center table center table

স্টাইলিং হোক হাতিল-এর মাল্টিফাংশানাল সেন্টার টেবিলে

অতিথির আগমনে ঘরের যে জায়গা গল্প-আড্ডায় সবচেয়ে বেশি মুখর হয়ে ওঠে, তা হলো ড্রয়িং রুম। ঘরের এই রুমটি জুড়ে তাই প্রস্তুতিও চলে ভিন্নভাবে। কত সুন্দর করে সাজানো যায়, কোন ধরনের ফার্নিচার কেনা হবে, ঘরের দেয়াল – পর্দার রঙ কেমন হবে ইত্যাদি বিষয়ে পরিকল্পনা যেন শেষই হয় না। বিশেষ করে ড্রয়িং রুমের সোফার ডিজাইনের ওপর নির্ভর করে ড্রয়িং রুমের ইন্টেরিয়র দেখতে কতটা সুন্দর হবে। কেননা, রুমের আকৃতি অনুযায়ী মূলত সোফার ডিজাইন সিলেকশন করা হয়। আর সে সাথে অন্যতম প্রয়োজনীয় আরেকটি ফার্নিচার হলো সেন্টার টেবিল। ক্ল্যাসিক কাঠের ডিজাইন থেকে শুরু করে ট্রেন্ডি গ্লাস-টপার ডিজাইন, এমনকি মাল্টিফাংশানাল সেন্টার টেবিল, হাতিল এর কালেকশনে রয়েছে এ ধরনের সকল ডিজাইন। 

আর তাই, আপনার পছন্দমতো ডিজাইনটি খুঁজে নিতে, চলুন হাতিল এর আকর্ষণীয় সব সেন্টার টেবিল এর ডিজাইন সম্পর্কে ধারণা নেয়া যাক। 

 

মাল্টিফাংশানাল সেন্টার টেবিল

একের ভেতর দুই অপশন; এ ধরনের ট্রেন্ডি ডিজাইনের ফার্নিচারের চাহিদা সবসময়ই বেশি। মাল্টিফাংশানাল ফার্নিচার আপনি যেকোনো সময়ই যেকোনো সেটআপে রাখতে পারেন। যেমন মাল্টিফাংশানাল সোফা আপনি সোফা কাম বেড, দুইভাবেই ব্যবহার করতে পারছেন। ঠিক তেমনি হাতিল নিয়ে এসেছে Mano  মাল্টিফাংশানাল সেন্টার টেবিল, যা আপনি টেবিল হিসেবে রাখার পাশাপাশি, প্রয়োজনে কর্ণার সিটার হিসেবেও সেট করতে পারবেন। 

Mano টেবিলের প্যাটার্ন দেখতে এমনিতেই বেশ ইউনিক। চার পায়ের কাঠের ফ্রেমে ডিজাইন করা এই টেবিলটি রাউন্ড শেপের ফেব্রিকের কুশনে ডিজাইন করা। যেখানে টেবিলের উপরের অংশে কাঠের ফ্রেম দিয়ে ডিজাইন করা হয়েছে। তবে এটিকে সিটার হিসেবে রাখতে চাইলে, কাঠের উপরের অংশটি ঘুরিয়ে নিচের কুশনের উপরে রাখলেই তা চমৎকার কর্ণার সিটার হয়ে যাবে। বেশ ক্রিয়েটিভ প্যাটার্নে সাজানো এই টেবিল নিঃসন্দেহে ছোট জায়গার মধ্যে যেমন মানিয়ে যাবে, তেমনি এক ফার্নিচারই আপনি দুইভাবে ব্যবহার করতে পারছেন। 

কাঠে গ্লাস-টপার সেন্টার টেবিল ডিজাইন 

এবার চলুন কিছু অ্যাস্থেটিক গ্লাস-টপার সেন্টার টেবিলের ডিজাইন সম্পর্কে জেনে নেয়া যাক। যার মধ্যে সবার প্রথমই চলে আসবে Harrier এর কথা। বড় আকৃতির লিভিং রুমের জন্যই যেন লাক্সারিয়াস ডিজাইনের এই সেন্টার টেবিলটি ডিজাইন করা হয়েছে। রিং আকৃতির ফ্রেমে ডিজাইন করা টেবিলটির প্রধান সাপোর্ট সিস্টেমই এই চারটি সার্কেল। যা বেশ মজবুত কাঠের বেইজের উপর ডিজাইন করা। চমৎকার এই টেবিলটি যেকোনো মডার্ন ইন্টেরিয়রে দারুণভাবে মানিয়ে যাবে। 

