ড্রইং রুমের ডিজাইন ড্রইং রুমের ডিজাইন

ড্রইং রুমের ডিজাইন: আধুনিক ডেকোরেশনে ড্রইং রুমের ডিজাইন

ড্রইং রুমের জন্য মধ্য-শতাব্দী থেকে বর্তমান পর্যন্ত অসংখ্যা স্টাইলের ফার্নিচার রয়েছে। এতকিছুর ভিড়ে ড্রইং রুম ডিজাইন বেশ কষ্টের মনে হলে আধুনিক পদ্ধতির অল্প কিছু ফার্নিচার দিয়েই ড্রয়িংরুমকে রুচিশীল করে ফেলা সম্ভব। 

বিশেষ করে HATIL-এর আধুনিক ড্রয়িং রুম ফার্নিচার কালেকশন দেখে আপনি ডেকোরেশন সম্পর্কে বেশ খানিকটা ধারণা হয়ে যাবে। তারপরও আরও স্বচ্ছ ধারণা দিতে এই পোস্টে আমরা আধুনিক ড্রয়িং রুমের ডিজাইন নিয়ে আলোচনা করবো।

ড্রইং রুমের ডিজাইন কি রকম হতে পারে?

ড্রইং রুমের ডিজাইন স্টাইল ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে। এখানে কিছু জনপ্রিয় ডিজাইন স্টাইল এবং তাদের বৈশিষ্ট্য দেওয়া হলো:

  • মডার্ন স্টাইলঃ এ ধরনের ফার্নিচার সাদা, ধূসর, কালো বা নিউট্রাল রঙের হয়ে থাকে। এর ডিজাইনে সরলরেখা বা চতুর্ভুজ বেশি থাকে। বেশিরভাগ ফার্নিচার মেটালিক ফিনিশ অথবা গ্লাস ও কাঠের সংমিশ্রণে বানানো হয়। 
  • ক্লাসিক স্টাইলঃ ক্লাসিক ফার্নিচার পুরনো সময়কার মত হালকা গোলাপি, বেইজ, সোনালী বা ব্রাউন রঙের হয়ে থাকে। কাঠের সোফা বা আরামদায়ক চেয়ারের এরকম ডিজাইন বেশি দেখবেন। এগুলো ঝাড়বাতি ও পর্দার সাথে পুরনো এপার্টমেন্টের ড্রয়িং রুমে ভাল মানিয়ে যায়।
  • বোহেমিয়ান স্টাইলঃ হাতিলের সাইটে দেখবেন উজ্জব্ল লাল বা নীল রঙের নরম সোফার কালেকশন হয়েছে। এগুলো দেখতে হ্যান্ডক্রাফ্টেড মনে হয়। একেবারে ছিমছাম স্টাইল পছন্দ করে এরকম ত্রেতাদের জন্য সোফাগুলো বেশ ভালো।
  • মিনিমালিস্টিক স্টাইলঃ যারা তেমন ফ্যাশন বা উজ্জ্বল সাজসজ্জা পছন্দ করে না তাদের জন্য মিনিমালিক স্টাইলের সাদা, ধূসর বা কালো রঙের মিনিমালিস্ট ডিজাইন ভাল হবে। ছোট ও সিম্পল হবার কারণে অনেকে এগুলো পছন্দ করে। ব্যবহার করার পাশাপাশি এগুলো এক জায়গা থেকে আরেক জায়গাতে নেওয়াও বেশ সহজ।
  • ট্রপিকাল স্টাইলঃ ট্রপিকাল স্টিইলের ফার্নিচারে ফাপা কাঠ, বাঁশ বা মেটাল বেশি লক্ষ করা যায়। সোফা ও টেবিলগুলো এ ধরনের হয়ে থাকে। তবে এর সাথে ইনডোর প্লান্ট রেখে বেশ ভাল ইন্টেরিয়র ডিজাইন করা যায়। 

আরো পড়ুন: খুঁজে নিন আপনার পছন্দের টিভি কেবিনেট

একটি আধুনিক ড্রইং রুমকে কিভাবে ডিজাইন করা যায়?

