sofa sofa

অন্দরের সাজে সরলতার ছোঁয়া

আদনান আর সুলতানা ভীষণ ক্যারিয়ার ওরিয়েন্টেড। বিয়েটা তাই বেশ সময় নিয়েই করেছেন। দুই পরিবার তো রীতিমতো চিন্তায় পড়ে গেছিলো ওরা বিয়েটা করবে কবে! অতঃপর ফ্যামিলির বড়রা ধুমধাম করে একরকম ঘাড় ধরেই বসেই বসিয়ে দিলেন বিয়ের পিঁড়িতে। আদনানদের ফ্যামিলি বিজনেস। বিশাল কারবারের মতোই বাড়িতে কোনো প্রোগ্রাম হলে গেস্টলিস্টও হয় বিশাল। সুলতানা একটা প্রাইভেট ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট। সুতরাং, তার গেস্টও আসে অহরহ। তাই বাড়িতে লিভিংরুম আর লবি বিশাল। তবে অতিরিক্ত গর্জিয়াস ইন্টেরিয়র পছন্দ করেন না ফ্যামিলির কেউই। বরং, সুলতানার মতে, ফার্নিচার আর ডেকোরেশন যত মিনিমাল আর ক্লাসি, বাড়িটা দেখতে ঠিক ততটাই এলিগ্যান্ট লাগে। 

লিভিংরুমে চার সেট সোফার মধ্যে hyperbole-317 কেনা হয়েছে সুলতানার শ্বশুরের পছন্দে। ডিজাইনটা ভিন্টেজ আর ফ্যাব্রিকটা লেদার হওয়ার কারণে পুরো সোফা সেটটার মাঝে এক ধরনের অরিজিনালিটি আছে বলে মনে করেন তিনি। এই টেকসই, মজবুত, সিম্পল আর অথেন্টিক ভাবটা তার নিজের পার্সোনালিটিকেই যেন এক্সপ্রেস করে। সাথে সেন্টার টেবিল হিসেবে আছে Starling-127, সিম্পল আর স্মার্ট। মজার ব্যাপার হলো, নিজের গেস্ট আসলে তিনি তাদের নিয়ে সবসময় লিভিংরুমের এই সাইডেই বসেন, কখনোই ব্যতিক্রম হয় না। সুলতানা আর তার শাশুড়ি এই কাণ্ড দেখে খুব মজা পান। 

leather sofa

লিভিংরুমের আরেকপাশে আছে Surrey-107. ভীষণ মডার্ন এবং একদম মিনিমাল একটা সোফা সেট। ফ্যাব্রিক কালারের সাথে কনট্রাস্ট করে একগাদা Bunny-103 ছড়িয়ে দিয়েছেন তার শাশুড়ি। আয়েশ করে না বসতে পারলে কি আর আড্ডা জমে! সুলতানার শাশুড়িরা এগার ভাইবোন। সুতরাং, তার পক্ষের গেস্টরা এলে একদম হাউজফুল হয়ে যায়। আড্ডা আর চা-নাস্তা চলতেই থাকে। সে কথা মাথায় রেখেই তিনি সেন্টার টেবিল নিয়েছেন দু’টা- Volga-110 থাকে মাঝে আর Falcon-165 থাকে সাইডে। আফটার অল, ফ্যামিলির বস তো তিনিই! 

