ডাইনিং টেবিল ডিজাইন শুধু ডাইনিং রুমের সৌন্দর্যই বাড়ায় না, এই ডিজাইন আপনার ব্যক্তিত্বকে প্রমাণ করে। আর এজন্য ডাইনিং রুমের ডেকোরেশন করতে সঠিক ডাইনিং টেবিল, চেয়ার, ডিনার ওয়াগন, ইত্যাদির কম্বিনেশন তৈরি করতে হবে। সঠিক ফার্নিচারের কম্বিনেশন সহজ করতে হাতিল নিত্য নতুন ডিজাইনের ডাইনিং টেবিল সেট ও অন্যান্য ফার্নিচার নিয়ে এসেছে। আজকের পোস্টে বিস্তারিত বলবো কিভাবে এগুলোকে সমন্বয় করবেন।
ডাইনিং টেবিল ক্রয় করার পূর্বে যেসব জিনিস খেয়াল রাখবেন
হাতিলের ডাইনিং টেবিল কেনার আগে নিচের বিষয়গুলো খেয়াল রাখলে আপনার বাজেটে সেরা টেবিল পাবেন আর এর থেকে উপকারিতাও বেশি পাবেন—
১. টেবিলের আকার
এমন আকারের টেবিল নির্বাচন করতে হবে যাতে একটু গ্যাপ রেখে বসা যায়। এছাড়াও চেয়ারগুলি একে অপরের থেকে নির্দিষ্ট দূরত্বে স্থাপন করতে হবে যেনো এক সদস্যের সাথে আরেক সদস্যের কনুই স্পর্শ করতে না পারে। এভাবে সহজেই যেন টেবিল থেকে খাবার কিংবা অন্য সামগ্রী নেওয়া সহজ হবে। স্ট্যান্ডার্ড হিসেবে টেবিলের প্রান্ত থেকে প্রাচীরের দূরত্ব ৭০ সেন্টিমিটার আর প্রস্থ ৮৫-১০৫ সেন্টিমিটার হয়
২. ডাইনিং টেবিলের আকৃতি
ডাইনিং টেবিল নির্বাচন করার পূর্বে এর আকৃতি যাচাই করে নিতে হবে। হেল, চারকোণা, রাউন্ড এজ সহ বিভিন্ন আকৃতির টেবিল হয়ে থাকে। আপনার পরিবারের সদস্য সংখ্যা এবং কিচেনের আকার এর উপর নির্ভর করে আপনি বিভিন্ন আকৃতির টেবিল বাছাই করতে পারেন।
- আয়তক্ষেত্রাকারঃ প্রায় অধিকাংশ বাড়িতেই এই আকৃতির টেবিল লক্ষ্য করা যায়। এগুলো দেয়ালে লাগিয়ে রেখে জায়গা বাচানো যায়। বড় রুমের ক্ষেত্রে এটিকে মাঝামাঝি অবস্থানেও রাখতে পারবেন।
- স্কয়ারঃ এটি ছোট পরিবারের জন্য আদর্শ আকৃতির একটি টেবিল। এটি চারজন সদস্যের জন্য উপযুক্ত।
- গোল ও ডিম্বাকৃতিঃ বড় রুমের একদম মাঝামাঝিতে রাখলে রুমের সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায়। ডিম্বাকৃতি টেবিলে পাঁচজনের অধিক সদস্য বসতে পারে।
৩. নকশা বৈশিষ্ট্য
নকশার উপর ভিত্তি করে টেবিলকে দুই ভাগে ভাগ করা হয়েছে— ফিক্সড টেবিল ও ফোল্ডিং টেবিল। ফিক্সড টেবিল কোনোভাবে পরিবর্তন করা যায় না। কিন্তু ফোল্ডিং টেবিলকে চাইলেই প্রসারিত করা যায় এবং এর প্রস্থ কিংবা উচ্চতার ও পরিবর্তন করানো যায়।
৪. কয় পায়ের টেবিল
চার পায়ের ক্লাসিক টেবিলগুলোর সুবিধা হলো এটি আরামদায়ক এবং অনেক বেশি সদস্যও এতে বসে খাওয়ার উপযুক্ত। চার পায়ের বদলে তিন পায়ের টেবিল কিনলে ঘরের জায়গা বেঁচে যেতে পারে। দুই পায়ের টেবিল খুবই সংকীর্ণ এবং অস্বস্তিকর। কারণ এর আসন সংখ্যা খুবই কম। আবার এক পায়ের টেবিল আপনার ঘরের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিবে। ঘরের সদস্যসংখ্যা কম হলেই এগুলো কিনতে পারেন।
৫. কি উপাদানে তৈরি
তাই ঘন ঘন তাপমাত্রার পরিবর্তন এবং উচ্চ আর্দ্রতায় ও সহজে খাপ খাইয়ে নিতে পারে এরকম ম্যাটেরিয়েলের টেবিল কেনা উচিৎ। আবার ব্যক্তিবিশেষে কাঠ, মেটাল বা গ্লাস বেশি ভাল লাগতে পারে। সবচেয়ে ভাল হবে যদি কোন ধরনের টেবিলে সবার সুবিধা হবে পরিবারের সবার সাথে আগেই আলোচনা করে নেন।
কী ধরনের ডাইনিং চেয়ার নির্বাচন করা উচিত?
