, সোফা, সেন্টার টেবিল, চেয়ার। এখন আসা যাক ফার্নিচারের স্টাইল ও ম্যাটেরিয়ালে। অনেকের এখনও বাঁশ এবং বেতের ফার্নিচারের অ্যাস্থেটিক পছন্দ, অনেকে পছন্দ করেন স্টিলের মিনিমাল গঠন, কিন্তু বেশিরভাগ বাঙালিদের দীর্ঘস্থায়ী ও টেকসই ফার্নিচার হিসেবে কাঠই প্রিয়। ম্যাটেরিয়াল এবং স্টাইল প্রেফারেন্স অনেক সময় বাজেটের উপরও নির্ভর করে। সেক্ষেত্রে প্রয়োজন ও বাজেটই ঈদে নতুন সংসার সাজানোর মূলমন্ত্র। 

 

এবার আসা যাক পুরনো সংসার কিন্তু ঈদ উপলক্ষে নতুন বাড়ি সাজানোর আলাপে। পুরনো সংসার হলে অবশ্যই আগের ব্যবহারী ফার্নিচার আছে। নিজেদের, বাচ্চাদের কিংবা বাসার অন্যান্য সদস্যদের আলাদা আলাদা রুম তাই আলাদা আলাদা ফার্নিচার আছে, তাই চাইলে এই ঈদে নতুন বাসার লিভিং রুম ও ডাইনিং-এর ডেকোরেশন নতুন করে করতে পারেন। সেটা মূল ফার্নিচারসহ অন্যান্য যেমন, শোপিস কর্নার, বুকশেলফ, টি-টেবিল, শোকেস কর্নার, ডাইনিং কেবিনেট ইত্যাদি কিনতে পারেন। চাইলে, শখের বাড়ির কিচেনটাকে প্রাধান্য দিতে পারেন এই ঈদে, কিংবা বাচ্চাদের স্বপ্নের রুমটিকে। সেক্ষেত্রে অবশ্যই আপনার বাজেট, প্রয়োজন এবং পছন্দ প্রাধান্য পাবে। 

দুই ক্ষেত্রেই ঘর সাজাতে অবশ্যই বিশ্বস্ত ফার্নিচার ব্র্যান্ড কিংবা শপ বুঝে নিয়ে ফার্নিচার কিনবেন। ঈদের বাজারে অনেক ফার্নিচার ব্র্যান্ড ডিসকাউন্ট দেয়, সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী ফার্নিচার ব্র্যান্ড কিংবা শপ বেছে নিতে পারেন। একবার চাইলে ঘুরে আসতে পারেন আপনার নিকটস্থ হাতিল শোরুম থেকে। আন্তর্জাতিক মানের ফার্নিচার ব্র্যান্ড হাতিল ঈদ উল ফিতর উপলক্ষে তাদের সব ফার্নিচারে দিচ্ছে ৫% থেকে ১০% পর্যন্ত ছাড়, পাশাপাশি পাচ্ছেন অথেনটিসিটির পূর্ণ গ্যারান্টি।

HATIL SOFA

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।