logo
  • লিভিং
  • বেডরুম
  • ডাইনিং
  • কিচেন
  • কিডস রুম
  • স্মার্টফিট
  • অফিস
  • রিভিউ
  • বাংলা
  • English
mobile logo
  • বাংলা
  • English
  • লিভিং
  • বেডরুম
  • ডাইনিং
  • কিচেন
  • কিডস রুম
  • স্মার্টফিট
  • অফিস
  • রিভিউ
reading table
মে 4, 2021
কিডস রুম, রিভিউ

Author iftekhar

আদর্শ রিডিং টেবিল: Dennis-101

মার্কেটে প্রোডাক্টের কিন্তু অভাব নেই! তবুও ভিন্নধর্মী ফার্নিচার খুঁজে পাওয়া বেশ কঠিন। ডিজাইনে ইনোভেশন বলতে যা বোঝায়, তার দারুণ এক উদাহরণ হলো হাতিলের মাল্টিপারপাজ রিডিং টেবিল Dennis-101। শত টেবিলের ভিড়ে এই প্রোডাক্টটি নিজের গুণেই অনন্য!

See the price on HATIL

আদর্শ রিডিং টেবিল

একটি ফার্নিচার আপনার জন্য উপযুক্ত কিনা তা কি করে বুঝবেন? তা বুঝতে হলে আগে আপনার এর বিশেষ ফিচার গুলো অবশ্যই জানতে হবে। এর পর বিবেচনা করতে হবে আপনার চাহিদার সাথে যায় কিনা। তবেই তো সেটি আদর্শ ফার্নিচার হবে। আমরা আজকে Dennis-101 এর বিশেষ কিছু বৈশিষ্ট্য বলব। আপনিই সিদ্ধান্ত নিবেন Dennis-101 রিডিং টেবিলটি আপনার জন্য আদর্শ কিনা।

Dennis-101 আদর্শ রিডিং টেবিল কেন?

ডিজিটাল হোক কিংবা পেপারব্যাক, বইপ্রেমী মানুষেরা রোজ কিছু না কিছু পড়াশোনা করেনই। কেউ কেউ বিছানায় আধশোয়া হয়ে বই পড়তে পছন্দ করলেও অধিকাংশ লোকে এখনো টেবিল-চেয়ারেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর ওয়ার্ক ফ্রম হোম-এর কথা কী বলবো!

দীর্ঘক্ষণ টেবিলে কাজ করার জন্য সৌন্দর্যের পাশাপাশি একটি উপযুক্ত উচ্চতা এবং বেশকিছু স্টোরেজ সুবিধা, অর্থাৎ শেলফ এবং ড্রয়ার সম্বলিত টেবিল থাকা খুব জরুরি। আবার বই রাখলেই মচমচ করে প্রতিবাদ করে উঠবে, এমন টেবিলও কেউ চান না! সুতরাং, একটি আদর্শ রিডিং টেবিলের কিছু বেসিক এবং অ্যাডেড ফিচার থাকা দরকার। Dennis-101’এর ফিচারগুলো নিয়ে চলুন একটু গবেষণা করা যাক –

১.ভারসাটাইল স্ট্রাকচার:

Dennis-101 এর মূল আকর্ষণ হচ্ছে এর ডিজাইন এবং স্ট্রাকচারে। প্রথম দর্শনে মনে হবে কোনো কেবিনেট বা সিঙ্গেল কোন ড্রয়ার। পরক্ষণেই আবার বুঝতে পারবেন এর সাথে আছে একটি চেয়ার ও ফোল্ডিং টেবিল! স্পেস সেভিঙের জন্যই এমন ইনোভেশন আনা হয়েছে।

একদিকে ড্রয়ারে রাখতে পারবেন প্রয়োজনীয় সামগ্রী কিংবা বুকশেলফ হিসেবেও ব্যবাহার করতে পারেন। অন্যদিকে বসার জন্য চেয়ার,আবার কাজের জন্য টেবিল। অর্থাৎ, একইসাথে কয়েকটি কাজ করতে পারবে এই একটি ফার্নিচার!

২. ব্যতক্রমী ডিজাইন:

যুগটা মিনিমালিজমের। অযথা জাঁকজমক কিংবা বাড়তি জায়গা দখল করা এখন কেউই পছন্দ করেন না। যেকোনো প্রয়োজনীয় বাড়তি ফিচার কিন্তু ব্যবহারকারীর মনের ওপরও নেতিবাচক চাপ তৈরি করে। একারণে Dennis-101’কে এমনভাবে তৈরি করা হয়েছে যেন আপনার মিনিমালিস্ট ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটে এর মাধ্যমে। এটি যেমন সিম্পল, তেমনি ক্ল্যাসি!