ডাইনিং টেবিলে কম সময় থাকা হয় তাই খুব আরামদায়ক চেয়ার বাছাই করতে হবে না। এমন চেয়ার নির্বাচন করবেন যাতে সুস্থভাবে বসে খাওয়া যায়। টেবিলের সাথে চেয়ারগুলোর উচ্চতার দিকে বিশেষ নজর দিবেন। এমন চেয়ার কিনবেন না যার উচ্চতা ডাইনিং টেবিল থেকে বেশি কিংবা খুব কম। হাতিল থেকে মানানসই ডিজাইনের ডাইনিং টেবিল চেয়ার সেট কিনলে আর অলাদা চেয়ার কেনা নিয়ে ভাবতে হবেনা।
HATIL এর নতুন ডিজাইনের ডাইনিং টেবিল
Dining Fairbanks-109 and Carp-109
Dining Gordon-128 and Lime-128
Dining Halley-143 and Lisbon-143
Dining Irving-155 and Sofia-155
Dining Rockfish-157 and Pancake-148
মর্ডান ডাইনিং টেবিল ডিজাইন কেমন হয়?
এবারে আপনাদের জন্য থাকছে কিছু মডার্ন ডাইনিং টেবিলের ডিজাইন ও ছবি। আপনি নিশ্চয়ই এমন ডাইনিং টেবিল খুঁজছেন যা আপনার ঘরের সাথে মানানসই হয়ে আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে দিবে। তাহলে চলুন এমনই কয়েকটি মর্ডান ডাইনিং টেবিল ডিজাইন দেখে নিই—
১. কাঁচের তৈরি ডাইনিং টেবিল
কাঁচের তৈরি ডাইনিং টেবিলটি আপনার রুমের সৌন্দর্য হাজারগুণ বাড়িয়ে দিবে। এই ধরনের টেবিল ভাঙ্গা খুব একটা সহজ নয় কারণ টেম্পার্ড কাচ লোড সহ্য করার অসাধারণ ক্ষমতা রাখে এবং অনেক টেকসই হয়। এটি যেকোনো তাপমাত্রা, স্ক্র্যাচ প্রতিরোধ করতে পারে। বিভিন্ন আকৃতির ও রঙের পাবেন।
২. মার্বেল টপ ডাইনিং টেবিল
কাঁচের তৈরি ডাইনিং টেবিলটি আপনার রুমের সৌন্দর্য হাজারগুণ বাড়িয়ে দিবে। এই ধরনের টেবিল ভাঙ্গা খুব একটা সহজ নয় কারণ টেম্পার্ড কাচ লোড সহ্য করার অসাধারণ ক্ষমতা রাখে এবং অনেক টেকসই হয়। এটি যেকোনো তাপমাত্রা, স্ক্র্যাচ প্রতিরোধ করতে পারে। বিভিন্ন আকৃতির ও রঙের পাবেন।
৩. স্ক্যান্ডিনেভিয়ান মিনিমালিজম
ছবিঃ স্ক্যান্ডিনেভিয়ান ডিজাইন ডাইনিং টেবিল
নূন্যতম সজ্জার কথা উঠলে স্ক্যান্ডিনেভিয়ান ডিজাইনের ডাইনিং টেবিলের নাম চলে আসে। চমৎকার দেখতে এই ডাইনিং টেবিলটির প্রশস্ত নলাকার পা রয়েছে যা ঠিক ডান কোণে ছড়িয়ে থাকে। পরিবারের সবাই মিলে ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য এটি একটি আদর্শ ডাইনিং টেবিল।