আপনি আধুনিক হলেও, আসবাবপত্র যদি সত্যিই অরুচিকর বা সেকেলে হয়, তবে এটিকে আধুনিক ড্রয়িং রুম বলে মনে হবে না। আধুনিক রুম বানাতে প্রতিটি আসবাবপত্রের অবস্থান, রঙ এবং বিন্যাস গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। নিচে একটি সঠিক বিন্যাসের ধারণা দেওয়া হলো—

ড্রইং রুমের ড্রইং রুমের ডিজাইন আইডিয়াডিজাইন আইডিয়া

১. সোফা: মূল আকর্ষণ

সোফা ঘরের মূল ফোকাল পয়েন্টে রাখুন, যেমন টিভি কেবিনেটের সামনে। রুম বড় হলে এল-শেপ বা যেকোনো থ্রি সীটার সোফা বেছে নিন। রঙের ক্ষেত্রে অ্যাশ বা গ্রে কে বেশি প্রাধান্য দিন। সবকিছু মিলিয়ে ব্যালেন্স আনতে সোফার সাথে অবশ্যই উজ্জ্বল কুশন বা থ্রো ব্যবহার করুন। আর সোফার পিছনে দেয়াল হলে, সেখানে একটি বড় আর্ট পিস বা মিরর লাগান।

২. সেন্টার টেবিল: সোফার সঙ্গী

সেরা পারফরম্যান্স পেতে গ্লাস টপ বা উডেন টপের সেন্টার টেবিল ব্যবহার করুন। যেহেতু এখানে বসে বিভিন্ন কাজও করবেন, তাই সেন্টার টেবিল মিনিমাল এবং ফাংশনাল হওয়া উচিত। কিছু মডুলার সেন্টার টেবিল রয়েছে যা সহজে সরানো ও খুলে রাখা যায়। এধরনের সেন্টার টেবিল নিলে সোফার মাঝখানে রাখুন এবং চারপাশে পর্যাপ্ত হাঁটার জায়গা রাখুন।

৩. টিভি কেবিনেট: মাল্টি-ফাংশনাল স্টোরেজ

হাতিলের কালেকশন থেকে স্লিম এবং মডার্ন ডিজাইনের টিভি কেবিনেট বেছে নিন। কেবিনেটে বিল্ট-ইন শেলফ বা ড্রয়ার থাকা ভালো। ড্রয়িং রমে ঠিক সোফার বিপরীতে টিভি কেবিনেট স্থাপন করুন। টিভি কেবিনেটের উপর একটি এলইডি টিভি রাখতে পারবেন, সাথে ঘড়ি, চশমা, ফুলদানিসহ অন্যান্য ইলেক্ট্রনিক্স ও রাখতে পারবেন।

৪. ডিভান: আরামদায়ক সোফা

দেয়ালে বড় কাচের জানালার পাশে বা সোফার পাশে ডিভান রাখতে পারেন। আবার সোফার বদলেও ডিভান ব্যবহার করা যায়। আধুনিক বাসাবাড়ির জন্য ফেব্রিক ডিভান বা মডুলার ডিভান বেশ সুন্দর লাগবে। অনেক ডিভানের সাথেই কুশন থাকে, আবার অনেক ডিভানের জন্য আলাদা কিনে নিতে হয়। 

৫. শেলফ: জায়গা বাঁচানোর সমাধান

একটা ড্রয়িং রুমের শোভা বাড়াতে শেলফ বড় ভূমিকা রাখে। এখানে বিভিন্ন শোপিস, ফুলদানি, সার্টিফিকেট, মেডেল এসব রেখে আভিজাত্য বাড়িয়ে নেয়া যায়। টিভি কেবিনেটের পাশে বা রুমের কোনায় শেলফ রাখলে দেখতে সবচেয়ে ভাল লাগে। যারা বই লাভার তাদের জন্য বুক শেলফ রাখা তো একেবারেই অবধারিত। 

এসবকিছু কেনা হলে ভালভাবে সেট করে রুমে পর্যাপ্ত প্রাকৃতিক আলো প্রবেশ করতে দিন। বাইরের আলো কম এলে ফ্লোর ল্যাম্প বা রিসেসড লাইট ব্যবহার করুন। এতে হালকা আলো আসবাবপত্রের সাথে মানানসই হয়ে নিউট্রাল কালার ধরে রাখবে। আর অবশ্যই আসবাবের মাঝে পর্যাপ্ত স্পেস রাখুন যেন রুম খোলামেলা লাগে।

