প্রিয় মানুষকে পছন্দের কিছু উপহার দিয়ে অবাক করে দিতে কে না চায়? প্রায়ই প্রতিটি উৎসব বা উপলক্ষ ছাড়াও আমরা প্রিয় মানুষকে এমন কিছু উপহার দিতে চাই, যেন সে আনন্দিত হয়।
উপহার তো অনেক রকমের হতে পারে, কিন্তু যদি হয় ঘরের অলংকার, তাহলে পরিপাটি করে ঘরোয়া মানুষটি সবচেয়ে বেশী খুশি হয়। কারণ, দিনশেষে যে যার ঘরে ফিরতে পারলেই আসল শান্তির তৃপ্তিটা পায়। নিজের সৌন্দর্যবোধের বিষয়টা তো আছেই, এছাড়াও বাসায় মেহমান এলেও কিন্তু আমরা ড্রয়িং রুম, ব্যালকনি থেকে বেডরুম পর্যন্ত, প্রায় পুরো বাড়ি সাজিয়ে রাখতে পছন্দ করি। কারণ, একটি বাড়ীর সৌন্দর্য সেই বাড়ির মানুষের রুচিবোধ ও পছন্দের বহিঃপ্রকাশ। আমাদের প্রায় সবার ঘরের ই একটা বিশাল জায়গা জুড়ে বিভিন্ন ভারী কাঠের ফার্নিচার থাকে, সেক্ষেত্রে আমরা ঘরের আয়তন অনুযায়ী, ঘর কে সাজানোর জন্য, প্রিয় মানুষের পছন্দসই বিভিন্ন কাঠের সামগ্রী কিনতে পারি। আর, প্রিয় মানুষের পছন্দকে প্রাধান্য দিতে, ভালোবাসা দিবসের উপলক্ষ থেকে সেরা আর কী হতে পারে?
সেজন্যেই আগে জানতে হবে প্রিয় মানুষটির পছন্দ, রুচিবোধ বা শখ সম্পর্কে। কেউ হয়তোবা দেশীয় ধাঁচের মিনিমাল ক্রাফট গুলো পছন্দ করেন, কেউ পছন্দ করেন মডার্ন ডিজাইন ও মোটিফ, কেউবা পছন্দ করেন ভিনটেজ অ্যাস্থেটিক। তাই, আগে জানতে হবে কী দিয়ে তাকে চমকে দেওয়া যায়। এবার আসা যাক তার শখ বা প্রয়োজনের আলোচনায়। কারো হয়তো বারান্দায় গাছগাছালির মাঝে বহুদিন ধরে চেয়ার পেতে বিকেলের চা উপভোগ করার ইচ্ছে, কেউ হয়তোবা আবার একটু ছোটবেলায় ফিরে যাবার জন্য ছাদের বড় পরিসরে দোলনা সাজিয়ে দোল খেতে পছন্দ করেন। হয়তো আপনার প্রিয় মানুষটি বইয়ের পোকা, সাজিয়ে দিন না তার পছন্দের বইগুলো নতুন কোন বুকশেলফে। বিয়ের স্মৃতি হিসেবে পাওয়া উপহারগুলো যত্নে রাখতে হয়তো তার প্রয়োজন চেস্ট অব ড্রয়ারের। একান্ত এই কাছের মানুষটিকে আপনি কতটুকু জানেন তারও একটি প্রমাণ হিসেবে পরিচয় পেতে পারে আপনার উপহার দেওয়া ঘর সাজানোর পণ্যটি।
জীবনসঙ্গী হিসেবে একে-অপরের পছন্দ জানা ও পূরণ করার মাধ্যমে তৈরি হয় নানান সুন্দর সব মুহূর্ত, একসময় এই এই প্রিয় মুহূর্তগুলো স্মৃতি হিসেবে জমা রয়ে যায় জীবনের সুন্দর একটি অংশ হয়ে। আর ঘর যখন মনের মতো হয়, তখন ঘরের চেয়ে আপন আর কোন স্থান নয়। ভ্যালেন্টাইন ডে, অর্থাৎ ভালোবাসা দিবস তো ভালোবাসা নামক সম্পর্কগুলো সেলিব্রেট করা, তাই না? যদি তাই-ই হয়, তাহলে এই ভালোবাসা দিবস থেকে, জীবনের নতুন এক যাত্রা শুরু হলে কেমন হয় ? সংসার যদি সুখের হয় রমণীর গুনে, তাহলে রমণীর পছন্দ কে প্রথম তালিকায় রাখতেই হয়। তাই না? ঘরের জরুরী সব আসবাবপত্র গুলো এজন্যেই প্রিয় মানুষের পছন্দ অনুযায়ী কেনা উচিৎ, তাহলে এগুলোর যত্ন করার ব্যাপার টাও আর পরিশ্রমের কাজ বলে মনে হয়না।
তাই, ক্লাসিক কিংবা মডার্ন ডিজাইনের বৈচিত্র্যময় সব আসবার কেনার জন্য আপনি ঘুরে আসতে পারেন আপনার নিকটস্থ হাতিল ফার্নিচারেরর শো-রুম থেকে। কারণ তাদের কালেকশনে রয়েছে, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং কিংবা রিডিং রুমের অনেক কালেকশন, যা আপনার ঘরকে করে তোলে হৃদয়ের আরো কাছাকাছি।