sofa cum bed sofa cum bed

হাতিল-এর সোফা-কাম-বেড স্মার্ট ফিট ফার্নিচার

ঘর সাজানোর প্ল্যানে আমরা বরাবরই ইউনিক স্টাইল এবং ফিচারের খোঁজে থাকি। কেমন হতো, যদি ঘরের ফার্নিচার এর স্টাইলটাই এমন হয়, যে যখন যেমন প্রয়োজন হবে ফার্নিচার সাজিয়ে নেওয়া যাবে বিভিন্ন প্যাটার্নে। সাধারণত এমন ইউনিক ডিজাইনের ফার্নিচার সচরাচর আমাদের চোখে পড়ে না। তবে হাতিল ফার্নিচারের কালেকশন ঘুরে দেখলে, এমন চমৎকার কিছু খুঁজে পাওয়া খুব কঠিন হবে না। 

ধরুন আপনার লিভিং রুমটা কিছুটা ছোট আকৃতির। আর সেখানে অনেক বেশি ফার্নিচার না রেখে আপনি বরং এমন কিছু খুঁজছেন, যা আপনার ছোট রুমকে বেশ ভালোভাবে উপস্থাপন করবে। আর সেরকম ফার্নিচার হিসেবেই হাতিল নিয়ে এসেছে মাল্টিপারপাস সোফার চমৎকার কিছু কালেকশন। যা সাজানো যাবে কখনো সোফা, কখনো বা বেড স্টাইল! তবে চলুন হাতিল এর সোফা কাম বেড স্মার্ট ফিট স্টাইলের এই ফার্নিচার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

sofa cum bed

যারা খুব বেশি চাকচিক্য পছন্দ না করে বরং মিনিমালিস্টিক স্টাইলে ইন্টেরিয়র ডিজাইনের কথা ভাবছেন, তাদের জন্য হাতিল এর দারুণ এই Soursop সোফা কাম বেড ফার্নিচার। এর সবচেয়ে ইউনিক ফিচার হলো, সোফা হিসেবে এটি সেট করা থাকলেও, আপনি একে ডিভান বা বেডে খুব সহজেই সেট করে নিতে পারছেন। ধরুন, চা পান করা শেষে, এবার আধশোয়া হয়ে খেলা দেখতে ইচ্ছে করছে, কিন্তু টিভি তো আপনার লিভিং রুমে। সেক্ষেত্রে এই সোফাই যদি হয়ে যায় ডিভান, আর কুশন যদি হয়ে যায় বালিশ, তবে আর কি কোন চিন্তা থাকে? 

একদমই না! আবার মনে করুন হঠাৎ করেই আপনার বাসায় অতিথি থাকবে, শোবার জন্য বাড়তি বেডের ব্যবস্থা না থাকলেও, এই সোফাই কিন্তু আপনার সমস্যার সমাধান করে দেবে। সোফার ব্যাক সাপোর্ট অংশকে মাঝ বরাবর সেট করে আপনি সহজেই ডাবল বেড হিসেবে সেট করে নিতে পারছেন। এমনকি দু’পাশে দুটো সাইড টেবিলও থাকছে, যেখানে ঘড়ি, ল্যাম্প, বই সহ প্রয়োজনীয় যেকোনো কিছুই হাতের নাগালেই রাখতে পারছেন। আর এসবই সম্ভব হচ্ছে ফার্নিচারের আর্টিস্টিক প্যাটার্ন, সফট ফেব্রিক এবং এক্সক্লুসিভ ডিজাইন ক্যাটাগরির জন্য।       

sofa

তবে শুধু ছোট আকৃতির লিভিং রুমের জন্যই নয়, স্পেশাস লিভিং স্পেস, এমনকি স্টুডিও অ্যাপার্টমেন্টের ক্ষেত্রেও এ ধরনের ফার্নিচার বেশ কার্যকরী। বিভিন্ন ধরনের ফার্নিচার আইটেম দিয়ে ঘরের ইন্টেরিয়রকে অস্বস্তিকর না করে, বরং একের ভেতর বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে এমন স্টাইলই ইদানিং বেশ ট্রেন্ডি এবং সফিস্টিকেটেড বলেই মনে করা হয়। মনে হতেই পারে, এত ভারী ফার্নিচার টানাটানি করে সেট করা বেশ ঝামেলাপূর্ণ কাজ। কিন্তু এর ডিজাইন এমনভাবে করা হয়েছে যে, সোফার নিচে চাকার ব্যবস্থা আছে, যা সোফাকে বিভিন্ন শেপে সেট করতে বেশ সহজ করে দেবে। 

একই ধরনের স্টাইলে ডিজাইন করা হাতিল এর অন্যতম আরেকটি লাক্সারিয়াস মাল্টিপারপাস সোফা সেট Kuiseb। উজ্জ্বল নীল রঙের ফেব্রিকে ডিজাইন করা এই সোফাসেটটি বেশ এলিগ্যান্ট। সাধারণত স্পেশাস লিভিং রুমের জন্যই এটি বেশ মানানসই। মাল্টিপারপাস থিমে ডিজাইন করা Kuiseb সোফাটি আপনি ডিভান, এল-শেইপ সোফা, কিংবা সিঙ্গেল সোফা ইত্যাদি যেকোনো সেটআপেই রাখতে পারবেন আপনার প্রয়োজন এবং রুমের ইন্টেরিয়রের সাথে মিল রেখে। এর সাথে রয়েছে একটি সাইড টেবিল। ফলে সোফার পজিশন এবং সেটআপ পরিবর্তন করে রুমের ইন্টেরিয়রেও আপনি সুন্দর পরিবর্তন আনতে পারবেন। 

তবে আপনি যদি কমফোর্টের কথা চিন্তা করে মিনিমাল ডিজাইনের সোফার খোঁজে থাকেন, সেক্ষেত্রে Niger এবং Komati হবে চমৎকার দুটি অপশন। দুই সিটের সোফা হলেও সোফা কাম বেড হিসেবে এটি  আপনি অনায়াসেই লিভিং রুমে সেট করতে পারবেন। ক্লান্তি দূর করে কিছুটা রিলেক্স করতে, এমনকি লিভিং রুমে মুভি দেখা বা গেম খেলার সেটআপ হিসেবেও এই সোফা বেশ কমফোর্টেবল হবে। অন্যদিকে Komati এর প্যাটার্ন বেশ সিম্পল ডিজাইনের হলেও, যারা লিভিং রুমের জন্য সোফা এবং ডিভান একই সাথে দুটি সেটআপই রাখতে চান, তারা হাতিল এর এই ডিজাইনটি বেছে নিতে পারেন। চাইলে আপনি বাড়তি কুশন রেখেও বসার জায়গাকে আরও আরামদায়ক করে তুলতে পারেন।  

বর্তমান সময়ে স্মার্ট ফিট ফার্নিচার এর চাহিদা অনেক বেশি। স্টাইলিশ ডিজাইন সাথে মাল্টিপারপাস ফ্যাসিলিটি,  এসব কিছুই এর চাহিদা অনেকাংশে বাড়িয়ে দিচ্ছে। আর তাই, এর মধ্যে হাতিল এর সোফা কাম বেড ফার্নিচারটিও হয়ে উঠেছে বেশ জনপ্রিয়। স্বপ্নের ঘর সাজানোর আয়োজনে তাই আপনিও ঘুরে দেখতে পারেন হাতিল চমৎকার সব ফার্নিচার কালেকশন এবং বেছে নিতে পারেন আপনার পছন্দের ডিজাইনটি।  

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।