mini cabinet mini cabinet

মডার্ন মিনি-কেবিনেট সেটআপে ইন্টেরিয়র হয়ে উঠুক স্টাইলিশ 

মডার্ন ইন্টেরিয়র ডেকোরেশনে সঠিক ফার্নিচার সিলেকশন বেশ গুরুত্বপূর্ণ। রুমের সাইজ, মানানসই পেইন্ট, সে সাথে স্পেসের ধরণ অনুযায়ী কোন রুমে কেমন ফার্নিচার রাখবেন, তার উপরই মূলত ঘরের সৌন্দর্য ফুটে ওঠে। ঘরের অন্যান্য রুমের মতো ডাইনিং রুমের ইন্টেরিয়র ডেকোরেশনে নান্দনিক ডিজাইনের ডাইনিং সেট যেমন প্রয়োজন, তেমন ডাইনিং এর দরকারি সব জিনিস পরিপাটি স্টাইলে রাখতে প্রয়োজন ফাংশানাল কেবিনেট। যেখানে ডাইনিং এসেনশিয়ালস রাখার পাশাপাশি, টপ স্পেসে ডেকোরেশন আইটেমও রাখতে পারবেন। 

তবে চলুন হাতিল এর কালেকশনে থাকা, এমন স্টাইলিশ কয়েকটি মিনি-কেবিনেট ডিজাইন সম্পর্কে জেনে নেওয়া যাক। 

 

গ্লাস টপ মিনি কেবিনেট      

সিমপ্লিস্টিক ডিজাইন সাথে মডার্ন গ্লাস টপ প্যাটার্নে বানানো হাতিল এর Linen মিনি কেবিনেট। মাঝের অংশে কাঠের ডাবল ডোর, আর দুই পাশে বেশ কয়েকটি ড্রয়ারে ডিজাইন করা এই কেবিনেটে রাখা যাবে প্রয়োজনীয় যেকোনো কিছু। মিনি কেবিনেট বলা হলেও এর ভেতরে এবং প্রতিটি সেকশনে বেশ ভালো পরিমাণ জায়গা থাকায়, এতে একেকটি অংশে আপনি ডাইনিং এর জন্য প্রয়োজনীয় কাটলারি রাখতে পারবেন। তেমনি খাবার স্টোর করার জন্য ও এই কেবিনেট বেশ কার্যকরী। আর এর উপরের অংশে যেহেতু গ্লাস দিয়ে ডিজাইন করা হয়েছে, তাই উপরের অংশে ছোট ইনডোর প্ল্যান্টস, ল্যাম্প কিংবা আর্টিস্টিক ডেকর আইটেম রেখে জায়গাটি সাজিয়ে নিতে পারবেন। 

ট্র্যাডিশনাল স্টাইলের মিনি কেবিনেট 

লিভিং রুম কিংবা ডাইনিং এর ইন্টেরিয়রে ভিন্নতা যোগ করবে ট্র্যাডিশনাল স্টাইলের মিনি কেবিনেট Lace। অনেকটা ট্র্যাডিশনাল জানালা স্টাইলে ডিজাইন করা এই কেবিনেটের দুইপাশে দুইটি ডোর কেবিনেট রাখা হয়েছে। আর মাঝে রয়েছে দুইটি মিনি সেকশন সাথে একটি ওপেন স্পেস যেখানে বই বা ম্যাগাজিন রাখা যাবে। লিভিং রুমের কোজি আবহে বসে গল্প-আড্ডা কিংবা টিভি দেখার জন্য এই কেবিনেট হতে পারে টিভি সেট করার জন্য পারফেক্ট একটি অপশন। এছাড়া চাইলে  ডেকোরেশনের আইটেম দিয়েও এর উপরের অংশটি সাজিয়ে নিতে পারছেন, যা লিভিং রুমের ইন্টেরিয়রকে আরও নান্দনিক করে তুলবে। 

mini cabinet

কর্ণার ডেকোরে ফাংশানাল মিনি কেবিনেট  

মিনি কেবিনেট হলেও হাতিল-এর Elgar কিন্তু বেশ স্পেশাস এবং ফাংশানাল একটি ফার্নিচার। এতে ছোট-বড় মিলিয়ে মোট তিনটি ড্রয়ারের অপশন রয়েছে। আর সে সাথে স্বচ্ছ কাছের গ্লাসে ডিজাইন করা দুইপাশে দুইটি সহ মোট চারটি ডোরের সেকশন রয়েছে। একেক অংশে একেকটি প্রয়োজনীয় জিনিস রাখার জন্য এই কেবিনেটে বেশ কয়েকটি অপশনই রয়েছে। যা ডাইনিং এর কর্ণার ডেকোরে বেশ ভালোভাবেই মানিয়ে যাবে। 

mini cabinet

এছাড়া যারা ঘরে জুস বা কফি কর্ণার ডিজাইন করার প্ল্যান করছেন, তাদের জন্যও হাতিল নিয়ে এসেছে Helios এবং Cashew এর মতো এক্সক্লুসিভ দুইটি কেবিনেট ডিজাইন। এর মধ্যে Helios বেশ সিমপ্লিসটিক প্যাটার্নে ডিজাইন করলেও, Cashew সম্পূর্ণভাবেই মডার্ন ফিচারে ডিজাইন করা হয়েছে। যেখানে রয়েছে হিডেন স্টোরেজ সেকশন, গ্লাস হ্যাঙ্গিং শেলফ, সাথে কাস্টমাইজড সিটিং এরিয়া, যা লিভিং রুমের ইন্টেরিয়রকে বেশ অ্যাস্থেটিক করে তুলবে।       

Helios-102 

আর তাই, শৌখিনতার আবেশে ঘরকে সাজিয়ে তুলতে ছোট-বড় প্রতিটি প্ল্যানই ঘরের ইন্টেরিয়রে ভীষণ ভাবে প্রভাব ফেলে। প্রতিদিনের মুহূর্তকে আরও প্রাণবন্ত এবং স্পেশাল করতে, HATIL এর স্টাইলিশ এবং কোজি মিনি-কেবিনেট ঘরের ইন্টেরিয়রকে সাজিয়ে তুলবে অর্গানাইজড ডিজাইনে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।