hatil sofa hatil sofa

স্পেশাস লিভিং সাজুক এলিগ্যান্ট স্টাইলে 

লিভিং রুমের কনসেপ্টটা বেশ মজার। গল্প করা, গেমস খেলা, কখনো কখনো ক্লান্ত হয়ে বিশ্রাম নেয়া, কিংবা বাসায় অতিথি আসলে শোবার ব্যবস্থা করা ইত্যাদি অনেক কিছুর জন্যই যেন ঘরে আলাদা একটা লিভিং রুম থাকার এই প্রচলনের শুরু। এক কথায়, লিভিং রুম একাই একশ! বিষয়টাকে কিছুটা মজার ছলে বললেও, ঘরের অন্যান্য রুমের পাশাপাশি একটি লিভিং রুমের ব্যবস্থা থাকা যেন নিতান্তই জরুরি। আর তাই তো, লিভিং রুমের ডেকোরেশনে কেনাকাটাও হয় বেশ মন খুলে, আনন্দের সাথে। 

লিভিং রুমের সাইজ কতটা বড় বা ছোট হবে, তা অবশ্য নির্ভর করে অ্যাপার্টমেন্টের সাইজের উপর। কেননা, অনেক ছোট সাইজের অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে হয়তো আলাদাভাবে লিভিং রুম রাখার ব্যবস্থা করাই সম্ভব হয়ে ওঠে না। তবে, স্পেশাস অ্যাপার্টমেন্টে ড্রয়িং রুমের পাশাপাশি আলাদা একটি লিভিং স্পেসের ব্যবস্থা রাখা হয়, যেখানে ডাইনিং এবং লিভিং এরিয়ার মাঝে কোন পার্টিশান রাখা হয় না। তবে, অনেকে আবার মুভেবল স্লাইডার এর ব্যবস্থাও রাখেন, যার মাধ্যমে প্রয়োজনে ডাইনিং আর লিভিং রুমের মধ্যে আলাদা স্পেস করা সম্ভব। আর তাই, ঘরের সবচেয়ে হ্যাপেনিং এই জায়গাটি সাজানোর জন্য কেমন স্টাইল বেছে নেবেন, চলুন কিছুটা ধারণা নেয়া যাক। 

 

খোলামেলা লিভিং রুমের সবচেয়ে বড় সুবিধাই হল সেখানে যেকোনো ডিজাইনের এবং শেইপের সোফা বেশ ভালোভাবেই মানিয়ে যায়। যা অল্প জায়গা বা লম্বা আকৃতির লিভিং এর ক্ষেত্রে হয়তো সম্ভব হয়ে ওঠে না। তবে রুমের ধরন বুঝে মানানসই সোফা সেট কিনলে যেকোনো জায়গাকেই খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা সম্ভব। 

 

‘এল-শেপড’ সোফা সেট

হাতিল এর চমৎকার সব ‘এল-শেপড’ সোফা সেট ডিজাইনের মধ্যে Nottingham, Tangerine, Detroit, Nebraska ইত্যাদি বেশ জনপ্রিয়। যারা লিভিং রুমে বসে বই পড়তে কিংবা টিভি-সিরিজ দেখতে পছন্দ করেন, তারা এই ডিজাইনের সোফা সেটে বেশ আরাম অনুভব করবেন। স্পেশাস লিভিং এর ক্ষেত্রে ‘এল-শেপড’ সোফা এক কথায় অসাধারণ। গল্প-আড্ডা দেওয়ার জন্য এ ধরনের সোফা সেট বেশ কমফোর্টেবল হয়। ফলে বন্ধুবান্ধব বা অতিথির আগমন যেখানে প্রায়শই হয়, সেখানে আরাম করে মুহূর্ত কাটানোর জন্য এই ডিজাইনের সোফা সেট ব্যবহার করতে পারেন।  

সোফা কাম বেড স্টাইল 

অন্যদিকে, বড় ফ্যামিলির ক্ষেত্রে অনেকেই সোফা কাম বেড ডিজাইনটিকে বেছে নেন। এর সবচেয়ে বড় সুবিধা হল এটি দুইভাবেই ব্যবহার করা যায় এবং বেড এর প্রয়োজন না হলে ফোল্ড করে সোফা স্টাইলেও রাখা যায়। হাতিল এর কালেকশনে রয়েছে Fusion, Salamander, Niger এর মতো বেশ কয়েকটি অপশন, যা স্পেশাস লিভিং রুমের জন্য পারফেক্ট। এতে ব্যবহৃত ফেব্রিক ড্রাই-ক্লিন করা যায় খুব সহজেই। আর তাই আকৃতিতে বেশ বড় মনে হলেও এ ধরনের সোফার মেইনটেন্যান্স খুব কঠিন নয়। 

মডিউলার সোফা সেট 

মডিউলার সোফা, স্পেশাস লিভিং রুমের ক্ষেত্রে বরাবরের মতোই বেশ পছন্দসই ডিজাইন। মডার্ন লুক সাথে এলিগ্যান্ট স্টাইলের দারুণ এক কম্বিনেশনে বানানো এই সোফা সেটের ডিজাইনে রয়েছে দারুণ সব অপশন। যারা গতানুগতিক স্টাইলে সোফায় হাতল থাকবে কিন্তু ভাইব্রেন্ট লুক পছন্দ করেন, তারা কোন ধরনের দ্বিধা ছাড়াই Melon and Greeneville এর সিলেক্ট করতে পারেন। মডিউলার সোফা সেটের অন্যতম বৈশিষ্ট্যই হল আপনি আপনার পছন্দমতো স্টাইলে এটি সেট করতে পারবেন ঠিক Melon and Greeneville এর মতো করে। এছাড়া Sagittarius ডিজাইনটি বিশেষই বলা যায়, কেননা এতে রয়েছে স্টোরেজ এবং সাথে মাল্টিপারপাস সোফা হিসেবেও ব্যবহার করতে পারবেন।  

থ্রি-সিটার সোফা সেট ডিজাইন 

তবে ট্র্যাডিশনাল থ্রি-সিটার স্টাইলে লিভিং স্পেস সাজানোর ক্ষেত্রে Flare, Juniper, Porpoise এর শেপ এবং এর প্যাটার্ন বেশ ট্রেন্ডি। ট্র্যাডিশনাল স্টাইল হলেও এটিকে ফিউশনও বলা যেতে পারে। যেহেতু ইদানিং ভাইব্রেন্ট কালারের ফেব্রিক বেশ জনপ্রিয়, তাই হাতিল এর সোফা সেটের ক্ষেত্রেও ভাইব্রেন্ট কালারকে বেশ প্রায়োরিটি দেয়া হয়েছে। ফলে আপনার লিভিং রুম যদি হোয়াইট, অফ-হোয়াইট, বা যেকোনো হালকা রঙের থিমে পেইন্ট করা থাকে, সেক্ষেত্রে হাতিল এর ভাইব্রেন্ট কালারের সোফা সেটের সাথে তা বেশ দারুণ মানিয়ে যাবে।     

 

বর্তমান সময়ে ড্রয়িং রুমের চেয়ে লিভিং রুমই থাকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। পরিপাটি করে রাখা ড্রয়িং রুমে আড্ডা যতটা না জমে ওঠে, তার চেয়ে বেশি সময় কাটানো হয় ঘরের লিভিং স্পেসে। আর তাই, স্পেশাস লিভিং স্পেসের ডেকোরেশনে ফার্নিচার সিলেকশনও হওয়া চাই স্পেশাল!  

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।