Perfect Dining Table for Your Home Perfect Dining Table for Your Home

সঠিক চেয়ার টেবিল বাছাই করে আধুনিক ডাইনিং রুম ডেকোরেশন টিপস

ডাইনিং টেবিল ঘিরেই আপনার ডাইনিং রুমের মূল ডেকোরেশন হয়। কিন্তু স্লাইট মিসটেকে টেবিল-চেয়ারের ডিজাইন না মেলার কারণে রুমের সৌন্দর্য হারাতে পারে। পাশাপাশি বয়স্ক মানুষের খাবার বিড়ম্বনা নিয়ে ঝামেলা তো আছেই। তাই ডাইনিং রুমের জন্য সঠিক মাপের ডাইনিং টেবিল খুঁজে বের করতে আজ আমরা চেয়ার টেবিল বাছাই করার নিয়ম নিয়ে আলোচনা করবো।

ডাইনিং টেবিল কেনার জন্য সেরা ৫ টি ধাপ

ডাইনিং টেবিলের মাপ-সহ কি কি ম্যাটেরিয়েল দিয়ে বানানো হয়েছে সব দেখে শুনে কিনতে হয়। নইলে ব্যবহার করার সময় নানাবিধ জটিলতায় পড়বেন। চলুন দেখে নিই কোন ৫টি ধাপ অনুসরণ করে প্রথমবারেই সঠিক চেয়ার টেবিল কেনা যায়—

১ম ধাপঃ আপনার ডাইনিং রুমের মাপ নিন

টেবিলটি দেখতে কেমন হবে তা বিচার করার আগে আপনার ডাইনিং রুমের সাইজ ও রুমের অবস্থা বিবেচনা করা বেশি গুরুত্বপূর্ণ। 

প্রথমেই রুমের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার মাপ নিন। এই মাপের সাথে সামঞ্জস্য রেখে আপনি কত বড় ডাইনিং টেবিল কিনতে পারবেন সেটি বিচার করুন। আর পাশাপাশি রুমের দরজার মাপ নিতে ভুলবেন না।  কারন দিনশেষে আপনাকে ডাইনিং টেবলটি রুমের ভেতরে ঢুকাতে হবে। এছাড়াও মানুষের স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য যঠেষ্ট পরিমান জায়গাও রাখতে হবে।

খেয়াল রাখবেন টেবিল থেকে চেয়ার বের করার পর তার পেছনে যেন নূন্যতম দুই ফিটের মত জায়গা ফাকা থাকে। খাওয়া-দাওয়ার পাশাপাশি অনেকেই ডাইনিং টেবিলে অন্যান্য কাজ যেমন ক্রাফটিং করে থাকেন। অথবা আপনার হয়তো টেবিলের চাদর রাখার জন্য টেবিলের সাথে একটা স্টোরেজও লাগতে পারে। তাই টেবিল কেনার আগে তার উদ্দেশ্য আরও গভীরে গিয়ে চিন্তা করুন। এরপর আপনার বাড়ির রং, অন্যান্য ফার্নিচারের রং ও ডিজাইন, ইত্যাদি বিষয় বিবেচনায় আনতে হবে।

২য় ধাপঃ টেবিলের মাপ নির্নয় করুন

সাধারণত আপনার টেবিলটির আশেপাশে নূন্যতম ৩ ফিটের মতো জায়গা রাখলেই চেয়ার টেনে বের করতে অথবা টেবিলের আশেপাশে দিয়ে চলাফেরায় আর অসুবিধা হয়না। পাশাপাশি আপনার দেখা উচিৎ টেবিল রাখার পরে ডাইনিং রুমের অন্যান্য ফার্নিচার রাখার মতো প্রয়োজনীয় জায়গা যেন খালি থাকে।