center table

এমন আলিসান লিভিংরুমে ডিভান না থাকলে কেমন হয়! তাই Grape-259 দখল করেছে রুমের আরেক অংশ। গল্প করতে করতে এলিয়ে পড়া যায়। Latica-333 আর Grape-259 যেহেতু কাছাকাছি কালারের, তাই রুমের দুই দিকে কর্নার পজিশনে রাখা হয়েছে সোফা সেটগুলিকে। আর সেখানে আছে Danube-111, ডিভানের স্টাইলের সাথে পারফেক্ট ম্যাচিং। খেয়াল করলে দেখা যাবে, রুমের প্রতিটা সেন্টার টেবিলই কিন্তু বেশ বড় আর টেবিলের নিচে স্টোরেজ ফ্যাসিলিটি আছে। নানা দেশ থেকে আনা শোপিস আর দেশি-বিদেশি বিভিন্ন ম্যাগাজিনে ভরপুর কোনো কোনোটা। পেপারব্যাক পড়ার অভ্যাসটা ফ্যামিলির সবারই আছে এখনও। Anderson-279 আছে আরেকপাশে। মডার্ন, মিনিমাল কিন্তু খুবই কমফোর্টেবল। ব্রাইট কালারের ফ্যাব্রিক আর সিম্পল ডিজাইনের কারণে বেশ একটা ফরমাল লুক আছে সোফা সেটটার মাঝে। রুমের ইন্টেরিয়রেও সেই ছোঁয়া লাগে এই সোফার কারণে। বিজনেস পারপাজে যেসব গেস্ট আসে, তাদের আপ্যায়নটাও তো একটু ফরমালই হওয়া ভালো। তাই না? এখানে Leganes-184 প্লেস করার কারণ মূলত ডিজাইনে একটু ভিন্নতা আনার চেষ্টা। বাকি সেন্টার টেবিলগুলো কিছুটা ট্র্যাডিশনাল। সেখানে Leganes-184 ব্যতিক্রমী একটা আমেজ আনে। 

hatil sofa

এছাড়াও, ডুপ্লেক্স বাড়িটার দোতলায় আদনানের একটা আলাদা রুম আছে। সেখানে বসে ফ্যামিলি বিজনেস, নিজের বিজনেসের পাশাপাশি অন্যান্য কাজও করেন তিনি। এই রুমে বাড়ির কেউ খুব একটা আসে না। লিভিংরুমে যেহেতু গেস্টদের আনাগোনা লেগেই থাকে, তাই নিজের কাছের মানুষজন কেউ এলে আদনান তাদেরকে সরাসরি দোতলায় নিজের কাজের রুমটায় নিয়ে আসেন। তিনি নিজের টেস্ট অনুযায়ী Liverpool-216 কিনেছেন এই রুমের জন্য। ডিজাইনটা একেবারেই এক্সেপশনাল আর সোফাটা ভীষণ কমফোর্টেবল। নিজের পোশাক থেকে শুরু করে ফার্নিচার পর্যন্ত সবকিছুতেই কমফোর্ট আর ক্যাজুয়াল লুক পছন্দ করেন আদনান। এখানে সেন্টার টেবিলের প্রয়োজন হয় না সেভাবে। তিনি Rudolph-108 রেখেছেন জায়গাটা যেন একদম খালি না দেখায় সেজন্য। 

side table

বাড়ির বিশাল লবিটাতে Solitaire-114 & Portico-108 রেখেছেন আদনান আর সুলতানা। আগে বিশাল বিশাল বনেদি চেয়ার রাখা থাকতো সেখানে। বাবা আপত্তি করতে পারেন ভেবে আদনান কখনো সেগুলো রিপ্লেস করার কথা বলেননি। কিন্তু সুলতানার কনভিন্সিং পাওয়ার দুর্দান্ত! তিনি শ্বশুরকে বোঝালেন ফ্যামিলির স্ট্যাটাসের সাথে ম্যাচ করতে হলে আধুনিক চেয়ার থাকা উচিত। ভিন্নধর্মী এই চেয়ারগুলো তার শ্বশুর এত পছন্দ করবেন তা ফার্নিচার কেনার আগে কেউই ভাবতে পারেনি। 

হাতিল-এ কিন্তু সিম্পল থেকে শুরু করে এলিগ্যান্ট – সব ডিজাইনের সোফাসেটই আছে। আপনার লিভিংরুমের জন্য আপনি কোনটা কিনেছেন? 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।