৩. হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল:

ম্যাটেরিয়ালই যদি আন্তর্জাতিক মানের না হয়, তাহলে কি কোনো ফার্নিচারকে আদর্শ বলা যায়? ইম্পোর্টেড বিচ উড এবং ভিনিয়ারড উড দিয়ে তৈরি হয় Dennis-101। ফলে এক টেবিলে আপনি এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করতে পারবেন পড়াশোনা আর কাজের স্মৃতি! নিশ্চিন্তে পারর হয়ে যাবে যুগ যুগ।

৪. পারফেক্ট ফিনিশিং:

সেরা মানের মজবুত কাঠের ওপর বিশেষজ্ঞদের মাধ্যমে দেওয়া হয় পরিবেশবান্ধব ইটালিয়ান আল্ট্রা-ভায়োলেট এবং পলিইউরেথেন ল্যাকারের অ্যান্টিক ফিনিশ। তাই এটি ভেতরে যেমন মজবুত, বাইরে তেমনি ঝকঝকে!

৫. সহজ ব্যবহার:

মাল্টিপারপাজ ফার্নিচার ব্যবহার করা ঝামেলা – এমন একটি ধারণা অনেকেরই আছে। এটি পুরোপুরি নির্ভর করে ফার্নিচারটি কতটা নিপুণভাবে ডিজাইন করা হয়েছে, তার ওপর। হাতিলের বহু বছরের অভিজ্ঞতা এবং ডিজাইনারদের দক্ষতার ফল হলো Dennis-101। ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্যের প্রতিটি খুঁটিনাটি মাথায় রেখেই তৈরি করা হয়েছে এর প্রতিটি ফিচার।

Reading Table for Kids

৬. স্পেস সেভিং:

আধুনিক বাসা-বাড়িতে রুমগুলো ছোট করেই বানানো হয়। আবার অনেকে বাসার কোনো এক কোণে গড়ে তোলেন স্টাডি এবং ওয়ারররকিং স্পেস। এসব ক্ষেত্রে অল্প জায়গায় অনেক সুবিধা দেয় এমন ফার্নিচারই খোঁজেন সবাই। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মাল্টিপারপাজ টেবিলগুলো দেখতে সুন্দর হয় না, আবার সুন্দর করতে গেলে জায়গা দখল করে বেশি।

Dennis-101 এই চ্যালেঞ্জগুলো জয় করার কারণেই অন্যদের থেকে নিজেকে আলাদা করতে পেরেছে। আধুনিক বাসার নান্দনিক রিডিং টেবিলের কথা উঠলে এই টেবিলকে টেক্কা দেওয়া কঠিন!

৭. বাজেট নিয়ে ভাবনাহীন:

অনেকেই বিভিন্ন এ-কমার্স শপ ঘুরে অথবা মার্কেটে গিয়ে দোকানে দোকানে ঘুরে প্রাইস কমপেয়ার করেন। একই কাজ করি আমরাও! ফিচার, কোয়ালিটি এবং অ্যাস্থেটিক ভ্যালুর ভিত্তিতে মার্কেটের যেকোনো রিডিং টেবিলের চাইতে ন্যায্য মূল্যে কিনতে পারবেন Dennis-101।

ভ্যালু ফর মানি, অর্থাৎ বাজেটের মধ্যে সেরা প্রোডক্টের কথা আসলে Dennis-101’ই একমাত্র টেবিল যা নিয়ে আপনার মনের কোনো দ্বিধা থাকবে না।

৮. টেকসই:

একটি ফার্নিচার মানে যুগ যুগের সঙ্গী এবং শত সহস্র স্মৃতির সাক্ষী। কষ্টের টাকায় এমন প্রোডক্ট কেউই কিনতে চান না যেটি ক’মাস পরই বাতিল হয়ে যাবে! বিগত কয়েক দশক ধরে সেই স্থায়িত্বের প্রতিশ্রুতিই পালন করে আসছে হাতিল। আমাদের অভিজ্ঞতা, দক্ষতা এবং পরিশ্রমের ফসল হিসেবে আমরা প্রতিটি প্রোডাক্ট তুলে দেই গ্রাহকবৃন্দের হাতে। তাই নিশ্চিত টেকসই রিডিং টেবিল হিসেবে Dennis-101 আপনার বিশ্বস্ত সঙ্গী হয়ে থাকবে।

