sofa sofa

সোফা কাম বেড-দুই চাহিদার এক সমাধান

বর্তমান সময়ে আমরা অনেকেই মিনিমালিস্টিক স্টাইলে ঘর সাজাতে পছন্দ করি। এক্ষেত্রে অতিরঞ্জিত ডিজাইন বা ঘর ভরা ফার্নিচার নয়, বরং খোলামেলা স্পেসে মিনিমাল ডিজাইনে স্পেসের ম্যাক্সিমাম ব্যবহারই প্রাধান্য পায়। তা স্টুডিও অ্যাপার্টমেন্ট হোক কিংবা স্পেশাস লিভিং এরিয়া, ফার্নিচার সিলেকশনে একের ভেতর দুই থিম যেন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নেয়। অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাপার্টমেন্টের স্পেস ছোট হওয়ার কারণে একেক কাজের জন্য আলাদা ফার্নিচার রাখা সম্ভব হয়ে ওঠে না। আর বড় আকৃতির কোন বেড, সোফা রাখার তো প্রশ্নই আসে না। সেক্ষেত্রে আপনি কি বাসায় ফার্নিচার রাখবেন না? 

অবশ্যই রাখবেন। সময়ের সাথে সাথে যেমন মানুষের প্রায়োরিটি এবং ডিমান্ড পরিবর্তন হতে থাকে, তেমনি ডিজাইনের দুনিয়াতেও এসেছে দারুণ সব পরিবর্তন। যা আমাদের প্রতিদিনের জীবন সহজ করার পাশাপাশি করেছে আরও স্টাইলিশ এবং কমফোর্টেবল। তেমনই দারুণ এক উদাহরণ হাতিল-এর সোফা কাম বেড এর এক্সক্লুসিভ সব ডিজাইন। যা আপনার স্টুডিও অ্যাপার্টমেন্ট হোক কিংবা ফ্যামিলি লিভিং, যেকোনো জায়গাতেই মানিয়ে যাবে দারুণভাবে। 

তবে চলুন সোফা কাম বেড-দুই চাহিদার এক সমাধান হিসেবে চমৎকার কিছু ডিজাইন সম্পর্কে কিছুটা আইডিয়া নেওয়া যাক।

sofa

ধরুন, ছিমছাম স্টুডিও অ্যাপার্টমেন্টের জন্য আপনি কোন ফার্নিচার খুঁজছেন, যা একই সাথে অল্প জায়গা নেবে, তেমনি মাল্টিপারপাস ফাংশানালিটিও থাকবে, সেক্ষেত্রে হাতিল-এর স্টাইলিশ Mangosteen -কে নিশ্চিন্তে আপনি আপনার বাসার সদস্য বানিয়ে নিতে পারেন। কমফোর্টেবল ফেব্রিক সাথে কালারফুল মোটিফে ডিজাইন করা মিনিমালিস্টিক সোফা কাম বেড-এর এই ফার্নিচারে আপনি বেশ স্বাছন্দ্যে সময় কাটাতে পারবেন। বিশেষ করে যারা ইকো ফ্রেন্ডলি স্টাইলে ঘর সাজাতে পছন্দ করেন, তারা এই সোফা রাখার পাশাপাশি বিভিন্ন ইনডোর প্ল্যান্টস এবং পেইন্টিং দিয়ে ঘরের কর্নারটি সাজাতে পারেন। এছাড়া বড় আকৃতির অ্যাপার্টমেন্টের লিভিং রুম কিংবা বেডরুমেও সোফা কিংবা ডিভান স্টাইলে এই সোফাটি রাখতে পারবেন, যা আপনার অবসরের সময়কে করে তুলবে আরামদায়ক।       

