আমাদের নিত্যজীবনে যেমন জুতার প্রয়োজন হয়, তেমনই জুতা রাখতে কাঠের জুতার তাক প্রয়োজন হয়। ঘর থেকে বের হওয়ার আগে এবং ঘরে ফেরার পরই যে আসবাবটি আমাদের সবার আগে ব্যবহার করতে হয়, তা হলো জুতার তাক।
আবার শীত, গ্রীষ্ম, বর্ষানির্বিশেষে সব ঋতুতেই অন্যান্য আসবাবের চেয়ে জুতার তাককেই মানিয়ে নিতে হয়। কারণ, সবচেয়ে বেশি ঝঞ্ঝাট যায় এই জুতার তাকের ওপর দিয়েই। কিন্তু ছোট্ট এই জিনিসটা কেনার আগে, কেনার পরও খেয়াল রাখতে হয় প্রচুর। কেমন ঘরে কেমন তাক রাখা যায়, কীভাবে যত্ন নেওয়া যায় জুতার তাকের খুঁটিনাটি জেনে নেওয়া যাক আজ।
কখন কিরকম জুতার তাক কিনবেন?
ড্রয়ার ও একাধিক তাকবিশিষ্ট জুতার রেক নিত্যব্যবহারে বেশি উপযোগী
Link: https://hatil.com/shoe-rack/helsinki-101
ঘরের অন্যান্য আসবাব কাঠের হলে জুতার তাকও কাঠের কেনা যায়। আবার সুন্দর ডিজাইনের প্লাস্টিক বা স্টিলের তাকও ব্যবহার করা যেতে পারে। প্রতিদিনের ব্যবহারের জন্য দরজাওয়ালা বদ্ধ রেক ব্যবহার করাই ভালো। এতে বাইরে থেকে এলোমেলো জুতা দেখা যাবে না। ঘরে বেশি মানুষ হলে একটু বড় ধরনের জুতা রাখার রেক কেনা উচিত। ঘরে কম মানুষ থাকলে এক বা দুই তাকবিশিষ্ট ছিমছাপ জুতার শেলফই যথেষ্ট। ড্রয়ারওয়ালা জুতার তাক কিনলে ড্রয়ারটা ব্যবহার করা যায় পরনের মোজা, জুতার কালি, ব্রাশ ইত্যাদি রাখার ক্ষেত্রে। তবে নিজের দামি ও প্রিয় জুতাগুলো সংরক্ষণের জন্য স্বচ্ছ কাচের দরজাওয়ালা তাক উপযোগী।
কাঠের জুতার তাক কোথায় রাখবেন?
প্রিয় জুতা সংগ্রহে ডিসপ্লে শেলফের মতো কাচের দরজাওয়ালা তাক রাখতে পারেন নিজের ঘরেই
Link- https://hatil.com/shoe-rack/edina-106g
জুতার তাক কেনার পর সেটা রাখার স্থান খুঁজে পেতে অনেকের ঝামেলা পোহাতে হয়। তাই তাক কেনার আগেই জায়গা নির্বাচন করে ফেলা ভালো। জায়গার মাপমতো জুতার তাক কিনতে হবে। বেশির ভাগ ক্ষেত্রে আমরা নিত্যব্যবহারের জুতার তাকটা দরজার বাইরেই রাখি। এতে ময়লা জুতা নিয়ে ঘরে প্রবেশ করার দরকার পড়ে না। দরজার বাইরে জায়গা না থাকলে ঘরের ভেতরে দরজার পাশেই একটি স্থানে জুতার তাক রাখা যেতে পারে। যেন ঘর নোংরা না হয়। তা ছাড়া, কারো যদি বিশাল জুতার সংগ্রহ থেকে থাকে তাহলে ডিসপ্লে শেলফের মতো জুতার তাক নিজের ঘরেই রাখতে পারেন।
কিভাবে গোছানো জুতার তাক নিশ্চিত করবেন?
