জেনে নিন ৫টি পদ্ধতিতে ডাইনিং টেবিল সাজানোর আইডিয়া

পরিবারের সাথে সবসময় একসাথে বসা না হলেও ডাইনিং রুমে খাবারের সময় কিন্তু সবার সাথে একসাথে দেখা হয়; কথা হয়। তাই এই ডাইনিং রুমের গুরুত্ব অনান্য রুমের চেয়ে কিন্তু কোন অংশে কম নয়। আজকে আমরা আপনাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করব যা আপনার ডাইনিং রুমটি সাজাতে কিছুটা হলেও সাহায্য করবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক- 

ডাইনিং রুম ও টেবিল সাজানো কেন প্রয়োজন?

ডাইনিং রুম সাজানো শুধু ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্যই নয়, বরং এটি পরিবারের সময় কাটানোর পরিবেশ তৈরি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া ভাল ডাইনিং রুমে বসলে খাবারের অভিজ্ঞতাও ভাল হবে। নিচে এগুলো ছাড়াও কিছু কারণ দেওয়া হলো কেন ডাইনিং রুম সাজানো প্রয়োজন—

  • ডাইনিং রুম এমন একটি স্থান যেখানে পরিবারের সদস্যরা একসঙ্গে বসে খেতে পারেন এবং দিনশেষে একে অপরের সাথে সময় কাটাতে পারেন। সঠিকভাবে সাজানো ডাইনিং রুম এই মুহূর্তগুলো আরও উপভোগ্য করে তোলে।
  • একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল ডাইনিং রুম খাবার খাওয়ার অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে। আরামদায়ক চেয়ার, যথাযথ আলো ও টেবিল সেটআপ খাবারের স্বাদ বাড়িয়ে তোলে।
  • ডাইনিং রুম যদি সুন্দরভাবে সাজানো থাকে, তাহলে এটি ঘরের সামগ্রিক সৌন্দর্য বাড়িয়ে দেয়। পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুসজ্জিত ডাইনিং রুম অতিথিদের কাছেও ভালো ছাপ ফেলে।
  • অতিথি এলে ডাইনিং রুমেই সাধারণত আপ্যায়ন করা হয়। সুন্দর ও পরিপাটি ডাইনিং রুম অতিথিদের স্বাচ্ছন্দ্য দেয় এবং আতিথেয়তার অভিজ্ঞতাকে উন্নত করে।
  • ডাইনিং রুম শুধুমাত্র খাবারের জন্যই নয়, এটি ছোট পারিবারিক আলোচনা, অফিসের কাজ বা শিশুদের হোমওয়ার্ক করার জন্যও ব্যবহার করা যেতে পারে। একটি সুবিন্যস্ত ডাইনিং স্পেস এসব কাজের জন্যও উপযোগী হয়ে ওঠে।
  • সুসজ্জিত ডাইনিং রুমে পরিবারের সবাই একসঙ্গে বসে খাওয়ার ফলে খাবারের প্রতি মনোযোগ বৃদ্ধি পায়, যা স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে।

ডাইনিং রুম সাজাতে যেসব উপকরণ লাগবে—

বিভিন্ন ধরনের ফার্নিচারের ডিজাইন থেকেই মূলত ডাইনিং টেবিল সাজানোর আইডিয়া তৈরি হয়েছে। একেক ধরনের ফার্নিচার ও উপকরণ ডাইনিং রুমে ভিন্ন ভিন্ন থিম তৈরি করে। ডিজাইন, প্রপস ও লাইটের সাথে মিলে ডাইনিং রুমে এক নতুন পরিবেশ তৈরি করে। চলুন জেনে নেই  কোন জিনিস কিভাবে সাজাবেন—