৪. প্রসারিত / বিস্তৃত ডাইনিং টেবিল
পরিবারের সদস্য কিংবা আত্নীয় সবার জন্যই উপযুক্ত হয় বিস্তৃত ডিজাইনের ডাইনিং টেবিল। হুট করেই বাসায় অনেক আত্নীয় চলে এলে প্রসারিত ডাইনিং টেবিলের এই ডিজাইনটিই আপনাকে চিন্তামুক্ত করবে। মাত্র কয়েক মিনিটেই আপনি এর আকার পরিবর্তন করতে পারবেন, আবার প্রয়োজনে এর প্রসারিত অংশগুলো গুটিয়েও রাখতে পারবেন।
৫. বিভিন্ন কালারের চেয়ারের কম্বিনেশন
টেবিলের সাথে একদম ম্যাচিং করে চেয়ার থাকতে হবে এরকম নিয়ম নেই। এই টেবিলের সাথে চারটি ভিন্ন ভিন্ন কালারের চেয়ারের কম্বিনেশন আপনার রুমের সৌন্দর্য অনেকগুণ বাড়িয়ে দিবে। তাই সেট না নিয়ে এভাবেও বৈচিত্রতা আনতে পারেন।
৬. ওভাল / ডিম্বাকৃতির ডাইনিং টেবিল
রাউন্ড বা গোল ডাইনিং টেবিল দিয়ে বেশ ফ্রেন্ডলি এনভাইরনমেন্ট গড়ে তোলা যায়। এর আকৃতি গোলাকার বলে প্রত্যেকে মুখোমুখি বসার সুযোগ পায়। এর এই আকৃতিই ঘরের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয়। এই ধরনের টেবিলে ৪ সদস্যেরও অধিক মানুষ একসাথে বসতে পারে।
এই টেবিলের সাথে বাঁকানো কিংবা উপরের দিকে গোলাকার আকৃতির চেয়ার খুব ভালো যায়।
৭. রাউন্ড / গোলাকৃতি ডাইনিং টেবিল
ছবিঃ রাউন্ড / গোলা ডাইনিং টেবিল
আপনি যদি আপনার ডাইনিং টেবিলটিতে একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তুলতে চান, তবে রাউন্ড বা গোল ডাইনিং টেবিল হতে পারে আপনার ডাইনিংয়ের জন্য সেরা টেবিল।
- এর আকৃতি গোলাকার বলে প্রত্যেকে মুখোমুখি বসার সুযোগ পায়। এর এই আকৃতিই ঘরের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দেয়।
- এই ধরনের টেবিলে ৪ সদস্যের ও অধিক মানুষ একসাথে বসতে পারে।
- এই টেবিলের সাথে বাঁকানো কিংবা উপরের দিকে গোলাকার আকৃতির চেয়ার খুব ভালো যায়।
- ডাইনিং রুমের জন্য ডাইনিং টেবিল একটি অপরিহার্য সামগ্রী। এটি শুধু রুমের সৌন্দর্য বাড়ায় না সাথে সাথে রুচিও পরিচয় দিয়ে থাকে।
ডাইনিং টেবিলের নতুন ডিজাইনের আরো ভিডিও দেখুন।
HATIL-এর কাঠের ডাইনিং টেবিলের ডিজাইন এবং দাম কেমন হয়?