যেভাবে আধুনিক ড্রয়িং রুমকে সুন্দর করবেন

বিভিন্ন ভিনটেজ ফার্নিচারের সংমিশ্রণে ফার্নিচার ও অন্যান্য জিনিস গুছিয়ে রেখে সহজেই ড্রয়িং রুমকে সুন্দর করতে পারবেন। এরকম কিছু টিপস রইলো—

ভিনটেজ ইন্টেরিয়র ব্যবহার করুন

একটি আধুনিক ডিজাইনের ড্রয়িং রুম সাজাতে অনেকসময় ভিনটেজ ফার্নিচার ও উপকরণ লাগে। জ্যামিতিক আকারের জিনিসগুলি আধুনিক বাসার জন্য বেশি ফিট করবে।

আপনার ড্রয়িং রুম রিডিজাইন করুন

সঠিক ফরমেশনের হাতিলের ৯০টিরও বেশি ড্রয়িং রুমের ফার্নিচার ডিজাইন ফলো করতে পারেন। কোন ফার্নিচার কোন পজিশনে রাখলে সৌন্দর্য বেশি ফুটে উঠবে সেটা বুঝতে পারলে ড্রয়িং রুম ডেকোরেশন বেশি সহজ হয়ে যাবে। 

ড্রয়িং রুম সাজিয়ে গুছিয়ে রাখুন

একটি আধুনিক ড্রয়িং রুম তৈরির পরবর্তী ধাপ হল আপনার জিনিসপত্র সংগঠিতভাবে সাজানো। যেমনঃ একটি রকিং চেয়ার কখনোই আপনার ড্রইং রুম এর জন্য সঠিক পছন্দ নয়, তাই ড্রয়িংরুমে না রেখে এটিকে বেড রুমকে আরো দুর্দান্ত ও কার্যকরী হতে পারে। আবার অপ্রয়োজনীয় জিনিসপত্র ড্রয়িং রুমে না রাখলে অতিথিরা বেশি স্বস্তির সাথে সময় কাটাতে পারবে।

আপনার ড্রয়িং রুম থেকে বিশৃঙ্খলা দূর করুন

দেয়ালে আর্ট বা ছবি ঝুলান

ড্রয়িং রুমের দেয়ালে বড় পেইন্টিং বা ওয়ালমেট রাখলে সেটা আপনার ব্যক্তিত্ব প্রকাশ করবে। অনেকে নিজের পছন্দের গান ও সিনেমার পোস্টার ও রাখে। তবে যেটাই রাখা হোক, এর শিল্পগুণ আছে কিনা নিশ্চিত হতে হবে। 

আরো পড়ুন: হাতিলের সেরা ১০টি সোফার ডিজাইন

একটি অনন্য গ্রামীণ শৈলী চয়ন করুন

অনাবৃত ইটওয়ার্ক, শক্ত কাঠের রশ্মি, প্রাচীন নকশার কার্পেট এবং একটি পেঁচানো সোফা বালিশের সাথে, আধুনিক ঐতিহ্য মিশ্রিত লিভিং রুমের ধারণাটি স্বাগত জানানোর পাশাপাশি এটি বেশ চাহিদা মন্ডিত ও সমসাময়িক দেখতে পারে।

প্যাস্টেল, টেরাকোটা এবং বাদামীর মতো একটি হালকা রঙের স্কিম বেছে নিন এবং হয়ত বেত, কাঠ এবং পশমের মতো বেশ কিছু বৈচিত্র্যময় পৃষ্ঠ বেছে নিন তাহলে আপনি নিজের জন্য একটি ক্লাসিক রুম ডিজাইন পেতে পারেন যা এখন সম্পূর্ণভাবে ট্রেন্ডে রয়েছে।

HATIL-এর কাঠের সোফার সংগ্রহগুলি ঐতিহ্যগত এবং আধুনিকতা উভয়ের মধ্যে নিহিত এই ধরনের অভ্যন্তরের জন্য উপযুক্ত।