১. ডাইনিং রুমের প্রয়োজনীয় ফার্নিচার

যেহেতু ডাইনিং টেবিল হচ্ছে ডাইনিং রুমের প্রধান বা অন্যতম ফার্নিচার সেহেতু ডাইনিং টেবিল কেনার পূর্বে আপনার কিছু বিষয় বিবেচনায় রাখা উচিৎ, যেমন- ম্যাটেরিয়ালস, টেবিলে একসাথে কয়জনকে খাবার পরিবেশন করা যাবে,যে জায়গায় ডাইনিং টেবিলটি সেট করতে হবে সে জায়গার সঠিক মেজারমেন্ট, ডাইনিং টেবিলের টপ কাঠের, মার্বেল নাকি গ্লাসের হবে ইত্যাদি। 

ডাইনিং টেবিলের পাশাপাশি ডাইনিং চেয়ারও যেন ডাইনিং টেবিল ও আপনার ইন্টেরিয়রের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। ডাইনিং রুমের স্পেস কম থাকলে সেক্ষেত্রে কেবিনেট কাম ডাইনিং টেবিলও সিলেক্ট করতে পারেন। 

ডাইনিং টেবিল ও চেয়ারের পাশাপাশি আপনার ডাইনিং রুমের জন্য প্রয়োজন মিনি ক্যাবিনেটডিনার ওয়্যাগান। ডাইনিং রুমে খাবার সার্ভ করতে যা প্রয়োজন হয় সবকিছুই আপনি রাখতে পারেন ডিনার ওয়্যাগান ও মিনি ক্যাবিনেটে এবং খাবার চটজলদি গরম করে নিতে আপনার ওভেনটিও কিন্তু রাখতে পারেন মিনি ক্যাবিনেটের উপরে। 

HATIL Dining Set Acadia-197 and Broadway-197

Check Price

২. ডাইনিং রুমের ফার্নিচারের ডিজাইন

বর্তমানে মানুষ আর আগের মত অনেক ভারী এবং নকশাবহুল ফার্নিচার ব্যবহার করতে চায় না। স্লিম এবং সিম্পল ডিজাইনের ফার্নিচারই থাকে সবার পছন্দের তালিকায়। তাই ডাইনিং রুমের জন্য আপনিও স্লিম ও সিম্পল ডিজাইনের ফার্নিচার সিলেক্ট করতে পারেন। 

HATIL Dining Set Comet-192 & Hibiscus-199GR

Check Price

৩. ডাইনিং রুমের ওয়াল পেইন্ট

লাইট কালারের ওয়াল পেইন্ট সবসময়ই যেকোন ইন্টেরিয়র ও ফার্নিচারের সাথে খুব ভালোভাবে ম্যাচ করে এবং লাইট কালার রুমে থাকা ফার্নিচারও ভালোভাবে ফোকাস পায়। তাছাড়া ঘরের যেকোন একটি দেয়ালে প্যাটার্ণ টেক্সচারের ওয়াল পেইন্টের ব্যবহারও ডাইনিং রুমের সৌন্দর্য বাড়ায় কয়েক গুন।  

HATIL Dining Set Radcliff-186 & Marmot-179

Check Price

৪. প্রপস তৈরি করা

কোন জায়গায় কোন প্রপস ব্যবহার করবেন তা সিলেক্ট করে নিন। প্রপস ব্যবহার করতে পারেন ডাইনিং টেবিলে। প্রপস রাখা না গেলে কিছু কালারফুল ফল যেমন আপেল, কলা এবং আঙ্গুর একটি ঝুড়িতে টেবিলের ওপর সব সময়ের জন্য রাখতে পারেন। ডাইনিং টেবিল ম্যাট ব্যবহার করুন, এতে ডাইনিং টেবিল টপ যেমন পানি ও অনান্য লিকুইড থেকে রক্ষা পাবে এবং দেখতেও সুন্দর লাগবে। ডাইনিং রুমের এক কোণায় ছোট একটি একুরিয়্যামও রাখতে পারেন যেখানে থাকবে কালারফুল কিছু মাছ। এই একুরিয়্যাম ডাইনিং রুমকে দিবে একটি প্রাণবন্ত লুক। 