হাতিল ফার্নিচারে ডাইনিং টেবিল দাম কেমন তা জানতে চান অনেকে। আপনি সাধারণত ৫০,০০০ টাকা থেকে ২,০০,০০০ টাকা বাজেট করলে ৪ সীটার থেকে ৮ সীটার প্রিমিয়াম ডাইনিং টেবিল কিনতে পারবেন। এই প্রাইস রেঞ্জের নিচে বা উপরেও অনেক ফার্নিচার রয়েছে। তবে বেশিরভাগ ক্রেতা এই বাজেটেই ডাইনিং রুমের ফার্নিচার কিনে থাকেন।
HATIL-এর সেরা ৩টি কাঠের ডাইনিং টেবিলের ডিজাইন
১। HATIL ডাইনিং Packer-183, Bagel-199 এবং Hummus-183
৪টি চেয়ার, ১টি বেঞ্চ এবং ২টি NTM গ্লাস সহ ১ টেবিল পেতে চাইলে Packer-183, Bagel-199 আপনার জন্য ভালো হবে। সম্পূর্ণ কালেকশনটি কেবল দেখতেই চমৎকার নয়, বরং কাঠামোগতভাবে বেশ শক্তপোক্ত। টেবিলটি পরিষ্কার কাচের সাথে ডিজাইন করা হয়েছে। চেয়ারের পিছনে সুন্দর ফুলের কাটআউট ডিজাইন করা হয়েছে।
২. HATIL ডাইনিং Comet-192 এবং Hibiscus-199GR
৬ চেয়ার এবং ১ গ্রানাইট টেবিলের সেট পেতে হলে Comet-192 and Hibiscus-199GR খুবই ভাল ডিজাইন। এই সেটে সুন্দর ভিনটেজ বার্ণিশে সাথে ৬টি হেলানো চেয়ার পাবেন। সিম্পল সেটটি অতিথিদের সহজে আকৃষ্ট করতে পারে। যা একটি আয়তক্ষেত্রাকার আকৃতির টেবিলের সাথে আসা বেশিরভাগ রঙের স্কিমগুলির সাথে মসৃণভাবে মিশে যায়।
৩। HATIL ডাইনিং gordon-128 এবং lime-128
এনটিএম গ্লাস সহ ৪ চেয়ার এবং ১ টেবিল পেতে হলে Gordon-128 & Lime-128 সেরা চয়েস হবে। টেবিল সেটটি সহজভাবে আপনার অন্যান্য আসবাবপত্রের সাথে মিশে যেতে পারে। টেবিল এবং চেয়ার নির্মাণের জন্য ব্যবহৃত কাঠ খুবই টেকসই এবং চেয়ারের প্যাডিংটি প্লাশ বেশ মনোরম।
আরো দেখুন: হাতিলের অন্যান্য সেরা ডাইনিং টেবিল ডিজাইন
কিভাবে ডাইনিং টেবিল ডিজাইন ও রুম ডেকোরেট করবেন?
যারা নতুন সংসার শুরু করছেন বা প্রথমবার আধুনিক ফার্নিচার কিনবেন তাদের জন্য ডাইনিং রুম ডেকোরেট করা একটা চ্যালেঞ্জ বলা যায়। তাই এবারে আমরা বলবো কিভাবে সাজসজ্জা, আসবাব এবং কোন লেআউট ধারন করবেন। ডাইনিং রুমের মধ্যমনি ডাইনিং টেবিল দিয়ে শুরু করা যাক।
১. টেবিল বসানোঃ ডাইনিং টেবিল ঘরের কেন্দ্রে স্থাপন করাই ভালো। এতে আপনাকে চলাচলের জন্য জায়গা নিয়ে চিন্তায় থাকতে হবে না। বড় রুম হলে Joel-177 and Sushi-177 এর ৮ সীটার নিতে পারেন। আর ছোট ফ্ল্যাটের জন্য চারজন বসার মত Cunene-229-A-88 and Ubangi-227-88 সেট নিতে পারেন।
২. ফুলদানি ও লাইট রাখাঃ টেবিলের উপর একটি ছোট ফুলদানি রাখলে দেখতে বেশ সুন্দর ও রুচিশীল লাগে। আর একটু বাজেট করে সাজিয়ে নিতে টেবিলের উপরে কয়েকটি ঝুলন্ত আলো বা হ্যাঙ্গিং লাইট স্থাপন করুন। এভাবে শুধু আলোই পাবেন না, বরং টেবিল সেটটিকে আরও সম্পূর্ণ দেখাবে। সেটটির সজ্জা শেষ করতে টেবিলের নিয়ে একটি গালিচা দেয়ার চেষ্টা করুন।
৩. আলাদা স্টোরেজ সেট করাঃ এবার ডিনার ওয়াগন বা শোকেস এর কথায় আসা যাক। উভয়ই আপনাকে স্টোরেজ স্পেস দেবে, পছন্দটি আপনার। Cave-116 একটি ডিনার ওয়াগন প্রকৃতপক্ষে একটু বেশি-ই জায়গা নেবে, তবে এটি একটি শোকেসের তুলনায় বেশি প্র্যাকটিক্যাল ও মানানসই। আর শোকেস নিলে Fairfax-119 এর মত ফার্নিচারে ছোট জায়গাতে অনেক কিছু রাখতে পারবেন।
স্মার্ট ডাইনিং টেবিল ডিজাইন করার উপায় কি কি?