অন্যদিকে ড্রয়িং রুমের স্পেস কিছুটা মিডিয়াম আকৃতির হলে Flicker বেশ স্টাইলিশ দেখাবে। এর ফ্রেমিং এতোটাই ইউনিক যে এটিকে কোনভাবেই সাধারণ কোন ডিজাইন বলে মনে হবে না। রাউন্ড শেপের এই সেন্টার টেবিলটি সাইড টেবিল হিসেবেও রাখা যাবে। কাঠের তিনটি কোণের উপর ডিজাইন করা এই টেবিলের টপে বেশ মজবুত গ্লাস ব্যবহার করা হয়েছে, যা নিঃসন্দেহে ইন্টেরিয়রের কনসেপ্টে দারুণ এক স্টেটমেন্ট যোগ করবে। 

Center table

কাঠের ডিজাইনে ক্ল্যাসিক সাজ

গ্লাসের টপার দেয়া ডিজাইন বেশ অ্যাস্থেটিক দেখালেও, অনেকেই ক্ল্যাসিক সাজে শুধুমাত্র কাঠের ডিজাইনই পছন্দ করে থাকেন। তবে সেক্ষেত্রেও হাতিল-এ রয়েছে নান্দনিক সব কালেকশন। একের ভেতর দুই, Marseille সেন্টার টেবিলটি যেন সেই আইডিয়া থেকেই বানানো। সিম্পল রাউন্ড ডিজাইনের মধ্যে বেশ ইউনিক দেখতে এই টেবিলটি আপনি চাইলে একটিও সেট করে রাখতে পারেন। অথবা ডেকোরেশনের জন্য কিংবা বাসায় বেশি অতিথি থাকলে টেবিলে জিনিসপত্র রাখতেও ভেতরের ছোট টেবিলটি বের করে সাজাতে পারবেন। তবে যেভাবেই রাখা হোক না কেন, দারুণ এই সেন্টার টেবিলটি ইন্টেরিয়রের সাজ ক্ল্যাসিক করে তুলবে। 

যারা স্পেশাস টেবিল পছন্দ করেন, বিশেষ করে স্কয়ার শেইপে, তাদের জন্য Wren এবং Mississippi হতে পারে চমৎকার দুইটি অপশন। দুইটির ডিজাইনে বেশ পার্থক্য থাকলেও, এতে অনেক স্পেস রয়েছে। স্টিল এবং কাঠের ফিচারে ডিজাইন করা টেবিলটি যেমন মজবুত, তেমনি এতে ম্যাগাজিন, বই বা শোপিস রাখার মতো সুন্দর সেকশনও রয়েছে। যা Glasgow বা Camden  থিমের সোফাসেটের সাথে মানানসই দেখাবে।   

product image

এছাড়া পুরোপুরি কাঠের থিমে ডিজাইন করা এক্সট্রাআর্ডিনারি আরেকটি সেন্টার টেবিল হলো Spoonbill। এর সবচেয়ে চমৎকার দিক হলো এর বক্স শেইপের অংশটি আপনি চাইলে কর্ণার করে বা ভেতরের দিকে যেকোনো সেটআপে রাখতে পারবেন। আর সে সাথে ড্রয়ার সিস্টেম হওয়ার কারণে এর ভেতরে ম্যাগাজিন বা নিউজপেপারও রাখতে পারছেন, যা পরিপাটিভাবে সাজানো থাকবে।

   আর তাই, ঘরের ইন্টেরিয়র সাজাতে হাতিল-এর এক্সক্লুসিভ ডিজাইনের সেন্টার টেবিলে স্টাইলিং হোক পছন্দের ডিজাইনে। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।