ড্রয়িং রুমের সৌন্দর্য মানেই যেন নান্দনিক ডিজাইনে করা একটি সোফাসেট। যার সাথে মানানসই হবে এমন সেন্টার টেবিল আর একটি কর্ণার টেবিল। সাজের ভিন্নতায় এবং রুমের আকার-আকৃতি ভেদে একেকজনের পছন্দ হবে একেক ধরনের ডিজাইন। তবে এক্ষেত্রে হাতিল থেকে শুধু একটি নির্দিষ্ট ডিজাইনের সোফাসেট সিলেক্ট করা যেন বেশ চ্যালেঞ্জিং হয়ে ওঠে। কেননা, সবার চাহিদা এবং পছন্দ, সে সাথে ফার্নিচারের ডিজাইনের ট্রেন্ডের সাথে মানানসই করে হাতিল-এর কালেকশনে নিয়ে এসেছে সিঙ্গেল সোফা থেকে শুরু করে মডিউলার, মাল্টিফাংশানাল সহ বিভিন্ন ধরনের অপশন।
আভিজাত্য এবং নান্দনিকতার সমন্বয়ে ড্রয়িং রুমের ইন্টেরিয়র সাজানো আরও সহজ করে তুলতে চলুন হাতিল-এর মাল্টিফাংশানাল সোফাসেটগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
সোফার থিম যখন কালারফুল
শুরু করা যাক হাতিল-এর অন্যতম স্পেশাস সোফাসেট Nebraska দিয়ে। এটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর কালারফুল এবং কমফোর্টেবল ফেব্রিক। যা প্রথম দেখায় যে কারো কাছেই বেশ ভালো লাগবে। এটিকে সোফা কাম ডিভানও বলা যেতে পারে। ‘এল’ শেইপ আকৃতির এই সোফাটি আপনি সিঙ্গেল সেটআপে যেমন রাখতে পারবেন, তেমনি পাশাপাশি থ্রি-সিটার হিসেবেও রাখা যাবে। আবার চাইলে শুধুমাত্র ডিভান অপশনটিও আপনি আলাদাভাবে ব্যবহার করতে পারবেন।
সাধারণত ড্রয়িং রুম যদি স্পেশাস আকৃতির হয়, সেক্ষেত্রে যেকোনো সেটআপেই এ স্টাইলের সোফা মানিয়ে যাবে। ডিভান এর ক্ষেত্রে সিটারের বাড়তি অংশটি আপনি এপাশ-ওপাশ যেকোনো দিকেই সরাতে পারবেন। এছাড়া এতে কুশনের পাশাপাশি আরও আরামদায়ক করতে পিলোও থাকছে। ফলে আপনি যদি দারুণ কোজি কোন সোফাসেটের কেনার প্ল্যান করে থাকেন, নিঃসন্দেহে Nebraska-কে বেছে নিতে পারেন।
স্টাইলটা হোক কোজি সাজে
একই প্যাটার্নে ডিজাইন করা আরেকটি সুপার স্পেশাস সোফাসেট হলো Citron। এতে ডিভান স্টাইলে একটি অংশ থাকার পাশাপাশি সিটিং অপশনও বেশি রয়েছে। আপনি চাইলে এটিকে সিঙ্গেল সোফা হিসেবে রেখেও সাজাতে পারবেন, তেমনি রুমের মাঝামাঝি অংশে গোল করে রেখে অনেকটা মডিউলার থিমেও সাজাতে পারবেন।
কাছাকাছি স্টাইলের অন্য আরেকটি সোফা হচ্ছে Nottingham। মিনিমালিস্টিক ডিজাইনে করা বেশ আধুনিক এবং স্মার্ট এই সোফাসেটটি ছিমছাম সাজের লিভিং রুমের লুকের জন্য এক কথায় পারফেক্ট। এই সোফা সেটের দুইটি সিটার এবং ডিভান চাইলে আলাদা পজিশনে রাখা সম্ভব। সাথে ভিন্নতা আনতে সোফার সাথে কিছু কালারফুল কুশন রাখতে পারেন। এছাড়া যারা সোফায় উঁচু হাতল থাকা পছন্দ করেন, তারা Nottingham সোফাটি নিশ্চিন্তে পছন্দ করতে পারেন, যা মিডিয়াম স্পেসের লিভিং রুমে মানিয়ে যাবে খুব সহজে।
সোফা থেকে বেড
মাল্টিফাংশানাল সোফাসেটের তালিকায় থাকা সিম্পল ডিজাইন সাথে অ্যাস্থেটিক স্টাইলের আরেকটি সোফাসেট হচ্ছে Detroit। এই সোফার অন্যতম বিশেষত্ব হচ্ছে এটি মিডিয়াম স্পেসের মধ্যেও সেট করা সম্ভব হবে। তবে এর প্যাটার্ন দেখতে বেশ সিম্পল মনে হলেও, এটি কিন্তু একের ভেতর দুই অর্থাৎ, একদিকে সোফা, অন্যদিকে বেড দুইভাবেই ব্যবহার করা সম্ভব হবে।
অনেকেই লিভিং রুমের জন্য এমন স্টাইলের সোফা খুঁজে থাকেন, যা টিভি দেখা বা বিশ্রাম করার সময়ে বেডে সেট করা সম্ভব। ফলে রিলেক্সে সময় কাটাতে Detroit আপনাকে সেই ব্যবস্থাই করে দিবে। এর সিটার দুইটি পাশাপাশি করে রাখলেই এটি বেডে রুপান্তর করা সম্ভব, সাথে কুশন তো থাকছেই। তাই, কমফোর্টের সাথে ফাংশানালিটির চমৎকার ব্যালেন্সে এই সোফাসেটটি লিভিং রুমের ইন্টেরিয়রকে বেশ প্রাণবন্ত করে তুলবে।
উপরে উল্লেখিত সোফাসেটগুলোর মতো একই প্যাটার্নে ডিজাইন করা হলেও Simsbury এবং Maria এই দুইটির ডিজাইনে একটি ইউনিক দিক আছে। বিশেষ করে Simsbury -এর ডিজাইনে চারটি সিটের পাশাপাশি একটি ডেকোরেশনের জায়গাও পাচ্ছেন। মূলত কাঠের ডিজাইনে শেলফ করা এই অংশে আপনি ম্যাগাজিন, ল্যাম্প, ইনডোর প্ল্যান্টস, কিংবা শোপিস রাখতে পারবেন, যা গতানুগতিক ডিজাইন থেকে সাজে ভিন্নতা আনবে।
তবে Maria সোফাসেটটি একই ধরনের প্যাটার্নে করা হলেও, এতে কোন শেলফের ডিজাইন করা নেই। তবে আপনি চাইলে এই অংশটি ডিভান বা বেডের অংশ হিসেবে ব্যবহার করতে পারবেন। ভাইব্রেন্ট কালার সাথে স্টাইলিশ ফেব্রিকে ডিজাইন করা এই সোফার সিটার নিঃসন্দেহে আপনার মডার্ন ইন্টেরিয়রকে আরও আর্টিস্টিক করে তুলবে।
আর তাই, মডার্ন ইন্টেরিয়র ডেকোরে ট্রেন্ডি এবং স্টাইলিশ ফিচার যোগ করতে হাতিল এর চমৎকার সব সোফাসেটের ডিজাইন আপনার অন্দরের সাজকে ইউনিক করে তুলবে। পছন্দের সোফাসেটটি কিনতে যেকোনো সময় ঘুরে দেখতে পারেন হাতিল–এর দারুণ সব কালেকশন।