জুতা ও তাক ভালো রাখতে গোছানো তাকের বিকল্প নেই
Link- https://hatil.com/shoe-rack/chelsea-103
শুধু জুতার জন্য রেক বা তাক কিনে ফেলাটাই শেষ নয়। জুতা এবং জুতার রেক উভয়ই ভালো রাখতে গোছানো তাকের বিকল্প নেই। নিত্যব্যবহারের জুতা একটা তাকে রাখতে হবে। যে জুতাগুলো মাঝে মাঝে ব্যবহার করা হয় সেগুলো আলাদা তাকে কোনো বাক্সে ভরে অথবা কাপড়ে মুড়িয়ে রাখতে হবে। এতে তাক কম ময়লা হয়। এ ছাড়া বিভিন্ন ঋতুতে ব্যবহৃত জুতাগুলোকেও আলাদা গুছিয়ে রাখতে হবে। যেসব জুতা আর পরা হয় না, সেগুলো পড়ে থাকতে থাকতে ময়লা জমে, পোকামাকড় হয়। তাই পুরোনো জুতা ছাঁটাই করে সহজেই তাককে গুছিয়ে পরিপাটি করে ফেলা যায়।
কিভাবে জুতার তাকের যত্নআত্তি করবেন?
জুতার তাকের যত্নে সবচেয়ে জরুরি হলো নিয়মিত তাকটি পরিষ্কার করা। প্লাস্টিক বা ধাতব জুতার তাক মাঝেমাঝেই ঝেড়ে মুছে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করা যেতে পারে। জীবাণু দূর করতে ভিনেগার, সাবান, এবং ডিটারজেন্ট ব্যবহার করা যাবে। কিন্তু কাঠের জুতার তাকের যত্নটা নিতে হবে অন্যান্য কাঠের আসবাবের মতোই। খোলা জুতার তাক হলে খেয়াল রাখতে হবে ধুলাবালি যেন জমতে না পারে। পরিষ্কার করতে হবে নিয়ম করে।
তা ছাড়া জুতায় লেগে থাকা ধুলাবালি, কাদা, এবং অন্যান্য ময়লা পরিষ্কার না করে জুতার তাকে রাখলে অন্য জুতা যেমন ময়লা হতে পারে তেমনই ক্ষতি হতে পারে তাকেরও। তাই ঘরে ঢোকার আগে পাপোশে জুতার তলাটা ভালো করে মুছে তারপর জুতা তাকে রাখতে হবে। জুতা ভেজা থাকলে ঘরে ফিরে সাথে সাথে তাকে না রেখে আগে জুতাটাকে একটু শুকিয়ে নিতে হবে। যাদের পা ঘামে, তাদেরও একই পদ্ধতি অবলম্বন করতে হবে। দীর্ঘদিনের জন্য জুতা সংরক্ষণের আগে ভালো করে জুতা পরিষ্কার করে নিতে হবে।এতে জুতার সাথে ভালো থাকবে জুতার তাকও।
অনেক সময় জুতা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পুরো তাককেই দুর্গন্ধযুক্ত করে ফেলতে পারে। তাই জুতার তাকে দুর্গন্ধ দূরীকরণ ওষুধ ব্যবহার করতে হবে। তা ছাড়া তাকের কোনাগুলোয় বেকিং পাউডার ছড়িয়ে দেওয়া যেতে পারে। বেকিং পাউডার জীবাণু ধ্বংস করে দুর্গন্ধ দূর করে। এ ছাড়া একটি বাটিতে ভিনেগারযুক্ত পানি ৩০ মিনিট জুতার তাকে রেখে দিলেও দুর্গন্ধ দূর হয়। এগুলো ছাড়াও আরো সহজ ঘরোয়া পদ্ধতি হতে পারে শুকনো টি-ব্যাগ, কমলা অথবা লেবুর খোসা। এগুলোও বেকিং সোডা ও ভিনেগারের মতো সমান কার্যকর।
বাসায় জুতার তাক ব্যবহার না করলে কি কি সমস্যা হয়?
