আসবাবপত্র এখন আর প্রয়োজন নয়, আমাদের লাইফস্টাইলের একটি অংশ। এমনকি ঘরে কী ফার্নিচার আছে তার উপর নির্ভর করে আমাদের ব্যক্তিত্ব। তাই, ঘর সাজানোর ক্ষেত্রে সময়োপযোগী সব ফার্নিচার বেছে নিতে হবে। কিন্তু, অনেক ক্ষেত্রেই ডিজাইন এবং ইন্টিরিয়র সৃজনশীলতার কারণে নিত্যদিনের ব্যবহারের জন্য সব ফার্নিচার উপযুক্ত হয় না। আরাম ও সৌন্দর্য একসাথে পেতে তাই আপনাকে বেছে নিতে হবে এমন ফার্নিচার যা আপনার ব্যক্তিত্বকে তো মার্জিত রাখবেই, পাশাপাশি আপনার অঙ্গবিন্যাস অর্থাৎ পশ্চারের জন্য হবে সেরা।
এসকল ফার্নিচার কেনার আগে অবশ্যই ভাবতে হবে কী কী আপনার প্রয়োজন এবং কেন। এছাড়াও, প্রতিদিনের বিশ্রামের ক্ষেত্রে যেসকল ফার্নিচার আপনার প্রয়োজন হয়, সেগুলো অবশ্যই এমন হতে হবে যা আপনার অঙ্গবিন্যাসকে সঠিকভাবে ধারণ করতে পারে। বর্তমান ফার্নিচার বাজারে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন ধরণের যেমন মেটাল, বেত, কাঠ, প্লাস্টিক ইত্যাদি দিয়ে শরীরের অঙ্গবিন্যাস ধারণ ক্ষমতাসম্পন্ন চেয়ার, সোফা, বিছানা ইত্যাদি তৈরি করছে। তবে, সময়োপযোগী ডিজাইন, উন্নতমানের ফিনিশিং, অনাড়ম্বর সৃজনশীলতা একসাথে পেতে হলে একবার নজর বুলাতে পারেন দেশ সেরা ফার্নিচার ব্র্যান্ড হাতিল–এ।
হাতিল–এর বিশেষ ডিজাইনে তৈরি চেয়ার কালেকশনে এমন কিছু চেয়ার আছে যার বডি রেস্ট কার্ভ মেরুদন্ডের গঠন অনুযায়ী তৈরি করা হয়েছে, ফলে সেই কার্ভ অনুযায়ী আপনার পিঠে কোন ধরণের চাপ পড়ে না, যার কারণে মেরুদণ্ডের ব্যথা বা ক্ষয়ে যাওয়ার আশংকা কমে।
এছাড়াও, হাতিল–এর নিজস্ব কারখানায় প্রস্তুতকৃত বিশেষ ধরণের, বিভিন্ন আকৃতির ম্যাট্রেসগুলো আপনার পশ্চার এর কোন ক্ষতি না করে দেয় পূর্ণ বিশ্রামের নিশ্চয়তা। এমনকি বিভিন্ন সোফা সেট কিংবা কাউচ চেয়ারের ক্ষেত্রেও হাতিল এমন ডিজাইন ও সুবিধা রেখেছে।
তাই, পরবর্তীতে যখনই ফার্নিচার কিনবেন, তখন অবশ্যই আপনার স্বাভাবিক পশ্চার রক্ষায় এবং পূর্ণ বিশ্রামে সহায়ক ফার্নিচার বেছে নিবেন।