ডাইনিং রুমের জন্য আদর্শ টেবিলের মাপ পেতে রুমের মাপ নেয়াটা খুবই জরুরী। আপনি ১ম ধাপ অনুসরন করলে বর্তমানে আপনার কাছে একটি মাপ থাকার কথা। সেই মাপের দৈর্ঘ্য ও প্রস্থ থেকে ৬ ফিট করে বাদ দিন। এরপর যেই জায়গাটা খালি থাকে সেইটা আপনি টেবিলের জন্য ব্যবহার করতে পারবেন।

Right Size Dining table

ধরুন আপনার যদি রুমের সাইজ ১২’ x ৯’ হয় তাহলে আপনার টেবিলের মাপ সর্বোচ্চ ৭২” x ৪০” হওয়া উচিৎ। তবে চাইলে অবশ্যই এর চেয়ে ছোট সাইজের টেবিলও ব্যবহার করা যাবে।

হাতিলের কালেকশনে বেশ কিছু এক্সটেন্ডেবল টেবিলও রয়েছে যেগুলো প্রয়োজনে চার সিট থেকে ছয় সিট এমনকি আট সিটের টেবিলেও পরিণত করা যায়। আপনি এখান থেকে সেই কালেকশনগুলো দেখতে পারেন।

৩য় ধাপঃ টেবিলের শেপ নির্বাচন করুন

আপনার রুচির ও প্রয়োজনের উপর নির্ভর করে টেবিলের শেপ কেমন হবে তা বিবেচনা করা উচিত। যেমন হাতিলের আয়তাকার টেবিলগুলো ছোটখাটো রুমের জন্য খুব ভালো কারণ এর শেপ কোনাকুনি হওয়ায় তা দেয়ালের কোনায় কোনায় খাপ খায়। এছাড়াও আয়তাকার টেবিলে বসতে গেলে অন্যান্য শেপের টেবিলের তুলনায় কম জায়গা লাগে। গোলাকৃতির টেবিলগুলো আবার একটি আন্তরিক ও আমন্ত্রিত পরিবেশ তৈরি করে। এর অন্যতম কারন হলো এধরনের টেবিলে সবাই মুখোমুখি বসতে পারে এবং স্বাচ্ছ্যন্দে কথা বলতে পারে। বর্গাকার টেবিলগুলো আবার একটু সিম্পল এবং মিনিমাল ডিজাইনের হয়ে থাকে। প্রয়োজনের তাগিদে আপনি চাইলে এরকম দুটো টেবিল জোড়া লাগিয়ে সহজেই একটি আয়তাকার টেবিলে পরিণত করতে পারবেন। এরকম সাধারণ শেপের বাইরেও হাতিল এর কালেকশনে বেশ কিছু ডিম্বাকৃতি ও ইউনিক শেপের ডাইনিং টেবিল রয়েছে। ডিম্বাকৃতিক টেবিলে যেমন গোল টেবিলের তুলনায় বেশি লোক বসা যায় আবার তেমনি মাঝখানে পায়া বসানো বেশ কিছু টেবিল আছে যেগুলোতে পা রাখার জন্য অনেক জায়গা পাওয়া যায়। আবার পেঁচানো শেপের কিছু ইউনিক টেবিল আছে যেগুলো আপনার ডাইনিং রুমে চমকপ্রদ লুক দিতে সক্ষম।

Dining table shape

এছাড়াও হাতিল প্রয়োজনের উপর নির্ভর করে কাস্টম ডাইনিং টেবিল সরবরাহ করতে পারে যেগুলো আপনি নিজের পছন্দমত ডিজাইনে ও শেপে বানিয়ে নিতে পারবেন।

৪র্থ ধাপঃ ম্যাটেরিয়াল নির্বাচন করুন 

আপনার টেবিলের ম্যাটারিয়াল শুধুমাত্র এর বাহ্যিক সৌন্দর্য্যকেই প্রভাবিত করে না এমনকি এটি কত দিন টিকবে, কার্যকারিতা কেমন হতে পারে সেগুলোকেও প্রভাবিত করে। কাঠ, কাচ, ধাতু, পাথর, ল্যামিনেট ইত্যাদির মতো অনেক ম্যাটেরিয়াল রয়েছে যেগুলো আপনি আপনার ডাইনিং টেবিল তৈরিতে ব্যবহার করতে পারেন। সবগুলো ম্যাটেরিয়ালেরই আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে যাতে দোষগুণ সবই বিদ্যমান। 