৯. আধুনিক, নান্দনিক এবং রুচিশীল:

আপনার বাসার প্রতিটি ফার্নিচার আপনার ব্যক্তিত্বের ছোঁয়া বহন করে। তাই সোফা কিংবা শোকেস থেকে শুরু করে রিডিং টেবিল পর্যন্ত প্রতিটি ফার্নিচারেই আপনার রুচির বহিঃপ্রকাশ থাকা উচিৎ। ইনোভেটিভ, অ্যান্টিক, মিনিমাল এবং স্টাইলিশ Dennis-101 তাই আপনার সিগনেচার ফার্নিচার হয়ে উঠবে নিমিষেই!

পরিশেষে

রিডিং টেবিল একইসাথে প্রয়োজনীয় এবং শৌখিন একটি ফার্নিচার। কাজ এবং পড়াশোনার মতো খুব গুরুত্বপূর্ণ সময়গুলো আমরা এখানে ব্যয় করি। তাই আমাদের একটা বড় রকমের ইমোশনাল ইনভেস্টমেন্ট থাকে এর পেছনে। রিডিং টেবিলের সাথে আপনার সেই অমূল্য সম্পর্কের কদর আমরা বুঝি। তাই আপনার জন্য আমাদের উপহার আদর্শ রিডিং টেবিল Dennis-101।

Related posts:

  • ওয়ারড্রব ডিজাইনহাতিল ফার্নিচার সেরা ৫টি ওয়ারড্রব ডিজাইন
  • Hatil 5 Best Low-Height Tv Cabinet Designs And PriceHATIL-এর সেরা ৫টি লো-হাইট টিভি কেবিনেট ডিজাইন ও দাম
  • Best Low Height Bed Designs and Priceহাতিলের সেরা ৪টি লো-হাইট বেড । মডার্ন ডিজাইন ও দাম
previous next
Related Posts
  • ওয়ারড্রব ডিজাইনহাতিল ফার্নিচার সেরা ৫টি ওয়ারড্রব ডিজাইন
  • Hatil 5 Best Low-Height Tv Cabinet Designs And PriceHATIL-এর সেরা ৫টি লো-হাইট টিভি কেবিনেট ডিজাইন ও দাম
  • Best Low Height Bed Designs and Priceহাতিলের সেরা ৪টি লো-হাইট বেড । মডার্ন ডিজাইন ও দাম
Archives
  • মে 2023 (7)
  • এপ্রিল 2023 (6)
  • মার্চ 2023 (6)
  • ফেব্রুয়ারী 2023 (7)
  • জানুয়ারী 2023 (4)
  • ডিসেম্বর 2022 (6)
  • নভেম্বর 2022 (9)
  • অক্টোবর 2022 (1)
  • সেপ্টেম্বর 2022 (1)
  • মে 2022 (1)
  • এপ্রিল 2022 (9)
  • মার্চ 2022 (7)
  • ফেব্রুয়ারী 2022 (14)
  • জানুয়ারী 2022 (8)
  • ডিসেম্বর 2021 (16)
  • নভেম্বর 2021 (15)
  • অক্টোবর 2021 (15)
  • সেপ্টেম্বর 2021 (15)
  • আগস্ট 2021 (16)
  • জুলাই 2021 (8)
  • জুন 2021 (10)
  • মে 2021 (5)
  • এপ্রিল 2021 (5)
  • মার্চ 2021 (21)
  • ফেব্রুয়ারী 2021 (11)
Explore Virtual Showroom

Virtual

Showroom

Experience from Desktop

Experience from Laptop

Experience from Tablet

And from Mobile

VISIT NOW @ hatil.link/V

About Us
HATIL is considered to be the game-changer in Bangladesh’s furniture industry. Carefully-chosen raw material, environment-friendly business practices, and customer-centric approaches are what made HATIL a beloved brand at home and abroad.
Find Us
Corporate Office:
8 Shewrapara, Rokeya Sarani
Mirpur, Dhaka-1216, Bangladesh.​
Tel: +88 02 58054370
Phone: +88 01713441000
Customer Care: 09 678 777 777
Email: info@hatil.com
Quick Links
Virtual Showroom
Showroom Locator
About Us
Contact Us