Side Table Side Table

 ঘরের শোভা বাড়াবে যে সাইড টেবিল

ঘর সাজানোর কাজটা অনেকটা আর্ট করার মতো। আর ঘর, সে তো  বিশাল বড় এক ক্যানভাস। যেখানে থাকে রঙ, ডিজাইন, প্যাটার্ন, আর অসংখ্য অনুভূতি; যা এক সময় পরিপূর্ণ হয় স্বপ্নের ঘরে। মনের মতো ঘর সাজানোতে তাই কোন ধরনের কম্প্রোমাইজ করাই যেন চলে না। আর তাই তো ভাড়া বাসা হোক কিংবা নতুন কেনা অ্যাপার্টমেন্ট, ঘরের দেয়াল থেকে শুরু করে প্রতিটি কর্নার স্বযত্নে, মনের মতো করে সাজানোই হয়ে ওঠে বিশাল বড় এক চ্যালেঞ্জ। 

যদিও একই সাথে সম্পূর্ণ বাসা গুছিয়ে ওঠা অনেক সময়ই বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়ে। কেননা, ফার্নিচারের তালিকা তৈরি করা, বাজেট নির্ধারণ করা, পছন্দসই ফার্নিচার খুঁজে বের করা সহ আরও কতশত কাজ থাকে। আর তাই, শুরুতেই প্রয়োজন ঘরের দরকারি ফার্নিচারগুলো কিনে নেওয়া। দেয়ালের রঙ, পর্দা, ইন্টেরিয়র থিমের সাথে মানানসই করে বেছে নিতে পারেন পছন্দের ফার্নিচার। এক্ষেত্রে সোফা, বেড কিংবা ডাইনিং এর পাশাপাশি সাইড টেবিলে ঘরের সৌন্দর্য কিভাবে বাড়াবেন, চলুন হাতিল এর দারুণ কিছু সাইড টেবিল এর কালেকশন দেখে জেনে নেওয়া যাক। 

Side Table

ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে বর্তমান সময়ে কালারফুল ভাইব্রেন্ট থিম বেশ ট্রেন্ডি। গতানুগতিক স্টাইল থেকে কিছুটা ভিন্ন আঙ্গিকে যারা ঘর সাজানোর কথা ভাবছেন, বিশেষ করে লিভিং রুম, তারা হালকা নীল, সবুজ, মেরুন, মাস্টার্ড ইয়েলো ইত্যাদি রঙ-কে প্রাধান্য দিতে পারেন। কেননা, ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতিতে যত পরিবর্তনই আসুক না কেন, অন্দরের সৌন্দর্য বরাবরের মতোই থাকবে সদা বসন্ত। এক্ষেত্রে হাতিল এর Cardiff, Greeneville, Flare এর সোফা সেটের সাথে ফেব্রিকে ডিজাইন করা দারুণ Ugli ডিজাইনের সাইড টেবিলটি রাখতে পারেন। 

Sofa set

লিভিং রুমের সেন্টার টেবিলটি সাধারণত ডেকোরেশনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। সোফার ডিজাইনের সাথে মিল রেখে সিলেক্ট করা সেন্টার টেবিল ফুলদানি বা অ্যাস্থেটিক শোপিস দিয়েই মূলত সাজানো হয়। এক্ষেত্রে সোফার পাশ ঘিরে রাখা সাইড টেবিল কিন্তু সাজানোর পাশাপাশি কাজেও লাগে বেশ। চাইলে কফির মগ, টেবিল ল্যাম্প, কিংবা ইনডোর প্ল্যান্টস রাখতে পারেন এই সাইড টেবিলে।

তবে আপনি যদি কিছুটা ভিন্ন আকৃতির সাইড টেবিল কিনতে চান, সেক্ষেত্রে হাতিল এর ত্রিভুজাকৃতির Falcon টেবিলটি সিলেক্ট করতে পারেন। গ্লাস এবং কাঠের সমন্বয়ে ডিজাইন করা এই সাইড টেবিলটি ‘এল শেপড’ এবং মডিউলার সোফা সেটের সাথে দারুণ মানাবে। যেহেতু এর মধ্যে শেলফের ব্যবস্থা আছে, তাই চাইলে বই বা ম্যাগাজিনও এর মধ্যে রাখতে পারবেন। 

side table

অন্যদিকে যারা লবি চেয়ারের পাশে সাইড টেবিল রাখতে পছন্দ করেন, তাদের জন্যও হাতিল এ আছে সিম্পল প্যাটার্নের Sundry সাইড টেবিল। এক কাপ চায়ের সাথে বই পড়া কিংবা আড্ডা দেওয়ার জন্য চাইলেই Madrid এবং Prosody লবি চেয়ারের সাথে সাইড টেবিল হিসেবে এটি রাখতে পারেন। 

অন্যদিকে যারা ইউনিক এবং অ্যাস্থেটিক ডিজাইন পছন্দ করেন, তাদের জন্য Myriad টেবিলটি হবে এক কথায় এক্সক্লুসিভ। যা লিভিং রুমের সৌন্দর্যকে নিঃসন্দেহে বাড়িয়ে দিবে কয়েকগুণ। যদিও এই সাইড টেবিলে ব্যবহারের কোন কিছু না রেখে, বরং টেবিল ল্যাম্প বা ইনডোর প্ল্যান্ট টেবিলের উপর রাখলেই বরং তা দেখতে বেশি সুন্দর দেখাবে। 

side table

ইংরেজি ‘জেড’ অক্ষরের মতো দেখতে বেশ ফ্যাশানেবল Rudolph সাইড টেবিলটি মডার্ন ইন্টেরিয়রের সাথে মানিয়ে যাবে দারুণভাবে। বিশেষ করে ট্রেন্ডি স্টাইলের দুই বা তিন সিটের Anderson এবং Cloudberry সোফার কর্নারে এই সাইড টেবিলটা রাখতে পারেন। বেশ ইউনিক ডিজাইনের এই সাইড টেবিলের উপরের অংশে গ্লাস দেওয়া রয়েছে, যেখানে সহজেই ফুলদানি বা পছন্দসই শোপিস রাখতে পারবেন। 

side table

যারা রাউন্ড শেপ এর সাইড টেবিল পছন্দ করেন তাদের জন্যও রয়েছে দুইটি ভিন্ন অপশন। সিম্পল কিন্তু ক্ল্যাসিক স্টাইলের Roosevelt যে কোন সোফার পাশেই মানিয়ে যাবে। এতে খুব একটা স্পেসেরও দরকার পড়বে না। অন্যদিকে লাক্সারিয়াস লিভিং রুমের জন্য Mano হবে এক কথায় পারফেক্ট। ইউনিক প্যাটার্নের এই টেবিলে কাঠের পাশাপাশি ফেব্রিক দিয়ে ডিজাইন করা হয়েছে, যা স্পেশাস লিভিং রুম এমনকি লবিতে রাখা যাবে। 

আর তাই, লিভিং স্পেস কিংবা লবির ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য সাইড টেবিলের খোঁজে যদি আপনিও থাকেন, তবে দেরি না করে হাতিল এর চমৎকার কালেকশনগুলো থেকে বেছে নিন আপনার পছন্দের ডিজাইনটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।