sofa cum bed

অন্যদিকে যারা একেবারেই সিমপ্লিস্টিক প্যাটার্ন পছন্দ করেন, তাদের জন্য রয়েছে Theremin এবং Granada এই দুইটি দুই এবং তিন সিটের সোফার অপশন। এই সোফা দুইটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যে এটি সোফা থেকে আবার বেড প্যাটার্নে যে করা সম্ভব, তা বুঝতে পারা কিছুটা কঠিনই বলা যায়। আর তাই, ড্রয়িং রুমের চেয়ে স্পেশাস লিভিং রুমেই বরং এই সোফা রাখলে, প্রয়োজনে আপনি চাইলেই এটিকে বেডে পরিবর্তন করা নিতে পারবেন। আর বালিশ হিসেবে ব্যবহার করতে পারেন হাতিল-এর আর্টিস্টিক ডিজাইনের কুশন কালেকশন থেকে আপনার পছন্দের যেকোনোটি।  

sofa cum bed

অনেকটা কাছাকছি ডিজাইনের সোফা সেট হিসেবে Fusion এবং Niger হতে পারে কমফোর্টের আরেকটি দারুণ উদাহরণ। ছিমছাম ডিজাইনের সিম্পল এই সোফার ডিজাইনেরও যে কিছু লুকনো অপশন আছে, তা প্রথম দেখায় বুঝতে পারা কিছুটা মুশকিলই বলা যায়। দুই সিটের সোফা হিসেবে আপনি অনায়াসেই এটি লিভিং রুমে রাখতে পারবেন। সোফায় বসে টিভি না দেখে আপনি একটু রিলেক্স করে দেখবেন ভাবছেন, ব্যাস ব্যাকসাইডটি নামিয়ে সামনের দিকটি উপরে তুলে দিলেই সোফা হয়ে যাবে আরামদায়ক বেড!    

Salamander এবং Detroit এই দুইটি সোফা মূলত এল-শেইপের ডিজাইনে করা। বিশেষ করে যারা মডিউলার ধাঁচের সোফা সেট পছন্দ করেন তাদের জন্য ভিন্ন আরেকটি অপশন হিসেবে এই এল-শেইপ সোফা বেশ জনপ্রিয়। মজার বিষয় হচ্ছে, এই সোফার ডিজাইন এমনভাবে করা হয়েছে যে সোফা রিপজিশন করার মাধ্যমে এটিকে ডাবল বেড করা সম্ভব। আর এর কুশনগুলো আপনি সহজেই বালিশ হিসেবে ব্যবহার করতে পারছেন। অন্যদিকে Salamander সোফাটি রিপজিশনও করার প্রয়োজন হচ্ছে না। বরং, সোফার নিচের অংশটি উপরে তুলে দেওয়ার মাধ্যমেই তা স্পেশাস ডাবল বেড হয়ে যাবে। 

তবে হাতিল এর কালেকশনে যুক্ত হওয়া সোফা কাম বেডের বেশ ইউনিক একটি উদাহরণ Soursop। এই সোফার নিচের অংশে চাকা থাকায়, এর সেটআপ পরিবর্তন করা বেশ সহজ। আর এর দুই পাশে থাকা সাইড টেবিল দুইটি সোফার পাশে রাখা ছাড়াও খুব সহজেই তা বেড সাইড টেবিল হিসেবেও ব্যবহার করতে পারবেন। যা প্রতিদিনের দরকারি জিনিস রাখা ছাড়াও, ম্যাগাজিন, ল্যাম্প, ইনডোর প্ল্যান্টস দিয়েও সাজিয়ে নিতে পারবেন। 

নবদম্পতিরা সংসারের শুরুতেই ঘরের জন্য একান্তই প্রয়োজন এমন কিছু ফার্নিচার কেনাকেই প্রাধান্য দিয়ে থাকেন। আর তাই, বাজেট এবং একেক ভেতর দুইয়ের দারুণ এক সমাধান হিসেবে হাতিল এর সোফা কাম বেড অপশনগুলো নিঃসন্দেহে আপনার ঘর সাজানোর অভিজ্ঞতাকে আরও নান্দনিক এবং সময়োপযোগী করে তুলবে।   

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।