ডাইনিং টেবিল বানানোর ক্ষেত্রে সবচেয়ে বহুল প্রচলিত ম্যাটেরিয়াল হল কাঠ। ঠিক মতো যত্ন নিলে এগুলো অনেকদিন পর্যন্ত টিকে যায় এবং কাঠের ফার্নিচার দেখতেও সুন্দর লাগে।

আবার আপনার ডাইনিং রুমের লুক মিনিমাল রাখতে গ্লাস দিয়ে তৈরি ডাইনিং টেবিলগুলোও খুবই কাজের। যদিও এতে খুব সহজেই হাতের ছাপ পড়ে তবে ঠিকমতো পরিষ্কার রাখলে এতে আলো পরলে বেশ চকচকে দেখায়। অ্যাক্রিলিকের ক্ষেত্রেও ব্যাপারগুলো ঠিক এমনই শুধু অ্যাক্রিলিকের বেশি একটা যত্ন নিতে হয়না।

মার্বেল পাথরের টেবিলগুলো সাধারণত আপনার আভিজাত্যের প্রতিফলন ঘটায়। তবে মার্বেল পাথরে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, যেগুলো নির্দিষ্ট সময় পরপর বন্ধ (সিল) করে দিয়ে এর যত্ন নিতে হয়। 

মেটাল ডাইনিং টেবিলগুলো বিভিন্ন ফিনিশের হয়ে থাকে। আর আমরা সবাই জানি মেটালের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এর স্থায়িত্ব। তাই এটি বাইরের স্পেসে ব্যবহার করার জন্য বেশ উপযোগী। কারণ রোদ বৃষ্টি ঝড় ইত্যাদি মেটালের ম্যাটেরিয়ালের উপর তেমন বেশি প্রভাব ফেলে না।

৫ম ধাপঃ নিজের চোখে দেখে নিন

অনলাইনে আপনি যতই গবেষণা করেন না কেন ফার্নিচারের শোরুমে গিয়ে সামনাসামনি দেখে কেনাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।  কারণ ছবি বা লিখিত বর্ণনা কখনোই একটি ফার্নিচারের বৈশিষ্ট্যকে পুরোপুরি ভাবে তুলে ধরতে পারে না। সামনাসামনি দেখার সময় যে দিকগুলো বিবেচনা করা উচিতঃ

  • আরাম: চেয়ারে বসে দেখুন আপনার উচ্চতার সাথে চেয়ারের উচ্চতা মিলছে কিনা। অথবা বসে আরাম লাগছে কিনা তা খেয়াল করুন।
  • নির্মাণশৈলী: ফার্নিচারের মান যত ভাল হবে তার ফিনিশিং তত ভালো হবে। ফার্নিচারের সারফেস এবং জয়েন্ট গুলো ভালোভাবে লক্ষ্য করে দেখুন সেখানে জোড়া লাগানোর চিহ্ন আছে কিনা অথবা সামান্য চাপ দিয়ে দেখুন জয়েন্ট গুলো নড়বড়ে কিনা।
  • মাপ: দরকার পড়লে সাথে করে মাপার ফিতাও নিয়ে যান। ঠিকমতো মেপে দেখুন আপনার ঘরের সাইজের সাথে ফার্নিচারের সাইজ মিলছে কিনা। 
  • স্টাইল: কার্যকারিতার পাশাপাশি আপনার ডাইনিং রুমে টেবিলটি দেখতে কেমন লাগবে সেটিও চিন্তা করে দেখা জরুরী।

ডাইনিং টেবিলের মাপ কিভাবে নিবেন 

শুধুমাত্র টেবিলের আকৃতি রং ডিজাইন এগুলো বিবেচনার পাশাপাশি সঠিকভাবে এর মাপ নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিম্নোক্ত উপায়ে আপনি সঠিকভাবে একটি ডাইনিং টেবিলের মাপ নিতে পারবেনঃ