ঠিক এই ধরণের সোফা গুলোর সংগ্রহ এখন আপনার থেকে খুব বেশি দূরে নয়। পালঙ্কটি আপনাকে একটি দীর্ঘ দিনের উত্তেজনা এবং কঠিন কাজ থেকে মুক্তি দেওয়ার জন্য বোঝানো হয়েছে এবং কাঠের চেয়ার এর ডিজাইন নিজে থেকে একটি স্বাগত জানানোর পরিবেশ তৈরি করে। এগুলি বেশ চ্যাপ্টা এবং সরু কিন্তু মোটামুটি মজবুত পায়া গুলোর সাথে থাকে যার একটি চমত্কার নকশা রয়েছে৷

হ্যান্ডলগুলি বেশ উপরের দিকে কোণযুক্ত। এর নান্দনিক মূল্য ছাড়াও, চেয়ারের সাধারণ নকশা নিশ্চিত করে যে এর অস্তিত্ব এবং কার্যকারিতা দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হবে। HATIL- এর এই আসবাবপত্র গুলো যেকোনো কোন একটি দুর্দান্ত চেহারা দিবে।

আপনি যেকোন মুহুর্তে লোকেদের আমন্ত্রণ জানাতে পারেন এবং তারা আসন গ্রহণ করা মাত্রই একটি আনন্দ অনুভব করবে ও তাতে তারা বিস্মিত হবে।

আরো পড়ুন: নতুন ডিজাইনের ড্রেসিং টেবিল: জেনে নিন হাতিলের সেরা ১০টি নতুন ডিজাইনের ড্রেসিং টেবিল সর্ম্পকে

পরিশেষ

ড্রয়িং রুমকে একটা বাসার প্রধান আকর্ষণ বলা হয়। কারণ ঘরের মানুষ ও বাইরের অতিথিরা সবাই এখানে বেশি সময় কাটায়। এজন্য ডিউরেবল ও নান্দনিক ফার্নিচারের মাধ্যমে আধুনিক ড্রয়িং রুমের ডেকোরেশন করতে হবে। আশা করি আমাদের ডিজাইন আইডিয়া ব্যবহার করে আপনারা উপকৃত হবেন। এছাড়া ড্রয়িং রুম সাজানোর কোনো সহায়তা প্রয়োজন হলে +88 01713441000 নম্বরে কল ও info@hatil.com -এ মেইল করে পরামর্শ নিতে পারেন।

কিছু বহুল আলোচিত প্রশ্নোত্তরঃ

একটি ড্রয়িং রুম সাজাতে কি কি ব্যবহার করা যেতে পারে?

ড্রয়িং রুম সাজাতে ছবির ফ্রেম ও পেইন্টিং ব্যবহার করতে পারেন। এছাড়া কম খরচে ড্রয়িং রুমের দেয়াল সাজাতে পীল-অ্যান্ড-স্টিক পোস্টার ব্যবহার করতে পারেন। এর সাথে রুমের কর্ণারে কর্ণার শেলফ বা বড় সাইজের ফুলদানি রেখে দিতে পারেন। ড্রয়িং রুমে সেন্টার টেবিল ও টিভি কেবিনেট রেখে দিলে এমনিতেই দেখতে ভাল লাগে।

ড্রইং রুমে কার্পেট বা রাগ ব্যবহার করা কি ভালো?

হ্যাঁ, ড্রইং রুমে কার্পেট বা রাগ ব্যবহার করলে আরামদায়ক অনুভূতি আসে। বিশেষ করে সোফা বা সেন্টার টেবিলের নিচে কার্পেট ব্যবহার করুন। ডিজাইনের জন্য নিউট্রাল কালার রাগ বা জ্যামিতিক প্রিন্ট এর কার্পেট বেশ ভালো অপশন। কার্পেট ব্যবহার করলে সহজে রুমের মধ্যে ময়লা ছড়ায় না। 

হাতিল ফার্নিচার স্টোর থেকে কিভাবে ড্রয়িং রুম ডিজাইন করা যায়?

হাতিল ফার্নিচার স্টোরে ড্রয়িং রুমের প্রয়োজনীয় সকল ফার্নিচার রয়েছে। ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়েলে তৈরি কাঠের সোফা, সেন্টার টেবিল, টিভি কেবিনেট, শেলফ ও চেয়ার ইত্যাদি দিয়ে আপনার ড্রয়িং রুমকে লাক্সারিয়াস বানিয়ে নিতে পারেন। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।