HATIL Dinner Wagon Fajita-108

Check Price

৫. লাইটিং সেট করা

যথাযথ লাইটিং যেকোন রুমের আবহ সম্পূর্ণরুপে পরিবর্তন করতে পারে। তাই লাইটিং এর বিষয়ে যথেষ্ট গুরুত্ব প্রদান করুন। ডাইনিং টেবিলের ঠিক উপরে পেনডেন্ট লাইট যেকোন ডাইনিং রুমের সৌন্দর্য বাড়িয়ে তুলে। তাছাড়া ক্যান্ডেললাইট ডিনারের জন্য রাখতে পারেন ক্যান্ডেল স্ট্যান্ড। দিনের বেলায় ন্যাচারাল লাইট ডাইনিং রুমে আসতে দিন, এতে আপনার রুমের ফার্নিচার ড্যাম্প হওয়া থেকে বেঁচে যাবে। 

পরিশেষ

ডাইনিং টেবিল সাজানো শুধু খাবারের পরিবেশ উন্নত করে না, এটি ঘরের সৌন্দর্যও বাড়ায়। সঠিক টেবিল ক্লথ, আলো, ফুল ও প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে একটি আকর্ষণীয় এবং আরামদায়ক পরিবেশ তৈরি করা যায়। বিশেষ করে হাতিলের ফার্নিচার, যা উন্নত মানের কাঠ ও আধুনিক ডিজাইনে তৈরি, সেটি টেবিল সাজানোর ক্ষেত্রে নিখুঁত সমাধান দিতে পারে। 

হাতিলের মজবুত ও নান্দনিক ডাইনিং টেবিলের সঙ্গে মানানসই চেয়ার, টেবিল রানার ও সেন্টারপিস যোগ করে সহজেই একটি অভিজাত লুক তৈরি করা সম্ভব। তাই, সঠিক পরিকল্পনায় ও মানসম্মত আসবাব দিয়ে ডাইনিং স্পেসকে আকর্ষণীয় ও কার্যকরী করে তোলা যায়।

ডাইনিং টেবিল সাজানোর আইডিয়া নিয়ে বহুল আলোচিত প্রশ্নোত্তর

ডাইনিং টেবিল সাজানোর জন্য কী কী উপকরণ প্রয়োজন?

ডাইনিং টেবিল সাজানোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলোর মধ্যে রয়েছে—টেবিল রানার বা টেবিল ক্লথ, খাবারের প্লেট ও বাটি, ছুরি-কাঁটা ও চামচ, গ্লাস ও কাপ, ন্যাপকিন বা টিস্যু, ফুলদানিতে তাজা ফুল বা কৃত্রিম ফুল এবং মোমবাতি বা ল্যাম্প। আরো অনেক কিছু যোগ করা যায়, তবে আমাদের লিস্টের জিনিসগুলো থাকলেই যেকোনো ডাইনিংকে অসাধারণ মনে হবে।

কোন ধরনের টেবিল ক্লথ বা রানার ব্যবহার করা ভালো?

প্রতিদিনের ব্যবহারের জন্য সুতির বা ওয়াটারপ্রুফ টেবিল ক্লথ ভালো। এছাড়া উৎসব বা বিশেষ দিনগুলোর জন্য সিল্ক, লেইস বা এমব্রয়ডারি করা টেবিল রানার ব্যবহার করা যায়। অপরদিকে, গ্লাস বা মার্বেল টেবিল হলে স্বচ্ছ বা নকশা করা পিভিসি কভার ব্যবহার করলে টেবিলের সৌন্দর্য বজায় থাকে।

ছোট জায়গার জন্য কীভাবে ডাইনিং টেবিল সাজানো যায়?

ছোট জায়গায় মাল্টি-ফাংশনাল আসবাবপত্র ব্যবহার করা যেতে পারে। বেশি জিনিস না রেখে মিনিমাল ডিজাইন অনুসরণ করা ভালো। এক্ষেত্রে ভাঁজযোগ্য চেয়ার ও টেবিল ব্যবহার করলে জায়গা বাঁচবে। আর সাদা বা হালকা রঙের টেবিল ক্লথ ব্যবহার করলে জায়গা প্রশস্ত মনে হবে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।