  1. টেবিলের উচ্চতার মাপ নিতে ফ্লোর থেকে ফিতাটি টেবিলের সারফেস পর্যন্ত ধরুন। এই উচ্চতার উপর বিবেচনা করে আপনি সঠিক মাপের চেয়ার কিনতে পারবেন।
  2. টেবিলের দৈর্ঘ্য মাপতে এর লম্বা সাইডের এক পাশ থেকে আরেক পাশে নিখুঁতভাবে মাপ নিন। এই মাপ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার রুমে টেবিলটি ঠিকমতো বসবে কিনা।
  3. টেবিলটির প্রস্থ মাপতে এর আড়াআড়ি দিকের এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত ফিতা দিয়ে মাপ নিন।
  4. টেবিলের পায়া গুলোর মধ্যকার গ্যাপ গুলোরও মাপ নিন কারণ এটি নির্ধারণ করবে রুমে আপনার টেবিলটি বসানোর পরে ফ্লোরে সেটি কতটুকু জায়গা নিবে। এছাড়াও টেবিলে বসার পর পা রাখার ক্ষেত্রেও এই মাপ জানা জরুরী।
  5. আপনার টেবিলের সার্ফেসের তক্তার পুরুত্বর দিকেও খেয়াল রাখুন। ম্যাটেরিয়াল এর উপরে ভিত্তি করে এই পুরুত্ব কম বা বেশি হয়ে থাকে।

Measure a Dining Table

ডাইনিং রুমের চেয়ার টেবিল পারফেক্ট আছে কিনা কিভাবে বুঝবেন?

ডিজাইন পছন্দ হলো, বেশ! কিন্তু সেটা আপনার জন্য সঠিক চয়েস কিনা এটা কিভাবে বুঝবেন? নিচের পদ্ধতিতে টেস্ট করে সহজেই বুঝে ফেলতে পারবেন!

  • আরাম: চেয়ারে বসে দেখুন আপনার উচ্চতার সাথে চেয়ারের উচ্চতা মিলছে কিনা। অথবা বসে আরাম লাগছে কিনা তা খেয়াল করুন।
  • নির্মাণশৈলী: ফার্নিচারের মান যত ভাল হবে তার ফিনিশিং তত ভালো হবে। ফার্নিচারের সারফেস এবং জয়েন্ট গুলো ভালোভাবে লক্ষ্য করে দেখুন সেখানে জোড়া লাগানোর চিহ্ন আছে কিনা। সামান্য চাপ দিয়ে দেখুন জয়েন্ট গুলো নড়বড়ে কিনা।
  • মাপ: দরকার পড়লে সাথে করে মাপার ফিতাও নিয়ে যান। ঠিকমতো মেপে দেখুন আপনার ঘরের সাইজের সাথে ডাইনিং টেবিল সাইজ মিলছে কিনা। 
  • স্টাইল: কার্যকারিতার পাশাপাশি আপনার ডাইনিং রুমে টেবিলটি দেখতে কেমন লাগবে সেটিও চিন্তা করে দেখা জরুরী।

ডাইনিংয়ের সঠিক চেয়ার-টেবিল বাছাই করার ১০টি উপায়

যেকোনো কাজ করার আগে অবশ্যই একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করা জরুরি। তা না হলে আপনার কষ্টে অর্জিত টাকা এবং সময় দুটিই একসাথে বৃথা যাবে। তাই ডাইনিং স্পেসের জন্য মাপ ঠিকঠাক হলেও সঠিক চেয়ার টেবিল বাছাই করার জন্য নিচের দিকনির্দেশনাগুলো অনুসরণ করুন-