ছবি
সময়ের সাথে সাজসজ্জায় এসেছে নানা পরিবর্তন। স্মার্টফোনের মত এখন বাসাবাড়ির ডেকোরেশন ও স্মার্ট হয়েছে। তাই ভারী ডাইনিং টেবিল না নিয়ে নান্দনিক ধাঁচের ছোট ডাইনিং সেট ও কেবিনেট নিলে দেখতে বেশি সুন্দর লাগে। ঠিক এমনই একটা স্মার্টফিট কেবিনেট হচ্ছে Lace-106। এগুলো Irving-155 and Sofia এর মত ছোট ৪ জনের টেবিলের পাশে রাখলে বেশ ফুটে উঠে।
আবার আজকাল শুধুমাত্র ডাইনিং টেবিল কিনেই ক্ষান্ত হলে চলবে না। কিচেন থেকে খাবার আনা এফিশিয়েন্ট করতে মিনি ট্রলি ও সার্ভিং ট্রে ব্যবহার করা যেতে পারে। এতে আপনার বাসায় অতিথিরা এলে এটা দেখে বেশ মুগ্ধ হবে। ডাইনিং টেবিলের পাশে এধরণের ছোটখাট এক্সেরিজ দেখতেও খুব সুন্দর লাগে।
পরিশেষ
বাংলাদেশে আধুনিক ফার্নিচারে বিকাশ ঘটাতে HATIL ফার্নিচার শুরু হয়েছিল। সাধ্যের মধ্যে বিলাসবহুল ফার্নিচার নির্মাণে অবদান রাখার কারণে আজ এটি একটি নেতৃস্থানীয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। একই সাথে, এটি সফলভাবে বিশ্বব্যাপী বাজারে প্রবেশ করে নিজেকে বাংলাদেশের শীর্ষ ফার্নিচার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই যেকোনো ধরনের ডাইনিং রুম ডেকোরেশন করতে প্রয়োজনীয় চেয়ার টেবিল ও অন্যান্য আনুসঙ্গিক হাতিলের ওয়বসাইটে পেয়ে যাবেন।
কিছু বহুল আলোচিত প্রশ্নোত্তরঃ
ডাইনিং টেবিলের সাথে ডিনার ওয়াগন ও শোকেস নেওয়া কি জরুরি?
ডাইনিং টেবিলের সাথে অন্যান্য ফার্নিচার নেওয়ার জরুরি কিনা তা আপনার বাসায় থাকা কার্টলারির পরিমাণ ও বাসার সাইজের উপর নির্ভর করে। খুব বিলাসবহুল বড় ফ্ল্যাটে থাকলে ডাইনিং রুমে ডিনার ওয়াগন কাজ ও লুকিং—দুদিক থেকেই বেশ উপযোগীতা নিয়ে আসবে। কিনর্তু ছোট বাসাতে শুধু টেবিল ও একটা ছোট কেবিনেট সৌন্দর্য বেশি ফুটিয়ে তুলবে।
হাতিল থেকে ডাইনিং রুমের ফার্নিচার কিনে কি কি সুবিধা পাবো?
হাতিল প্রথ্যেকটা ফার্নিচারে এক বছরের ওয়ারেন্টি সুবিধা দেয়। তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। কোনো ধরনের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট থাকলে আপনি নতুন ফার্নিচার পাবেন। এছাড়া হাতিল থেকে কেনার ৩ দিনের মধ্যে যেকোনো ফার্নিচার রিপ্লেস ও রিটার্ন করতে পারবেন। তাই কেনার পর ফার্নিচার ফিট হচ্ছে না মনে হলে পরিবর্তন করে নিতে পারবেন।