জুতার তাক ব্যবহার না করলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে ঘরের পরিচ্ছন্নতা ও জুতার আয়ু সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত। নিচে সম্ভাব্য সমস্যাগুলো উল্লেখ করা হলো—
- অগোছালো পরিবেশ ও নান্দনিকতার অভাব। জুতা এলোমেলোভাবে ফেলে রাখলে ঘরের সৌন্দর্য নষ্ট হয়। প্রবেশপথে বা ঘরের কোণে জুতা পড়ে থাকলে এটি বিশৃঙ্খল দেখায়।
- খোলা জায়গায় রাখা জুতা ধুলো ও ময়লা জমিয়ে ফেলে, যা ঘরে ছড়িয়ে যেতে পারে। বিশেষ করে ভিজে বা ব্যবহৃত জুতা যদি যথাযথভাবে রাখা না হয়, তবে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে।
- এলোমেলোভাবে রাখা হলে জুতাগুলো দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। অন্যান্য ভারী বস্তু বা আসবাবের নিচে চাপা পড়ে জুতার আকৃতি নষ্ট হতে পারে।
- মেঝেতে সরাসরি জুতা রাখলে জীবাণু ছড়ানোর ঝুঁকি বাড়ে। বৃষ্টিতে ভিজে যাওয়া জুতা খোলা জায়গায় রাখলে ফাঙ্গাস বা ছত্রাক জন্মাতে পারে।
- বাসায় ছোট বাচ্চা থাকলে তারা জুতার ফিতে বা অংশ মুখে দিয়ে ফেলতে পারে, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। পোষা প্রাণী (যেমন বিড়াল বা কুকুর) জুতা চিবিয়ে ফেলতে পারে বা এলোমেলো করে দিতে পারে।
- নির্দিষ্ট জায়গা না থাকলে, দরকারের সময় জুতার খোঁজ পেতে দেরি হতে পারে। বিশেষ করে ব্যস্ত সময়ে এটি ভোগান্তির কারণ হতে পারে।
- মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে রাখা জুতা পায়ের নিচে পড়ে গিয়ে দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি বা শিশুদের জন্য এটি বিপজ্জনক হতে পারে।
সমাধান
জুতার তাক ব্যবহার করলে বাসার সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় থাকে, পাশাপাশি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা যায়। তাই একটি উপযুক্ত কাঠের বা ধাতব জুতার তাক ব্যবহার করাই ভালো। আপনার যদি আরও কিছু জানার প্রয়োজন হয়, আমাদেরকে info@hatil.com-এ মেইল করে আপনার পএরশ্নর উত্তর পেতে পারেন।
পরিশেষ
তো এই ছিল কাঠের জুতার তাক নিয়ে বিশদ আলোচনা। দেখতে খুব সিমপ্ল হলেও এই জুতার তাক আপনার একাধিক উপকারে আসবে। যেমনঃ কিছু তাকের সাথে ড্রয়ার তাকে যেখানে বিদ্যুৎ বিল, খবরের কাগজ, ইত্যাদি সংরক্ষণ করে রাখতে পারবেন। তাই দেরি না করে আজই আপনার নতুন বাসায় জন্য বাজারের সেরা কাঠের জুতার তাকটি বেছে নিন।
কাঠের জুতার তাক নিয়ে কিছু বহুল আলোচিত প্রশ্নোত্তর
কাঠের জুতার তাক কি ভেজা অবস্থায় নষ্ট হয়?
হ্যাঁ, কাঠ পানির সংস্পর্শে এলে ফুলে যেতে পারে বা নরম হয়ে নষ্ট হতে পারে। এমনকি ভিজে কাঠ জুতাকে ভিজিয়ে নষ্ট করে দিতে পারে। তবে বার্নিশ বা ওয়াটারপ্রুফ কোটিং ব্যবহার করলে এটি অনেকদিন টেকসই থাকবে। সাধারণত জুতার তাকগুলো খোলা আকাশের নিচে না রেখে দরজার সামনে বা পিছনে নিরাপদ স্থানে রাখা হয়।
কাঠের জুতার তাক কোথায় পাওয়া যাবে?
হাতিলের মত ফার্নিচারের দোকান অথবা তাদের অনলাইনে ওয়েবসাইটে সেরা মানের কাঠের জুতার তাক পাওয়া যাবে। এখান থেকে জুতার তাক কিনলে ১২ মাসের ওয়ারেন্টির পাশাপাশি একেবারে টপ গ্রেডের ম্যাটেরিয়েল পাবেন যা আপনার জুতার তাককে টেকসই করে তুলবে।
কাঠের জুতার তাক কাস্টম ডিজাইন করা যায় কি?
হ্যাঁ, কাঠের তাক কাস্টম ডিজাইন করা সম্ভব। প্রয়োজন অনুযায়ী আকার, শেলফের সংখ্যা এবং ফিনিশিং কাস্টমাইজ করা যায়। তবে বেশিরভাগ ক্রেতা এত ঝামেলাতে না গিয়ে ফার্নিচার শপ থেকে সুন্দর ডিজাইনের ফ্যাক্টরি মেড জুতার তাক কিনতে পছন্দ করে। কিছু জুতার তাক মাল্টিপারপাজ ফাংশনালিটি নিয়ে আসে।