১. আপনার বাজেট তৈরী করুন

এমন হতে পারে আপনি আপনার ডাইনিং রুমকে খুব সুন্দর করে সাজানো কথা ভাবছে, কিন্তু বাজেটের জন্য পিছিয়ে পড়েছেন। এক্ষেত্রে স্বল্প বাজেটে মানসম্মত ফার্নিচার ক্রয় করাও সম্ভব। তখন বড় ৬ বা ৮ সীটারের ডাইনিং টেবিল সেট না নিয়ে ২ থেকে ৪ জন বসা যায় এরকম প্রোডাক্ট নিতে হবে।

২. আপনার পছন্দ নির্ণয় করুন

দেখা যায় রুমের আকার, রং এসব মিলিয়ে এক সেট চেয়ার টেবিল কিনে আনলেন, পরে পাল্টাতে গিয়ে ঝামেলা হচ্ছে। তাই ভারী নাকি হালকা ওজন নিবেন, সিম্পল নাকি অভিজাত ডিজাইনের নিবেন এসব বিষয় মাথায় রেখে তারপর দোকানে যাবেন। যেটাই করুন, বাড়ির ব্যক্তিত্বের সাথে মিল রেখে কিনবেন।

৩. ঘরের জায়গা অনুযায়ী চেয়ার টেবিল কিনুন

আপনার ঘরের জায়গা বুঝে ফার্নিচার বাছাই করুন। বড় ডাইনিং স্পেসের জন্য বড় এবং ভারী ডিজাইনের চেয়ার টেবিল মানানসই। আবার ডাইনিং রুম ছোট হলে হালকা ও সিম্পল ডিজাইনের চেয়ার টেবিল বাছাই করতে হবে। আর পাশাপাশি আপনার ডাইনিং স্পেসের শোভা বাড়িয়ে তোলার ব্যপারটাও মাথায় রাখতে হবে।

৪. সঠিক মাপের ডাইনিং টেবিল ক্রয় করুন

সারাদিন পরে সবাই একসাথে বসে খাবার খাবেন। তাই দেখে নিন কেমন মাপের টেবিল কিনলে সবার বসতে অসুবিধা হয়না আবার গেস্ট এলেও তাকে বসতে দেওয়া যায়। আমন্ত্রিতদের সামনে নিজের ইমেজ রাখতে এটা খুবই গুরুত্বপূর্ণ।

৫. ডিজাইনার চেয়ার কিনুন

চেয়ার অনেক বেশি সাদামাটা হলে কিন্তু রুমের শোভা বাড়িয়ে তুলতে পারে না। আবার অনেক বেশি ভারী ডিজাইন আধুনিক ফ্ল্যাটের সাথে মানানসই না। তাই রুমের ধরন অনুযায়ী চেয়ারের ডিজাইন পছন্দ করুন। আরামদায়ক ও ডিজাইনার চেয়ার ব্যবহার করুন। এতে ডাইনিং স্পেসের সৌন্দর্য বাড়বে।

৬. চেয়ার ও টেবিলের সাইজে সামঞ্জস্য রাখুন

টেবিল অনেক উঁচু আর চেয়ারের আকার নিচু হলে কেমন হবে? স্বস্তি নিয়ে খেতেই পারবেন না। তাই শুধু ডিজাইন নয় চেয়ার ও টেবিলের আকারেও সামঞ্জস্য রেখে কিনুন। এক সেট কিনলে খুব একটা মাপের তারতম্য হবেনা, কিন্তু আলাদা দোকান থেকে কিনতে গেলে আগে থেকে ফিতা দিয়ে হাইট ও ওয়াইডথ মেপে নিন।

৭. পার্ফেক্ট ম্যাটেরিয়ালের চেয়ার টেবিল কিনুন

আপনার ডাইনিং স্পেসের জন্য কেনা প্রতিটি জিনিসের মান নিশ্চিত করুন। মানসম্মত ও টেকসই ম্যাটেরিয়ালের চেয়ার ও টেবিল ক্রয় করুন। প্রতিটি পার্টস এর ফিনিশিং খেয়াল করুন। যেমনঃ হাতিল থেকে কিনলে ওক কাঠ বা বীচ কাঠের ফার্নিচার পাবেন। আবার ভাল গ্রেডের ফিটিংস ও মেটাল পার্টস থাকবে। 

ডাইনিং চেয়ার কেন কম্ফোর্টেবল হওয়া জরুরি?

কমফোর্টেবল চেয়ার একই সাথে আরাম নিশ্চিত করার পাশাপাশি আপনার রুচি ও সৃজনশীলতাকেও অন্যদের সামনে তুলে ধরতে পারে। এছাড়া ডাইনিং চেয়ারের ডিজাইনের সাথে শরীর সুস্থ রাখার সম্পর্ক তো আছেই। চলুন জেনে নিউ এসব মিলিয়ে কেন কম্ফোর্টেবল চেয়ার কিনতে হবে—

  • আমরা সারাদিন বসে ইন্টারনেট এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইসে কাজ করে থাকি। তাই খাবার সময়েও চেয়ার কম্ফোর্টেবল না হলে বসে কোনোরকম স্বস্তি আসবে না।  
  • চেয়ার কম্ফোর্টেবল না হলে অতিথিরা বসতে অস্বস্তি বোধ করবে এবং সমালোচনাও করতে পারে। বয়স্ক কোনো মেহমান চেয়ারে বসে আরামে খেতে না পারলে কিছুটা বিব্রত পরিস্থিতিতে পড়তে হয়।
  • মানুষের বসার আরামদায়ক ভঙ্গি ও মেরুদণ্ডের হাড়ের শেপের সাথে সঠিকভাবে সামঞ্জস্য রেখে ডিজাইন করলে এরগনোমিক ডিজাইন বলে। নইলে ঘাড়সহ মেরুদন্ড ও বুকে ব্যথা হতে পারে।

কিভাবে কম্ফোর্টেবল ডাইনিং চেয়ার চিনবেন?

ডাইনিং টেবিলের জন্য চেয়ার দেখে শুনে কেনা উচিত। সাধারণত কাঠের টেবিল চেয়ার সেট হিসেবে কিনতে পাওয়া যায়। কিন্তু স্টিল এবং কাচের সন্নিবেশ করতে হলে আলাদা করে কিনতে হবে। তবে ডাইনিং টেবিল যেই ম্যাটেরিয়ালেরই হোক না কেন নিচের বিষয়গুলো মাথায় রেখেই কিনেলে আরামে ব্যবহার করতে পারবেন—

  • চেয়ারের আসনটিতে যথেষ্ট প্যাডিং থাকা উচিত যেন সেটা ফোম বা কুশনযুক্ত আরামদায়ক আসন হয়।
  • পিঠের জন্য সাপোর্টিং হাই ব্যাক থাকা উচিত।
  • হাতের জন্য আরামদায়ক আর্ম রেস্ট থাকলে আরও ভালো হয়। তবে আর্ম রেস্ট সহ চেয়ারগুলো একটু চওড়া হওয়ায় স্পেস ম্যানেজমেন্টের দিকে একটু সতর্ক থাকতে হবে।
  • চেয়ারের উচ্চতা ডাইনিং টেবিলের সাথে মিলিয়ে দেখুন। আপনার হাত ও পা স্বাভাবিকভাবে মেঝেতে রাখতে পারেন নাকি সেটা পরীক্ষা করে দেখুন।
  • চেয়ারটি সহজেই সরিয়ে নেওয়া যাবে এমন হালকা ওজনের হওয়া উচিত।
  • মজবুত এবং দীর্ঘস্থায়ী চেয়ার বেছে নিন। সাধারনত কাঠের তৈরি চেয়ার, অন্যান্য প্লাস্টিকের চেয়ার অপেক্ষা দৃঢ় হয়।

কিভাবে হাতিল এর ডাইনিং সেট দিয়ে ডাইনিং রুম সাজাবেন?

উপরের এতকিছু মাথায় রেখেও যদি মনমতো টেবিল চেয়ার না পান তাহলে কোনো অর্থই থাকে না। এই সমস্যার সমাধানে হাতিল অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ও অটোমেটেড মেশিন দিয়ে তাদের টেবিল ও চেয়ার ডিজাইন করে থাকে। 

যেমন— ডাইনিং টেবিল যদি বড় সাইজের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হাতিলের ওকারিনা – ১২৪ অথবা ক্যানিয়ন – ১১২ এর মধ্যে কোনো একটা চেয়ার সিলেক্ট করতে পারেন। টেবিলের ক্সেত্রেও বাজেট অনুযায়ী একটা টেবিল চেয়ারের সেট নিতে পারেন। এতে শারীরিক সুস্থতা বা স্বস্তি সবদিক ব্যালেন্স করে কেনাকাটা করতে পারেন।

হাতিল কোন কোন মাপের ডাইনিং চেয়ার ও টেবিল তৈরি করা হয়?

হাতিল প্রায় ৮ থেকে ১০ রকম স্ট্যান্ডার্ডের ডাইনিং চেয়ার ও টেবিল তৈরি করে। আপনি ওয়েবসাইটে গিয়ে নিচের মত ফার্নিচার ক্যাটাগরি দেখতে পাবেন—

কিছু বহুল আলোচিত প্রশ্নোত্তরঃ

হাতিলের সব ডাইনিং টেবিলে কি সব চেয়ার ব্যবহার করা যায়?

ডাইনিং টেবিলের মাপের দিকে সব টেবিলের সাথে সব চেয়ার স্বচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। কিন্তু স্টাইল এর কারণে ট্রাডিশনাল ও আধুনিক ডিজাইনের চেয়ার টেবিল একটা আরেকটার সাথে মিলবে না। তাই দেখে মুনে চেয়ার টেবিলের কম্বিনেশন করা ভালো। হাতিলের ওয়েবসাইটে চেয়ার ও টেবিল এর থ্রিডি ইলাস্ট্রেশন দেখলেই বুঝে যাবেন কোন টেবিলের সাথে কোন চেয়ার মিলবে।

ডাইনিং চেয়ার টেবিলের মাপের সাথে মিল করে ডিনার ওয়াগন কেনা জরুরি?

হ্যা, আপনাকে অবশ্যই চেয়ার টেবিলের সাথে মিল রেখে ডিনার ওয়াগন কিনতে হবে। যেমন ৬ বা ৮ সীটার টেবিলের পাশে বড় ডিনার ওয়াগন ফিট করবে। অপরদিকে ২ বা ৪ সীটার টেবিলে ওয়াগন ভাল লাগবে না। তখন আপনাকে ডাইনিং রুমের কেবিনেট কিনতে হবে।

ছোট বাসার জন্য বেশি স্টোরেজের ডাইনিং টেবিল কিভাবে পাবো?

ছোট বাসার জন্য এক্সটেন্ডেবল বা ফোল্ডিং ডাইনিং টেবিল সেট নিতে পারেন। এটা ব্যবহার করা না হলে ভাজ করে রাখা যায়। এর নিচে চেয়ার ঢুকিয়ে রাখার মত বড় স্পেস থাকে। আবার মডেল ভেদে এক্সটেন্ডেবল টেবিলের সাথে একটা অতিরিক্ত বেঞ্চ ও থাকতে পারে যা অতিরিক্তি গেস্ট এলে কাজে লাগে।

ফেব্রিক ও উডেন ডাইনিং চেয়ারের মধ্যে কোনটা নেয়া ভালো হবে?

 ফেব্রিক চেয়ার একটু বেশি স্টাইলিশ হয়। কিন্তু এতে কাবার পরও অনেক্ষণ বসে কথা বলা যায়। অনেকে শুধুমাত্র বসে সময় কাটানোর জন্য এগুলো কিনে থাকে। আবার কাঠের চেয়ার একটু বেশি সিম্পল হয়। এগুলো শুধুমাত্র ডাইনিংয়ে ব্যবহারের জন্যই ব্যবহার করা হয়।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।